Sarwar Tour Service

Sarwar Tour Service Tour is my hobby, I want to provide service in all tourist with any information or any help.

16/10/2023

অপরূপ সৌন্দর্য, মহেশখালীর এক খন্ড চিত্র।

হঠাৎ মিডিয়া  এসে যখন হাজির তখন কিছু বলার প্রচেষ্টা,
16/10/2023

হঠাৎ মিডিয়া এসে যখন হাজির তখন কিছু বলার প্রচেষ্টা,

09/10/2023

#পর্যটন নগরী কক্সবাজারের একমাত্র আকর্ষনীয় সী পার্ল ওয়াটার পার্ক এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।আমরাই আছি সপ্তাহের সাত দিন‌ই আপনাদের সেবায়।

08/10/2023

#অত্যন্ত সুন্দর ও সুস্থভাবে সম্পন্ন হল কক্সবাজারের পর্যটন মেলা, মেলায় আমাদের অফার সম্পর্কে CB24 News এ সাক্ষাৎকার।

 #বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সবাইকে জানাই Sea Pearl Water Park Cox's Bazar  এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, আসু...
25/09/2023

#বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সবাইকে জানাই Sea Pearl Water Park Cox's Bazar এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, আসুন সবাই মেলা উপভোগ করুন,
আমরা আপনাদের সেবাই আছি।

#বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করেছে জেলা প্রশাসন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।

 #বাংলাদেশের প্রাই শিক্ষা প্রতিষ্ঠান গুলো আমাদের পার্কে এনজয় করতে আসে, তার‌ই ধারাবাহিকতায় আজকে  Marine City Medical Co...
19/09/2023

#বাংলাদেশের প্রাই শিক্ষা প্রতিষ্ঠান গুলো আমাদের পার্কে এনজয় করতে আসে, তার‌ই ধারাবাহিকতায় আজকে Marine City Medical College & Hospital এর একাংশ, সবাইকে সী পার্ল ওয়াটার পার্ক এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

12/09/2023

( #কক্সবাজারে ভ্রমণ সম্পর্কে একটু ধারনা)

কক্সবাজারের স্পট গুলো সবি সমুদ্র কেন্দ্রীক এবং বিচ এলাকা, তবে হাতে সময় থাকলে এই জায়গাগুলো ছাড়াও কিছু জায়গা আছে, যেগুলো পরিদর্শনে আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে।

#প্রথমদিন
প্রথম দিন যেতে পারেন 'রামু ১০০ ফিট বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা টিলার উপর উঠে গেছে। কিছুক্ষণ হেঁটে ওখানকার পাহাড়ি জনবসতি দেখতে পারেন। তারপর চলে যাবেন রাবার বাগান। রাবার বাগান থেকে চলে যাবেন নাইক্ষ্যংছড়ি। নাইক্ষ্যংছড়ির লেকের উপরের ঝুলন্ত ব্রিজ এবং লেক এ বোটিং করতে পারবেন। নাইক্ষ্যংছড়ি লেক এরিয়াতে অবশ্যই স্থানীয় দেশি মুরগি ও ভর্তা দিয়ে দুপুরে খাবার সেরে নেবেন। তারপর চলে যাবেন সোনাইছড়ি দূরবীন পয়েন্ট। কপাল ভালো থাকলে, মেঘের উপরেই থাকবেন। তারপর মরিচ্চা হয়ে কক্সবাজার মিনি বান্দরবান পয়েন্ট এ। এখান থেকে রাস্তাটা উঠেছে রেজু খাল ব্রিজের পাশ দিয়ে। শেষ বিকেলে রেজুখাল এ কায়াকিং অসম্ভব ভালোলাগা তৈরি করবে।

#দ্বিতীয়দিন
২য় দিন সকাল সকাল রওনা দিবেন কক্সবাজার মেরিন ড্রাইভ রোড দিয়ে, উপভোগ করবেন একদিকে সমুদ্র অন্যদিকে পাহাড়, মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে যাবে কক্সবাজারের একমাত্র পার্ক, সী পার্ল ওয়াটার পার্ক এ, ওয়াটার পার্ক এর অত্যাধুনিক বিশ্বমানের ওয়াটার রাইড এবং ওয়েভ পোল আপনার মনকে সতেজ ও শান্তিপূর্ণ করে দেবে, এবং ওখান থেকেই বাস্তব কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

#তৃতীয়দিন
৩য় দিন সকাল সকাল রওনা দিয়ে দিবেন কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের কাছে নোয়াখালী পাড়াতে। নোয়াখালী পাড়া বাজার থেকে ১৫ থেকে ২০ মিনিট এর ট্রাকিং, বাঘঘোনা গিরিপথ। আপনি ভুলেই যাবেন যে আপনি কক্সবাজার আছেন। সাহস করে গিরিপথের শেষ মাথা অংশটুকু সাঁতার কেটে পার হতে পারলেই দেখা পাবেন বাঘঘোনা ঝর্ণা। তবে কাউকে সাঁতার কাটার সাজেস্ট করি না, এই অংশটুকু একটু ভয়ঙ্কর। এখান থেকে ফিরে বাঘগোনা বাজারে কিছু খেয়ে নেবেন। এই ভিতরের রাস্তা দিয়ে একটু পেছনে আসলেই পেয়ে যাবেন গজারি বন। গর্তে ভিতর হেঁটে হেঁটে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন। বড় বড় গাছ ছাড়াও এখানে আছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। বনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারবেন মায়ানমার সীমান্তে। সেফটির ব্যাপারটা মাথায় রাখবেন। এখান থেকে ফিরে ইনানীতে বেশ কয়েকটা ভালো রেস্টুরেন্ট আছে, দেখে শুনে একটা তে, খাওয়া-দাওয়া করে নিবেন। খাওয়া-দাওয়া সেরে চলে যাবেন হিমছড়ি এবং দরিয়ানগর। হিমছড়ি এবং দরিয়া নগরের মাঝ খানে
হাতের বামে ঝাউবন বিচ। এখানকার পরিবেশ আর সূর্যাস্ত সত্যি অসাধারণ।

#চতুর্থদিন
৪র্থ দিন চলে যেতে পারেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এবং আরো যেতে পারেন কুতুবদিয়া দ্বীপে। এই ২ জায়গার দর্শনীয় স্থানসমূহ ওখানে পৌঁছে ঠিক করে নিতে পারবেন।

#পঞ্চমদিন
এখন যেহেতু বৃষ্টির সময়, মেরিন ড্রাইভে হিমছড়ির আগে পাহাড়ের মাঝে মাঝে রয়েছে বেশ কিছু ঝরনা। পর্যটকরা সাধারণত রাস্তার পাশে যে ‌ঝর্ণাগুলি আছে এবং হিমছড়ি ঝর্ণা, এর কয়েকটি ঝর্ণাই দেখে, তবে এই রাস্তায় লোকচক্ষুর অন্তরালে রয়েছে ৫ থেকে ৬ টি ঝরনা। যার প্রত্যেকটি ১০ থেকে ১৫ মিনিট করে পাহাড়ের মাঝ দিয়ে ট্রাকিং করে যেতে হয়। এই ঝর্নাগুলি এক্সপ্লোর করতে পারেন। দুপুরের লাঞ্চ করে চলে যেতে পারেন প্যারাসেলিং পয়েন্টে।

#শুভকামনা সবার জন্য, ভ্রমণে প্রকৃতির দিকটা খেয়াল রাখবেন। আর সাবধানে থাকবেন সবাই।

#যে কোন প্রয়োজনে, যে কোন মুহুর্তে, যে কোন তথ্যের জন্য, কল দিতে পারেন ০১৮৫০৩১০১৭৫ নাম্বারে।

শুভেচ্ছান্তে
মোঃ সর‌ওয়ার।

12/09/2023

Dive into the fun with your friends and family, make a splash, get swept away in the wavepool, gift your children great time in 5D Cinema, dare to enter the ghost house and more...fun starts here everyday at Sea Pearl Water Park Cox's Bazar !

Package starts from BDT 700 all inslusive. For more details and group/corporate booking, please dial +880 1844-016070

 #অনেকের পরিক্ষা শেষ, কিন্তু সবাই মিলে একটা ট্যুর দেওয়ার  জন্য কোন জায়গায় সিলেক্ট করতে পারছেন না, আপনাদের জন্য রয়েছে...
11/09/2023

#অনেকের পরিক্ষা শেষ, কিন্তু সবাই মিলে একটা ট্যুর দেওয়ার জন্য কোন জায়গায় সিলেক্ট করতে পারছেন না, আপনাদের জন্য রয়েছে আমাদের সী পার্ল ওয়াটার পার্কে সুবর্ণ সুযোগ, আপনি চাইলে সারাদিন এনজয় করতে পারেন এবং বাস্তবিক কিছু অভিজ্ঞতা নিতে পারেন।

#শিক্ষা সফর অতীব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়, কেননা)

#বৈচিত্র্যের সন্ধানী মানুষ কখনাে স্থির হয়ে বসে থাকতে পারে না। নতুন আকর্ষণে মানুষ প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। দেশ সফর মানুষের জ্ঞান সঞ্চয়ের ও অবকাশ যাপনের একটি উৎকৃষ্ট পন্থা। এতে অভিজ্ঞতা বাড়ে এবং হৃদয়ের প্রসার ঘটে। এই উদ্দেশ্যগুলােকে সামনে রেখে মাদ্রাসা -স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাসফরের আয়ােজন করা হয়। ছাত্র-ছাত্রীরা বই-পুস্তক পাঠ করে দেশ-বিদেশের ইতিহাস প্রসিদ্ধ স্থান ও বস্তুসমূহের সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। কিন্তু নিজের চোখে দেখলে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ হয় অনেক বেশি।

#বই পড়ে কোনাে একটি স্থান ও বিষয় সম্বন্ধে জ্ঞানার্জন সম্পূর্ণ হয় না বলেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রতিবছর ছাত্রদের শিক্ষাসফরের ব্যবস্থা করেন। এর অন্যতম উদ্দেশ্য একাডেমিক প্রয়ােজন মেটানাে। কিন্তু শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এইজন্য যে, এটি ছাত্র-ছাত্রীদের মধ্যে সহমর্মিতা ও ভাবের আদান-প্রদান ঘটায়। ছাত্র ছাত্রীরা জাতির মেরুদণ্ড, ছাত্র ছাত্রীদের সুশিক্ষা দানের মধ্যে রয়েছে দেশ গড়ার কার্যকারিতা। আর হাতে-কলমে শিক্ষা গ্রহণই সুশিক্ষার অন্যতম পন্থা, যা শিক্ষা সফরের মাধ্যমে সম্ভব। শিক্ষা শুধু বইয়ের কয়েকটা পাতার মধ্যে সীমাবদ্ধ ন‌ই। শিক্ষার আলো সর্বত্রই বিচরণ করে। আর শিক্ষা সফর সেই আলোকে ছড়িয়ে দেয় উন্মুক্ত আকাশে। শিক্ষা সফরের মূল আনন্দ হলো প্রকৃতির আবার সৌন্দর্য্যকে প্রাণ খুলে অবলোকন করা। কিছুটা সময় প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা এবং প্রকৃতির মাঝেই নিজেকে আবিষ্কার করা এ এক অদ্ভুত অনুভূতি। ভ্রমণের আনন্দ একে অন্যের সাথে ভাগাভাগি করার মাধ্যমে সেই অনুভূতি হয়ে উঠে আনন্দের মহাসমুদ্র।
তাই শিক্ষা সফর অতীব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।

#এবং পার্কের যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন।
01844016070 নাম্বারে।

11/09/2023

আমার এই পেইজ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Address

Coxs Bazar
Coxs Bazar
4700

Telephone

+8801850310175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarwar Tour Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarwar Tour Service:

Videos

Share


Other Coxs Bazar travel agencies

Show All