07/01/2025
রাসূল সা.-এর কান্না (দায়িত্ব ও জবাবদিহির অনুভূতি)
একদিন রাসূল সা.-এর সামনে উপবিষ্ট অবস্থায় ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)। হটাৎ রাসূল সা. তাকে বললেন "আমার কাছে এসো! আমাকে কুরআন তিলাওয়াত করে শোনাও"।
বিস্ময়ের সাথে আব্দুল্লাহ রা. প্রশ্ন করলেন, "যার ওপর কুরআন নাযিল হয়েছে, তাকে আমি তিলাওয়াত করে শোনাব"? নবিজি জবাব দিলেন, "আমি অন্যদের কণ্ঠে তিলাওয়াত শুনতে পছন্দ করি"।
আব্দুল্লাহ রা. সূরা নিসার ৪১ নম্বর আয়াত থেকে তিলাওয়াত শুরু করলেন,
فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍۭ بِشَهِیْدٍ وَّ جِئْنَا بِكَ عَلٰى هٰۤؤُلَآءِ شَهِیْدًا-
তখন তারা কি করবে যখন আমি প্রত্যেক উম্মাত থেকে একজন সাক্ষী আনবো এবং তাদের ওপর আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো?
আপন দায়িত্ব ও জবাবদিহির অনুভূতি কথা মনে করে রাসূল সা. কাঁদতে শুরু করলেন এবং বললেন, আব্দুল্লাহ থামো। আর তিলাওয়াত করো না"।
আব্দুল্লাহ রা. মাথা তুলে দেখলেন, প্রিয় রাসূল সা. অঝোরে কাঁদছেন আর দুই চোখ দিয়ে অবারিত অশ্রু প্রভাবিত হচ্ছে।
সূত্র : বুখারি ও মুসলিম।