Saint Martin Ship Ticket

Saint Martin Ship Ticket Saint Martin Ship Ticket is a part of Captain Tourism BD.

আপনি যদি ইউরোপের কোন দেশে যেতে চান তাহলে প্রথমেই আপনাকে একটা ইউরোপাস সিভি তৈরি করতে হবে। আজকের এই পোস্টটি পড়ার পরে  আপনি...
01/03/2024

আপনি যদি ইউরোপের কোন দেশে যেতে চান তাহলে প্রথমেই আপনাকে একটা ইউরোপাস সিভি তৈরি করতে হবে। আজকের এই পোস্টটি পড়ার পরে আপনি ইউরোপাস সিভি তৈরি করতে পারবেন। চলুন শুরু করি:
1. ইউরোপাস ওয়েবসাইটে যান: ইউরোপাস ওয়েবসাইটে (europass.eu) যান এবং সিভি ট্যাবটি নির্বাচন করুন।
2. টেমপ্লেট নির্বাচন করুন: সিভি টেমপ্লেট দেখে যেটি আপনার পছন্দ এবং আপনি যে ধরনের কাজে আবেদন করছেন, সেটি নির্বাচন করুন।
3. ব্যক্তিগত তথ্য: আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ইমেল ঠিকানা অন্তর্ভুক্ত করুন।
4. লক্ষ্য বিষয়ী বিবরণ: আপনার কর্মজীবনের লক্ষ্য, দক্ষতা এবং যোগ্যতা সংক্ষেপে প্রকাশ করুন।
5. কর্ম অভিজ্ঞতা: সর্বশেষ চাকরি থেকে আপনার কর্ম অভিজ্ঞতা তালিকা করুন। প্রত্যাশিত কর্মদাতা, সংস্থা নাম, অবস্থান এবং চুক্তির সময়কাল অন্তর্ভুক্ত করুন। প্রতিটি ভূমিকার দায়িত্ব এবং অধিকারীকরণের সংক্ষিপ্ত বিবরণ দিন।
6. শিক্ষা: আপনার শিক্ষাগত পটভূমি অন্তর্ভুক্ত করুন, যেমন আপনি কোন ডিগ্রি অর্জন করেছেন, প্রতিষ্ঠানের নাম, অধ্যয়নের সময়কাল ইত্যাদি। যদিও উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে যেহেতু ইংরেজিতে পাঠ্যদান হয়, তাই আপনি কোন বিশেষ অনুমোদনপ্রাপ্ততা প্রদর্শন করতে পারেন না।
7. দক্ষতা: আপনার প্রধান দক্ষতা এবং দক্ষতা সূচীতে উল্লেখ করুন যা আপনার আবেদনকারী পদের প্রয়োজনীয় হতে পারে। এটি ভাষা দক্ষতা, কম্পিউটার দক্ষতা, পেশাদার দক্ষতা, ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অন্তর্ভুক্ত করতে পারে।
8. অতিরিক্ত বিভাগ: আপনার এক্সট্রা কারিকুলাম বিষয় এবং অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করুন, অনুবাদ, প্রকল্প, সেবাদান, প্রকল্প, স্বেচ্ছাসেবা কাজ, বা রেফারেন্স ইত্যাদি।
9. ভাষা দক্ষতা: প্রয়োজন হলে, বিভিন্ন ভাষা প্রয়োজনীয়ভাবে প্রদর্শন করতে যা প্রয়োজন হয় সে সংজ্ঞায়িত করতে অর্থোপসারণ সিস্টেম (A1-C2) ব্যবহার করুন।
10. বিন্যাসবিদ্যা: আপনার সিভির বিন্যাস এবং লেআউটে মনোযোগ দিন যাতে আপনার সিভি পেশাদার এবং সহজ পড়া যায়। তথ্য প্রদর্শনের জন্য বুলেট পয়েন্ট এবং সংক্ষিপ্ত বাক্যগুলি ব্যবহার করুন।
11. প্রুফরিড: আপনার সিভি ভুল বা টাইপো চেক করতে সতর্ক হোন। তথ্য সঠিক এবং আপডেট হওয়ার জন্য নিশ্চিত হন।
12. সংরক্ষণ এবং ডাউনলোড করুন: আপনার সিভি সম্পূর্ণ হওয়ার পরে, সমর্থনযোগ্য ফরম্যাটে (যেমন PDF) এ সেভ করুন এবং আগামীকালের বব্যবহার করার জন্য আপনার কম্পিউটারে ডাউনলোড করুন।
এই ধাপগুলি অনুসরণ করে এবং ইউরোপাস সিভি টেমপ্লেট ব্যবহার করে, আপনি একটি মানমুখী এবং পেশাদার সিভি তৈরি করতে পারেন যা ইউরোপের বিভিন্ন ভাষাও মেনে চলে।

Collected

🚆কক্সবাজার কমিউটার ট্রেনের সময়সূচি এবং স্টপেজ 🚆ট্রেনের নাম: কক্সবাজার কমিউটার-১🛤️ রুট: চট্টগ্রাম থেকে কক্সবাজার 🛤️স্টপে...
26/01/2024

🚆কক্সবাজার কমিউটার ট্রেনের সময়সূচি এবং স্টপেজ
🚆ট্রেনের নাম: কক্সবাজার কমিউটার-১
🛤️ রুট: চট্টগ্রাম থেকে কক্সবাজার
🛤️স্টপেজ/যাত্রাবিরতি: ১১টি(প্রান্তিক স্টেশন সহ ১৩টি স্টেশন থামবে।
স্টেশন গুলো ↓
🚅 চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯:৫০ টায়
🚅 ষোলশহর পৌঁছাবে ৯:৫৯ টায়
🚅 ছেড়ে যাবে ১০:০১ টায়
🚅 জান আলীহাট পৌঁছাবে ১০:১৩ টায়
🚅 ছেড়ে যাবে ১০:১৫ টায়
🚅 পটিয়া পৌঁছাবে: ১০:৪০ টায়
🚅 ছেড়ে যাবে ১০:৪২ টায়
🚅 দোহাজারী পৌঁছাবে ১১:০৪ টায়
🚅 ছেড়ে যাবে ১১:০৬ টায়
🚅 সাতকানিয়া পৌঁছাবে ১১:১৭ টায়
🚅 ছাড়বে ১১:১৯ মিনিটে
🚅 লোহাগাড়া পৌঁছাবে ১১:৩৩ টায়
🚅 ছেড়ে যাবে ১১:৩৫ টায়
🚅 হারবাং পৌঁছাবে ১১:৫২ টায়
🚅 ছাড়বে ১১:৫৪ টায়
🚅 চকরিয়া পৌঁছাবে ১২:০৭ টায়
🚅 ছাড়বে :১২:০৯ টায়
🚅 ডুলাহাজরা পৌঁছাবে: ১২:২২ টায়
🚅 ছাড়বে : ১২:৩৭ টায়
🚆কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭০৩ নং মহানগর গোধূলী ট্রেনের সাথে ক্রসিং হবে।
ইসলামাবাদ পৌঁছাবে: ১২:৫০ মিনিটে
ছাড়বে : দুপুর ১:০৮ মিনিটে
🚆এখানে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৮১৩ নং কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে।
রামু পৌঁছাবে: ১:২৫ মিনিটে
ছাড়বে : ১:২৭ মিনিটে
কক্সবাজার পৌঁছাবে: ১:৪৫ মিনিটে।
🚆ট্রেনের নাম: কক্সবাজার কমিউটার-২
🛤️ রুট: কক্সবাজার থেকে চট্টগ্রাম
🛤️ স্টপেজ/যাত্রাবিরতি: ১১টি(প্রান্তিক স্টেশন সহ ১৩টি স্টেশন ধরবে)
ট্রেনটি↓
🛤️🚆কক্সবাজার ছাড়বে দুপুর ২:২৫ মিনিটে
🚅রামু পৌঁছাবে: ২:৩৭ মিনিটে
🚅ছাড়বে : ২:৩৯ মিনিটে
🚅ইসলামাবাদ পৌঁছাবে: ২:৫৬ মিনিটে
🚅ছাড়বে : ২:৫৮ মিনিটে
🚅ডুলাহাজরা পৌঁছাবে: বিকেল ৩:১১ মিনিটে
🚅ছাড়বে : ৩:১৩ মিনিটে
🚅চকরিয়া পৌঁছাবে: ৩:২৫ মিনিটে
🚅ছাড়বে : ৩:৪০ মিনিটে
🚅এখানে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ৭০৪ নং মহানগর প্রভাতী ট্রেনের সাথে ক্রসিং হবে।
🚆হারবাং পৌঁছাবে: ৩:৫৩ মিনিটে
🚆ছাড়বে : ৪:২৪ মিনিটে
🚆এখানে কক্সবাজার থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ৭২৯ নং মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার কমিউটার-২ ট্রেনকে পিআরসি(ওভারটেক) করে আগে চলে যাবে।
🛤️লোহাগাড়া পৌঁছাবে: ৪:৪১ মিনিটে
🛤️ছাড়বে : ৪:৪৩ মিনিটে
🛤️সাতকানিয়া পৌঁছাবে: ৪:৫৭ মিনিটে
🛤️ছাড়বে : ৪:৫৯ মিনিটে
🛤️দোহাজারী পৌঁছাবে: ৫:১০ মিনিটে
🛤️ছাড়বে : ৫:১২ মিনিটে
🛤️পটিয়া পৌঁছাবে: ৫:৩৪ মিনিটে
🛤️ছাড়বে : ৫:৩৬ মিনিটে
🛤️জান আলী হাট পৌঁছাবে: সন্ধ্যা ৬:০০ মিনিটে
🛤️ছাড়বে : ৬:০২ মিনিটে
🛤️ষোলশহর পৌঁছাবে: ৬:১৪ মিনিটে
🛤️ছাড়বে : ৬:১৬ মিনিটে
🛤️চট্টগ্রাম পৌঁছাবে: ৬:৩০ টায়☺️
ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে সাথে থাকুন আপডেট আসলে জানিয়ে দেয়া হবে,ধন্যবাদ
🛤️ ট্রেন সম্পর্কে যাবতীয় সকল আপডেট পেতে পেইজটি ফলো করুন।
ধন্যবাদ 🙂
নোট:যে কোন বিষয়ে শিডিউল পরিবর্তিত হতে পারে





চট্টগ্রাম টু কক্সবাজার নতুন কমিউটার  ট্রেন চালু হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।
13/01/2024

চট্টগ্রাম টু কক্সবাজার নতুন কমিউটার ট্রেন চালু হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।




কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস...
30/12/2023

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচ-বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত...
17/12/2023

প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত...

সেন্টমার্টিন যেতে চান?? তাহলে এই পোষ্ট আপনার জন্য। যাদের sea weekness আছে,বিশেষ করে তাদের বড় জাহাজে ভ্রমণের পরামর্শ দিয়ে...
21/11/2023

সেন্টমার্টিন যেতে চান??
তাহলে এই পোষ্ট আপনার জন্য।
যাদের sea weekness আছে,বিশেষ করে তাদের বড় জাহাজে ভ্রমণের পরামর্শ দিয়ে থাকি আমরা।
সেন্টমার্টিনগামী জাহাজের মধ্যে সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ Atlantic cruise এ তুলনামূলক সবচেয়ে কম খরচে পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমন করুন।
আপনাদের ভ্রমনকে সবচেয়ে সুন্দর এবং নিরাপদ করতে Captain Tourism BD সবসময় আছি আপনাদের পাশে।
সুলভ মূল্যে টিকেট পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
Md Nazmus Sakib
Captain Tourism BD
Cell: 01922287423
Address: B-70, Sea Beach R/A, Shugandha Point, Kalatali Road, Cox's Bazar-4700.

০২ দিন ০১ রাত সেন্টমার্টিন ভ্রমন মাত্র ২০০০/- বিস্তারিতঃ 01922-287423
21/11/2023

০২ দিন ০১ রাত সেন্টমার্টিন ভ্রমন
মাত্র ২০০০/-
বিস্তারিতঃ 01922-287423

একটি জরুরি ঘোষণা বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারনে ৩০/০৯/২৩ তারিখ এমভি *বারোআউলিয়া ক্রুজ শিপ টি *টেকনাফ-সেন্টমার্টিন...
29/09/2023

একটি জরুরি ঘোষণা
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারনে ৩০/০৯/২৩ তারিখ এমভি *বারোআউলিয়া ক্রুজ শিপ টি *টেকনাফ-সেন্টমার্টিন
- টেকনাফ রুটে চলাচল করিবে না।* ৩০/০৯/২৩* তারিখ তারিখের সেন্টমার্টিন-টেকনাফ রুটের যাত্রীবৃন্দ আজ ২৯/০৯/২৩ তারিখে ফেরত আসতে পারবে। তাছাড়া ও তারা চাইলে ০১/১০/২৩ তারিখে ও সেন্টমার্টিন থেকে ফেরত আসতে পারবে । ৩০/০৯/২৩ তারিখের টেকনাফ-সেন্টমার্টিন রুটের যাত্রীবৃন্দ ৩০/০৯/২৩ তারিখের টিকেট দিয়ে ০১/১০/২৩ তারিখে জার্নি করতে পারবে।

প্রিয় অতিথি,আপনার সেন্টমার্টিন ভ্রমণকে করুন স্মরণীয় !টেকনাফ টু সেন্টমার্টিন ভ্রমণ করুন এম.ভি বারআউলিয়া জাহাজে ।🛳️MV Bar...
21/09/2023

প্রিয় অতিথি,
আপনার সেন্টমার্টিন ভ্রমণকে করুন স্মরণীয় !
টেকনাফ টু সেন্টমার্টিন ভ্রমণ করুন এম.ভি বারআউলিয়া জাহাজে ।
🛳️MV Baro Awlia
টেকনাফ টু সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ এম ভি বার আউলিয়া , আগামী ২৭/০৯/২৩ রোজ বুধবার থেকে নিয়মিত চলাচল করবে...!
সফটওয়্যার ওপেন করে দেওয়া হয়েছে।
🛳️ অগ্রিম টিকেট বুকিং করুন🛳️
➡️কর্পোরেট_Group_এর_জন্য_আলোচনা_সাপেক্ষে
বিশেষ_ছাড় !
হটলাইন:
☎️ 01922-287423
➡️প্রতিদিন সকাল ৯.০০ মিনিটে টেকনাফ এর দমদমিয়া জাহাজ ঘাট থেকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকাল ৩.০০
মিনিটে সেন্টমার্টিন থেকে টেকনাফ এর উদ্দেশ্যে ছেড়ে আসে।
🛳️টেকনাফ টু সেন্টমার্টিন রোডে শীপ টিকেটের ভাড়ার তালিকা🛳️
🛳️এম ভি বার আউলিয়া জাহাজ (এসি শিপ) (যাওয়া ও আসা রাউন্ড ট্রিপ-➡️মোজারাত চেয়ার, আসন সংখ্যাঃ ৫৪ টি - ভাড়াঃ ১৪০০/-
➡️মেইন ডেক চেয়ার, আসন সংখ্যাঃ ৫৮ টি - ভাড়াঃ ১৪০০/-
➡️প্যানোরোমা বিজনেস চেয়ার, আসন সংখ্যাঃ ২৭০ টি - ভাড়াঃ ১৬০০/-
➡️রিভারিয়া বিজনেস চেয়ার , আসন সংখ্যাঃ ১১৪ টি - ভাড়াঃ ১৬০০/-
➡️সানডেক সিট , আসন সংখ্যাঃ ১৬০ টি - ভাড়াঃ ১৪০০/-
➡️বাংকার বেড - ১ জন এর জন্য, সংখ্যাঃ ২ টি - ভাড়াঃ ৩,৫০০/-
➡️ডিলাক্স কেবিন - ২ জন এর জন্য,, সংখ্যাঃ ১২ টি - ভাড়াঃ ৫,০০০/-
➡️ফ্যামিলি বাংকার কেবিন - ৪ জন এর জন্য , সংখ্যাঃ ৮ টি - ভাড়াঃ ৬,০০০/-
➡️ভি আই পি কেবিন - ২ জন এর জন্য , সংখ্যাঃ ৩ টি - ভাড়াঃ ৮,০০০/-
➡️ভি ভি আই পি কেবিন - ২ জন এর জন্য - (এটাচড ওয়াশরুম), সংখ্যাঃ ২ টি - ভাড়াঃ ১০,০০০/-
➡️ওয়ান ওয়ে ভাড়া সর্বনিম্নঃ ৭৫০/-
➡️🛳️ টিকেট বুকিং নাম্বার:
☎️01922-287423
☎️01843591292
➡️কক্সবাজার অফিস
অফিসঃ বি-৭০,সী-বীচ আবাসিক এলাকা,কলাতলী রোড, কক্সবাজার-৪৭০০।




🛳️🛳️🛳️🛳️

Address

B-70, Sea Beach R/A, Shugandha Point, Kalatali Road
Coxs Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Saint Martin Ship Ticket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saint Martin Ship Ticket:

Share

Category


Other Coxs Bazar travel agencies

Show All

You may also like