Tour Travel Destination cox's Bazar

Tour Travel Destination cox's Bazar ★HOTEL BOKING�
★AIR TICKET�
★SHIP TICKET�
★BUS TICKET��
★RENT A CAR��
★GROUP TOUR ��
★STUDENTS TOUR��
★COUPLE TOUR�

শুভ বিদায় পর্যটক বন্ধুরা!আজকের জাহাজের সাথে বিদায় নিচ্ছে সেন্টমার্টিনের শেষ পর্যটকরাও। দীর্ঘ নয় মাস পর আবার ফিরবে কোলাহল...
31/01/2025

শুভ বিদায় পর্যটক বন্ধুরা!

আজকের জাহাজের সাথে বিদায় নিচ্ছে সেন্টমার্টিনের শেষ পর্যটকরাও। দীর্ঘ নয় মাস পর আবার ফিরবে কোলাহল, আনন্দ আর পর্যটকের পদচারণা। এই সময়টা আমাদের জন্য অপেক্ষার, প্রস্তুতির, আর দ্বীপকে আরও সুন্দর করে গড়ে তোলার।

Tour Travel Destination cox's Bazar থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আগামী মৌসুমে আবার দেখা হবে, সেন্টমার্টিনের নীল জলরাশি আর শান্ত সৈকতে আপনাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত থাকব!

শুভ যাত্রা, দেখা হবে আবার! 🌊⛵🌴

ইনশাআল্লাহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফেব্রুয়ারী মাসেও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ জাহাজ চলাচল করবে এবং রাত্রি যা...
22/01/2025

ইনশাআল্লাহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফেব্রুয়ারী মাসেও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ জাহাজ চলাচল করবে এবং রাত্রি যাপন করা যাবে।

যারা এই সীজনে এখনো যেতে পারেন নি প্রস্তুতি নিতে থাকুন ফেব্রুয়ারী মাসে ভ্রমন করার।

💢 বিউটি অব বাংলাদেশ।

নীল পানির ফ্লাইং ফিশ সেন্টমার্টিন দ্বীপে পাওয়া যায় পানির দামে..
19/01/2025

নীল পানির ফ্লাইং ফিশ
সেন্টমার্টিন দ্বীপে পাওয়া যায় পানির দামে..

যারা পর্যটনের সাথে জড়িত তাদের সকলের জানা উচিত ✅৩★ ✅৫★  ✅৭★ হোটেলের মধ্যে পার্থক্য কি কি বিস্তারিত আলোচনা করা হল।ঠান্ডা আ...
16/01/2025

যারা পর্যটনের সাথে জড়িত তাদের সকলের জানা উচিত ✅৩★ ✅৫★ ✅৭★ হোটেলের মধ্যে পার্থক্য কি কি বিস্তারিত আলোচনা করা হল।

ঠান্ডা আবহাওয়ার সঙ্গে এখন চলছে ভ্রমণেরও মৌসুম। আর অচেনা জায়গায় কয়েক দিনের জন্য ভ্রমণে গেলে হোটেলই ভরসা।

সাধারণত রিভিউ বা রেটিংয়ের ভিত্তিতে গ্রাহকেরা ভ্রমণের আগে হোটেল নির্বাচন করে থাকেন। হোটেলগুলোর নামের পাশেই তা কত তারকাখচিত বা কত স্টার-যুক্ত সে উল্লেখ থাকে। সবাই জানেন, বেশি স্টারের অর্থ হোটেলের সুযোগ-সুবিধাও বেশি। স্টার অনুযায়ী হোটেলগুলোর ব্যবস্থাপনা সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া যায়।

কিন্তু বিভিন্ন হোটেলের ‘স্টার’ রেটিং নির্ধারণ করেন কারা! জানলে অবাক হবেন যে, হোটেলের জন্য এককভাবে কোনো স্টার নির্ধারক কমিটি বা সংস্থা নেই পুরো বিশ্বে। বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে এটি নির্ধারণ করে থাকে।

সাধারণত রুমের আকার, পরিচ্ছন্নতা, সুযোগ-সুবিধা এবং পরিষেবার গুণমানের মতো বৈশিষ্ট্যগুলোকে অন্তর্ভুক্ত করে মানদণ্ডের একটি সেট মূল্যায়ন করা হয় এবং সামগ্রিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে হোটেলটিকে র‌্যাঙ্কিং দেওয়া হয়।

বিংশ শতকের গোড়ার দিকে সম্ভবত প্রথম হোটেলগুলোর স্টার রেটিংয়ের প্রচলন শুরু হয়। কারও মতে, উত্তর আমেরিকা এবং ইউরোপের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএ) হাত ধরে এর সূচনা। আবার কেউ মনে করেন, ফোর্বস ট্রাভেল গাইড সর্বপ্রথম হোটেলের এই রেটিং স্টার সিস্টেম চালু করে।

বর্তমানে উত্তর এবং দক্ষিণ আমেরিকায় হোটেল রেটিং প্রদানের জন্য দায়ী দুটি প্রধান সংস্থা হলো আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ফোর্বস ট্রাভেল গাইড। অন্যদিকে ইউরোপের হোটেলগুলোর জন্য নিয়োজিত রয়েছে ইউরোপিয়ান হোটেল স্টারস ইউনিয়ন নামক বিশেষ সংস্থা।

হোটেলের রেটিং দেওয়ার ক্ষেত্রে প্রতিটি সংস্থার রয়েছে নিজস্ব মানদন্ড এবং শর্ত। দেখা যাবে, নেপালের একটি পাঁচতারকা হোটেলের চেয়ে যুক্তরাষ্ট্রের কিংবা অস্ট্রেলিয়ার তিন তারকা হোটেলও তুলনামূলকভাবে বেশি অভিজাত এবং বিলাসবহুল।

তবে মোটা দাগে এই স্টার রেটিং সিস্টেমে ওয়ান স্টার থেকে ফাইভ স্টার পর্যন্ত হোটেলগুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সে সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক-

ওয়ান স্টার বা একতারকা হোটেল:
ওয়ান স্টার হোটেলে থাকার খরচ তুলনামূলকভাবে খুব কম। বাজেট সাশ্রয়ী হওয়ায় যে কেউ এই হোটেলে উঠতে পারে। এতে আপনি পরিষ্কার ঘর, ঘুমানোর জন্য একটি বিছানা, টয়লেট সুবিধা এবং সর্বোচ্চ গরম ও ঠান্ডা পানির সুবিধা পাবেন। কিন্তু এসব হোটেলের রুম আকারে খুবই ছোট হয়ে থাকে।

টু স্টার বা দুইতারকা হোটেল:
টু স্টার হোটেলের সুবিধা ওয়ান স্টার হোটেলের চেয়ে কিছুটা ভালো। এই ধরনের হোটেলে রুমের আকার একটু বড় হতে পারে। এখানে রাত্রিযাপনের খরচ ১৫০০-২০০০ টাকা পর্যন্ত হতে পারে। এটি ঘুমানোর জন্য একটি ভাল বিছানা, পরিষ্কার বাথরুম, টেবিল-চেয়ার এবং অন্যান্য কিছু সুবিধা দেয়। কিছু হোটেলে টেলিফোন ও টেলিভিশন থাকলেও সেগুলো পুরানো এবং নষ্ট হওয়ার আশঙ্কাই বেশি!

থ্রি স্টার বা তিনতারকা হোটেল:

তিনতারকা হোটেলের রুম আকারে বড় এবং এতে এসি সুবিধা থেকে শুরু করে ওয়াই-ফাই, টিভি সুবিধা সবই থাকে। এছাড়াও রয়েছে পার্কিং সুবিধা। এ হোটেলে থাকতে গেলে দিনপ্রতি অন্তত ৩-৪ হাজার টাকা গুনতে হবে। অনেক তিনতারকা হোটেলে ব্যুফে ব্রেকফাস্ট সুবিধা দেখা যায় এখন।
ফোর স্টার বা চারতারকা হোটেল:

ফোর স্টার হোটেলগুলো স্যুইট রুম এবং বাথটাবের মতো সুবিধা প্রদান করে। এছাড়া ওয়াইফাই, মিনি বার, ফ্রিজ ইত্যাদি সুবিধা দেওয়া হয়। রয়েছে টিভি, সুইমিং পুল, সাইড বার, কফিশপ সহ অন্যান্য ফ্যাসিলিটিজ। এ ধরনের হোটেলে থাকার খরচ কিছুটা বেশি। বাংলাদেশে এখন প্রচুর চারতারকা হোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে।

ফাইভ স্টার বা পাঁচতারকা হোটেল:

পাঁচতারা হোটেলে আতিথেয়তার প্রতি বিশেষ নজর দেওয়া হয়। গ্রাহকদের জন্য আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে এখানে জিম, পার্সোনাল হেলথকেয়ার সহ নানা বিলাসবহুল সুবিধা থাকে। ২৪ ঘণ্টা রুম সার্ভিস সুবিধা পাওয়া যায়। এই হোটেলের রুমের আকার অনেক বড় হয়।
সেভেন স্টার বা সাততারকা হোটেল:

ইদানিং কিছু হোটেল নিজেদের সেভেন স্টার বলে দাবি করছে। তবে এই হোটেলের কোনো নির্ধারিত বৈশিষ্ট্য এখনও নেই। এখানকার রুম ভাড়া ও খাবারের খরচ বেশ ব্যয়বহুল।

16/01/2025
🚍🚍🚍  সুখবর- সুখবর -সুখবর 🚍🚍🚍          আসসালামু আলাইকুম,,, সবাইকে অবগত জন্য জানাতে যাচ্ছে,     💚💚 𝕀𝕞𝕡𝕖𝕣𝕚𝕒𝕝  𝔼𝕩𝕡𝕣𝕖𝕤𝕤 💚💚আপন...
06/01/2025

🚍🚍🚍 সুখবর- সুখবর -সুখবর 🚍🚍🚍

আসসালামু আলাইকুম,,,

সবাইকে অবগত জন্য জানাতে যাচ্ছে,

💚💚 𝕀𝕞𝕡𝕖𝕣𝕚𝕒𝕝 𝔼𝕩𝕡𝕣𝕖𝕤𝕤 💚💚

আপনাদের সবার পরিচিত আমরা দীর্ঘদিন আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।।
সরাসরি সেন্টমার্টিন টিকেট কেটে কক্সবাজার লঞ্চের গাট আমাদের কাউন্টার আছে কক্সবাজার থেকে সরাসরি ঢাকা আমাদের সরাসরি শিফ সিডিউল নিয়মিত আমাদের বাস আছে,আমাদের বাস নিয়মিত চলাচল করিতেছে,,
যাদের টিকেট লাগবে একমাত্র তারাই,,,
যোগাযোগ করবেন,,,
আমরা আপনাদের পাশে আছি- ইনশাআল্লাহ

সবাই টিকেটের জন্য যোগাযোগ করুন-

01601-650889 Whatsapp
01609-455544 call
01601-414240

ক‍্যাম্পিং করার জন্য আদর্শ একটি জায়গা সোনাদিয়া দ্বীপ🇧🇩🌿এ দ্বীপের তিনদিক থেকে আছে সমুদ্র সৈকত । সমুদ্র সৈকতের কোনো এক পাড়...
05/01/2025

ক‍্যাম্পিং করার জন্য আদর্শ একটি জায়গা সোনাদিয়া দ্বীপ🇧🇩

🌿এ দ্বীপের তিনদিক থেকে আছে সমুদ্র সৈকত । সমুদ্র সৈকতের কোনো এক পাড়ে তাঁবুতে থাকবো।রাতে থাকবে বারবিকিউ°

আর প্রানখুলে সমুদ্র বিলাস করবো।জীবনের সেরা একটা অভিজ্ঞতা নিতে পারবেন এই ট্যুরে🥰

মাত্র ১৮৫০/-টাকায় বৃহস্পতিবার আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং ও কক্সবাজার ভ্রমনে

ট্যুর সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপ করুন:
Fayaz: 01609455544(What's app)
: 01601650889

অভিযোগ ও পরামর্শ: 01601414240(CEO)

সেন্টমার্টিন গামী সকল শীপের অফিসিয়াল এজেন্ট -Tour Travel Destination cox's Bazar    এর নিজস্ব বীচ ভিউ রিসোর্ট, রেস্টুরেন...
04/01/2025

সেন্টমার্টিন গামী সকল শীপের অফিসিয়াল এজেন্ট -
Tour Travel Destination cox's Bazar এর নিজস্ব বীচ ভিউ রিসোর্ট, রেস্টুরেন্ট সহ বেস্ট প্যাকেজে ভ্রমন করুন সেন্টমার্টিন.

কাপল ট্রিপ , কর্পোরেট বেস্ট রেটেড ট্রিপ, ভার্সিটি ট্রিপ সহ সেন্টমার্টিনে বেস্ট সার্ভিস দেয়ার জন্য আমাদের দীর্ঘ তিন বছরের অভিজ্ঞ টীম প্রস্তুত ❤️

আপনার রিকুয়াইরমেন্ট টা জানিয়ে দিয়েন জাস্ট, বাকিটা Tour Travel Destination Cox Bazar এর দ্বায়িত্ব ❤️

➡️কক্সবাজার অফিস-
ডায়নামিক জে আর মার্কেট, ডলপিনমোড়, কলাতলী,কক্সবাজার।
📳01609-455544
📳01601-650889

মাত্র ৩৫৫০/- টাকায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন ❤️০১ রাত থাকা, ০৪ বেলা খাবার (বার বি কিউ সহ),শীপ টিকেট (সিট সহ) , আর কি চ...
04/01/2025

মাত্র ৩৫৫০/- টাকায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন ❤️
০১ রাত থাকা, ০৪ বেলা খাবার (বার বি কিউ সহ),
শীপ টিকেট (সিট সহ) , আর কি চাই?

কক্সবাজার এর একমাত্র স্থানীয় ট্রাভেল গ্রুপ Tour Travel Destination cox's Bazar এর সাথে.

ট্রিপে যে সব ফ্যাসিলিটিস থাকছে -
📌 আপ ডাউন শীপ টিকেট.
📌বীচের কাছাকাছি রিসোর্ট
📌০৪ বেলা খাবার
📌ফ্রি এডমিন গাইড সার্ভিস

নিজের কোন পার্সোনাল খরচ ছাড়া সকল খরচ ইনক্লুড করে বেস্ট ট্রিপ প্যাকেজ কক্সবাজার থেকে.

জয়েন করার জন্য নক করুন -
Tour Travel Destination Cox Bazar
wa.me/+8801609455544

Mighty Cox’s Bazar 🌅
03/01/2025

Mighty Cox’s Bazar 🌅

কক্স টু কক্স Tour Travel Destination Cox Bazar এর ফুল ট্রিপ প্যাকেজ ❤️📌০২ দিন ০১ রাতের ফুল প্যাকেজে যা যা থাকছে-➡️কক্স  ...
02/01/2025

কক্স টু কক্স Tour Travel Destination Cox Bazar এর ফুল ট্রিপ প্যাকেজ ❤️

📌০২ দিন ০১ রাতের ফুল প্যাকেজে যা যা থাকছে-
➡️কক্স টু সেন্টমার্টিন শীপ টিকেট (এসি)
➡️বীচ ভিউ রিসোর্ট সাম্পান (০১ রাত থাকা)
➡️০৪ বেলা খাবার (বার বি কিউ সহ)
➡️ট্রলার বা অটোতে ছেড়াদ্বীপ ভ্রমন
➡️সেন্টমার্টিন টু কক্স শীপ টিকেট (এসি)
🔷প্যাকেজ রেট -
📌এক রুমে চারজন - পার পারসন -৫৫০০/-
📌এক রুমে দুইজন (কাপল)- পার পারসন -৬৫০০/-

📌০৩ দিন ০২ রাতের ফুল প্যাকেজে যা যা থাকছে-
➡️কক্স টু সেন্টমার্টিন শীপ টিকেট (এসি)
➡️বীচ ভিউ রিসোর্ট সাম্পান (০২ রাত থাকা)
➡️০৭ বেলা খাবার (বার বি কিউ সহ)
➡️ট্রলার বা অটোতে ছেড়াদ্বীপ ভ্রমন
➡️সেন্টমার্টিন টু কক্স শীপ টিকেট (এসি)
🔷প্যাকেজ রেট -
📌এক রুমে চারজন - পার পারসন -৭২০০/-
📌এক রুমে দুইজন (কাপল)- পার পারসন -৮৩০০/-

📌০৩ দিন ০২ রাতের হানিমুন প্যাকেজে যা যা থাকছে-
➡️কক্স টু সেন্টমার্টিন শীপ টিকেট (এসি)
➡️বীচ ভিউ রিসোর্ট,বীচ ভিউ রুম (০২ রাত থাকা)
➡️০৭ বেলা খাবার (বার বি কিউ সহ)
➡️ট্রলার বা অটোতে ছেড়াদ্বীপ ভ্রমন
➡️সেন্টমার্টিন টু কক্সবাজার শীপ টিকেট (এসি)
🔷প্যাকেজ রেট -
📌কাপল হানিমুন প্যাকেজ পার পারসন -১১,৫০০/-

📌০৪ দিন ০৩ রাতের ফুল প্যাকেজে যা যা থাকছে-
➡কক্স টু সেন্টমার্টিন শীপ টিকেট (এসি)
➡️বীচ ভিউ রিসোর্ট সাম্পান (০৩ রাত থাকা)
➡️১০ বেলা খাবার (বার বি কিউ সহ)
➡️ট্রলার বা অটোতে ছেড়াদ্বীপ ভ্রমন
➡️সেন্টমার্টিন টু কক্স শীপ টিকেট (এসি)
🔷প্যাকেজ রেট -
📌এক রুমে চারজন - পার পারসন -৯০০০/-
📌এক রুমে দুইজন (কাপল)-পার পারসন -১০,৬০০/-

অর্থাৎ কক্সবাজার থেকে সেন্টমার্টিন গামী বিলাশবহুল এসি শীপে গিয়ে, থাকা খাওয়া সহ সকল খরচ ইনক্লুড করে ছেড়াদ্বীপ ঘুরে আবার কক্সবাজার আসা পর্যন্ত সকল খরচ ইনক্লুড করে আমাদের প্যাকেজ গুলো সাজানো হয়েছে ❤️

অনলাইনে বা অফলাইনে আমাদের অফিসে এসে সরাসরি বুকিং করতে পারেন.
অফিস এড্রেস
📌কক্সবাজার অফিস - ডায়নামিক জে আর মার্কেট, ডলফিন মোড়, কলাতলী, কক্সবাজার.
📳01609-455544.
📳01601-414240

বিশেষ অফার!!!  বিশেষ অফার!!!  বিশেষ অফার!!!Tour Travel Destination cox's Bazar এর মাধ্যমে এএখনি অগ্রিম রুম বুকিং কনফার্ম...
02/01/2025

বিশেষ অফার!!! বিশেষ অফার!!! বিশেষ অফার!!!
Tour Travel Destination cox's Bazar এর মাধ্যমে এ
এখনি অগ্রিম রুম বুকিং কনফার্ম করলে ৩০% ডিসকাউন্ট পাচ্ছেন Beach Bindu eco resort st Martin

বীচের সাথেই আমাদের রিসোর্ট,
অর্থাৎ, বীচের পানি আমাদের রিসোর্টের গেইট পর্যান্ত আসে।

তাই দেরি না করে বুকিং করে ফেলুন আপনার পছন্দের রুমটি।

📌আমাদের নির্ধারিত রুম রেটঃ-

🔥প্রতি রবিবার থেকে বেহস্পতিবার🔥

শুক্র/শনি বার এই অফার প্রাইজ থাকছে না।

🏡 আমাদের রিসোর্টে যা যা পাচ্ছেন:-

•সম্পুর্ণ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ
• ২/৫ জনের স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম
• সব রুমের সাথেই রয়েছে এটাচ হাই কমোড ওয়াশরুম
• এক্সট্রা লো-কমোড ওয়াশরুম
• সার্বক্ষণিক রুম সার্ভিস
• বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা
• সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটর সুবিধা
• রিসোর্টের সামনে খোলামেলা মনোরম যায়গা
• হ্যামক, দোলনা, মাচাং
• ১০০% নিরাপদ রিসোর্ট

•🏠রুমের সাথে যা যা পাচ্ছেন:-

•সাবান
•শ্যাম্পু
•ওয়াশরুম ট্যিসু
▪সার্বক্ষণিক পানির ব্যবস্থা

বুকিং করতে যোগাযোগ করুন -
📞01609-455544
📞01601-414240

whatsapp নাম্বার. 01601-650889

🔽 রুম বুকিং এর জন্য 50% এডভান্স করতে হবে।

বিঃদ্রঃ অফ ডে তে ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে।

ধন্যবাদ......

নতুন বছরে ভ্রমণে  চলে আসুন সাজেক ভ্যালি। সাজেক সাইরো ইকো রিসোর্ট, এই কটেজ সাজেকে ভ্রমণ পিপাসুরা কেন নিবেন?? এই রিসোর্ট ১...
02/01/2025

নতুন বছরে ভ্রমণে চলে আসুন সাজেক ভ্যালি। সাজেক সাইরো ইকো রিসোর্ট, এই কটেজ সাজেকে ভ্রমণ পিপাসুরা কেন নিবেন?? এই রিসোর্ট ১/মিজোরাম ভিউ ২/ ভ্যালির ঢালে, এর সামনে কোনো কটেজ নাই। ৩/খাবারের নামকরা রেস্তোরাঁ সব কাছেই। ইকো ভাইবস ইকো এডভেঞ্চারাস। বুকিং 01609 455544

প্রিমিয়াম হানিমুন প্যাকেজ  রেডি👋👋.  পার পারসন -১১৫০০/- টাকা.  সকল খরচ সহ ❤️🔷 যা যা থাকছে - ⏩কক্সবাজার টু সেন্টমার্টিন (এ...
01/01/2025

প্রিমিয়াম হানিমুন প্যাকেজ রেডি👋👋.
পার পারসন -১১৫০০/- টাকা. সকল খরচ সহ ❤️

🔷 যা যা থাকছে -
⏩কক্সবাজার টু সেন্টমার্টিন (এসি শীপ)
⏩ফুল বীচ ভিউ রিসোর্টে ০২ রাত থাকা
⏩ছেড়াদ্বীপ
⏩০৭ বেলা খাবার ( বার বি কিউ সহ)
⏩সেন্টমার্টিন টু কক্সবাজার ( এসি শীপ)

🔷 যা যা থাকছেনা -
⏩সেন্টমার্টিন পার্সোনাল অটো খরচ
⏩নিজস্ব পার্সোনাল খরচ.

সবকিছু মিলিয়ে বেস্ট কিছু Done ❤️

অফিসঃ ডায়নামিক এস এইচ রিসোর্ট, ডলফিন মোড়, কলাতলী!
📳01609455544
📳01601414240

সেন্টমার্টিনের সবচেয়ে লাক্সারি রিসোর্টে - লুইপাজ এর  Tour Travel Destination cox's Bazar  এর বুকিং এ পাচ্ছেন ডিসকাউন্ট ❤...
01/01/2025

সেন্টমার্টিনের সবচেয়ে লাক্সারি রিসোর্টে - লুইপাজ এর Tour Travel Destination cox's Bazar এর বুকিং এ পাচ্ছেন ডিসকাউন্ট ❤️

প্রতি রুমে ৫০০/- ডিসকাউন্ট মাস্ট বি পাচ্ছেন.
📌 ইনফিনিটি সী কাপল ভিলা-৯০০০/- টাকা
📌ইনফিনিটি ওশান কাপল ভিলা-১১০০০/- টাকা
📌ইনফিনিটি ওয়াসিস ডুপ্লেক্স ভিলা-১৩০০০/- টাকা

ডিসকাউন্ট কিন্তু এর উপরেই ❤️

বুকিং এর জন্য সরাসরি অফিসে এসে কনফার্ম করতে পারেন -
🏘️ ডায়নামিক এস এইচ মার্কেট, ডলফিন মোড়, কলাতলী।
💯01609-455544
💯01601-414240

৮১৫/৮১৬ পর্যটক এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍 √ নামঃ পর্যটক এক্সপ্রেস। √ ট্রেন কোডঃ ৮১৫/৮১৬। √ রুটঃ কক্সবাজার- ...
01/01/2025

৮১৫/৮১৬ পর্যটক এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য...... 😍

√ নামঃ পর্যটক এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৫/৮১৬।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ স্নিগ্ধা ও শোভন চেয়ার কোচ৷
√ সাপ্তাহিক বন্ধঃ রবিবার।

√ সময়সূচিঃ

> ৮১৫ আপ পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে রাত ০৮ টায় ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০.৫০ মিনিটে ➡️ চট্টগ্রাম থেকে ছাড়বে রাত ১১.১৫ মিনিটে ➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ৩.৫০ মিনিটে ➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ৩.৫৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ৪.৩০ মিনিটে।

> ৮১৬ ডাউন পর্যটক ঢাকা থেকে ছাড়বে সকাল ৬.১৫ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে সকাল ৬.৩৮ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে সকাল ৬.৪৩ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১১.২০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে সকাল ১১.৪০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে দুপুর ০৩ টায়।

√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ৬৯৫ টাকা, স্নিগ্ধা- ১৩২৫ টাকা।

√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ২৫০ টাকা, স্নিগ্ধা- ৪৭০ টাকা।

√ বিস্তারিত সিটপ্লানঃ

> শোভন চেয়ারে উইন্ডো/জানালা নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো/জানালা নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

> ৮১৫ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৬ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

√ এসি কেবিন কোচ বর্তমানে পাহাড়তলী ওয়ার্কশপে কমিশনিং হচ্ছে। এরপর ট্রায়াল হবে। এরপরে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি কেবিন যুক্ত হবে।

√ অন্যান্য ট্রেনের ন্যায় এই ট্রেনেরও ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত। তাই চাপের এই পর্যটন মৌসুমে কাউন্টার এর চেয়ে বরং অনলাইনে টিকেট প্রাপ্যতা বেশি থাকবে।

ধন্যবাদ সকলকে। 😊😌
#কক্সবাজার #ট্রেন #রেল

এই সীজনে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমন করতে পারবেন আর মাত্র ৩১ দিন এর মধ্যে। নিয়মিত জাহাজ চলাচল করছে। সেন্টমার্টিন এ ৩...
31/12/2024

এই সীজনে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমন করতে পারবেন আর মাত্র ৩১ দিন এর মধ্যে। নিয়মিত জাহাজ চলাচল করছে। সেন্টমার্টিন এ ৩১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত যাওয়া যাবে ও সেন্টমার্টিন এ রাত্রি যাপন করা যাবে। প্রতিদিন ই কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া BIWTA ঘাট (এয়ারপোর্টের পাশে থেকে) সেন্টমার্টিন নৌ রুটে নিয়মিত চলাচল করবে এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ !!!

সীজন এর ১ম কোলাহল হীন সেন্টমার্টিন এ ঘুরে আসুন। প্রতিটি জাহাজ এর যাত্রী সং্খ্যা কমিয়ে লিমিট করে দেয়া হয়েছে। আপাতত সরকার নির্দেশনা মোতাবেক যারা আমাদের কাছ থেকে জার্নি টিকেট কিনছেন তাদের কে আমরা ট্রাভেল পাস করে দিচ্ছি।
এ বছর প্রতিদিন ২০০০ জন লোক শুধু রাত্রি যাপন করতে পারবে। আর টেকনাফ থেকে সীমান্ত অস্থিরতা জনিত কারনে জাহাজ চলবে না।
পুরো সীজনের টিকেট বুকিং চলছে এবং ইতিমধ্যে কর্নফুলী এক্সপ্রেস জাহাজ এ বেশ কিছু তারিখ এ টিকেট শেষ হয়ে গিয়েছে৷ জানুয়ারী মাসের প্রায় ৬০ % টিকেট সোল্ড আউট । তাই এই সীজনে সেন্টমার্টিন যেতে চাইলে দ্রুত আমাদের কাছ থেকে কর্নফুলী অথবা বার আউলিয়া জাহাজ এর টিকেট নিয়ে নিন।
➡️ প্রতিদিন কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া BIWTA ঘাট (এয়ারপোর্টের পাশে থেকে) থেকে ছবির সিডিউল অনুযায়ী ছেড়ে যাবে কর্নফুলী এক্সপ্রেস জাহাজ।

➡️ সেন্টমার্টিন থেকে ছেড়ে আসবে ছবির সিডিউল অনুযায়ী যাবে কর্নফুলী এক্সপ্রেস জাহাজ।
এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টির টিকেট বুকিং করতে পারবেন অফিস থেকেই। সরাসরি অফিস থেকে কিনতে পারবেন অথবা পেমেন্ট করে দিয়ে হোম ডেলিভারী নিতে পারবেন (চার্জ প্রযোজ্য)।
🚢🚢 এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর ভাড়ার তালিকা (শীতাতপ নিয়ন্ত্রিত ও রিটার্ন টিকেট সহ):
ইকোনমি ক্লাস (লেভেন্ডার / মেরিগোল্ড) চেয়ার: ২৫০০/-
বিজনেস ক্লাস (গ্ল্যাডিওলাস) চেয়ার : ৩৮০০/-
ওপেন ডেকঃ ৩০০০/-
লিলাক লাউঞ্জঃ ৪০০০/-
ভি আই পি ক্রিসেন্থিমাম লাউঞ্জঃ ৪৩০০/-
সিঙ্গেল কেবিনঃ ৫০০০/- (১ জন এর জন্য প্রযোজ্য)
টুইন বেড কেবিন : ১০০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি আই পি কেবিন (লাক্সারী) : ১৫০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি ভি আই পি কেবিনঃ ১৯০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
সিঙ্গেল ব্যাতীত, প্রতিটি টুইন বেড, ভি আই পি ও ভি ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত কেউ কেবিনে থাকতে চাইলে জন প্রতি আলাদা ইকোনমি ক্লাস টিকেট কেটে নিতে হবে। ওয়ান ওয়ে ভাড়া জানতে ইনবক্স এ মেসেজ দিন। আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। জাহাজে যাত্রীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত থাকছে ।
অফিসে এসে সরাসরি টিকেট নিতে পারবেন। ঢাকা এর বাইরে কুরিয়ারে টিকেট সংগ্রহ করতে পারবেন (চার্জ প্রযোজ্য)। পর্যাপ্ত সময় নিয়ে আপনার অগ্রিম টিকেট সংগ্রহ করে নিন ।
টিকেট বুকিং সহ অনান্য প্রয়োজন এ ফোন/নক করুন: 01609 455544(Whats App), 01601 414240

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Tour Travel Destination cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Travel Destination cox's Bazar:

Videos

Share