MAX TRAVELS & SERVICES

MAX TRAVELS & SERVICES Cox's Bazar to Sant Martine tour
All Package tour
Hotel Booking
Rant-A car
Himchari
Enani
Bandarban
Rangamati
Booking now
+8801984566544
+8801778770047

We're providing Hotel Booking, Saint Martin Ship ticketing, and tour guide information. For any help or information please call us or send a message with feel free..

পাহাড় নদী ও সমুদ্র ভ্রমণ করুন।বিস্তারিত জানতে ফোন করুন।👉01673965605-01778770047 MAX TRAVELS & SERVICES
14/01/2025

পাহাড় নদী ও সমুদ্র ভ্রমণ করুন।

বিস্তারিত জানতে ফোন করুন।👉01673965605-01778770047

MAX TRAVELS & SERVICES

Most Enigmatic Places in The World. 👇
13/01/2025

Most Enigmatic Places in The World. 👇

Good Morning- Finland 🇫🇮
13/01/2025

Good Morning- Finland 🇫🇮

Tuscany Italy 🇮🇹 MAX TRAVELS & SERVICES
12/01/2025

Tuscany Italy 🇮🇹 MAX TRAVELS & SERVICES

Top 10 Loneliest Houses in the World. 👇
11/01/2025

Top 10 Loneliest Houses in the World. 👇

Nor way ❤️ MAX TRAVELS & SERVICES
11/01/2025

Nor way ❤️ MAX TRAVELS & SERVICES

Magical
08/01/2025

Magical

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা ...
07/01/2025

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।
বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা সৈকতের জন্য সেন্টমার্টিন জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের পদচারণায় মূখরিত হয় যার পুরো প্রান্তর। অনেক জল্পনা কল্পনার শেষে, এই বছর আবারো শুরু হয়েছে সেন্টমার্টিনের সাথে সকল রুটের জাহাজ চলাচল। কেউ হয়তো প্রথমবার, কেউ হয়তো অসংখ্যবারের মতন আবারো ছুটবেন সেন্টমার্টিনের পথে। কিন্তু কিছু কথা সেন্টমার্টিন নিয়ে অন্তত প্রতি সিজেনের শুরুতে না বললেই হয়তো নয়। সেন্টমার্টিন ভ্রমণ যাতে কারো কাছে বিষাদের বিষয় বস্তুতে পরিনত না হয় তাই সেন্টমার্টিন যাবার পূর্বেই জেনে নেয়া দরকার।

মনে আছে, কিছুদিন আগে ভাইরাল হওয়া নেটওয়ার্ক এর বাইরে - নাটকের কথা। কিংবা বহু বছর আগে সেন্টমার্টিনে আহ‌্ছানউল্লাহ ইউনিভার্সিটির ছাত্রদের দুঃখজনক মৃত্যুর কথা। আজ বলবো কিছু কথা সেই বিষয়েই।

যদি সেন্টমার্টিন এর ম্যাপ দেখেন আর যে প্রান্তে সর্বাধিক মৃত্যু ঘটে তা দেখেন তবে দেখবেন, সেন্টমার্টিনের মাথা বা কোনার দিকের এই ঘটনা বেশি ঘটে। বিস্তারিত ২ নাম্বার ছবিতে। সেন্ট মার্টিন দ্বীপের একটা ছবি যেইটায় একটা কোনার মত অংশ বেরিয়ে আছে।

বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য সৈকতের মানুষ মারা যাওয়ার একটা পার্থক্য হলো, ভাটার সময় কোন দেশে আপনাকে নামতেই দিবেনা। কিন্তু, বাংলাদেশে অনেক মানুষ, ভাটার সময় পানিতে নেমে ভেসে যায়, এই অজ্ঞানতার কারনে অনেক জীবন বিনষ্ট হচ্ছে। এই জন্যে কক্সবাজার বা কুয়াকাটায় যাওয়ার আগে গুগল করে। জোয়ার ভাটার সময় জেনে যেতে পারেন।

ভাটার সময় মানুষের ভেসে যাওয়া বাদেও আর একটা বিপদজনক ইস্যু আছে। যেটা সম্পর্কে আমাদের সচেতনতা অনেক কম।

একে বলা হয়, রিপ কারেন্ট। সোজা বাংলায় আমরা সুবিধার জন্যে এর নাম দিতে পারি উলটো স্রোত।

সমুদ্র সৈকতে ৮০% মৃত্যু এই রিপ কারেন্ট বা উলটো স্রোতের জন্যে হয়। এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে ২২ জন মারা যায় রিপ কারেন্টের কারণে।

আমাদের দেশেও সমুদ্র সৈকতে যেই সব মৃত্যু হয়, তার বেশীর ভাগ এই রিপ কারেন্টের জন্যেই হওয়ার কথা। এবং সেন্টমার্টিনের মাথার দিকে যে সরু অংশ তাও রিপ কারেন্টের একটা বৈশিষ্ট্যের সাথে মিলে।

🚩রিপ কারেন্ট বা উলটো স্রোতঃ
এইটা এক ধরনের ঢেউ যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে, উলটো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে, এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাসের কারনে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটা পথ ধরে, সমুদ্রে ফিরে যেতে পারে। এবং এর ফলে সেই সরু পথে যদি কেউ থাকে তবে ঢেউ তাকে ধাক্কা দিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফেলতে পারে। এই সরু পথের ঢেউটাকেই বলা হয়, রিপ কারেন্ট বা উলটো স্রোত।

আমি রিপ কারেন্টের কিছু ছবি দিচ্ছি ছবি ৩, ৪,৫

এইটা যে কোন স্থানে হতে পারে। যে কোন সমুদ্রে হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারনে নিয়মিত রিপ কারেন্ট বা উলটো স্রোত নিয়মিত হতে পারে।

🚩কিভাবে রিপ কারেন্ট বা উলটো স্রোত চিনবেন ?
রিপ কারেন্ট বা উলটো স্রোতের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এইটা দেখতে মনে হয় খুব শান্ত। এবং উপর থেকে একে গাঢ় নীল দেখা যায়। অনেক ক্ষেত্রে রিপ কারেন্ট বা উলটো স্রোতের সময়ে দেখবেন কিছু না কিছু ভেসে সাগরের দিকে যাচ্ছে বা আশে পাশের ঢেউ এর মধ্যে ঢেউ এর মাথা দেখা যাচ্ছে না। ছবিগুলো খেয়াল করেন, রিপ কারেন্ট যখন প্রবাহিত হয় তখন সে ফেরার পথে ঢেউয়ের মাথা ভেঙ্গে দেয়।

ফলে সেই স্থানটা বেশী শান্ত দেখায়।

🚩উলটো স্রোতে কিভাবে বাঁচতে হবে ?
যারা সাঁতার জানেন তারা রিপ কারেন্টে পড়লে, উলটো দিকে তীরের দিকে না গিয়ে সৈকতের সমান্তরাল ভাবে উলটো স্রোত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ, সাগরের স্রোত যখন টান দিবে তখন শক্তি দিয়ে স্রোতের বিপরীতে ফেরা যাবেনা।

🚩কয় ধরনের রিপ কারেন্ট আছে ?
তিন ধরনের রিপ কারেন্ট আছে। একটা ফিক্সড আর একটা হঠাৎ আর একটা টপোগ্রাফিক যার মধ্যে অন্যতম একটা হচ্ছে হেডল্যান্ড এর কারনে রিপ কারেন্ট। ফিক্সডটা হয় কিছু কিছু এলাকায় যেমন যেইখানে ব্রিজ আছে, যেইখানে কোন গভীর গর্ত আছে। হঠাৎ যেইটা হয়, সেইটা যে কোন জায়গায় বাতাসের কারনে হতে পারে।

🎯সেন্ট মার্টিনের এই অংশটা একটা হেডল্যান্ড বৈশিষ্ট্যের এলাকায় যেইখানে রিপ কারেন্ট ঘন ঘন হবে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। [ছবি ৫]

কারণ বাতাসের কারণে দুই দিকের পানি ধাক্কা দিয়ে এর মাথায় বা তার দুই পাশেই একটা রিপ কারেন্ট তৈরি করতে পারে। এইটা একটা মৃত্যুফাঁদ। এইখানে প্রাকৃতিক অবস্থানের কারণে অনেক বড় বড় চ্যানেল তৈরি হয়েছে যেইগুলো দিয়ে ঘন ঘন উলটো স্রোত বা রিপ কারেন্ট প্রবাহিত হওয়ার চান্স বেশী। যা শান্ত পানি দেখে নামা পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায়। তাই অবশ্য জেটি ঘাটে নেমেই উত্তরের বিচে ছবিতে চিহ্নিত স্থানে ভুল করেও নামতে যাবেন না। যদিও সেন্টমার্টিন এর পানিতে নামার জন্য সব থেকে আকর্ষণীয় বিচ উত্তর বিচ। কিন্তু উত্তর-পূর্বের এই অংশেই আছে ভয়ংকর রিপ কারেন্ট। সেন্ট মার্টিনের এলাকাবাসি জানে এই এলাকায় সাঁতার কাটতে নাই। তাই সামনে কাউকে দেখলে এরা মানা করে। কিন্তু সেইটা সবার জানার সুযোগ হয় না। এই ভাবেই সামান্য অসাবধানতার কারণে অনেক পর্যটক মারা যায়।

সেন্টমার্টিনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হেডল্যান্ড ধরনের টপোগ্রাফিক রিপ কারেন্ট কিন্ত নিয়মিত একটা বৈশিষ্ট্য। এই স্থানে যদি একটা মৃত্যুও ঘটে আমরা তাকে দুর্ঘটনায় বলতে পারিনা। এইগুলো হয় আত্নহত্যা নয়তো হত্যার পর্যায় পড়ে। কারন আমাদের সকলের উচিত এসকল স্থান সম্পর্কে জানা ও অন্যকে জানানো। যাতে না জানার জন্য আর কোন মৃত্যু না হয়।

বলে রাখা ভালো রিপ কারেন্ট পৃথিবীর সব সৈকতে হয় এবং এই জন্যে সতর্কতা নিতে হয়। রিপ কারেন্টের ভয়ে সমুদ্রযাত্রা বন্ধ করার দরকার নাই। কিন্তু সতর্কতা গুলো নিতে হবে।

দেশবাসী ট্যুরে যান, ট্রেকিং এ যান। যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ।

লেখা ও ছবি সংগৃহীত

শীতকালে নরওয়ের 🇳🇴 সৌন্দর্য! ❤️
01/01/2025

শীতকালে নরওয়ের 🇳🇴 সৌন্দর্য! ❤️

ফুল কপি।
01/01/2025

ফুল কপি।

সম্মানিত পর্যটকবৃন্দ,,আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,শীপ ছাড়ার স্হান: সব গুলো শীপ-- নুনিয়াছড়া, বিমানবন্দর সড়...
29/12/2024

সম্মানিত পর্যটকবৃন্দ,,আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

শীপ ছাড়ার স্হান:
সব গুলো শীপ-- নুনিয়াছড়া, বিমানবন্দর সড়ক, বিআইডব্লিউ টিএ ঘাট থেকে চলাচল করবে।

শীপ সমূহ: এবং ভাড়ার তালিকা৷ সময় দেওয়া আছে

বার আউলিয়া শীপ-----

সকাল--১০:০০ টায় ছাড়বে-( কক্সবাজার থেকে)
বিকাল:৫:০০টায় ছাড়বে-( সেন্ট মার্টিন থেকে)

বিশেষ ঘোষনা:জোয়ার, ভাটার কারনে বার আউলিয়া এবং কর্ণফুলীর সময় পরিবর্তন হতে পারে।

ভাড়াঃ
সানডেক--২৫০০/-( আপ+ ডাউন)ভিউ দেখা যাবে।
মেইন ডেক-২৫০০/-( আপ + ডাউন) ভিউ দেখা যাবে।
মোজারাত--৩০০০/- (আপ+ ডাউন) সোফা।
প্যানারোমা--২৮০০/-( আপ+ ডাউন) বিজনেস।
রিভারেয়া---২৮০০/-(আপ+ ডাউন) বিজনেস।
ব্যাংকার বেড-৪৫০০/(আপ+ডাউন) ২জন-----কেবিন।
ডিলাক্স কেবিন--৭৫০০/- ( আপ+ ডাউন) ২ জন।
ফ্যামিলি ব্যাংকার-৮০০০/-( আপ + ডাউন) ৪ জন।
ভি এই পি কেবিন--১৫০০০/-( আপ + ডাউন)২জন।
ভি বি এই পি কেবিন-১৯০০০(আপ+ ডাউন) ২জন।

কর্নফুলী শিপের ভাড়ার চার্ট -

মেরিগোল্ড--২৫০০/-(আপ+ ডাউন)।
লেবেন্ডার--২৫০০/-(আপ+ ডাউন)।
ওপেন ডেক-৩০০০/-( আপ+ ডাউন) ভিউ দেখা যাবে।
গ্লাডিয়াল্স--৩৮০০/-(আপ+ ডাউন)বিজনেস।
লিলাক লাউন্জ-৪০০০/-(আপ+ ডাউন)
কিসিয়ামোম---৪৩০০/-(আপ,+ ডাউন) ভিআই পি-সীট।
সিনগেল কেবিন--৫০০০/-( আপ+ ডাউন)১ জন।
টুইন কেবিন--১০,০০০/-(আপ+ ডাউন) ২জন।
ভি আই পি কেবিন--১৫০০০/-(আপ+ ডাউন) ২ জন।
ভি বিআই পি--১৯০০০/-( আপ+ ডাউন)২ জন।

শীপ ছাড়ার সয়ঃ
সকাল-৭:০০ টায় কক্সবাজার থেকে।
দুপুর--২:০০ টায় সেন্টমার্টিন থেকে

(কেয়ারী সিন্দাবাদ/কেয়ারী ক্রুজ ডাইন/ এবং বে- ক্রুজ---)৩ টা এক সময় যাবে---

কেয়ারী সিন্দাবাদ--- ভাড়া:
মেইন ডেক---২২০০/-( আপ + ডাউন)
ওপেন ডেক--২৫০০/-( আপ + ডাউন) ভিউ দেখা যাবে।
ব্রিজ ডেক--৩০০০/--( আপ+ ডাউন)।

কেয়ারী ক্রুজ এন্ড ডাইন--- ভাড়া:
এক্লোসিভ----২৪০০/-(আপ+ ডাউন)।
কোরাল লাউন্জ--৩০০০/-(আপ+ ডাউন)।
পার্ল লাউন্জ--৩৫০০/-( আপ+ ডাউন)।
বে- ক্রুজ--- ভাড়া:

রজনীগন্ধা--২৫০০/-(আপ+ডাউন)।
হাসনা হেনা--৩০০০/-(আপ+ডাউন)।
কৃষ্ণচূড়া--৩৫০০/- ( আপ+ডাউন)।
-
শীপের টিকিটের সাথে পাচ্ছেন ট্রাভেলস পাস---আর সাথে থাকছে আপনাদের বাজেট অনুযায়ী- রিসোর্ট- - সেন্টমার্টিনে--
বাজারের পাশে/ উত্তর বীচে/ পশ্চিম বীচে/ পূর্ব বীচে/ এবং দক্ষিণে পাবেন,, লাক্সারী রিসোর্ট সমূহ:

আপনারা চাইলে--- কাপল ট্যুর/ ফ্যামেলি ট্যুর/ বেচলর ট্যুর/ গ্রুপ ট্যুর/ কাস্টমাইজ ট্যুর/ প্রতিষ্ঠানিক ট্যুর/ কলেজ ট্যুর/ ভার্সিটি ট্যুর/মাদরাসা ট্যুর/কর্পোরেট ট্যুর/ আরও অনেক বেশ কিছু ট্যুর রয়েছ---

সব সময় পাশে পাবেন-
MAX TRAVELS & SERVICES

Cell:-01984566544/01673965605

সম্মানিত ভ্রমণ পিপাসুদের জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে  দি আটলান্টিক ক্রুজ শীপ আমাদের জাহাজটি আগামী ২৯/১২/২০২৪ ইং তারিখ ...
29/12/2024

সম্মানিত ভ্রমণ পিপাসুদের জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে দি আটলান্টিক ক্রুজ শীপ আমাদের জাহাজটি আগামী ২৯/১২/২০২৪ ইং তারিখ হতে কক্সবাজার - সেন্টমার্টিন ও সেন্টমার্টিন - কক্সবাজার রুটে নিয়মিত চলাচল করবে। টিকিটের জন্য 01984566544/01673965605

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো। ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ ০৩. লাভনী পয়েন্ট সী বিচ ০৪....
27/12/2024

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো।
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাভনী পয়েন্ট সী বিচ
০৪. সুগন্ধা বিচ
০৪. ইনানী সী বিচ
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার
৪৩ পাটুয়ার টেক বিচ, মেরিন ড্রাইভ
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার নেশা.

More Details call us..01824102564/01984566544

সরিষা ফুলে ঘেরা বিদ্যালয় রোকেয়া মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপাশহাটিয়া, রৌমারী, জামালপুর 📌"কপি পোস্ট" MAX TRAVE...
23/12/2024

সরিষা ফুলে ঘেরা বিদ্যালয়
রোকেয়া মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়
কাপাশহাটিয়া, রৌমারী, জামালপুর 📌

"কপি পোস্ট" MAX TRAVELS & SERVICES

Merry Christmas Everyone 🎄🎁🚗⛄️🌨️ MAX TRAVELS & SERVICES
23/12/2024

Merry Christmas Everyone 🎄🎁🚗⛄️🌨️ MAX TRAVELS & SERVICES

Our Cox's Bazar MAX TRAVELS & SERVICES
20/12/2024

Our Cox's Bazar MAX TRAVELS & SERVICES

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥টিকিটের মূল্য:  ✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা ...
19/12/2024

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥

টিকিটের মূল্য:
✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা
✅ স্নিগ্ধাতে (এসি চেয়ার) ভাড়া 1️⃣3️⃣2️⃣5️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

✅ঢাকা থেকে চট্টগ্রাম: স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 8️⃣9️⃣5️⃣ টাকা
শোভন চেয়ার ভাড়া 4️⃣5️⃣0️⃣ টাকা

✅ চট্টগ্রাম থেকে কক্সবাজার (শোভন চেয়ার) ভাড়া 2️⃣5️⃣0️⃣ টাকা।
✅ স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 4️⃣7️⃣0️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

➡️ সময় টেবিল:
আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন অভিমুখী
🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣4️⃣ ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাবে।
রাত 1️⃣0️⃣🔹3️⃣0️⃣ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল 0️⃣7️⃣🔹2️⃣0️⃣ মিনিটে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣3️⃣ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
দুপুর 1️⃣2️⃣🔷3️⃣0️⃣ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত 0️⃣9️⃣🔷1️⃣0️⃣ মিনিটে।

⛔ ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী 8️⃣1️⃣4️⃣ সাপ্তাহিক ছুটি সোমবার রাতে।

⛔ কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী 8️⃣1️⃣3️⃣ সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিন।

জানালার পাশের (Window Seat):
✅ শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

✅ স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

সিট:শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 6️⃣0️⃣🔹3️⃣3️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹3️⃣2️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 5️⃣5️⃣🔹2️⃣8️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹2️⃣7️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের এসি সিট:

কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।
✅ দিনের বেলায় (এসি AC সিট) চার টি ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন৷
✅ এসি ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ [১-২-৩] [৪-৫-৬] [৭-৮-৯] [১০-১১-১২] [২২-২৩-২৪] [২৫-২৬-২৭] [২৮-২৯-৩০] [ ৩১-৩২-৩৩]
✅ এসি সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ [১৩-১৪-১৫] [১৬-১৭-১৮] [১৯-২০-২১]
✅ এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১৷

✅ রাতে ভ্রমণের সময় [এসি বার্থ] পাঁচ টি সিঙ্গেল কেবিন এবং দুই টি ডাবল কেবিন থাকবে৷

✅ রাতে ভ্রমণের সিঙ্গেল কেবিন গুলো হলো: [১-২] [৭-৮] [৯-১০] [১১-১২] [১৭-১৮]

রাতের ডাবল কেবিন গুলো হলোঃ [৩-৪-৫-৬] [১৩-১৪-১৫-১৬]

এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭ এবং ১৮

📸 Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস

#কক্সবাজার #ট্রেন #রেল

বেকুব অস্ট্রেলিয়ান জাতি!  ৯০ বছরে একটু "নদী দখল" করে নাই 😁😁বাঙালি হলে?🖕🖕 MAX TRAVELS & SERVICES
16/12/2024

বেকুব অস্ট্রেলিয়ান জাতি! ৯০ বছরে একটু "নদী দখল" করে নাই 😁😁
বাঙালি হলে?🖕🖕 MAX TRAVELS & SERVICES

Address

Sugandha Point, Kolatoli, Cox's Bazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when MAX TRAVELS & SERVICES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAX TRAVELS & SERVICES:

Videos

Share

Category