TS Air Travels

TS Air Travels হজ্ব ওমরার প্যাকেজ সার্ভিস,। ইউরোপের ভিসা সহ আরব দেশের সকল ভিসা প্রসেসিং করা হয়।গৌরিপুর, কুমিল্লা।

ট্যুরিষ্ট ভিসার জন্য যোগাযোগ করুন।
29/11/2023

ট্যুরিষ্ট ভিসার জন্য যোগাযোগ করুন।

24/11/2023

মক্বার খুব কাছেই হোটেলের ব্যাবস্থা ও ভালো গাইড দিয়ে সেরা সার্ভিস নিতে চলে আসুন আমাদের কাছে।

22/11/2023
মেডিকেল রিপোর্ট কি?মেডিকেল রিপোর্ট হচ্ছে বিভিন্ন ধরনের Physical Fitness বা স্বাস্থ্য পরীক্ষা; যেমন নাক, কান, গলা, দৃষ্টি...
22/11/2023

মেডিকেল রিপোর্ট কি?

মেডিকেল রিপোর্ট হচ্ছে বিভিন্ন ধরনের Physical Fitness বা স্বাস্থ্য পরীক্ষা; যেমন নাক, কান, গলা, দৃষ্টি শক্তি সহ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কিত পরীক্ষার রিপোর্ট যেটি কোন দেশে ভিসা পেতে প্রয়োজন হয়।
মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করা যায়?

মেডিকেল রিপোর্ট চেক করার জন্য ভিজিট করুন https://wafid.com/medical-status-search/ এই লিংকে। তারপর, Passport Number অথবা GCC Slip Number দেয়ে রিপোর্ট চেক করা যাবে।
মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে?

বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট প্রকাশ হওয়ার ৩ মাস বা ৯০ দিন মেয়াদ থাকে।
মেডিকেলে কি কি চেক করা হয়?

বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেডিকেল টেস্টে সাধারণত করোনা ভাইরাস, এইচআইভি, শ্বাসকষ্ট, হৃদরোগ, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও সংক্রমণযোগ্য রোগ চেক করা হয়

মেডিকেল রিপোর্ট UNFIT কেন হয়?কিছু রোগ ও শারীরিক সমস্যার কারণে আপনার মেডিকেল রিপোর্ট Unfit আসতে পারে। এধরণের সাধারণ কিছু ...
22/11/2023

মেডিকেল রিপোর্ট UNFIT কেন হয়?

কিছু রোগ ও শারীরিক সমস্যার কারণে আপনার মেডিকেল রিপোর্ট Unfit আসতে পারে। এধরণের সাধারণ কিছু সমস্যা হচ্ছে,
Advertisement

হেপাটািইটিস
HIV
Corona Positive
চর্মরোগ
জন্ডিস
হৃদরোগ
শ্বাসকষ্ট বা হাঁপানি
গর্ভবতী মহিলা
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন ত্রুটি।

আলহামদুলিল্লাহ!  যাত্রীর মেডিকেল ফিট পেপার।
22/11/2023

আলহামদুলিল্লাহ! যাত্রীর মেডিকেল ফিট পেপার।

20/11/2023

সৌদিতে প্রায় প্রতিদিন দুআর মধ্যে একটা কথা বলে, "আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

আরেক জায়গায় দুআ শুনেছিলাম, "আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?
অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।
আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-

'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮
সুবাহান আল্লাহ ..

অস্থায়ী কাজের ভিসা চালু করল সৌদি আরব।ভিশন-২০৩০-এর বাস্তবায়ন এবং বিপুল উন্নয়নকাজের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্পে দক্ষ ও ...
19/11/2023

অস্থায়ী কাজের ভিসা চালু করল সৌদি আরব।

ভিশন-২০৩০-এর বাস্তবায়ন এবং বিপুল উন্নয়নকাজের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্পে দক্ষ ও স্বল্পমেয়াদি শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একটি নতুন অস্থায়ী কাজের ভিসা চালু করেছে সৌদি আরব। পাশাপাশি ভিসা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকের যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক ‘এমইপি’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে দেশটিতে কাজ করতে আগ্রহী শ্রমিকদের জন্য একটি ‘ওয়ার্ক ভিজিট ভিসা’ প্রদান করা হতো। তবে সেই ভিসার সুযোগগুলো শুধু প্রযুক্তিগত এবং নির্দিষ্ট ভূমিকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এ ক্ষেত্রে নতুন অস্থায়ী কাজের ভিসায় বহুমুখী পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ করা হয়েছে এর আবেদন প্রক্রিয়াকেও।

প্রতিবেদনে বলা হয়, সৌদি ভিসা নিয়ে কাজ করেন—এমন একজন বিশেষজ্ঞ নতুন অস্থায়ী কাজের ভিসাকে দেশটির সরকার এবং সেখানে কাজ করতে যাওয়া মানুষের জন্য গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছেন।

যেভাবে এই ভিসা পেতে হবে

বলা হচ্ছে, বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবের ওয়ার্ক ভিজিট ভিসা পদ্ধতির তুলনায় অস্থায়ী কাজের ভিসা পাওয়া আরও সহজ করা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি নিবন্ধিত প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় একজন কর্মীর জন্য ভিসার স্পনসরশিপ গ্রহণ করবে। এ ছাড়া স্পনসরকারী ওই প্রতিষ্ঠানটিকে সৌদি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বা সৌদি আরবেরই প্রতিষ্ঠান হতে হবে। সৌদি আরবে এই প্রতিষ্ঠানের একক মালিকানাধীন কোনো কোম্পানি কিংবা কোনো কোম্পানির একটি শাখা অথবা স্বতন্ত্র আইনি পরিচয়সহ নিজের মালিকানাধীন একটি স্বাধীন কোম্পানি থাকতে হবে।

নতুন ভিসা পদ্ধতিতে কোনো কর্মী তাঁর কাজের জন্য সরাসরি আবেদন করতে পারবেন না। কারণ, স্পনসরকারী কোম্পানিই তাঁর ভিসা সরবরাহ করবে।

প্রাথমিকভাবে এই ভিসা দিয়ে এক বছরের জন্য কাজের বৈধতা থাকবে। তবে স্পনসরকারী প্রতিষ্ঠান এই ভিসার মেয়াদ বছরে ৯০ দিন পর্যন্ত বাড়াতে পারবে।

অস্থায়ী কাজের সুবিধা

এই ভিসার প্রধান সুবিধাটি হলো—এটি সহজেই এবং খুব দ্রুত পাওয়া যাবে। এ ছাড়া সৌদি আরবে চলমান বড় প্রকল্পগুলোতে কাজ করার জন্য একসঙ্গে বিপুলসংখ্যক কর্মীর জন্য দরজা খুলে যাবে।

স্পনসরকারী সৌদি প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমশক্তিকে বিশেষজ্ঞদের দ্বারা অভ্যন্তরীণভাবে আগের চেয়ে অনেক দ্রুত পদ্ধতিতে সহায়তা করতে পারবে।

আরেকটি বিষয় হলো—এই ব্যবস্থায় একজন শ্রমিক চুক্তির সময়সীমা বাড়ানোর আগে নতুন আরেকটি কাজ খুঁজে বের করার সুযোগ পাবেন।

শেনজেন ভিসার জন্য শর্তশেনজেন ভিসা শেনজেন অঞ্চলের একটি দেশের দূতাবাস বা কনস্যুলেট দ্বারা জারি করা হয়। শেনজেন ভিসার জন্য ...
19/11/2023

শেনজেন ভিসার জন্য শর্ত

শেনজেন ভিসা শেনজেন অঞ্চলের একটি দেশের দূতাবাস বা কনস্যুলেট দ্বারা জারি করা হয়। শেনজেন ভিসার জন্য যোগ্য হওয়ার জন্য, একজন ব্যক্তিকে অবশ্যই দেখাতে হবে যে সে বা সে পর্যাপ্ত আর্থিক সম্পদ সেনজেন জোনে ভ্রমণ এবং থাকার জন্য এবং সে বা সে সেনজেন জোনের কোনো দেশের জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা বা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ না।

শেনজেন ভিসা পুরো শেনজেন অঞ্চলের জন্য বৈধ, তাই একজন শেনজেন ভিসা সহ একজন ব্যক্তি শেনজেন এলাকার যেকোনো দেশে ভ্রমণ করতে পারেন। যাইহোক, Schengen ভিসা শুধুমাত্র একজনের জন্য বৈধ যে কোন 90 দিনের সময়ের মধ্যে 180 দিন পর্যন্ত থাকা.

1টি ইউরোপীয় দেশের জন্য 27 ভিসা
একটি শেঞ্জেন ভিসা দিয়ে আপনি শেনজেন জোনে এবং এর মধ্যে ভ্রমণ করতে পারেন। এর মানে হল যে আপনি আলাদা ভিসার প্রয়োজন ছাড়াই শেনজেন ভিসা নিয়ে শেনজেন জোনের 27টি দেশে ভ্রমণ করতে পারেন।

একটি Schengen ভিসা পর্যটক এবং অন্যান্য স্বল্প-মেয়াদী ভ্রমণকারীদের জন্য উদ্দেশ্যে করা হয়েছে যারা 90 দিনের মধ্যে সর্বাধিক 180 দিনের জন্য Schengen জোনে ভ্রমণ করতে চান। একটি শেনজেন ভিসার মাধ্যমে আপনি শেনজেন জোনের মধ্যে অবাধে ভ্রমণ করতে পারেন এবং এই দেশগুলির সমস্ত কিছু উপভোগ করতে পারেন, যেমন সুন্দর শহর, সাংস্কৃতিক দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক ল্যান্ডস্কেপ৷ যাইহোক, একটি Schengen ভিসা নয় বসবাসের অনুমতি এবং আপনাকে শেনজেন দেশগুলিতে কাজ বা অধ্যয়ন করার অধিকার দেয় না।

একটি Schengen ভিসা কি?একটি ভিসা একটি দেশে প্রবেশ এবং থাকার একটি সরকারী অনুমতি. একটি ভিসা সাধারণত ভ্রমণকারী যে দেশের দূতা...
19/11/2023

একটি Schengen ভিসা কি?

একটি ভিসা একটি দেশে প্রবেশ এবং থাকার একটি সরকারী অনুমতি. একটি ভিসা সাধারণত ভ্রমণকারী যে দেশের দূতাবাস বা কনস্যুলেট দ্বারা জারি করা হয়। জারি ক শেনজেন ভিসা নিয়মে আবদ্ধ। এছাড়াও বিভিন্ন ভিসা রয়েছে, যার ইস্যুটি ভ্রমণের উদ্দেশ্য দ্বারা নির্ধারিত হয়।

একটি Schengen ভিসা হল একটি ভিসা যা একজন ব্যক্তিকে বৈধভাবে এবং এর মধ্যে ভ্রমণ করতে দেয় সেনজেন জোন, ইউরোপের একটি এলাকা যেখানে মানুষের অবাধ চলাচল অনুমোদিত। Schengen ভিসা পর্যটক এবং অন্যান্য স্বল্প-মেয়াদী ভ্রমণকারীদের জন্য উদ্দিষ্ট যারা 90 দিন পর্যন্ত থাকার জন্য Schengen জোনে ভ্রমণ করতে চান।

নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসার জন্য আবেদন করার সময় আপনাকে অনেকগুলি বিষয় বিবেচনা করা উচিত। উদাহরণস্বরূপ, আপনাকে অবশ্যই প্রদর্শন করতে হবে যে নেদারল্যান্ডসে আপনার থাকার জন্য অর্থ প্রদানের জন্য আপনার কাছে যথেষ্ট অর্থ রয়েছে এবং আপনার কাছে একটি বৈধ রিটার্ন টিকেট রয়েছে। আপনাকে অবশ্যই প্রদর্শন করতে হবে যে আপনার কাছে নেদারল্যান্ড ভ্রমণের বৈধ কারণ রয়েছে, যেমন ছুটির দিন, ব্যবসায়িক ভ্রমণ বা পরিবার বা বন্ধুদের সাথে দেখা করা।

একবার আপনার নেদারল্যান্ডের জন্য শেনজেন ভিসা হয়ে গেলে, নিয়মগুলি মেনে চলা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আপনি আপনার ভিসার অনুমতির চেয়ে বেশি সময় নেদারল্যান্ডসে থাকতে পারবেন না এবং আপনাকে অবশ্যই দেশের আইন মেনে চলতে হবে।

Address

Gouripur Bazar, Farniture Potti Road, Daudkandi
Cumilla
3500

Telephone

01759116985

Website

Alerts

Be the first to know and let us send you an email when TS Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category