Meghna Eco Village

Meghna Eco Village মেঘনা ইকো ভিলেজ, এখানে মনোরম পরিবেশে ক্যাম্পিং , ফ্যামিলি টুর,বিজনেস টুর, পার্টি, করা যায়

এসএফ অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর, নারায়ণগঞ্জঅফিসার্স পিকনিক, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
04/03/2023

এসএফ অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর, নারায়ণগঞ্জ
অফিসার্স পিকনিক, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

বেইলী স্কুল, নারায়ণগঞ্জ১০ ফেব্রুয়ারি ২০২৩
04/03/2023

বেইলী স্কুল, নারায়ণগঞ্জ
১০ ফেব্রুয়ারি ২০২৩

21/02/2023
15/02/2023
নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পিকনিক..০৩ ফেব্রুয়ারি ২০২৩, মেঘনা ইকো ভিলেজ
03/02/2023

নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পিকনিক..
০৩ ফেব্রুয়ারি ২০২৩, মেঘনা ইকো ভিলেজ

ক্যাম্পিং টিপস : প্রয়োজনীয় জিনিসপত্র ও সাথে যা রাখা উচিতগতানুগতিক ভ্রমণ হতে ক্যাম্পিংয়ের প্রস্তুতি একটু আলাদা। এখানে নিজ...
19/01/2023

ক্যাম্পিং টিপস : প্রয়োজনীয় জিনিসপত্র ও সাথে যা রাখা উচিত

গতানুগতিক ভ্রমণ হতে ক্যাম্পিংয়ের প্রস্তুতি একটু আলাদা। এখানে নিজের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের পাশাপাশি ক্যাম্প করার জন্যেও আলাদা কিছু জিনিস নিতে হয়। কোথাও ঘুরতে গেলে অতি প্রয়োজনীয় বা স্বল্প প্রয়োজনীয় এমন অনেক কিছুই ব্যাগে ভরে ফেলি। ভ্রমণ স্থানে সরাসরি যানবাহনে যাওয়ার সুযোগ থাকায় প্রায় ক্ষেত্রেই ভারি ব্যাগ নিজেকে বহন করতে হয় না। কিন্তু যদি ক্যাম্পিংয়ের সাইট হয় কোন দূর্গম এলাকায় তবে ভারি ব্যাগ কাধে নিয়ে মাইলের পর মাইল হাঁটার বেপারটা মাথায় রেখে এমন সব জিনিস সাথে নিন যেগুলো না হলেই নয়। কিংবা এক জিনিসের বহুবিধ ব্যবহার রয়েছে এমন জিনিস সাথে বহন করুন। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে চলুন জেনে নেই ক্যাম্পিংয়ে গেলে আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে এমন কিছু জিনিস সম্পর্কে।

তাঁবু: ক্যাম্পিংয়ের জন্য তাঁবু অন্যতম অনুষঙ্গ। বাজারে বিভিন্ন ধরণের ছোট বড় তাঁবু পাওয়া যায়। পানি নিরোধক, টেকসই, হালকা এবং সহজে বহন করা যায় এমন তাঁবুকে বেছে নিন। তাঁবু ছোট নাকি বড় কিনবেন সেটা প্রয়োজনীয়তা ও পছন্দের উপর নির্ভর করবে।

লাইট: তাঁবুর ভেতরটা আলোকিত রাখতে পছন্দমতো রিচার্জেবল লাইট নিতে পারেন। বাজারে ছোট কিন্তু অধিক আলোর বিভিন্ন ধরণের লাইট পাওয়া যায়।

ব্যাগপ্যাক: দরকারি জিনিসপত্র বহনের সুবিধার্থে নিজের উচ্চতা ও বহন ক্ষমতার উপর ভিত্তি করে পছন্দ মত আকার এবং প্রয়োজনীয় ওজন বহনে সক্ষম ব্যাকপ্যাক নিতে পারেন।

স্লিপিং ব্যাগ/ম্যাট: বাজারে বিভিন্ন ধরণ ও মানের স্লিপিং ব্যাগ পাওয়া যায়। ক্যাম্পিংয়ে নির্বিগ্নে রাত কাটানোর জন্য এটি দারুণ কাজে দেয়। আপনার সুবিধামত যেকোন একটি নিয়ে নিন।

কাপড়: ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য অন্তত দুই সেট বাড়তি কাপড় সাথে নিন। আচমকা বৃষ্টি বা অন্য যেকোন কারণে কাপড় পানিতে ভিজে যাবার আশঙ্কা থাকলে পলিথিনে মুড়িয়ে নিন।

পলিথিন/পলিপ্যাক: ক্যাম্পিংয়ে ভেজা কাপড়, অপচনশীল ময়লা ইত্যাদি বহনের জন্য সাথে পলি-ব্যাগ রাখুন।

জুতা: ভাল গ্রিপ আছে এমন জুতা নির্বাচন করুন। চাইলে ক্যাম্পে আরামে চলাফেরা করার জন্য চপ্পল জাতীয় হালকা জুতাও সঙ্গে রাখতে পারেন। গ্রিপের জন্য পিয়ারসন বা পেগাসাসের রাবারের জুতাগুলো বেশ কাজে দেয়।

পোষাক নির্বাচন: হালকা ও আরামদায়ক পোশাক পরিধান করুন। এক্ষেত্রে ঢিলেঢালা প্যান্ট, টি শার্ট বা ফতুয়া সবচেয়ে ভাল কম্বিনেশন। আর আপনি যদি অন্য কোন পোশাক পড়ে কমফোর্টেবল ফীল করেন তবে সেটিই সাথে নিন।

খাবার: রাতে বার-বি-কিউ কিংবা রান্না করে খেতে চাইলে রান্নার প্রয়োজনীয় সব কিছু ব্যাগে ভরে নিন। আর অবশ্যই কিছু শুকনো খাবার সাথে রাখুন। চটজলদি এনার্জি দেয় এমন খাবার (চকলেট, পিনাটবার) রাখা সবচেয়ে ভাল। চিড়া-গুড়, ইনস্ট্যান্ট কফির প্যাকেট এ জাতীয় খাবারগুলোও ক্যাম্পিংয়ে বেশ কাজে দেয়।

পানি বোতল: পরিবহণ ও আপনার যেমন প্রয়োজন তার উপর নির্ভর করে পানির বোতল নিতে পারেন। অন্তত দুইটি রিফিলযোগ্য পানি পূর্ণ বোতল ব্যাগের দুই পাশে রেখে দিলে মোটেও গায়ে লাগবে না। আর পানি ফুরিয়ে গেলে সুযোগ পাওয়া মাত্রই আবার পানি ভরে নিন।

পাওয়ার ব্যাংক: ক্যাম্পিংয়ে সাথে থাকা স্মার্টফোন, ক্যামেরা, স্মার্টওয়াচ বা অন্য যেকোন ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেয়ার জন্য আপনার চাহিদা অনুযায়ী পাওয়ার ব্যাংক সাথে নিন। সংকটময় মুহুর্তে আপনার ডিভাইসকে সচল রাখতে পাওয়ার ব্যাংক অনেক কাজে দিবে।

টর্চ: যদিও আমাদের স্মার্টফোনের ক্যামেরার ফ্ল্যাশলাইটকে টর্চ হিসাবে ব্যাবহার করা যায়। তবু ক্যাম্পিংয়ের সময় আলাদা ছোট একটি টর্চ সাথে রাখলে ভীষণ উপকার পাবেন।

ফার্স্ট এইড কিট: ফার্স্ট এইড কিট খুবই জরুরী এবং কাজের জিনিস। তবে এই জিনিসটা সবার কাছে পৃথক পৃথক রাখার দরকার হয় না। সমষ্টিগত ভাবে সাথে নিলেই হল কিন্তু অবশ্যই দেখে নিন প্রয়োজনীয় সবকিছুই সেখানে আছে কিনা।

হ্যামক: নিজের পছন্দমত যেকোন স্থানে আরাম করে দোল খাবার জন্য হ্যামকের তুলনা নেই। হালকা, সহজে গুটিয়ে রাখা যায় এমন একটি হ্যামক সাথে নিয়ে নিন।

ক্যাম্পিং করতে গেলে আরও যেসকল জিনিস ক্যাম্পিংয়ের স্থানভেদে সঙ্গে রাখতে পারেন গামছা, ব্যাক্তিগত ঔষধ, দেয়াশলাই বক্স, মশা নিরোধক ক্রিম, খাবার স্যালাইন, টুথপেস্ট, ব্রাশ, টিস্যু পেপার, সুইস আর্মি নাইফ, ছুড়ি, দড়ি ইত্যাদি। আপনার প্রয়োজনে যা কিছুই সাথে নিচ্ছেন সেসকল জিনিস নির্বাচনের ক্ষেত্রে ব্যাগের ওজনের দিকে দৃষ্টি রাখুন। আর যদি আপনার ক্যাম্পের স্থানে সরাসরি যানবাহনে যাওয়ার সুযোগ থাকে তবে স্বাধীনভাবে আপনি ব্যাগগুছাতে পারেন। প্রয়োজনীয় সব কিছুর তালিকা করে সে অনুযায়ী ব্যাগে গুছিয়ে নিন। এতে কোন কিছু বাদ যাওয়ার আশঙ্কা কমে যাবে।

মেঘনা ইকো ভিলেজ মূলত পিকনিক স্পট, ক্যাম্পিং সাইট ও ইকো রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশে অ্যাডভেঞ্চার গেম থাকবে। থাকবে বার বি-ক...
10/01/2023

মেঘনা ইকো ভিলেজ মূলত পিকনিক স্পট, ক্যাম্পিং সাইট ও ইকো রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশে অ্যাডভেঞ্চার গেম থাকবে। থাকবে বার বি-কিউ’র ব্যবস্থা। হবে শুটিং স্পট,; কো রিসোর্টের কাজ চলমান। ক্যাফেটেরিয়া পুরোদমে চালু হলে মেঘনার ওমরাকান্দা ব্রিজ থেকে টাইম নির্ধারণ করে ট্রলার ছাড়া হবে।

যাতায়াত :
১. রামপুর বাজার থেকে ট্রলারে সোজা দক্ষিণে ১০ মিনিটের পথ
২. ওমরাকান্দা ব্রিজ থেকে ট্রলারে পশ্চিম দিকে ১৩ মিনিটের পথ
৩. মোহাম্মদপুর-কান্দারগাঁও থেকে উত্তর দিকে ৮ মিনিটের পথ
৪. আড়াইআনি থেকে পূর্ব দিকে ১৫ মিনিটের পথ
৫. মেঘনাঘাট থেকে ট্রলারে সরাসরি ট্রলারে পূর্ব দিকে ৩৫ মিনিটের পথ
৬. দাউদকান্দি ফেরীঘাট থেকে ট্রলারে উত্তর দিকে ৩৫ মিনিটের পথ

মেঘনা ইকো ভিলেজের পাশ দিয়ে বয়ে যাওয়া কাঠালিয়া নদী ও নৌকা। এই নদীর অন্যতম বৈশিষ্ট্য হলো, এর স্বচ্ছ নীল পানি পাশের হরিপুর ...
07/01/2023

মেঘনা ইকো ভিলেজের পাশ দিয়ে বয়ে যাওয়া কাঠালিয়া নদী ও নৌকা। এই নদীর অন্যতম বৈশিষ্ট্য হলো, এর স্বচ্ছ নীল পানি পাশের হরিপুর গ্রামের মানুষ পান করতো; বাড়িতে টিউবওয়েল থাকলেও এখনও অধিকাংশ মানুষ রান্নার কাজে ব্যবহার করে।

মেঘনা ইকো ভিলেজ ক্যাম্প সাইটের আংশিক চিত্র   #ভালোক্যাম্পসাইট  #ঢাকারআশেপাশেক্যাম্পসাইট #প্রাকৃতিক  #ক্যাম্পসাইট
07/01/2023

মেঘনা ইকো ভিলেজ ক্যাম্প সাইটের আংশিক চিত্র

#ভালোক্যাম্পসাইট #ঢাকারআশেপাশেক্যাম্পসাইট
#প্রাকৃতিক #ক্যাম্পসাইট

ফ্রেশ সব্জি...
28/12/2022

ফ্রেশ সব্জি...

সবুজের মাঝে নদীর পাশে ক্যাম্পিং করার জন্য রাজধানী ঢাকার সবচেয়ে নিকটবর্তী ভেন্যু- মেঘনা ইকো ভিলেজ। ঢাকা থেকে চট্টগ্রামের ...
27/12/2022

সবুজের মাঝে নদীর পাশে ক্যাম্পিং করার জন্য রাজধানী ঢাকার সবচেয়ে নিকটবর্তী ভেন্যু- মেঘনা ইকো ভিলেজ। ঢাকা থেকে চট্টগ্রামের সড়কে মাত্র ১ ঘন্টা দূরত্বের পথ, ৪২ কিলোমিটার

মেঘনা অ্যাগ্রো অ্যান্ড ইকোভিলেজপরিবার ও বন্ধু-স্বজনদের নিয়ে গ্রামীণ পরিবেশে আনন্দময় সময় কাটানোর উপযোগী করে সাজানোর কাজ চ...
02/12/2022

মেঘনা অ্যাগ্রো অ্যান্ড ইকোভিলেজ
পরিবার ও বন্ধু-স্বজনদের নিয়ে গ্রামীণ পরিবেশে আনন্দময় সময় কাটানোর উপযোগী করে সাজানোর কাজ চলছে..

বেড়ে উঠছে ফ্রেশ লেবু ও কাজী পেয়ারা
29/07/2022

বেড়ে উঠছে ফ্রেশ লেবু ও কাজী পেয়ারা

শুভ নববর্ষ ১৪২৯
13/04/2022

শুভ নববর্ষ ১৪২৯

21/08/2021
Brand name...Meghna Agro Farm
13/08/2021

Brand name...
Meghna Agro Farm

04/08/2021

বাছাই করা শুকনা লাল মরিচ

Address

Chor Krisnokumari, Meghna
Cumilla
3515

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801832291474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Eco Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna Eco Village:

Videos

Share


Other Eco Tours in Cumilla

Show All