Travelx

Travelx All kinds of tourism service we have to provied. i.e
Hotel Booking
Saintmartin Ship Ticket
Food Supply
Tourist Bus or Car Supply
Tourist Guide Supply

শুভ সন্ধ্যা
07/09/2021

শুভ সন্ধ্যা

01/04/2021

করোনার কারনে আজ রাত ১২ টা থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

https://www.jagonews24.com/m/special-reports/news/641780
09/02/2021

https://www.jagonews24.com/m/special-reports/news/641780

সেন্টমার্টিন দ্বীপে আমরা কেন যাই? সহজ উত্তর, বেড়াতে, দ্বীপটির সৌন্দর্য দেখতে। কিন্তু মজার বিষয় হলো, সেন্টমার্টিন.....

 #সুখবর         #সুখবর         #সুখবর         #সুখবর আগামী ১৪ জানুয়ারী ২০২১ থেকে চটগ্রাম টু সেন্টমার্টিন সরাসরি জাহাজ চল...
06/01/2021

#সুখবর #সুখবর #সুখবর #সুখবর

আগামী ১৪ জানুয়ারী ২০২১ থেকে চটগ্রাম টু সেন্টমার্টিন সরাসরি জাহাজ চলাচল শুরু হচ্ছে । যা নাকি বাংলাদেশ ট্যুরিজমে একটি নতুন মাইল ফলক।
আগামি ১৪ তারিখ চট্রগ্রাম পতেঙ্গা হইতে বিলাস বহুল সমুদ্রগামী জাহাজ এম ভি বে ওয়ান যাত্রী নিয়ে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে ছেড়ে যাবে ।
আপাতত সপ্তাহে ৩ দিন নিয়মিত চলাচল করবে এম ভি বে ওয়ান বিলাস বহুল জাহাজটি।
❐❐❐ এম ভি বে ওয়ান এর চলাচল এর সময় সুচীঃ
→ চট্রগ্রাম এর পতেঙ্গা থেকে রাত ১১.০০ মিনিটে।
→ সেন্টমার্টিন থেকে দুপুর ০১.০০ মিনিটে।

কপি

01/01/2021

Happy New Year 2021

https://www.banglanews24.com/tourism/news/bd/829951.details
17/12/2020

https://www.banglanews24.com/tourism/news/bd/829951.details

কক্সবাজার: বিজয় দিবসের ছুটি এবং একদিন পরেই সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর.....

31/10/2020

ব্রেকিং নিউজ

দুই দিন বন্ধ থাকার পর
আগামীকাল থেকে ছেড়াদ্বীপ যাওয়া যাবে। সম্পূর্ণ নির্দেশনা উঠিয়ে নিয়েছে কোস্টগার্ড। আজকে সন্ধ্যায় সেন্টমার্টিনের চেয়ারম্যান-মেম্বার কোস্টগার্ড পরিবেশের লোকসহ মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ।।
যেন সেখানে কোন প্রবালের ক্ষতি না হয় সে ক্ষেত্রে ছোটখাটো একটা ঘাটি করার উদ্যোগ নিয়েছে সেন্টমার্টিনের ট্রলার সমিতি।

30/09/2020

কক্সবাজার বিচে যারা ভাড়া করা ক্যামেরায় ছবি তুলবেন তাদের জন্য ঃ

# কতগুলো ছবি তুলবেন আগেই বলে নিবেন।
# প্রতি ছবি কত টাকা করে সেটাও বলে নিবেন।
# ছবি বেছে নিবেন নাকি যা তুলবে তাই নিবেন সেটাও বলে নিবেন।

কারনঃ
আপনি ছবি তুলবেন ৫০ টি, কিন্তু ক্যামেরাম্যান তুলে ফেলে ৫০০ টি।

সেটা নিয়ে প্রতিনিয়ত দেখা যায় ক্যামেরাম্যানদের সাথে টুরিস্টদের ঝগড়ার দৃশ্য।

নিজে সাবধান থাকুন।
সাবধানে ঘোরাঘুরি করুন।

সেন্টমার্টিন এর সাথে কক্সবাজার ও টেকনাফ এর যোগাযোগ বিছিন্ন। https://coxbangla.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e...
22/09/2020

সেন্টমার্টিন এর সাথে কক্সবাজার ও টেকনাফ এর যোগাযোগ বিছিন্ন।

https://coxbangla.com/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%98%e0%a7%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d/

হেলাল উদ্দিন, টেকনাফ :: উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এ কারণে কক্সবাজার সমুদ.....

17/09/2020

Sayeed Asad
একজন পুলিশ অফিসার চোখে সাজেক
যিনি এখন সাজেকে কর্মরত

#সাজেক ইউনিয়ন #মালদ্বীপের চেয়ে ৬ গুন বড়!

সাজেক ইউনিয়নের আয়তন-১,৭৭১ বর্গকিমি
মালদ্বীপের আয়তন - ২৯৮ বর্গকিমি!

সাজেক ইউনিয়নে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমি এলাকায় ১০ জন।
সাজেকের সাথে ভারতের দুটি প্রদেশের সীমান্ত আছে!

সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত।

টুরিস্ট দের সাজেকের কংলাক পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। কংলাকের পরেও সাজেক ইউনিয়নের এরিয়া আছে প্রায় ৬০ কিলোমিটারের মত।
সাজেকের পূর্বদিকে, কংলাক পাড়ার পর অরুন পাড়া, রায়না পাড়া, সিয়াল দাহ লুই পাড়া, তুইসুই পাড়া, জুপ্পুই পাড়া, বলপেয়া পাড়া, বাদল ছড়ি পাড়া, কমলা পুর পাড়া, বেটলিং পাড়া, সাদা কারবারি পাড়া, নিউ থাংনাক পাড়া, নিউলংকর পাড়া, ওল্ডলংকর পাড়া, হাদোক পাড়া, হালিম পুর পাড়া, মাঝি পাড়া, দোজর পাড়া, শীল ছড়ি পাড়া, নিউ ফরেষ্ট এলাকা
যেদিকে সব খাড়া পাহাড়! হেটে বা হেলিকপ্টারে যাওয়া যায়। সেদিকের পাহাড় আরো সুন্দর আর বন্য। হেটে যেতে ৩/৪ দিন প্রয়োজন। সাজেক ইউমিয়নের প্রায় ২৬% মানুষ অইসব ভারতীয় সীমানার দিকে বসবাস করে আর তাদের ৭০% ই বাংলা বোঝেনা৷

ভোটের সময় সাজেকের অইসব এরিয়াতে ও বাঘাইছড়ির ধুসর এলাকায় হেলিকপ্টার যোগে ইলেকশনের যাবতীয় মালামাল ও লোক পরিবহন করা হয়।

গত কয়েকমাসে বেশ কয়েকবার সাজেক এসেছি। ইদানিং সাজকের চেয়ে আরো গহীনের এলাকা গুলোর প্রতি আমার আগ্রহ বেড়েছে। সুযোগ পেলে এসব এলাকার ভিডিও করেও রাখছি।
সাজেক ইউনিয়নের এসব এলাকা ছাড়াও ধুসর যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। ১৭ কিলোমিটার হেটে কয়েকটি পাহাড় পেরিয়ে যেতে হয়েছিল। মোবাইল নেট বিদ্যুৎ কিছুই নেই এসব এলাকায়। গড় বসতি হবে প্রতি বকিমিতে হয় ১/২ জন।
#রাঙামাটি থেকে ১৫৬ কিলোমিটার গহীনের এলাকা ধুসর ভ্রমন নিয়ে লিখবো শীঘ্রই।
(সংগৃহীত)

Address

Kolatoli
Cox's Bazar
4700

Telephone

+8801717100433

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelx:

Share

Category

Nearby travel agencies