Al Jaber Tours & Travel

Al Jaber Tours & Travel Tours & travels Guide

08/12/2023

★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য..

√ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ রেক৷
√ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩ কক্সবাজার থেকে মঙ্গলবার/ ৮১৪ ঢাকা থেকে সোমবার।

√ সময়সূচিঃ

> ৮১৩ কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ১২.৩০ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিট ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ০৮.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।

> ৮১৪ ঢাকা থেকে ছাড়বে রাত ১০.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ১০.৫৩ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ১০.৫৮ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে সকাল ০৭.২০ মিনিটে।

√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ৬৯৫; স্নিগ্ধা- ১৩২৫; এসি সিট- ১৫৯০; এসি বার্থ- ২৩৮০।

√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ২৫০; স্নিগ্ধা- ৪৭০; এসি সিট- ৫৬৫; এসি বার্থ- ৮৪৫।

√ বিস্তারিত সিটপ্লানঃ

> শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

🌐 টিকিট কিনতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Rail Seba এপ্স।

> ৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

√ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন না থাকার কারণে এই ট্রেনে আপাততঃ কোনো কেবিন সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।

√ যেহেতু পর্যটন মৌসুম চলমান এবং মাত্র একটি ট্রেন চালু হয়েছে, তাই ভাড়া নিয়ে যতই আলোচনা/সমালোচনা থাকুক তবুও টিকেট পাওয়া যাচ্ছে না সহজে। তাই আপনাদের প্রতি অনুরোধ টিকেট কাটার সময় অবশ্যই একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই কাউন্টার পরিহার করার চেষ্টা করবেন। কারণ ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত, তাই, সকাল আটটার সময় একজন বুকিং সহকারীর কম্পিউটার এর মাউস আর আপনার মোবাইল স্ক্রিনের ক্ষমতা সমান। তবে টিকেট কাটার সময় অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।

01/12/2021

Address

Zia Guest , Kolatali Main Road, Coxs Bazar
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Jaber Tours & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category