Raju International Travels

Raju International Travels আমাদের সেবা সমূহ
* হজ্ব এবং উমরাহ প্যাকেজ।
* এয়ার টিকেট।
* ভিসা প্রসেসিং।
* ই পাসপোর্ট প্রসেসিং।
(2)

*আমাদের সার্ভিস সমূহ*
■ বিমানের টিকিট (ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল)
■ ওয়ার্ক ভিসা প্রসেসিং
■ স্টুডেন্ট ভিসা প্রসেসিং
■ গ্রুপ টিকিট
■ ট্যুরিস্ট ভিসা
■ বিজনেস ভিসা
■ টিকিট রি-কনফার্ম
■ টিকিটের তারিখ পরিবর্তন
■ ভিজিট ভিসা
■ ম্যানপাওয়ার প্রসেসিং
■ বিদেশগামীদের মেডিকেল
■ নতুন পাসপোর্ট ও ভূল সংশোধন
■ পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন
■ ট্রাভেলস্ ইন্সুরেন্স

09/04/2024
08/04/2024
যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানু...
04/04/2024

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।

সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে 'স্কোপোলামিন'। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন।

এটা থেকে বাঁচতে নীচের কিছু বিষয়ের কথা বলছি, এগুলো মাথায় রাখবেন:

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না, সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না, হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন-তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ড অব অনার দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন।

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন, এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারণ স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

স্পেশাল ব্রাঞ্চ
বাংলাদেশ পুলিশ

যাওয়া: ৮ এপ্রিল 2024 জেদ্দাআসা: 22 এপ্রিল মদিনা থেকে 4 জন উমরাহ যাত্রী নেওয়া যাবে। খুবই কম রেট।  ডিরেক্ট ফ্লাইটে, খাবারস...
02/04/2024

যাওয়া: ৮ এপ্রিল 2024 জেদ্দা
আসা: 22 এপ্রিল মদিনা থেকে
4 জন উমরাহ যাত্রী নেওয়া যাবে। খুবই কম রেট। ডিরেক্ট ফ্লাইটে, খাবারসহ ফুল প্যাকেজ: 120,000/- দ্রুত যোগাযোগ করুন।
Wa.me/+8801796670209

✈️ঢাকা - কক্সবাজার - ঢাকা বিমান টিকেট 🏨হোটেল বুকিং🚢শিপ টিকেট(ফুল প্যাকেজ করে দেয়া যাবে)এছাড়া দেশে এবং দেশের বাইরের ফুল ...
02/04/2024

✈️ঢাকা - কক্সবাজার - ঢাকা বিমান টিকেট
🏨হোটেল বুকিং
🚢শিপ টিকেট
(ফুল প্যাকেজ করে দেয়া যাবে)
এছাড়া দেশে এবং দেশের বাইরের ফুল প্যাকেজ করে দেয়া যাবে।
যে কোন ধরণের---
⚡অফিসিয়াল ট্যুর,
⚡প্রাতিষ্ঠানিক ট্যুর,
⚡গ্রুপ ট্যুর,
⚡কর্পোরেট ট্যুর
করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
🏢 Raju International Travels

ঢাকা অফিস :আল রাজী কমপ্লেক্স, পুরানা পল্টন, পানির ট্যাংক, বিজয়নগর, ঢাকা।

কুমিল্লা অফিস : মা মার্কেট,ইসলামী ব্যাংকের নিচ তলা, বেলঘর মধ্যম বাজার, লালমাই,কুমিল্লা-৩৫৭০,বাংলাদেশ।

যোগাযোগ করুনঃ
☎️ +8801796670209
📲 +8801616670209

বিসমিল্লাহির রাহমানির রাহীম। Raju International Travels আপনাকে স্বাগতম।Our services* Domestic Ticket* International Tick...
30/03/2024

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
Raju International Travels আপনাকে স্বাগতম।

Our services

* Domestic Ticket
* International Ticket (All Airlines)
*Tourist Visa
*Group Ticket
*Visa Processing
*Insurance
*Hotel Booking
*Re -Issue
*umrah visa
হোয়াটসঅ্যাপ: 01796-670209

29/03/2024

আগে আমরা উমরা ভিসা করার সময় পাসপোর্ট থেকে ছবি ব্যবহার করতাম বা আলাদা পাসপোর্ট সাইজ ছবি। কিন্তু গতকাল থেকে ভিসায় ঐ ছবিটা অটোমেটিক আসতেছে যেটা বায়োমেট্রিক করার সময় তোলা হয়েছিলো। সুতরাং এখন থেকে বায়োমেট্রিক করার সময় ছবিটা সুন্দরভাবে তুলতে হবে যা ভিসার মধ্যে দৃশ্যমান থাকবে। আগে বায়োমেট্রিকের সময় তোলা ছবিকে গুরুত্ব না দিলেও এখন থেকে এটাই গুরুত্বপূর্ণ।

♻️♻️ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania...
27/03/2024

♻️♻️ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

26/03/2024

যাত্রীদের অভিযোগ ও যে কোন তথ্য জানাতে কল সেন্টার চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ থেকে 13636
দেশের বাইরে থেকে +88 096109-13636

শিঘ্রই আকাশে পাখা মেলবে ফ্লাই ঢাকা ❤️
23/03/2024

শিঘ্রই আকাশে পাখা মেলবে ফ্লাই ঢাকা ❤️

সৌদি আরব ইচ্ছুক প্রবাসী সবার দৃষ্টি আকর্ষণ করছি , আপনারা ফিঙ্গারিং করার দুই থেকে তিন দিন আগে থেকে নিচে ঔষধ গুলা আঙ্গুলে ...
17/03/2024

সৌদি আরব ইচ্ছুক প্রবাসী সবার দৃষ্টি আকর্ষণ করছি , আপনারা ফিঙ্গারিং করার দুই থেকে তিন দিন আগে থেকে নিচে ঔষধ গুলা আঙ্গুলে ব্যবহার করে আসবেন । যাহাতে ফিঙ্গারিং সাকসেসফুল হয় । ধন্যবাদ সবাইকে ।

আকর্ষণীয়, অধিক মূল্য ছাড় ও অফারে এয়ার টিকেট ক্রয়ে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্কীকরণ।
16/03/2024

আকর্ষণীয়, অধিক মূল্য ছাড় ও অফারে এয়ার টিকেট ক্রয়ে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্কীকরণ।

এভাবে চলতে থাকলে বলেন তো কী হতে পারে?
07/03/2024

এভাবে চলতে থাকলে বলেন তো কী হতে পারে?

শতাধিক হাজির প্রায় ৮ কোটি টাকা নিয়ে উধাও এক এজেন্সি। পাসপোর্ট ট্রেস করলে জানা যায় প্রতারক বাহরাইন চলে গেছে। -দাম কমে নয়,...
04/03/2024

শতাধিক হাজির প্রায় ৮ কোটি টাকা নিয়ে উধাও এক এজেন্সি।
পাসপোর্ট ট্রেস করলে জানা যায় প্রতারক বাহরাইন চলে গেছে।
-
দাম কমে নয়, নির্ভরযোগ্য খুঁজুন।

জানা থাকা দরকার।  একবার ভুলে এইসব ফ্লাইটে পেমেন্ট করে দিলে টাকা নন রিফান্ডেবল।
26/02/2024

জানা থাকা দরকার। একবার ভুলে এইসব ফ্লাইটে পেমেন্ট করে দিলে টাকা নন রিফান্ডেবল।

পবিত্র শবে বরাত........পবিত্র এই দিনের মহিমায় আমাদের জীবন হয়ে উঠুক বরকতময়।
25/02/2024

পবিত্র শবে বরাত........
পবিত্র এই দিনের মহিমায় আমাদের জীবন হয়ে উঠুক বরকতময়।

Srilankan Airlines (UL).বিশেষ ঘোষনা!UL নীতি অনুযায়ী,  Srilanka গামী পর্যটক যাত্রীদের  রিটার্ন টিকেটসহ প্রয়োজনীয় ডুকমে...
22/02/2024

Srilankan Airlines (UL).

বিশেষ ঘোষনা!

UL নীতি অনুযায়ী, Srilanka গামী পর্যটক যাত্রীদের রিটার্ন টিকেটসহ প্রয়োজনীয় ডুকমেন্টে সঙ্গে রাখার জন্য বলা হয়েছে,

নিয়ম না মানলে যেভাবেই হোক, যাত্রীদের অন্য এয়ারলাইনগুলিতে করে নিজ দেশে ফেরত পাঠানো হবে,

নীচের তথ্য সহ ইমেল করুন, ফ্লাইট ছাড়ার কমপক্ষে 24 ঘন্টা আগে। অনুগ্রহ করে পাঠান[email protected], [email protected], [email protected].

তারা বা আগমনকারী দেশ হিসাবে ভ্রমণ করছে রিটার্ন টিকিটের জন্য প্রয়োজনীয় নিয়ম। ফ্লাইট ছাড়ার কমপক্ষে 24 ঘন্টা আগে ই-মেইল করে পাঠাতে হবে.

1. যাত্রীর কাছ থেকে প্রমিসরি নোট।
2. ল্যান্ডিং দেশের অভিবাসন দ্বারা INAD খরচ বা জরিমানা আরোপ করা হলে খরচ নিশ্চিত করা এজেন্ট দ্বারা কভার করা হবে।
3. যাত্রীর নাম।
4. পাসপোর্ট নম্বর।
5. ভ্রমণ রুট।
6. OAL টিকেট নম্বর।

চারজনের মুয়াসসাসার ইকামা ফি ***********-পৃথিবীর প্রায় সব দেশেই স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) তথা মাঝারি ও ছোটো ...
20/02/2024

চারজনের মুয়াসসাসার ইকামা ফি
***********-
পৃথিবীর প্রায় সব দেশেই স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) তথা মাঝারি ও ছোটো ব্যাবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকার ছাড় দেয়া হয় তাদেরকে উৎসাহ দেয়ার জন্য। তেমনিভাবে সৌদি আরবেও এজাতীয় ছোট প্রতিষ্ঠানগুলোকে ছাড় দেয়া হয়। তেমনি একটা সুবিধা দেয়া ছিল চারজনের মুয়াসসাসা বা এস্টাবলিশমেন্টের বিদেশি কর্মীদের লেভি বা ফি মওকুফ করা। এই ছাড় দেয়ার মেয়াদও প্রথমে ০৫ বছর দেয়া ছিল যা এবছর শেষ হওয়ার কথা।
আজ ২০/২/২০২৪ তারিখে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় হতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই সুবিধার সময়সীমা আরো তিন বছর বৃদ্ধি করা হয়েছে।

সুবিধায় কি আছে: নয়জন বা তার কম কর্মী আছে এমন মুয়াসসাসাতে যদি সৌদি নিয়োগকর্তা নিজেও কর্মরত থাকেন তাহলে দুই জন বিদেশি কর্মীর ইকামার লেভি/ ফি দিতে হবেনা। মুয়াসসাসাতে যদি সৌদি নিয়োগকর্তা নিজেও কর্মরত থাকে এবং তার সাথে আরো একজন সৌদি নাগরিক কর্মরত থাকেন ( মোট দুইজন সৌদি) তাহলে চারজন বিদেশি কর্মীর ইকামা ফি দিতে হবেনা (চারজনের বেশি নয়)।
এই সুবিধা দেয়া হয় ছোট সৌদি ব্যাবসায়ী যেন বিদেশি কর্মীর ইকামা ফি দিতে গিয়ে ব্যবসা বন্ধ করে দিতে না হয়।

(মামুনুর রশিদ)

উল্লেখ্য, কোন প্রতিষ্ঠানে যদি সৌদি নাগরিকের চেয়ে বিদেশি কর্মী বেশি থাকে তাহলে প্রতি বিদেশি কর্মীর জন্য এক বছরে ইকামার ফি প্রদান করতে হবে ৯৬০০/- রিয়াল। সৌদি নাগরিক বেশি হলে ৮৪০০/- রিয়াল। আর এই অর্থ নিয়োগকর্তাই বহন করবেন।

Address

Ma Market, Ground Floor Of Islami Bank, Balghor Bazar, Lalmai
Cumilla
3570

Telephone

+8801796670209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raju International Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raju International Travels:

Videos

Share

Category



You may also like