29/08/2023
আমেরিকা ভিসা করতে কি কি কাগজপত্র দেওয়া লাগবে।
১। পাসপোর্ট ও শেষ ৫ বছরে যদি কোন দেশ ঘোরা থাকে তার ফটোকপি [ না থাকলেও সমস্যা নেই ]
২। কোন পাসপোর্ট হারিয়ে থাকলে তার নাম্বার।
৩। ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি।
৪। ছবি ২/২ সাইজ , কোন এডিট করা যাবে না।
৫। ইমেইল আইডি [ শেষ ৫ বছরে অন্য কোন ইমেইল আইডি থাকলে তা ]
৬। ফোন নাম্বার নিজ নামে রেজিস্ট্রেশন করা দুটি নাম্বার
[ শেষ ৫ বছরে অন্য কোন ফোন নাম্বার ব্যাবহার থাকলে তা ]
৭। বাবার নাম ও জন্ম তারিখ ।
৮। মায়ের নাম ও জন্ম তারিখ ।
৯। স্ত্রীর/ স্বামী নাম ও জন্ম তারিখ { অবিবাহিত হলে প্রয়োজন নেই }
১০। বাসার বর্তমান ও স্থায়ী ঠিকানা ।
১১। ফেসবুক আইডি লিংক বা অন্য কোন সোশ্যাল আইডি [ না থাকলেও সমস্যা নেই তবে দেওয়া ভালো ]
১২। কোনো সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকলে তার নাম।[ না থাকলেও সমস্যা নেই ]
১৩। শিক্ষাগত যোগ্যতা, প্রতিষ্ঠানের নাম-ঠিকানা , তারিখ [ না থাকলেও সমস্যা নেই ]
১৪। ব্যবসা বা চাকরী করে থাকলে তার নাম - ঠিকানা [ না থাকলেও সমস্যা নেই ]
১৫। কোন ভাষায় ইন্টারভিউ দিতে চান। { বাংলা বা ইংলিশ }
১৬। আমেরিকায় আপনার কেউ থাকলে তার নাম , ঠিকানা , ফোন নাম্বার , ইমেইল আইডি [ না থাকলেও সমস্যা নেই ]