Cox's Tour & Event Management

Cox's Tour & Event Management Welcome to Cox’s Bazar

🔥টেকনাফ টু সেন্টমার্টিন নৌ রোডে শীপ টিকেটের ভাড়ার তালিকা নিম্নে দেওয়া হল ক্লিক করে দেখে নিন🔥✔টিকিটের জন্য কল করুন ☎️0131...
18/01/2023

🔥টেকনাফ টু সেন্টমার্টিন নৌ রোডে শীপ টিকেটের ভাড়ার তালিকা নিম্নে দেওয়া হল ক্লিক করে দেখে নিন🔥

✔টিকিটের জন্য কল করুন ☎️01317680838

১. কেয়ারি সিন্দবাদ♦️
☞মেইন ডেক -১১০০/(আপ এন্ড ডাউন)
☞অপেন ডেক -১২৫০/(আপ এন্ড ডাউন)
☞ব্রিজ ডেক -১৩৫০/(আপ এন্ড ডাউন)

২. এম.ভি পারিজাত♦️
☞মেইন ডেক -১২০০/-(আপ এন্ড ডাউন)
☞বিজনেস ডেক -১৫০০/(আপ এন্ড ডাউন)

৩. এম.ভি রাজহংস♦️
☞মেইন ডেক - ১,৫০০/-(আপ এন্ড ডাউন)
☞বিজনেস ডেক -১,৭০০/(আপ এন্ড ডাউন)

৪. কেয়ারি ক্রুজ এন্ড ডাইন♦️
☞এক্সক্লুসিভ লাউঞ্জ -১৪০০/-[Up & Down]
☞কোরাল লাউঞ্জ -১৬০০/- (Up & Down)
☞পার্ল লাউঞ্জ -২০০০/- (Up & Down)

12/01/2023

সুখবর 🌺🌼
আগামী শুক্রবার থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌ-রোটের সব জাহাজের টিকেট পাওয়া যাবে আমাদের অফিস
travel adventure..world beach resort

টেকনাফ-সেন্টমার্টিন- টেকনাফ।
#এমভি_পারিজাত:-
★মেইন ডেক ১২০০৳
★ওপেন ডেক ১৫০০৳
★বিজনেস ক্লাস ১৭০০৳
★কেবিন ৩০০০৳

#এমভি_রাজহংস:-
★বিজনেস ক্লাস ১৫০০৳
★ভিআইপি ১৭০০৳
★কেবিন ৩০০০৳

#কেয়ারি_ক্রুজ অ্যান্ড ডাইনের জাহাজের টিকিট মূল্য:
1. পার্লাউঞ্জ = 2000 ( আসা :1050, যাওয়া: 950 )
2. কুরাল লাউঞ্জ = 1600 ( আসা : 850, যাওয়া: 750 )
3. এক্সক্লুসিভ লাউঞ্জ = 1400 ( আসা :750 , যাওয়া: 650 )

#কেয়ারি_সিন্দাবাদ জাহাজের টিকেট মূল্য:
1. ব্রিজ ডেক = 1350 ( আসা :725 , যাওয়া: 625 )
2. ওপেন ডেক = 1250 ( আসা : 675, যাওয়া: 775 )
3. মেইন ডেক = 1100 ( আসা :600, যাওয়া: 500 )

শিপ টিকেট ও রিসোর্ট এবং হোটেল বুকিং এর জন্য যোগাযোগ করুন:-
01317680838

২০০০ সালের কলাতলী
07/11/2022

২০০০ সালের কলাতলী

18/10/2022

👉এক নজরে আমাদের কক্সবাজার জেলাঃ

১. কক্সবাজারকে কখন জেলায় উন্নীত করা হয়? -১ মার্চ, ১৯৮৪ সালে।
২. কক্সবাজারের প্রাচীন নাম কী? -পালংকী, প্যানোয়া।
৩. কক্সবাজার জেলার নামকরণ কীভাবে হয়? -কক্সবাজারের প্রাচীন নাম পালংকী। এক সময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ 'হলুদ ফুল'। অতীত কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত।
ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭১৯ খ্রিষ্টাব্দে একটি বাজার স্থাপন করেন কক্স সাহেবের বাজার হতে কক্সবাজার নামের উৎপত্তি।
৪. কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে কত কিলোমিটার দক্ষিণে অবস্থিত? -১৫৯ কিলোমিটার।
৫. কক্সবাজার জেলার আয়তন কত? -২৪৯১.৮৬ বর্গ কি.মি.
৬. কক্সবাজার জেলার উপজেলা সংখ্যা কয়টি ও কী কী? -৯টি; টেকনাফ, উখিয়া, রামু, কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও ।
৭. কক্সবাজার জেলায় কয়টি ইউনিয়ন আছে? -৭১টি।
৮. কক্সবাজার জেলায় কয়টি গ্রাম আছে? -৯৯২টি।
৯. কক্সবাজার জেলায় কয়টি পৌরসভা আছে? -৪টি।
১০. কক্সবাজারের মৌজা সংখ্যা কত? -১৮৮টি
১১. কক্সবাজার কীসের জন্য বিখ্যাত? -সমুদ্র সৈকতের জন্য
১২. কুতুবদিয়া কীসের জন্য বিখ্যাত? -বাতিঘরের জন্য বিখ্যাত।
১৩. রামু কীসের জন্য বিখ্যাত? -রাবার ও বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত।
১৪. মহেশখালী কীসের জন্য বিখ্যাত? -আদিনাথ মন্দিরের জন্য
১৫. টেকনাফ কীসের জন্য বিখ্যাত? -স্থল বন্দর ও সুপারির জন্য।
১৬.চকরিয়া-পেকুয়া কীসের জন্য বিখ্যাত? চিংড়ি, লবন ও সাবমেরিন ঘাঁটির ও সার্ফারী পার্কের জন্য বিখ্যাত।
১৭. কক্সবাজার জেলার প্রধান পাঁচটি নদীর নাম লেখ। -মাতামুহুরি, বাঁকখালী, রেজু, কোহেলিয়া ও নাফ নদী।
১৮. কক্সবাজার জেলার আদর্শ গ্রামের সংখ্যা কত? -১১টি।
১৯. কক্সবাজার জেলার প্রধান দ্বীপ কয়টি ও কী কী? -৫টি; মহেশখালী, কুতুবদিয়া, মাতারবাড়ি, ধলঘাট, সোনাদিয়া ও সেন্টমার্টিন।
২০. কক্সবাজার জেলার সর্ববৃহৎ সেতুর নাম কী? -মহেশখালী ও বদরখালী সংযোগ শহিদ জিয়াউর রহমান বীর উত্তম সেতু।
২১. কক্সবাজার জেলার কোন উপজেলায় পাহাড় নাই? -কুতুবদিয়া।
২২. কক্সবাজার জেলার ছোট উপজেলার নাম কী? -ঈদগাঁ ।
২৩. কক্সবাজার জেলার ছোট ইউনিয়নের নাম কী? -সেন্টমার্টিন
২৪. বর্তমানে কক্সবাজার জেলার লোকসংখ্যা কত? - ২২,৮৯,৯৯০জন(২০১১ সালের মতে)
২৫. বাংলাদেশের একমাত্র সাফারি পার্কের নাম কী? -বঙ্গবন্ধু শেখ মুজিব ডুলহাজারা সাফারি পার্ক
২৬. বঙ্গবন্ধু শেখ মুজিব ডুলহাজারা সাফারি পার্ক কোথায় অবস্থিত? -কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারায়।
২৭. বঙ্গবন্ধু শেখ মুজিব ডুলহাজারা সাফারি পার্কের আয়তন কত? -৯০০ হেক্টর।
২৮. বঙ্গবন্ধু শেখ মুজিব ডুলহাজারা সাফারি পার্ক কবে উদ্বোধন করা হয়? -১৯ জানুয়ারি, ২০০১ খ্রি:
২৯. বঙ্গবন্ধু শেখ মুজিব ডুলহাজারা সাফারি পার্কের প্রধান বৈশিষ্ট্য কী ? -এখানে বন্যপ্রাণী মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে।
৩০. কক্সবাজার জেলার সর্ব দক্ষিণের স্থানের নাম কী? -সাবরাং।
৩১. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? -১২০ কি.মি. (৭৪.৫৮ মাইল)
৩২. বাংলাদেশের প্রধান স্বাস্থ্যকর স্থান কোনটি? -কক্সবাজার।
৩৩. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী? -সেন্টমার্টিন।
৩৪. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত? -৭.৫ বর্গ কি.মি.
৩৫. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী? -নারিকেল জিঞ্জিরা।
৩৬. জিঞ্জিরা শব্দের অর্থ কী? -জিঞ্জিরা আরবি শব্দ এর অর্থ দ্বীপ।
৩৭. সামুদ্রিক কচ্ছপ প্রজনন কেন্দ্র কোথায় রয়েছে? -সেন্টমার্টিন দ্বীপে।
৩৮. কোন দ্বীপে চুনাপাথর পাওয়া যায়? -সেন্টমার্টিন দ্বীপে।
৩৯. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? -নাফ।
৪০. পারমানবিক খনিজ পদার্থ কক্সবাজারের কোথায় পাওয়া যায়? -সেন্টমার্টিন দ্বীপে।
৪১. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও সুন্দর বেলাভূমি কোথায় রয়েছে? -কক্সবাজার সাগর তীরে।
৪২. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পুরাতন নাম কী? -হরিণ প্রজনন কেন্দ্র।
৪৩. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপের নাম কী? -মহেশখালী।
৪৪. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? -কক্সবাজার।
৪৫. মায়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হয় কোন বন্দর দিয়ে? -টেকনাফ।
৪৬. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের উপজেলা কোনটি? -টেকনাফ।
৪৭. শীতল পানির ঝর্ণা কোথায় রয়েছে? -কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে
৪৮. হিমছড়ি পাহাড় কক্সবাজার জেলার কোন উপজেলায় অবস্থিত? -কক্সবাজার সদর।
৪৯. বাংলাদেশের বৃহত্তম ঘন্টার নাম কী এবং কোথায়? -রামু থানার বৌদ্ধ বিহার ঘন্টা, রামু কক্সবাজার।
৫০. রাখাইন সাংস্কৃতিক ইনষ্টিটিউট কোথায় অবস্থিত? -রামু, কক্সবাজার।
৪৯। বাংলাদেশের পর্যটন নগরীর নাম কী? -কক্সবাজার।
৫০। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের ইউনিয়নের নাম কী? -সেন্টমার্টিন।
৫১। মাতামুহুরি নদী কোথা হতে উৎপত্তি হয়েছে? -মইভার পর্বত হতে।
৫২। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? -কক্সবাজারের রামুতে।
৫৩। বর্তমান কক্সবাজার জেলা প্রশাসকের নাম কী? -মো: মামুনুর রশিদ(২৩ তম)
৫৪। পেকুয়া উপজেলার বর্তমান নির্বাহী অফিসারের নাম কী? -পূর্বিতা চাকমা।
৫৫। পেকুয়া উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যানের নাম কী? -জাহাঙ্গীর আলম।
৫৬। পেকুয়ার বর্তমান শিক্ষা অফিসারের নাম কী? -ছালামত উল্লাহ।
৫৭। পেকুয়া উপজেলায় কয়টি ইউনিয়ন আছে, ও কী কী? -৭টি ; রাজাখালী, মগনামা, উজানটিয়া, পেকুয়া সদর, বারবাকিয়া, টৈটং, শিলখালী।
৫৮। বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায়? -কক্সবাজারের ঝিলংঝায়।
৫৯। বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায়? -কুতুবদিয়া।
৬০। কক্সবাজার জেলার সর্বশেষ ঘোষিত উপজেলার নাম কী? -ঈদগাঁও।
৬১। পেকুয়া উপজেলাকে কত তারিখ উদ্বোধন করা হয়? -২৭ এপ্রিল, ২০০২ সাল
৬২। পেকুয়া উপজেলার আয়তন কত?- ১৩৯.৯৮ বর্গ কি.মি. (৭৪,৪৫৮ একর)
৬৩। পেকুয়া উপজেলার আয়তনে ও জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়নের নাম কী? -শিলখালী (৭৮৭ হেক্টর)
৬৪। পেকুয়া উপজেলার বৃহত্তম ইউনিয়ন কোনটি? -পেকুয়া সদর।
৬৫। আদিনাথ মন্দির কোথায় রয়েছে? -মহেশখালীতে।
৬৬। আদিনাথ মন্দিরে কী ধরনের মূর্তি রয়েছে?
অষ্টভুজ আকৃতির।
৬৮। ঈদগাঁও উপজেলার আয়তন কত? -১১৯.৬৬ বর্গ কি.মি.(৪৬.২০ বর্গমাইল)
৭০। ঈদগাঁও উপজেলা কবে উদ্বোধন হয়? -২৬ জুলাই, ২০২১ সাল।
৭১। ঈদগাঁও উপজেলা কয়টি ইউনিয়ন নিয়ে গঠিত? -৫টি।
৭২। কক্সবাজার সদর থেকে পেকুয়া উপজেলার দূরত্ব কত? -৪৭ কি.মি.
৭৩। পেকুয়া-চকরিয়া সংসদীয় কততম আসন? -২৯৪ কক্সবাজার-১
৭৪। পেকুয়া উপজেলার উত্তরে কোন উপজেলা? -বাঁশখালী,চট্টগ্রাম।
৭৫। পেকুয়ার কোন ইউনিয়নে কোনো হিন্দু নেই? -রাজাখালী।
৭৬। মাতামুহুরি নদী কোন সাগরে মিশেছে? -বঙ্গোপসাগরে।
৭৭। সোনাদিয়া দ্বীপ উপজেলায় অবস্থিত?
৭৮। সোনাদিয়া দ্বীপ গ্রাম না ইউনিয়ন? -গ্রাম।
৭৯। সোনাদিয়া দ্বীপের লোকসংখ্যা কত? -প্রায় ৭০০ জন।
৮০। সোনাদিয়া দ্বীপের একমাত্র প্রতিষ্ঠানের নাম কী? -সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মহেশখালী।
৮১। সোনাদিয়া দ্বীপ কীসের জন্য বিখ্যাত? -শুকনো মাছের জন্য
৮২। স্বাধীনতাত্তোর কক্সবাজারে প্রথম মন্ত্রী হন কে? -সালাহউদ্দিন আহমেদ।
৮৩। সালাহউদ্দিন আহমেদের বাড়ি কোথায়? -কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে।
৮৪। সোনাদিয়া দ্বীপ কক্সবাজার হতে কত দূরে অবস্থিত? -৩কি.মি.
৮৫। কক্সবাজারের কোথায় গভীর সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে? -মাতারবাড়ি, মহেশখালী।
৮৬। পেকুয়া উপজেলার প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নাম কী? -মো: শাফায়েত আজিজ রাজু।
৮৭। পেকুয়া উপজেলার প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যানের নাম কী? -ইদ্রিছ বাদশা।
৮৮। পেকুয়া উপজেলা প্রথম মহিলা ভাইস চেয়ারম্যানের নাম কী? -নাজনিন ফারজানা লাভলী।
৮৯। কক্সবাজার জেলায় সাদা মনের মানুষ হিসাবে সনদ পত্র লাভ করেন কে? -এ.জে.এম গিয়াস উদ্দিন চৌধুরী।
৯০. পেকুয়ার প্রাচীন নাম কী? -সাবেকগুলদী।
৯১. নাফ নদীর উৎপত্তি কোথা থেকে? -আরকান পাহাড় থেকে।
৯২. বাংলাদেশের কোথায় গন্ধক পাওয়া যায়? -কুতুবদিয়া
৯৩. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালি আছে? -কক্সবাজার সমুদ্র সৈকতে।
৯৪. কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথম কালোসোনা কে আবিষ্কার করেন? -বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্মকর্তা ও এইচ কবির।
৯৫. মারমা উপজাতিরা কোথায় বাস করে? -কক্সবাজার।
৯৬. লাবনী পয়েন্ট কোথায় অবস্থিত? -কক্সবাজার সমুদ্র সৈকতে।

আলহামদুলিল্লাহ সফল ভাবে NetApp Omega Exim Limited Conference 2022  ইভেন্ট শেষ করলাম🤲🤲
09/10/2022

আলহামদুলিল্লাহ সফল ভাবে NetApp Omega Exim Limited Conference 2022 ইভেন্ট শেষ করলাম🤲🤲

NetApp Omega Exim Limited Conference 2022 Fast Day
07/10/2022

NetApp Omega Exim Limited Conference 2022 Fast Day

 #কর্ণফুলী_এক্সপ্রেস 🌊🛳️ কক্সবাজার টু সেন্টমার্টিন - সেন্টমার্টিন টু কক্সবাজার টিকিট বুকিং দিয়ে সাথে থাকুন বুকিংঃ 01317...
07/10/2022

#কর্ণফুলী_এক্সপ্রেস
🌊🛳️ কক্সবাজার টু সেন্টমার্টিন - সেন্টমার্টিন টু কক্সবাজার টিকিট বুকিং দিয়ে সাথে থাকুন
বুকিংঃ 01317680838
🏖️ পর্যটকবাহী জাহাজের (জনপ্রতি আসা-যাওয়া) নতুন ভাড়ার তালিকা: 🏖️
==========================
💺রেগুলার ক্লাস ( Lavender) : ৩,২০০/-
💺(শোভন ক্লাস চেয়ার (Marigold) : ৩,২০০/-
💺বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার ( Gladiolas) : ৪,০০০/-
💺ওপেন ডেক চেয়ার ( Open Deck) : ৪,০০০/-
💺লিলাক লাউঞ্জ( Lilack Lounge) : ৪,০০০/-
💺ভি আই পি লাউঞ্জ (Chrysanthemum Lounge) : ৪,৫০০/-
🛏সিঙ্গেল কেবিন( Single Cabin) : ৭,৫০০/- টাকা
(১ জন এর জন্য প্রযোজ্য)
🛌টুইন বেড কেবিন (Twin Bed Cabin) : ১২,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি আই পি কেবিন ( VIP Cabin) : ২০,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি ভি আই পি কেবিন (VVIP Cabin) : ২৮,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
==============================
🚸 (প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, সিঙ্গেল কেবিনে ১জন প্রযোজ্য। অতিরিক্ত জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)
👪 শিশু পলেসি: ৫ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, ৫ বছরের বড় সকলকে টিকেট কাটতে হবে।
💝 বিশেষ সুবিধা:
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজটিতে ভ্রমণকালীন সময়ে উভয় পথে সৌজন্যমূলক হালকা নাস্তা প্রত্যেক যাত্রীকে সরবরাহ করা হয়।
🍽️ খাবার মেনু: কুকিজ,কেক ও মিনারেল পানি

পর্যটকের আনাগোনায় মুখরিত সেন্টমার্টিন। পর্যটকদের সবচেয়ে প্রিয় স্থান সেন্টমার্টিন দ্বীপে সিজনের প্রথম দিন যাত্রীদের সেন্ট...
06/10/2022

পর্যটকের আনাগোনায় মুখরিত সেন্টমার্টিন।
পর্যটকদের সবচেয়ে প্রিয় স্থান সেন্টমার্টিন দ্বীপে সিজনের প্রথম দিন যাত্রীদের সেন্টমার্টিন জেটি ঘাটের দৃশ্য।

আলহামদুলিল্লাহ আজ ভোর ৭টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে এই সিজনের প্রথম যাত্রা শুরু করলো কর্ণফুলী এক্সপ্রেস।কক্সবাজর টু সেন্...
06/10/2022

আলহামদুলিল্লাহ আজ ভোর ৭টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে এই সিজনের প্রথম যাত্রা শুরু করলো কর্ণফুলী এক্সপ্রেস।
কক্সবাজর টু সেন্টমার্টিন যাত্রীদের জন্য শুভ কামনা...!
কক্সবাজার টু সেন্টমার্টিন যাওয়ার টিকেট বুকিং করুন আমাদের কাছ থেকে..Cox’s Tour & Event Management,Call 01317680838

কক্স বাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জ্জন ০৫/১০/২০২২
05/10/2022

কক্স বাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জ্জন ০৫/১০/২০২২

ইনশাআল্লাহ ৬ তারিখ থেকে🏖️🏖️নাব্যতা সংকট ও মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে টেকনাফ এর নাফ নদী রুটে সেইন্ট মার্টিন গামী পর্যটন বা...
04/10/2022

ইনশাআল্লাহ ৬ তারিখ থেকে🏖️🏖️

নাব্যতা সংকট ও মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে টেকনাফ এর নাফ নদী রুটে সেইন্ট মার্টিন গামী পর্যটন বাহী স্পিড বোর্ড ট্রলার ও শীপে সকল পর্যায়ের পর্যটক প্রবেশ নিষেধ করা হয়েছে।

এ সিদ্ধান্ত বহাল থাকবে যতদিন পর্যন্ত মায়ানমার ইস্যু নিয়ে দুপক্ষের সুস্পষ্ট সমাধান না হয়।

বি দ্রঃ কক্সবাজার টু সেইন্ট মার্টিন রুটে কোন প্রকার সমস্যা না থাকার কারনে ৬ই অক্টোবর ২০২২ থেকে নিয়মিত ভাবে কর্নফুলি শীপ চালাচল করবে।
এছাড়া চট্টগ্রাম টু সেইন্ট মার্টিন রুটে বিলাশ বহুল জাহাজ বে ওয়ান শীপ এ নবেম্বর এর শুরু থেকে নিয়মিত নিয়মে চলচাল করবে।

☞আপনার সেন্টমার্টিন ভ্রমণের শিপ ও হোটেল বুকিং করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
☎️01317680838

কক্স বাজার বিশ্ব পর্যটন দিবস ও বীচ কার্নিভাল ২০২২
28/09/2022

কক্স বাজার বিশ্ব পর্যটন দিবস ও বীচ কার্নিভাল ২০২২

24/09/2022

আসসালামু আলাইকুম

17/04/2022

omg 😄😄😄😄😄

26/02/2021

পবিত্র জুম্মা মোবারক

11/01/2020

Welcome To Cox's Bazar

Address

Kolatoli, Dolpin Moor
Cox's Bazar
4700

Telephone

+8801317680838

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Tour & Event Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Tour & Event Management:

Videos

Share



You may also like