![রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলার লক্ষ্যে ঢাকাস্থ প্রাইভেট হাসপাতাল/ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টা...](https://img5.travelagents10.com/057/204/10157213480572040.jpg)
29/07/2019
রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলার লক্ষ্যে ঢাকাস্থ প্রাইভেট হাসপাতাল/ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহের পরিচালক/ ব্যবস্থাপনা পরিচালকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের 'ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা' সংক্রান্ত জরুরী সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়েছে-
- ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য নিম্নরূপ হবে-
ক) NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ - ২০০০/-
খ) IgM + IgG অথবা IgM/ IgG- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ - ১৬০০/-
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০/- পর্যন্ত।
*মূল্য সমূহ অদ্য ২৮ জুলাই ২০১৯ খ্রিঃ হতে কার্যকর হবে।