Coral Tour & Tourism

Coral Tour & Tourism Service to tourism sector

সেন্টমার্টিন ভ্রমণ....টিকেটের সাথে ট্রাভেল পাশ দেওয়া হয়।শীপের ছবি সহ সীট বা ক্যাটাগরি অনুসারে মূল্য তালিকা দেওয়া হল।টিকে...
01/12/2024

সেন্টমার্টিন ভ্রমণ....
টিকেটের সাথে ট্রাভেল পাশ দেওয়া হয়।
শীপের ছবি সহ সীট বা ক্যাটাগরি অনুসারে মূল্য তালিকা দেওয়া হল।
টিকেটের জন্য যোগাযোগ করুনঃ-
01823-878119 what's app/imo
01863-882918 Nagad / Bkash

সেন্টমার্টিনের টিকিট কাটলেই মিলবে ট্রাভেল পাসআগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে জাহাজ চলাচল।
30/11/2024

সেন্টমার্টিনের টিকিট কাটলেই মিলবে ট্রাভেল পাস

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে জাহাজ চলাচল।

সিজন চলে এসেছে...😍   সেন্টমার্টিন রাত্রি যাপনে কোন সমস্যা নেই।শীপ চলাচল শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ থেকেই।
20/10/2024

সিজন চলে এসেছে...😍
সেন্টমার্টিন রাত্রি যাপনে কোন সমস্যা নেই।
শীপ চলাচল শুরু হচ্ছে নভেম্বরের ১ তারিখ থেকেই।

13/10/2024

ভ্রমন পিয়াসু ভাই-বোনদের জন্য সুখবর.....

পাহাড়,নদী,সমুদ্রভ্রমন( মহেশখালী-সোনাদিয়া নৌরুটে) নিয়মিত চলাচল করবে বিলাসবহুল ট্যুরিস্ট হাউসবোট এম বি "স্বপ্নতরী"

সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিত এই ট্যুরিস্ট বোট এ থাকছে কেবিন, পর্যাপ্ত ওয়াশরুম, লাউঞ্জ স্পেস, সমুদ্র ভিউ পয়েন্ট, ডাইনিং কাম কনফারেন্স রুম, বিদ্যুৎ ব্যাবস্থা, সাউন্ড সিস্টেম, কিচেন সহ নানান ধরনের সুবিধা।

★ আয়োজনে যা যা থাকছে......

★ লাঞ্চ ক্রুজঃ-পাহাড়,নদী,সমুদ্র ভ্রমণ(মহেশখালী-সোনাদিয়া- কলাতলী পয়েন্ট) দুপুরের খাবার সহ প্যাকেজ মূল্য ১২০০/- টাকা।
সকাল ০৯ টা থেকে দুপুর ০২ টা পর্যন্ত..

★ নৌ-ভ্রমনঃ-পাহাড়,নদী,সমুদ্র ভ্রমণ ( কলাতলী পয়েন্ট পর্যন্ত) বিকাল ০৩ ঘটিকা হতে সন্ধা ০৬ টা পর্যন্ত প্যাকেজ মূল্য ৭০০/- টাকা।

★ বার্থডে পার্টি, সেমিনার, এনগেজমেন্ট অনুষ্টান, গায়ে হলুদ, ইফতার পার্টি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে।

★ কক্সবাজার থেকে কুতুবদিয়া, মাতারবাড়ি,কয়লাবিদ্যুৎ প্রকল্পে সহ ট্যুরিষ্ট স্পটসমূহ ভ্রমণ করা যাবে।

Contact by

☎ 01823-878119 imo/what's app
☎️ 01863-882918 bekash/Nagad

বৃষ্টি 🌧️📍গুনগাছ তলা, কক্সবাজার
04/10/2024

বৃষ্টি 🌧️

📍গুনগাছ তলা, কক্সবাজার

10/08/2024

কক্সবাজারের পরিবেশ এখন পুরোপুরি শান্ত।
কক্সবাজারের পর্যটন স্পট সমূহও পর্যটকদের জন্য উন্মুক্ত।

আলহামদুলিল্লাহ্...
07/07/2024

আলহামদুলিল্লাহ্...

05/06/2024

বর্ষাকাল শুরু।
কক্সবাজার সমুদ্র সৈকতে দাড়িয়ে এমন দৃশ্য দেখতে মন চাইলে চলে আসুন, কক্সবাজার।

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গ...
31/05/2024

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন।
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।
১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।
১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।
শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন আপনার এবং
অন্যের উপকারে আসবে✌️
ধন্যবাদ সবাইকে ❤️


২৬/০৫/২০২৪বৈরী আবহাওয়াই Edit ছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত
26/05/2024

২৬/০৫/২০২৪
বৈরী আবহাওয়াই Edit ছাড়া কক্সবাজার সমুদ্র সৈকত

Eid Mubarak...
10/04/2024

Eid Mubarak...

ইনশাআল্লাহ্  আগামী সিজনের শুরুতে দেখা হবে সেন্টমার্টিন ভ্রমণ সঙ্গী হিসেবে। সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। এই সিজনে এখান...
09/03/2024

ইনশাআল্লাহ্
আগামী সিজনের শুরুতে দেখা হবে সেন্টমার্টিন ভ্রমণ সঙ্গী হিসেবে। সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। এই সিজনে এখানেই পরিসমাপ্তি। আল্লাহ্ হাফেজ।

সু খবর!!  সু খবর!!        ঈদের ছুটিতে ১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত  এমভি কর্ণফুলি এক্সপ্রেস ও বার আউলিয়া শিপ দুইটি চ...
05/03/2024

সু খবর!! সু খবর!!

ঈদের ছুটিতে ১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এমভি কর্ণফুলি এক্সপ্রেস ও বার আউলিয়া শিপ দুইটি চলাচল করবে।

টিকিটের জন্য যোগাযোগ করুন:-
01823-878119 (imo/what's app)
01863-882918 (bkash/Nagad)

আলহামদুলিল্লাহ্ প্রতিদিন টেকনাফ টু সেন্টমার্টিন টু টেকনাফ যাতায়ত করছে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল..টিকেট মূল্যঃটেকনাফ-স...
11/12/2023

আলহামদুলিল্লাহ্
প্রতিদিন টেকনাফ টু সেন্টমার্টিন টু টেকনাফ যাতায়ত করছে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল..

টিকেট মূল্যঃ
টেকনাফ-সেন্টমার্টিন- টেকনাফ (যাওয়া-আসা)

১-মেইন ডেক - ১২০০/-
২-ওপেন ডেক- ১৪০০/-
৩-বিজনেস ক্লাস ১৬০০/-
৪. লাক্সারি লাউঞ্জ--২০০০/-
৫. ভিআইপি কেবিন-- ৫০০০/-

* ৫ বছরের নিচে ছোট বাচ্চা ফ্রি। ৫ বছরের উপরে হলে শিপ টিকেট নিতে হবে।

আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
০১. সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত
০২. শিপের বাইরে দাঁড়িয়ে সমুদ্র উপভোগের সুযোগ

বুকিং নাম্বারঃ ☎️ imo/what app 01823-878119
বিকাশ/নগদ 01863-882918

14th November 2023..
14/11/2023

14th November 2023..

Address

Cox's Bazar
4700

Telephone

+880 1863-882918

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coral Tour & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coral Tour & Tourism:

Videos

Share

Category