Vacation Tours & Travels

Vacation Tours & Travels Tourism/Hotel and Ticket Booking/Event Management.

02/01/2025

আজ অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যেসব শি*শু জ*ন্ম নেবে, তারাই জেনারেশন বিটা।

এই পর্যায় চলবে ২০৩৯ পর্যন্ত।

গতকাল যারা জ*ন্মগ্রহণ করেছে তারাই "জেনারেশন আলফা" এর শেষ মানুষ।

উল্লেখযোগ্য কয়েকটি জেনারেশনের নাম ও সময়কালঃ-
1. Generation X ( 1965-1980)
2. Generation Y / Millennial (1981-1996)
3. Generation Z / GenZ (1997-2012)
4. Generation Alpha ( 2012-2024)
5. Generation Beta (2025-2039)

©

31/12/2024

মানুষ আর কবে হবো আমরা 😭

20/12/2024

জান্নাত পাওয়ার সহজ সাতটি আমল।

সৈকতের শামুক বিক্রেতা।      📸 Ashraful Hasan Rishad
10/12/2024

সৈকতের শামুক বিক্রেতা।


📸 Ashraful Hasan Rishad

আমাদের একটা ডিসেম্বর ছিল..!!😞যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনোরকম চিন্তা। সেই ডিসেম্বর ভরা ছিল খেলা, আনন্...
06/12/2024

আমাদের একটা ডিসেম্বর ছিল..!!😞

যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনোরকম চিন্তা। সেই ডিসেম্বর ভরা ছিল খেলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া, পিকনিক, সবাই মিলে অন্য রকম এক আমেজ, মনে হতো জীবনের আর কোন লক্ষ্য নেই জানুয়ারি তে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত। কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো আমাদের জীবনে আর আসবে না কখনোই আসবে না...😔💔🥀

📍 মাতামূহুরি নদী, বান্দরবান।
03/12/2024

📍 মাতামূহুরি নদী, বান্দরবান।

বিকেলে সেন্টমার্টিন দ্বীপ 🏖️
29/11/2024

বিকেলে সেন্টমার্টিন দ্বীপ 🏖️

সকালের সেন্টমার্টিন দ্বীপ।
29/11/2024

সকালের সেন্টমার্টিন দ্বীপ।

একটি ছবিতে 350 মিলিয়ন বছর(৩৫ কোটি বছর)আইরিশ উপকূল থেকে 80 মিটার দূরে অবস্থিত একটি চিত্তাকর্ষক সমুদ্র স্তুপ যা Dun Brist...
15/11/2024

একটি ছবিতে 350 মিলিয়ন বছর
(৩৫ কোটি বছর)

আইরিশ উপকূল থেকে 80 মিটার দূরে অবস্থিত একটি চিত্তাকর্ষক সমুদ্র স্তুপ যা Dun Briste বা 'ব্রোকেন ফোর্ট' নামে পরিচিত। কালক্রমে ক্ষয় হয়ে যাওয়া ভূ-ভাগের ধ্বংসাবশেষটিতে পৃথিবীর উপরিভাগের আশ্চর্যজনক ভূ-তাত্তিক গঠন দেখতে পাওয়া যায়। এখানে পৃথিবীর ভূ-ভাগ সৃষ্টির সময়ের বিভিন্ন স্তর ও নানান বর্ণের প্রাগৈতিহাসিক শিলা স্তরের স্তরে স্তরে সাজানো দেখতে পাবেন।

মূল লেখা ও ছবি: রোজি গ্যাব্রিয়েলা।
(ন্যাশানাল জিওগ্রাফি)

Mermaid Beach resort 🏝️Cox’s bazar 🏖️
07/11/2024

Mermaid Beach resort 🏝️
Cox’s bazar 🏖️

🇪🇺ইউরোপের দেশ,🇳🇴 নরওয়ে তুষার সৌন্দর্য ফুটে উঠছে।❄️❄️(ছবি সংগ্রহ)
06/11/2024

🇪🇺ইউরোপের দেশ,
🇳🇴 নরওয়ে তুষার সৌন্দর্য ফুটে উঠছে।❄️❄️(ছবি সংগ্রহ)

১৯৮৪ সাল, লাবনী পয়েন্ট কক্সবাজার।❤️🥰আপনার জীবনের ১ম কক্সবাজার ভ্রমণ কত সালে ছিল⁉️😍🥰
02/11/2024

১৯৮৪ সাল, লাবনী পয়েন্ট কক্সবাজার।❤️🥰
আপনার জীবনের ১ম কক্সবাজার ভ্রমণ কত সালে ছিল⁉️😍🥰

কক্সবাজার ভিউ 💚
29/10/2024

কক্সবাজার ভিউ 💚

তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) এর কক্সবাজার সৈকতের অপূর্ব দৃশ্য নিয়ে ৬০ দশকে এই ভিউ কার্ডটি প্রকাশ করেছিল PI...
25/10/2024

তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) এর কক্সবাজার সৈকতের অপূর্ব দৃশ্য নিয়ে ৬০ দশকে এই ভিউ কার্ডটি প্রকাশ করেছিল PIA. ভিউ কার্ডের ক্যাপশন ছিল Sprawling shore of Cox's Bazar in East Pakistan.
Tuhin Ahmed's View Cards Collection.

সংগ্রহে : Tuhin Ahmed

Autumn Roads 🍂🍂🍂
25/10/2024

Autumn Roads 🍂🍂🍂

21/10/2024

কাউকে কষ্ট দেওয়ার পর যদি আপনার মন অনুতপ্ত হয়। অপরদিকের মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষন খারাপ লাগে। মানুষটার কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়।

তাহলে বুঝবেন আপনার মনটা অনেক বেশি সুন্দর। আপনার মনটার যত্ন নিবেন! 💚

রিকশার পাদানিতে আড়াআড়িভাবে ঝুলে আছে নাফিসের দেহ। এক পাশে শূন্যে ঝুলছে দেশের পতাকা মোড়ানো মাথা অন্যপাশে ঝুলছে গুলিবিদ্ধ ন...
12/10/2024

রিকশার পাদানিতে আড়াআড়িভাবে ঝুলে আছে নাফিসের দেহ। এক পাশে শূন্যে ঝুলছে দেশের পতাকা মোড়ানো মাথা অন্যপাশে ঝুলছে গুলিবিদ্ধ নিথর পা দুটো। একজন রিকশা ড্রাইভার প্যাডেল চালিয়ে নিয়ে যাচ্ছেন নাফিসকে। এই দৃশ্য যতবার মনে পড়ে ততবার চোখে ভিজে যায়।

নাফিস তখনো জীবিত ছিল। টুকরিতে করে নিয়ে গুলিবিদ্ধ আহত নাফিসকে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল পুলিশ, তারপর পোড়াতেও ট্রাই করে। শেষ পর্যন্ত পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে নাফিসকে বাঁচানোর চেষ্টা করে রিকশাচালক এই ভাইটি।

নাফিস সবেমাত্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে। বয়স মাত্র ১৭। এ বয়সে এতবড় স্যাক্রিফাইস করে ফেলল সে।

৪ আগষ্ট সকালে নাফিস শাহবাগ হয়ে ফার্মগেটে মুভমেন্টে যোগ দেয়। দুপুর দেড়টার দিকে সর্বশেষ তার মাকে কল দিয়ে জানায় সে নিরাপদে আছে। মা তাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলে। এরপর সময় গড়াতে থাকে, নাফিসের আর কোনো সন্ধান পাচ্ছিল না তার মা। মোবাইলেও কোনভাবে কানেক্টে করতে পারছিল না। সন্ধ্যা নাগাদ তার বাবা বের হয় ছেলের খোঁজে। শাহবাগ থেকে ফার্মগেট, হাসপাতাল টু হাসপাতাল খোঁজাখুজি করে কোথাও ছেলের সন্ধান না পেয়ে রাত বারোটায় ফিরে যান বাসায়। এরমধ্যে নাফিসের সেই হৃদয়বিদারক ছবি ফেসবুক ভাইরাল হয়ে যায়। বড় ভাই সেই ছবি দেখায় বাবাকে। সেখান থেকে তারা শনাক্ত করতে পারে নাফিসকে। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালের মর্গে খোজাখুঁজি করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নাফিসের বাবা মানবজমিন পত্রিকার অফিসে ছুটে যান সেই ছবিটির ফটোগ্রাফারের কাছে৷ মানবজমিনের অফিসে থাকা অবস্থায় তার শালা (মানে নাফিসের মামা) কল দিয়ে জানায় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাওয়া গেছে নাফিসের লাশ।

আসলে নাফিসের সাথে সেদিন কী ঘটেছিল তার বর্ণনা দিই এই রিকশাওয়ালা ভাইয়ের জবানিতে। উনার নাম মো. নূর মোহাম্মদ। উনিই নাফিসকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে বাঁচাতে হাসপাতালে নিয়ে যায়।

সেদিন তিনি ২৭-এ যাত্রী নামিয়ে দিয়ে সংসদের সামনের দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন, বিজয় সরণীর দিকের রোডে সংসদের কোণায় দেখেন মারামারি, তিনি তখন রং সাইড দিয়ে পাশ কাটিয়ে ফার্মগেট চলে যান। এরমধ্যে একজন যাত্রী তুলেন মগবাজারের। ফার্মগেট পুলিশ বক্স পার হবেন তখন দেখছেন বৃষ্টির মত গোলাগুলি চলছে। বিজ্ঞান কলেজের সামনে পুলিশ গতিরোধ করে উনাকে, টানেন সামনে নিতে। উনি তখন বলেন, ঐদিকে গোলাগুলি হইতেছে যামু ক্যান। পুলিশ ধমক দিয়ে বলে, তোরে আইতে কইছি আয়। এই বলে হাত ধরে টেনে নিয়ে যায়। তিনি তখন, দোয়াদরুদ পড়তে থাকেন। কপালে তার কী আছে আল্লাহ জানে।

সামনে নেওয়ার পর বলে, এইডা তোল রিকশায়। মো. নুর মোহাম্মদ (রিকশাচালক) বলেন, কী তোলমু?

তখন পাশে প্লাস্টিকের কিছু একটা আর একটা টুকরি দেখতে পান, বলেন এগুলো তোলমু?

তখন খেয়াল করেন নাই পাশে একটা গুলিবিদ্ধ দেহ কুণ্ডলি পাকিয়ে পরে আছে।

পুলিশ তাকে ধমক দিয়ে বলে, আরে বেটা লাশ পালাই রাখছি দেখছ না! এই যে, এইডা তোল। গালাগালি শুরু করে পুলিশ।

নূর মোহাম্মদ তখন নাফিসের পেছনের সাইড ধরে আলগি দেয়। পুলিশ তার দুই পা ধরে পিক্কা মেরে রিকশার পাদানিতে ফেলায়।

গাড়িতে ফেলানোর পর বলতেছে, আরও দুইটা গুলি কইরা দে। বাইচ্চ্যা যাইতে পারে। রিকশার ড্রাইভারকে দেখিয়ে গালাগালি করে বলে, ওই শালার পায়েও গুলি মার। রিকশা টান দিতে গেছে দেখে নাফিস পরে যাচ্ছে। তখন পাশের আরেকজন পুলিশ এসে বলে সোয়া তারে। (ড্রাইভারের ভাষায় এই পুলিশ কিছুটা মানবিক ছিল) রিকশা ড্রাইভার দেখতেছে হাতটা চেইনে আটকে যাচ্ছে, তাই হাতটা টেনে রডের সাথে ঝুলিয়ে রাখে। রিকশার ড্রাইভার আল রাজিতে নিতে চেষ্টা করে। তখনও নাফিসকে বাঁচানো যেত হয়ত। বাট পুলিশ গালাগালি করে বলে, বেটা এইডা সোহরাওয়ার্দী বা ঢাকা মেডিকেলে নিয়ে ফালা। পুলিশের বাঁধা উপেক্ষা করেও আল রাজির দিকে টানে রিকশা ড্রাইভার। তখন কেউ ধরতে আসে নাই। ছাত্রলীগ-যুবলীগের বাঁধার মুখে সেখান থেকে ফিরে আবার চক্ষু হাসপাতালে নিয়ে যায়। সেখানে সেনাবাহিনী দেখে এগিয়ে আসে। বলে তাকে ইমার্জেন্সিতে নিতে হবে। দুই তিনজন তাকে ধরাধরি করে একটা অটোতে তুলে৷ তাকে সোহরাওয়ার্দী নিয়ে যাওয়া হয়। ততক্ষণে আমাদের নাফিসে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। শহীদের তালিকায় তার নামও যোগ হয়ে যায়।

রিকশার ড্রাইভারের ভাষ্যমতে, পুলিশ প্রথমে ট্রাই করছিল তাকে টুকরিতে করে ম্যানহোলে ফেলে দিতে, বাট কোথাও আশপাশে ম্যানহোলের ঢাকনা খুঁজে দেখতে পায় নাই। পরে বলতেছে, তাকে পুইড়া ফেল। তখন রিকশা ড্রাইভার পাশেই দাঁড়ানো। রিকশার যখন তুলছিল তখন মানবজমিনের যে সাংবাদিক ছবি তুলছিল তাকেও গালাগালি করে বলতে থাকে, ক্যামরা বন্ধ কর। তোর ক্যামরা ম্যামরাসহ তোরে পুড়া দিয়ে লামু।

আমাদের স্মৃতি থেকে নাফিসরা কোনদিন সরবে না, এই পুলিশ বাহিনীও যতদিন থাকবে আমরা তাদেরকে ততদিন ঘৃ-ণার চোখের দেখব। এরা আমাদের ভাই, বন্ধু, সহপাঠীদের নির্মমভাবে হ-ত্যা করেছে, কিভাবে আমরা তাদের ক্ষমা করব।

_ফরিদ উদ্দিন রণি

Address

Dynamic GR Market, Kolatuli Dolphin Circle, New Beach Rd
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Vacation Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vacation Tours & Travels:

Videos

Share

Category