13/10/2023
মসজিদুল আকসা সম্পর্কে ১৫ টি তথ্য। যা সবার জানা উচিৎ। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ।
#এই দুই মসজিদের নাম কুরআনে এসেছে।
#এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ।
#এটি কুরআনে বর্ণিত (আরযে মুকাদ্দাসাহ)
বিশেষ পবিত্র জমিনে অবস্থিত।
#এই মসজিদের আশেপাশে অনেক নবিদের
জন্ম ও বেড়ে ওঠা।
#অনেক নবি হিজরত করেছেন।
#এই মসজিদে অনেক নবিরা ইমামতি করেছেন। বিশেষত জাকারিয়া আ.।
#মেরাজে সকল নবিগনকে আল্লাহ একত্রিত করেছিলেন কুদরতি ভাবে। এবং রাসুলুল্লাহ ﷺ
দুই রাকাত নামাজের ইমামতিও করেছেন।
#এটি মুসলমানদের প্রথম কিবলা।
#হাশরের কেন্দ্রস্থল হবে মসজিদুল আকসা
ও তার আশপাশ।
#এই মসজিদে প্রতি রাকাত নামাজে ২৫০ রাকাত এর সওয়াব পাওয়া যায়।
#যেসব মসজিদে বিশেষ সওয়াবের আশায় সফর জায়েয, এই মসজিদ তার একটি।
#এই মসজিদ ও তাঁর চতুর্পাশ বরকতময়।
#এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না।
#এই মসজিদে নামাজ পড়লে তার গোনাহ এমনভাবে মাফ হয়, যেমন সদ্য জন্মলাভকৃত শিশু।
তথ্যসূত্র : সুরা ইসরা, সুরা মাইদাহ, সুরা সাবা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, তাবারানি, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, তাফসিরে কুরতুবি। বেদায়া ওয়ান নেহায়া।
সংগ্রহ : Al Monsur