Cox's Bazar Hotels - কক্সবাজার হোটেলস

Cox's Bazar Hotels - কক্সবাজার হোটেলস www.coxsbazarhotels.com is a online hotel booking website based at Cox's Bazar. From Cox's Bazar Hotels you can book all kind of hotels at Cox's Bazar.

Cox's Bazar Hotels provides the safest hotel booking experience at Cox's Bzar.

কক্সবাজার
28/06/2024

কক্সবাজার

কক্সবাজার আইকনিক রেল স্টেশস
26/04/2024

কক্সবাজার আইকনিক রেল স্টেশস

13/04/2024

কক্সবাজার সমুদ্র সৈকতে স্পিড বোটে চড়া #কক্সবাজার

ইলেকট্রিশিয়ান কে ডাকবো নাকি পাইপ মিস্ত্রী কে ডাকবো বুঝতে পারছি না..😒
12/04/2024

ইলেকট্রিশিয়ান কে ডাকবো নাকি পাইপ মিস্ত্রী কে ডাকবো বুঝতে পারছি না..😒

11/04/2024

Travel

09/02/2024

Cox's Bazar Hotels

 #কক্সবাজার
07/02/2024

#কক্সবাজার

Cox's Bazar
03/02/2024

Cox's Bazar

ভ্রমনের নেশায় আমি চলেছি মন্তব্যহীন গন্তব্যেরপথে,যেখানে শুধু পাহাড়ের মাঝে ঝিরিপথেই মিলেই প্রশান্তি।🇧🇩📍 দেবতাখুম,  রোয়াংছড়...
27/01/2024

ভ্রমনের নেশায় আমি চলেছি মন্তব্যহীন গন্তব্যেরপথে,
যেখানে শুধু পাহাড়ের মাঝে ঝিরিপথেই মিলেই প্রশান্তি।🇧🇩

📍 দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান। ☘️

26/01/2024
08/11/2022

– উফফ আদি এবার বেশী হচ্ছে কিন্তু একটু ভিজলে কী হবে??

– চুপচাপ ছাতার নিচে থাকো তুমি!

– একে তো তোর দেখা করার সময় হয়না আবার আজকে যাও বা এসেছিস ঝগড়া করছিস আমার সঙ্গে।

– আরে আমি কোথায় ঝগড়া করলাম??

– এইযে আমাকে ভিজতে দিচ্ছিস না, আমি ভিজবো তো ভিজবো ।

" বলে দিয়া এগিয়ে যেতে গেলে আদিত্য দিয়ার হাতটা কে টেনে নিয়ে আবার ওকে ছাতার মধ্যে নিয়ে আসে, দিয়ে দিয়া কে ধমক দেওয়ার সুরে বলে। "

– এবার কিন্তু বেশী হচ্ছে তোমার!, এখন বৃষ্টিতে ভিজবে তারপরে সেই বৃষ্টির জলটা মাথায় বসবে তারপরে সেটা থেকে ঠান্ডা লাগবে তারপরে জ্বর!

" আদিত্য-র এমন ধমক দেওয়াতে দিয়া ভয় পেয়ে ওকে জড়িয়ে ধরলো, দিয়ার জড়িয়ে ধরায় আদির হুস আসলো যে রাগের বশে ও দিয়ার ওপরে চিৎকার করে উঠেছে। দিয়ার এটা একটা অভ্যাস যখনই আদিত্য ওর ওপরে চিৎকার করে কিংবা রেগে যায় তখনই দিয়া আদিত্য কে জড়িয়ে ধরে আর এটা করায় আদিত্য শান্ত হয়ে যায়। "

– দিয়া… ও দিয়ু বাচ্চা সরি ভুল হয়ে গেছে আর বকবোনা…

" দিয়া আদিত্য কে শক্ত করে জড়িয়ে ধরে আর আদিত্য একহাতে ছাতা ধরে রাখার দরুন একহাতে জড়িয়ে ধরলো দিয়া কে । কিছুক্ষন এমন ভাবে থাকার পর ওরা দুজনে আবার হাঁটতে শুরু করলো "

– আমি কিন্তু বাচ্চা না হু, মনে রাখিস আমি তোর থেকে দুবছরের বড়ো।

– হ্যা সেই বড়োটা শুধু বয়সে আর এমনিতে বাচ্চা।

" বলে আদিত্য দিয়ার নাকটা টেনে দিলো। "

– জানিস তো আদি তোর কাছে না বাচ্চামি করতেও ভালো লাগে। কারণ তুই বাকিদের মতন আমাকে Immature নামক পদবী দিসনা।

– এটায় তো তাঁদের আর আমার মধ্যে পার্থক্য। আমার কাছে আমার প্রিয় মানুষের সবকিছু দামী সেটা তার করা বাচ্চামি হোক কিংবা তার আগলে রাখার স্বভাব!

– এইযে আমার দার্শনিক আপনি জানেন বৃষ্টি অনেকক্ষন আগে বন্ধ হয়ে গেছে।

– ওহ আমি খেয়ালই করিনি!

" আদিত্য হাসতে হাসতে ছাতাটা বন্ধ করলো। "

– এই এই আবার কিন্তু বৃষ্টি থেমে গেছে চল চল সামনে আইস-ক্রিমের দোকান থেকে আমায় আইস-ক্রিম কিনে খাওয়াবি চল চল।

– আরে আরে দাঁড়াও তো ছাতাটা ব্যাগে ঢোকাতে দাও আমায়।

" কে শোনে কার কথা দিয়া আদিত্যর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেলো আইস-ক্রিমের দোকানে আর ঠিক ওদের মাথার ওপরের আকাশে একটা রামধনু কে লক্ষ করা গেলো যেটির সাতটি রং ঠিক ওদের ভালোবাসার মতন রঙিন ছিল। "

সানু অনুমেয়

এই সমুদ্র চেনা আমার
02/09/2022

এই সমুদ্র চেনা আমার

22/08/2022
12/08/2022

শ্বাশুড়ি আর মায়ের মাঝে এটাই তফাৎ 👇
একটা নবজাতকের মা এর আত্মকাহিনি :-

শ্বাশুড়ি- শিশির তেনা গুলা তাড়াতাড়ি ধুয়ে দাও, শুকায় যাক।
মা- তুই রাখ অগুলা আমি ধুইতেছি।

শ্বাশুড়ি- বৌ ওরে গোসল করাও বেলা চলে গেলো।
মা- গোসল করিয়ে তেল দিয়ে দিছি কোন জামাটা পরাবি।

শ্বাশুড়ি -বৌ ওরে কখন খাওয়াবা খিদা লাগছে না ওর/
মা- এই দেখ পুরা ফিটার খালি খাওয়া শেষ।

শ্বাশুড়ি- খাওয়াতে নিলে কান্না করবো কে আমি বুঝিও না।
মা- দে তোর কাছে খাবো না আমি খাওয়াই।

শ্বাশুড়ি- বৌ পটি করছে আসো তাড়াতাড়ি।
মা-( আম্মু কি করো) - বাবু পটি করছিলো ধোয়াই দিলাম।

শ্বাশুড়ি -বাবু পানি খাবো গো।
মা- বাবুরে পানি খাওয়াইলাম।

শ্বাশুড়ি- পটির পেন টা এখনো ধোও নাই ওইখানে ফালাই রাখছো কেন? সন্ধ্যায় ধুবা?
মা- এতো সকালেই এগুলা নিয়ে বের হইছোছ ক্যান
রাখ আমি ধুবো।

শ্বাশুড়ি- কান্না করতেছে ধরো নেও।
মা- দে আমার কাছে কান্না করতাছে।

শ্বাশুড়ি - বাবুর কাপড় গুলা উঠাও গো, ঠান্ডা হয়ে গেলো।
মা- সেল্ফে দেখ বাবুর জামা উঠায়ে গরম গরম ভাজ করে রাখছি।

শ্বাশুড়ি- আল্লাহ রে শিশি করে একদম ভিজাইলো।
মা- আমার নানু ভাই ই তো শি করবো। করো নানু

শ্বাশুড়ি - গোসলের পানি এতো ঠান্ডা কেন?
মা- গোসলের পানি রেডি বাবুরে নিয়া আয়।

শাশুড়ি - এম্নে খাওয়াও কেন? এম্নে গোসল করাও কেন? এম্নে তেল দেও কেন? এম্নে মুছাও কেন? এম্নে জামা পরাও কেন? এমন করলা কেন?
মা- খাওয়াইলাম। গোসল করাইলাম। তেল দিয়ে দিলাম। মুছাই দিলাম। জামা পরা দিছি। সব কিছু এমন করে করবি। এখন শিখ পরের টা আমি না থকলে নিজে নিজে করিস। 🙂

মা এটা একটা শব্দ না এটা একটা ভালোবাসা, এটা একটা আশ্রয়, এটা একটা ভরসার জায়গা, এটা সকল সুখের আধার।

আর এই মায়ের ঋন কখনো শোধ করা যায় না।

https://cbn.com.bd/ukhiya-yaba-atok-4-mohila/
22/07/2022

https://cbn.com.bd/ukhiya-yaba-atok-4-mohila/

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কক্স...

13/02/2022

"রমজান মুন্সি"
ইদগাহ বাজারের সব চেয়ে বড় টেরর্। যার বিচার ঈদগাহ উপজেলার কোন নেতা-ই করতে পারে না!!!

এই বাটপার গোমাতলীর কাদের সৌদাগর থেকে আদালতে জমা করার কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা আত্মস্যাৎ করে।
তার বিচার, ইদগাহ বাজারের "বাজার কমিটির রিকু", "সোহেল জাহান চেয়াম্যান" ও রাশেদ চেয়াম্যনের ভাই "তারেক সাহেব" কে দেয়া হলেও কেউ করতে পারে নাই!!!

এত বড় বড় নেতা সবাই রমজান বাটপারের ভয়ে ভীত।!!!

বিস্তারিত কমেন্টে
#রমজান_মুন্সী #ঈদগাহ #কক্সবাজার #বাটপার #ইদগাহ_বাজার

06/11/2021

Eidgah Language Center,
Best English Training Center at Eidgah Bazar, Cox's Bazar

তীর্থ-হেলাল হাফিজ।।কেন নাড়া দিলে?নাড়ালেই নড়ে না অনেক কিছুতবু কেন এমন নাড়ালে?পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যারতাকে কেন একমা...
26/09/2021

তীর্থ
-হেলাল হাফিজ।।
কেন নাড়া দিলে?
নাড়ালেই নড়ে না অনেক কিছু
তবু কেন এমন নাড়ালে?
পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যার
তাকে কেন একমাস শ্রাবণ দেখালে!
এক ওভাবে নাড়ালে?
যেটুকু নড়ে না তুমুলভাবে ভেতরে বাহিরে
কেন তাকে সেটুকু নাড়ালে?
ভয় দেখালেই ভয় পায় না অনেকে,
তবু তাকে সে ভয় দেখালে?
যে মানুষ জীবনের সব ক’টি শোক-দ্বীপে গেছে,
সব কিছু হারিয়েই সে মানুষ
হারাবার ভয় হারিয়েছে,
তার পর তীর্থ হয়েছে।

ছবি: সংগৃহীত

কাব্য হলে তুমি-এস.কে. মিঠুন সরকার রিপনএকটা কবিতা লিখেছিলাম সে বহুদিন আগে।যেদিন তুমি এসেছিলে আমার জীবনে রাশি রাশি হাসি খু...
26/09/2021

কাব্য হলে তুমি
-এস.কে. মিঠুন সরকার রিপন

একটা কবিতা লিখেছিলাম
সে বহুদিন আগে।
যেদিন তুমি এসেছিলে আমার জীবনে
রাশি রাশি হাসি খুশি
অনাবিল আনন্দের বার্তা নিয়ে
প্রেমের দ্যোতনায়।
এসেছিলে তুমি এক আকাশ উজ্জ্বল নক্ষত্র হয়ে
আঁধার কাটিয়ে সোনাঝরা সূর্য হয়ে।
তোমার চোখে ভাসছিলো
বিলে ফোটা অজস্র সফেদ পদ্ম
আমার কাছে পাবার আনন্দে
টলমল অশ্রু জলে।
- আমি তোমার কাব্য হবো
বলে ছিলে সেদিন সেই কবিতা দেখে।
আজ আবার একটা কবিতা হয়ে গেল লেখা
দিনের আলো নিভিয়ে দিয়ে
যখন তুমি চলে গেলে
আমার জীবন থেকে ।।

(ইনবক্স থেকে)
ছবি সংগৃহীত

25/09/2021
সময় আসন্ন হলে     আমি যাব চলে,হৃদয় রহিল এই শিশু চারাগাছে--     এর ফুলে, এর কচি পল্লবের নাচে           অনাগত বসন্তের     ...
25/09/2021

সময় আসন্ন হলে
আমি যাব চলে,
হৃদয় রহিল এই শিশু চারাগাছে--
এর ফুলে, এর কচি পল্লবের নাচে
অনাগত বসন্তের
আনন্দের আশা রাখিলাম
আমি হেথা নাই থাকিলাম।
-রবিঠাকুর

#অমানিশা

কেউ জিজ্ঞেস করেনা,"তোমার চোখে মেঘ কেন?"আমি কী করে বোঝাবতোমাদের!আমার প্রিয় নদীটা ভাল নেই।আমার ব্যথাগুলোআরও ব্যথা নিয়ে,ম...
15/08/2021

কেউ জিজ্ঞেস করেনা,
"তোমার চোখে মেঘ কেন?"
আমি কী করে বোঝাব
তোমাদের!
আমার প্রিয় নদীটা ভাল নেই।
আমার ব্যথাগুলো
আরও ব্যথা নিয়ে,
মেঘ হয়ে ছেপে গেছে চোখে।
আমি ভাল নেই।
তবু যদি কেউ কিছু বোঝো
দেখে জলছাপা দুটো চোখ,
আমাকে শুধিয়ো না কিছু
বলে যেয়ো শুধু -
তোর নদীটার ভাল হোক।
_______রুদ্র গোস্বামী

হেলাফেলায় চলে যাচ্ছে আমাদের দিন,তুমি একবার ফিরেও তাকালে না।যেন এভাবেই সব চলে যাওয়ার কথা ছিলো,যেন যা হচ্ছে; সবই ঠিক,সবই ঠ...
11/08/2021

হেলাফেলায় চলে যাচ্ছে আমাদের দিন,
তুমি একবার ফিরেও তাকালে না।
যেন এভাবেই সব চলে যাওয়ার কথা ছিলো,
যেন যা হচ্ছে; সবই ঠিক,
সবই ঠিকঠাক হচ্ছে।
তুমি জানো কিছুই ঠিকঠাক হচ্ছে না,
হেলাফেলায় চলে যাচ্ছে আমাদের সময়।
তুমি অন্তত একবার ফিরে তাকালে,
একটু ভরসা পেতাম।

তুমি ফিরেও তাকালে না।
-তারাপদ রায়

ইচ্ছ হলে চলেই যাবি জানিতবু মিথ্যে নাহয় হাত বাড়িয়ে দিস,তোর কাছে যে ইচ্ছে গুলো রাখাআর একটিবার ছুঁয়ে দেখতে দিস।_____রুদ্র গ...
29/07/2021

ইচ্ছ হলে চলেই যাবি জানি
তবু মিথ্যে নাহয় হাত বাড়িয়ে দিস,
তোর কাছে যে ইচ্ছে গুলো রাখা
আর একটিবার ছুঁয়ে দেখতে দিস।

_____রুদ্র গোস্বামী

ছবি.. সংগৃহীত।

Address

Dolphin Circle, Kolatali
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Hotels - কক্সবাজার হোটেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Bazar Hotels - কক্সবাজার হোটেলস:

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like