12/04/2024
কক্সবাজার নামের সাথে যার নাম জড়িয়ে আছে তিনি “ক্যাপ্টেন হিরাম কক্স”
ক্যাপ্টেন হিরাম কক্স ছিলেন একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা ও কূটনৈতিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অধ্যাদেশ ১৭৭৩ এর সূত্রে ওয়ারেন হেষ্টিংস যখন বাংলার গর্ভনর হিসেবে নিয়োগ পান এই সময় তিনি ক্যাপ্টেন হিরাম কক্স”কে বঙ্গদেশের পূর্বাঞ্চলীয় সীমান্তের ”পালংকি’তে সুপারন্টেন্ট হিসেবে নিয়োগ দেন। এই সময়ে এই অঞ্চলের নাম ছিল পালংকি। ১৭৮৪ খ্রি: বার্মার রাজা বোধপায়া আরাকান রাজ্য আক্রমন করেন। এই সময় হাজার হজার আরাকানী পালিয়ে বাকঁখালী নদীর তীরবর্তী রামু এবং পালংকিতে আশ্রয় নিয়েছেলো। এই সময় ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর পক্ষ থেকে ক্যাপ্টেন হিরাম কক্স শরর্ণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। তিনি প্রতি পরিবারকে ২.৪ একর জমি এবং ৬ মাসের খাদ্য সামগ্রী প্রদান করেছিলেন। এই সময় ক্যাপ্টেন হিরাম কক্স একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয়রা তখন এই বাজারকে কক্স সাহেবের বাজার নামে ডাকতেন। পর্যায়ক্রমে এই বাজার থেকেই কক্সবাজার এর নাম করন করা হয়।
#কক্সবাজার #কক্সসাহেবেরবাংলো #ক্যাপ্টেনহিরামকক্স #ব্রিটিশকূটনৈতিক #রামুউপজেলা #কক্সবাজারসমূদ্রসৈকত #কক্সসাহেবেরবাজার #কক্সবাজারজেলা