19/01/2024
🚆পর্যটক এক্সপ্রেস এর গুরুত্বপূর্ণ তথ্য 🚉
➡️ নামঃ পর্যটক এক্সপ্রেস।
➡️ ট্রেন কোডঃ ৮১৫/৮১৬।
➡️ রুটঃ কক্সবাজার- ঢাকা।
➡️ সেবাঃ বিরতিহীন।
➡️ পরিসেবাঃ সদ্য কোরিয়া থেকে
আমদানিকৃত কোরিয়ান লাল-সবুজ
স্নিগ্ধা ও শোভন চেয়ার কোচ৷
➡️ সাপ্তাহিক বন্ধঃ রবিবার।
⏲️ সময়সূচিঃ
↗️ ৮১৫/ আপ পর্যটক এক্সপ্রেস,
কক্সবাজার থেকে ছাড়বে,
রাত ০৮ঃ০০ টায়।
⬅️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০.৫০ মিনিটে।
➡️ চট্টগ্রাম থেকে ছাড়বে রাত ১১.১৫
মিনিটে।
➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত
৩.৫০ মিনিটে।
➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত
৩.৫৩ মিনিটে।
➡️ ঢাকা পৌঁছাবে রাত ৪.৩০ মিনিটে।
↙️ ৮১৬/ডাউন পর্যটক ঢাকা থেকে
ছাড়বে সকাল ৬.১৫ মিনিটে।
➡️ ঢাকা বিমানবন্দর স্টেশন পৌঁছাবে
সকাল ৬.৩৮ মিনিটে।
➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে সকাল
৬.৪৩ মিনিটে।
➡️ চট্টগ্রাম পৌঁছাবে সকাল ১১.২০মিনিট।
⬅️চট্টগ্রাম ছাড়বে সকাল ১১.৪০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে দুপুর ০৩:০০
টায়।
🌊ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া।
➡️ শোভন চেয়ার- ৬৯৫ টাকা।
➡️ স্নিগ্ধা- ১৩২৫ টাকা।
✅চট্টগ্রাম-কক্সবাজার রুটের চূড়ান্ত
ভাড়া।
➡️ শোভন চেয়ার- ২৫০ টাকা।
➡️ স্নিগ্ধা- ৪৭০ টাকা।
🪑সিটপ্লানঃ
➡️ শোভন চেয়ারে উইন্ডো/জানালা নম্বর
সমূহঃ
০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮,
[২৯, ৩২, ৩৩, ৩৬]
৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷
[] টেবিল সিট।
➡️ স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো/জানালা নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩,
[২৪, ২৭, ২৮, ৩১]
৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫।
[] টেবিল সিট৷
➡️ ৮১৫/ কক্সবাজার- চট্টগ্রাম
৬০-৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
➡️ ৮১৬/ ঢাকা- চট্টগ্রাম
৬০-৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- কক্সবাজার ১-৩৫ যাত্রামুখী।
অসংখ্য ধন্যবাদ 💐