17/09/2020
Sayeed Asad
একজন পুলিশ অফিসার চোখে সাজেক
যিনি এখন সাজেকে কর্মরত
#সাজেক ইউনিয়ন #মালদ্বীপের চেয়ে ৬ গুন বড়!
সাজেক ইউনিয়নের আয়তন-১,৭৭১ বর্গকিমি
মালদ্বীপের আয়তন - ২৯৮ বর্গকিমি!
সাজেক ইউনিয়নে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমি এলাকায় ১০ জন।
সাজেকের সাথে ভারতের দুটি প্রদেশের সীমান্ত আছে!
সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত।
টুরিস্ট দের সাজেকের কংলাক পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। কংলাকের পরেও সাজেক ইউনিয়নের এরিয়া আছে প্রায় ৬০ কিলোমিটারের মত।
সাজেকের পূর্বদিকে, কংলাক পাড়ার পর অরুন পাড়া, রায়না পাড়া, সিয়াল দাহ লুই পাড়া, তুইসুই পাড়া, জুপ্পুই পাড়া, বলপেয়া পাড়া, বাদল ছড়ি পাড়া, কমলা পুর পাড়া, বেটলিং পাড়া, সাদা কারবারি পাড়া, নিউ থাংনাক পাড়া, নিউলংকর পাড়া, ওল্ডলংকর পাড়া, হাদোক পাড়া, হালিম পুর পাড়া, মাঝি পাড়া, দোজর পাড়া, শীল ছড়ি পাড়া, নিউ ফরেষ্ট এলাকা
যেদিকে সব খাড়া পাহাড়! হেটে বা হেলিকপ্টারে যাওয়া যায়। সেদিকের পাহাড় আরো সুন্দর আর বন্য। হেটে যেতে ৩/৪ দিন প্রয়োজন। সাজেক ইউমিয়নের প্রায় ২৬% মানুষ অইসব ভারতীয় সীমানার দিকে বসবাস করে আর তাদের ৭০% ই বাংলা বোঝেনা৷
ভোটের সময় সাজেকের অইসব এরিয়াতে ও বাঘাইছড়ির ধুসর এলাকায় হেলিকপ্টার যোগে ইলেকশনের যাবতীয় মালামাল ও লোক পরিবহন করা হয়।
গত কয়েকমাসে বেশ কয়েকবার সাজেক এসেছি। ইদানিং সাজকের চেয়ে আরো গহীনের এলাকা গুলোর প্রতি আমার আগ্রহ বেড়েছে। সুযোগ পেলে এসব এলাকার ভিডিও করেও রাখছি।
সাজেক ইউনিয়নের এসব এলাকা ছাড়াও ধুসর যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। ১৭ কিলোমিটার হেটে কয়েকটি পাহাড় পেরিয়ে যেতে হয়েছিল। মোবাইল নেট বিদ্যুৎ কিছুই নেই এসব এলাকায়। গড় বসতি হবে প্রতি বকিমিতে হয় ১/২ জন।
#রাঙামাটি থেকে ১৫৬ কিলোমিটার গহীনের এলাকা ধুসর ভ্রমন নিয়ে লিখবো শীঘ্রই।
(সংগৃহীত)