The Golden Travel & Tourism Cox's Bazar

The Golden Travel & Tourism Cox's Bazar THE GOLDEN TRAVEL & TOURISM COX'S BAZAR

01/12/2024
01/12/2024

আজ সকাল থেকে শুরু হয়ে গেল সেন্টমার্টিন ভ্রমণ।

জাপানের ভিসার জন্য বাংলাদেশীদের ভিসা ফি লাগবেনা শুধু   চার্জ হিসেবে ১৯০০ টাকা খরচ হবে ! কোনপ্রকার ইন্টারভিউ ফেস করতে হবে...
16/11/2024

জাপানের ভিসার জন্য বাংলাদেশীদের ভিসা ফি লাগবেনা শুধু চার্জ হিসেবে ১৯০০ টাকা খরচ হবে ! কোনপ্রকার ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস থেকেই !

৩ নভেম্বর, ২০২৪ থেকে জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। আপাতত জাপান দূতাবাস থেকে সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টারের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার ইত্যাদি..

আয়াটার এয়ারলাইন্স মেম্বারের স্বীকৃতি পেল এয়ার অ্যাস্ট্রা:দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপ...
28/10/2024

আয়াটার এয়ারলাইন্স মেম্বারের স্বীকৃতি পেল এয়ার অ্যাস্ট্রা:

দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) সদস্যপদ লাভ করেছে এয়ার অ্যাস্ট্রা। বাণিজ্যিক পরিচালনা শুরুর দুই বছরের মধ্যেই আয়াটা মেম্বার এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়ে যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণের অধিকারকে নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রকাশ করেছে এয়ার অ্যাস্ট্রা।
এক বিজ্ঞপ্তিতে আয়াটা জানায়, আয়াটার উদ্দেশ্য হলো এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে প্রতিনিধিত্ব করা। আয়াটা বিশ্বব্যাপী ১২০টিরও বেশি দেশের প্রায় ৩৪০টি এয়ারলাইন এর সম্মিলিত ভয়েস এবং এর উদ্দেশ্য হলো একটি নিরাপদ এবং টেকসই এয়ার ট্রান্সপোর্ট শিল্পের ভবিষ্যৎ বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করা যা বিশ্বকে সংযুক্ত এবং সমৃদ্ধ করে।

এ বিষয়ে, এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, “আইওএসএ সার্টিফিকেশনের পর দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন্স হিসেবে আয়াটার সদস্য হওয়া আমাদের যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক উপস্থাপন করে এবং এটি এয়ার অ্যাস্ট্রার সব কর্মীর অটল উৎসর্গের একটি প্রমাণ। এই সদস্যপদ যাত্রীদের একটি বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে, যেখানে বিমান ভ্রমণের সর্বোচ্চ বৈশ্বিক মান বজায় রাখা হয়। "
এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৩টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

সেন্টমার্টিনের অন্যতম প্রিমিয়াম রিসোর্ট Sandcastle Beach Resort, Saint Martin 😍 যেখানে পাবেন কিছুটা মালদ্বীপের ফিল 🫣এই স...
27/10/2024

সেন্টমার্টিনের অন্যতম প্রিমিয়াম রিসোর্ট Sandcastle Beach Resort, Saint Martin 😍 যেখানে পাবেন কিছুটা মালদ্বীপের ফিল 🫣
এই সিজনে প্রিমিয়াম প্যাকেজে থাকছে স্যান্ড ক্যাসেল 🤟 শীগ্রই ফুল প্যাকেজ ঘোষনা করা হবে।
তাছাড়া আমাদের মাধ্যমে রুম ও শীপ টিকেট বুক করতে পারবেন। যে কোনোদিন চাইলে ট্যুর প্যাকেজ নিতে পারবেন পছন্দের রিসোর্টে।
নভেম্বর মাস জুড়ে রুম বুকিংয়ে থাকছে 40% ছাড় :
✨ Discounted Room Rates:
✅ Honeymoon Suite - per night: BDT 14,000 (PROPOSED RAKE RATE - 20,000 BDT).
✅ Premium Suite - per night: BDT 12,600 (PROPOSED RAKE RATE - 18,000 BDT).
✅ Executive Suite - per night: BDT 11,200 (PROPOSED RAKE RATE - 16,000 BDT).
✅ Family Castle Suite - per night: BDT 11,200 (PROPOSED RAKE RATE - 16,000 BDT).
✅ Luxury Castle Suite, per night: BDT 9,800 (PROPOSED RAKE RATE - 14,000 BDT).
But that’s not all! Book now and enjoy amazing complimentary perks:
🍽 𝐁𝐮𝐟𝐟𝐞𝐭 𝐁𝐫𝐞𝐚𝐤𝐟𝐚𝐬𝐭 to kickstart your day
🥂 𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐃𝐫𝐢𝐧𝐤𝐬 on arrival
🌊 Direct Access to our private beach
💧 Complimentary 1000ml Bottles of Local Mineral Water per day
💡24/7 Non-Stop Electricity.
☕ In Room Tea Making
🧺 Fruit Basket
যোগাযোগ: 01776-003837
#সেন্টমার্টিন

Enjoy Free Stopover at Ethiopian Skylight Hotel .
17/10/2024

Enjoy Free Stopover at Ethiopian Skylight Hotel .

খুলে গেলো নতুন দিগন্তের দুয়ার! এখন ইনানী সমুদ্র সৈকত থেকেই যাওয়া যাবে প্রবালদ্বীপ সেন্টমার্টিন এ। মিয়ানমার সীমান্ত অস্থি...
12/10/2024

খুলে গেলো নতুন দিগন্তের দুয়ার! এখন ইনানী সমুদ্র সৈকত থেকেই যাওয়া যাবে প্রবালদ্বীপ সেন্টমার্টিন এ। মিয়ানমার সীমান্ত অস্থিরতা তে টেকনাফ - সেন্টমার্টিন রুট বন্ধ থাকায়, সরাসরি ইনানী সমুদ্র সৈকত কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে প্রতিদিন নিয়মিত চলবে এম ভি বার আউলিয়া জাহাজ।
আগামী ১ নভেম্বর ২০২৪ থেকে প্রতিদিন ই কক্সবাজার ইনানী নেভী ঘাট থেকে সেন্টমার্টিন নৌ রুটে নিয়মিত চলাচল কবে এম ভি বার আউলিয়া জাহাজ !!! সীজন এর ১ম কোলাহল হীন সেন্টমার্টিন এ ঘুরে আসুন।
প্রতিদিন কক্সবাজার ইনানী (রয়েল টিউলিপ এর পাশে) নেভী জেটি থেকে জাহাজ ছাড়বে সকাল ৯.০০ মিনিটে
সেন্টমার্টিন থেকে ছেড়ে আসবে বিকাল ৩.০০ মিনিটে
🚢🚢 এম ভি বার আউলিয়া জাহাজ এর ভাড়ার তালিকা:
🌀🌀 রাউন্ড ট্রিপ: (যাওয়া ও আসা)
👉 মোজারাত চেয়ার (এসি) - ৩০০০ টাকা
👉মেইন ডেক - ২৫০০ টাকা
👉সান ডেক - ২৫০০ টাকা
👉প্যানোরোমা (এসি) - ২৮০০ টাকা
👉রিভারিয়া (এসি)- ২৮০০ টাকা
👉ফ্যামিলি বাংকার কেবিন - ৮০০০ টাকা ( ৪ জন)
👉বাংকার বেড - ৪৫০০ টাকা ( এক জন)
👉ডিলাক্স কেবিন - ৭৫০০ টাকা (দুই জন)
👉ভি আই পি কেবিন - ১৫০০০ টাকা (দুই জন)
👉ভি ভি আই পি কেবিন (এটাচ ওয়াশরুম)- ১৯০০০ টাকা ( দুইজন)
🌀 ওয়ান ওয়ে:
👉 মোজারাত চেয়ার (এসি) - ১৬০০ টাকা
👉মেইন ডেক - ১৩০০ টাকা
👉সান ডেক - ১৩০০ টাকা
👉প্যানোরোমা (এসি) -১৫০০ টাকা
👉রিভারিয়া (এসি)- ১৫০০ টাকা
👉ফ্যামিলি বাংকার কেবিন- ৪৫০০ টাকা ( ৪ জন)
👉বাংকার বেড - ২৩০০ টাকা (১ জন)
👉ডিলাক্স কেবিন - ৩৮০০ টাকা (২ জন)
👉ভি আই পি কেবিন - ৮০০০ টাকা (২ জন)
👉ভি ভি আই পি কেবিন (এটাচড ওয়াশরুম)- ১০০০০ টাকা (২ জন)
টিকিট এর জন্য যোগাযোগ করুন :-
01776-003837/01777283833

office Address :
Kolatoli dolphin mor, Cox's Bazar

ভ্রমন পিয়াসু ভাই-বোনদের জন্য সুখবর.....আগামী ১১ ই অক্টোবর ২০২৪ইং রোজ শুক্রবার হতে পাহাড়,নদী,সমুদ্রভ্রমন( মহেশখালী-সোনাদি...
09/10/2024

ভ্রমন পিয়াসু ভাই-বোনদের জন্য সুখবর.....
আগামী ১১ ই অক্টোবর ২০২৪ইং রোজ শুক্রবার হতে পাহাড়,নদী,সমুদ্রভ্রমন( মহেশখালী-সোনাদিয়া নৌরুটে) নিয়মিত চলাচল করবে বিলাসবহুল ট্যুরিস্ট হাউসবোট এম বি "স্বপ্নতরী"
সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিত এই ট্যুরিস্ট বোট এ থাকছে কেবিন, পর্যাপ্ত ওয়াশরুম, লাউঞ্জ স্পেস, সমুদ্র ভিউ পয়েন্ট, ডাইনিং কাম কনফারেন্স রুম, বিদ্যুৎ ব্যাবস্থা, সাউন্ড সিস্টেম, কিচেন সহ নানান ধরনের সুবিধা।
★ আয়োজনে যা যা থাকছে......
★ লাঞ্চ ক্রুজঃ-পাহাড়,নদী,সমুদ্র ভ্রমণ(মহেশখালী-সোনাদিয়া- কলাতলী পয়েন্ট) দুপুরের খাবার সহ প্যাকেজ মূল্য ১২০০/- টাকা।
সকাল ০৯ টা থেকে দুপুর ০২ টা পর্যন্ত..
★ নৌ-ভ্রমনঃ-পাহাড়,নদী,সমুদ্র ভ্রমণ ( কলাতলী পয়েন্ট পর্যন্ত) বিকাল ০৩ ঘটিকা হতে সন্ধা ০৬ টা পর্যন্ত প্যাকেজ মূল্য ৭০০/- টাকা।
★ বার্থডে পার্টি, সেমিনার, এনগেজমেন্ট অনুষ্টান, গায়ে হলুদ, ইফতার পার্টি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে।
★ কক্সবাজার থেকে কুতুবদিয়া, মাতারবাড়ি,কয়লাবিদ্যুৎ প্রকল্পে সহ ট্যুরিষ্ট স্পটসমূহ ভ্রমণ করা যাবে।
Contact by
� 017776003837
� 01571312994
� 01776003837

02/10/2024

Address

Kolatoli Beach Road
Cox's Bazar
4700

Telephone

+8801777283833

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Golden Travel & Tourism Cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Golden Travel & Tourism Cox's Bazar:

Videos

Share