Cox's Bazar Insights

Cox's Bazar Insights সমুদ্র নগরী কক্সবাজারের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও আর্থসামাজিক বিষয় গুলো নিয়ে জানার নতুন ঠিকানা

12/04/2024

কক্সবাজার নামের সাথে যার নাম জড়িয়ে আছে তিনি “ক্যাপ্টেন হিরাম কক্স”
ক্যাপ্টেন হিরাম কক্স ছিলেন একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা ও কূটনৈতিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অধ্যাদেশ ১৭৭৩ এর সূত্রে ওয়ারেন হেষ্টিংস যখন বাংলার গর্ভনর হিসেবে নিয়োগ পান এই সময় তিনি ক্যাপ্টেন হিরাম কক্স”কে বঙ্গদেশের পূর্বাঞ্চলীয় সীমান্তের ”পালংকি’তে সুপারন্টেন্ট হিসেবে নিয়োগ দেন। এই সময়ে এই অঞ্চলের নাম ছিল পালংকি। ১৭৮৪ খ্রি: বার্মার রাজা বোধপায়া আরাকান রাজ্য আক্রমন করেন। এই সময় হাজার হজার আরাকানী পালিয়ে বাকঁখালী নদীর তীরবর্তী রামু এবং পালংকিতে আশ্রয় নিয়েছেলো। এই সময় ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর পক্ষ থেকে ক্যাপ্টেন হিরাম কক্স শরর্ণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। তিনি প্রতি পরিবারকে ২.৪ একর জমি এবং ৬ মাসের খাদ্য সামগ্রী প্রদান করেছিলেন। এই সময় ক্যাপ্টেন হিরাম কক্স একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয়রা তখন এই বাজারকে কক্স সাহেবের বাজার নামে ডাকতেন। পর্যায়ক্রমে এই বাজার থেকেই কক্সবাজার এর নাম করন করা হয়।
#কক্সবাজার #কক্সসাহেবেরবাংলো #ক্যাপ্টেনহিরামকক্স #ব্রিটিশকূটনৈতিক #রামুউপজেলা #কক্সবাজারসমূদ্রসৈকত #কক্সসাহেবেরবাজার #কক্সবাজারজেলা

পবিত্র ঈদ বয়ে আনুক সবার মনে প্রশান্তি ও সমৃদ্ধি। কক্সবাজার ও সারা দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।----- ঈদ ম...
10/04/2024

পবিত্র ঈদ বয়ে আনুক সবার মনে প্রশান্তি ও সমৃদ্ধি। কক্সবাজার ও সারা দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
----- ঈদ মোবারক ----

08/04/2024
সুখবর!!! ঈদের আগের দুই দিন ও পরের পাঁচ দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে একজোড়া লোকাল ট্রেন। দশটি বগির এই ট্রেন ভোর ৭টায়...
02/04/2024

সুখবর!!!
ঈদের আগের দুই দিন ও পরের পাঁচ দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে একজোড়া লোকাল ট্রেন। দশটি বগির এই ট্রেন ভোর ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রা করে কক্সবাজারে পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। আর কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়। যাত্রাপথে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামবে এই ট্রেন। এতে যাত্রীরা কম সময়ে গন্তব্যে পৌছাঁতে পারবেন বলে বেশ খুশি। তারা বলছেন, ঈদের সময় এই ট্রেন চালু হলে অল্প খরচে ও কম সময়ে নিজ নিজ গন্তব্যে পৌছাঁনো যাবে।
#কক্সবাজার #কক্সবাজাররেল #কক্সবাজারএক্সপ্রেস #ঈদেরছুটি

কক্সবাজারের কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব:-মোহাম্মদ খালেকুজ্জামান - রাজনীতিকসালাহউদ্দিন আহমেদ - রাজনীতিবিদফরিদ আহমদ - আইনজীব...
24/03/2024

কক্সবাজারের কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব:-

মোহাম্মদ খালেকুজ্জামান - রাজনীতিক
সালাহউদ্দিন আহমেদ - রাজনীতিবিদ
ফরিদ আহমদ - আইনজীবী, রাজনীতিক
ওসমান সরওয়ার আলম চৌধুরী - রাজনীতিবিদ
মুহম্মদ নূরুল হুদা - কবি সাহিত্যিক
মোস্তাক আহমদ চৌধুরী - রাজনীতিবিদ
নূরুল হক - খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা (বীর প্রতিক)।
নূরুল হুদা - খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা (বীর প্রতিক)।
মোহাম্মদ জিয়াউদ্দিন - খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা (বীর উত্তম)
মুজহের আহমদ - শিক্ষাবিদ
হামিদুল হক - (মেজর জেনারেল)
হেলালুদ্দীন আহমদ - সিনিয়র সচিব (অবঃ)
মুহাম্মদ ইয়াকুব - ক‌বি ও কথাসা‌হি‌ত্যিক
মোমিনুর রশিদ আমিন-সাবেক সচিব
সলিম উল্লাহ খান - অধ্যাপক ও লেখক

Address

Cox's Bazar Sadar
Cox's Bazar
4700

Telephone

+8801916181414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Bazar Insights:

Videos

Share