Travel Go

Travel Go TravelGo - Professional Manpower Placement & Recruitment Company In Bangladesh. We take care of World We believe in real-life experiences.

We build the foundation of the company by providing professional and efficient tours and travel services to our valuable clients. We understand the diverse needs of modern travellers, and with the knowledge, we believe we have a competitive edge in providing a full suite of travel services. TravelGo is equipped with a fluent team of staff with extensive experience in the travel industry. We view c

lients as the cornerstones of our business and endeavour to ensure the best service. We create the moments that inspire you, excite you, challenge you, and connect you with the world and stay with you for life. And we care about ensuring these experiences contributing positive vibes to the people and places we visit. We believe, the best way of seeing the world is the most meaningful way. Our trips are designed to take away the stress of moving abroad, out of the scenario so that first-time travellers don't have to feel nervous about going on a trip by themselves, which unfortunately can stop a person from taking the advantage of travelling at all. Without the fear, nervousness, or timidness towards the unknown; TravelGo, provides a safety net that even if they get on the plane on their own, we are always in their pocket, giving them the guidance they require, through our mobile app tracking system to make it work overseas. Go ahead with your travel wishes and desires along with unique experiences planned by TravelGo. Experience the wonder of an extraordinary itinerary crafted, just for you. Anyone can dream of a great vacation. But it can be hard work to make it happen — and to find a travel agent who truly specializes in your trip.

02/09/2023
31/08/2023
ইন্ডিয়া বাদে যেকোন ২ টি দেশ ভ্রমণ করা থাকলে গ্যারান্টি সহকারে কানাডার ভিসা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ।
05/07/2023

ইন্ডিয়া বাদে যেকোন ২ টি দেশ ভ্রমণ করা থাকলে গ্যারান্টি সহকারে কানাডার ভিসা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ।

আপনি যদি স্বপ্নের দেশ  আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা পেতে চান, তাহলে আমার কথাগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন ...
05/07/2023

আপনি যদি স্বপ্নের দেশ আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা পেতে চান, তাহলে আমার কথাগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন আশাকরি।
হয়তো'বা এসব বিষয় আপনি আগে কখনো অবগত হননি কারণ এসব কেহ সহজে বলবে না। আপনারা যেন কোনভাবে প্রতারিত না হোন এই জন্য বিস্তারিত লেখাটি আপনাদের জন্য।

স্বপ্নের দেশ আমেরিকার ভিসা নিয়ে আমাদের অনেক কৌতূহল থাকে। সবার একবার হলেও আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে। আর সত্যি কথা হচ্ছে আমরা চাইলেই আমেরিকা যেতে পারি, হ্যাঁ আমরা সত্যি বলছি, চাইলে আপনিও যেতে পারেন। এখন আপনি বলতে পারেন এতো সহজ আমেরিকা যাওয়া ? হ্যাঁ আসলেই সহজ আমেরিকা যাওয়া। যদি আপনি আমেরিকা যাওয়ার একজন যোগ্য ব্যক্তি হোন । আমরা কিন্তু আমেরিকার মাল্টিপল টুরিস্ট ভিসার কথা বলছি !!

এখন বলি সঠিক যোগ্যতা কি ? আসলে এই ব্যাপারে কোন দিক নির্দেশনা নেই, ইউএস এম্বাসির ওয়েবসাইটেও এর কোন চেকলিস্ট বা ক্রাইটেরিয়াও নেই। যেইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই ক্রাইটেরিয়া ও চেকলিস্ট গুলো ফলো করলে আমেরিকার টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তাহলে আপনি বলতে পারেন আমি তাহলে কোন যোগ্যতার কথা বলছি ? আসলে যোগ্যতার কোন মাপকাঠি নেই এই ক্ষেত্রে আমি আপনাকে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে বলছি যেহেতু আমরা অনেক ফাইল প্রসেস করছি ও করে থাকি তাই কেন ভিসা পেয়েছে বা রিফিউজ হয়েছে তা বুঝতে পারছি, তাই একজন ব্যক্তি বা একটি পরিবার যে বিষয় গুলো মেনে তার প্রোফাইল গুলো গোছাতে পারলে তার কাঙ্খিত ভিসাটি পেতে পারে, তার একটি বিস্তর ধারণা দিচ্ছি।

আর হ্যাঁ, মাঝখানে ছোট করে একটি কথা বলি আমেরিকার টুরিস্ট ভিসাটি মূলত ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। ৫ থেকে ৭ মিনিটের ছোট একটি ইন্টারভিউ এর মাধ্যমে ভিসাটি হয়ে থাকে। অন্যান্য দেশের মতো ডকুমেন্ট ভিত্তিক ভিসা নয়। ইন্টারভিউটি আপনি বাংলা অথবা ইংরেজিতে দিতে পারবেন।

এবার পূর্বের কথায় আসি, আমরা প্রথমেই যে ভুল কাজটি করে থাকি সেটি হলো সঠিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকার ভিসার জন্য আবেদন করে ফেলি। যে কারণে রিফিউজও হয়ে যাই। তাহলে অল্প করে ধারণা দিচ্ছি কি কি যোগ্যতা না থাকার কারণে ভিসা রিফিউজ হয়।

#প্রথমত আমরা একেবারে সাদা পাসপোর্টে কোন দেশ ট্রাভেল করা ছাড়া ইউএস ভিজিট ভিসার জন্য দাঁড়িয়ে যাই, যেই ভুলটি আমরা অনেকে করে থাকি। আবার অনেকে আপনার ফাইল প্রসেস করার জন্য বলে, সাদা পাসপোর্টে ভিসা হয় এটি একবারে ভুল কথা। আপনি ভিসা অফিসারের কাছে একজন ট্রাভেলার হিসেবে কিভাবে প্রমাণ করবেন যে আপনি আমেরিকা গিয়ে আবার ফিরে আসবেন ? যেহেতু এটি একটি টুরিস্ট ভিসা আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ট্রাভেলার। আর প্রমাণ করার একটি ভালো মাধ্যম হলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো টুরিস্ট ভিসায় ভিজিট করা। আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো ট্রাভেল না করে আমেরিকার মতো প্রথম সারির দেশে কেন ঘুরতে যাবেন ? হয়তো আপনি উত্তরটি পেয়ে গেছেন।

তবে আপনার যদি বয়স বেশী থাকে বা নিজ পরিবার ও আত্মীয়র মধ্যে কেউ যদি আমেরিকায় থাকে সেক্ষেত্রে তেমন একটা ভিজিট না থাকলেও হবে, যেমন ধরেন আপনার বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি, ছেলে-মেয়ে,কাজিন কেউ যদি আমেরিকায় থাকেন সেখানে ওনাদের দেখতে যাবেন বা ওনারা কোন প্রোগ্রাম এরেঞ্জ করেছেন সেখানে আপনি উপস্থিত থাকার কারণ দেখিয়ে আমেরিকা ভিজিট ভিসায় যেতে পারেন যদিও তার যুক্তিযুক্ত কারণ থাকতে হবে।

অনেকে বলে আমেরিকা থেকে আপনার জন্য ইনভাইটেশন এনে ভিসা করিয়ে দিবে, এটিও ভুল কথা। আপনি চিন্তা করে দেখেন অচেনা লোক বা দূর সম্পর্কের কেউ কেন আপনাকে ইনভাইটেশন দিবেন ? যদি দিয়েও দেন সেই ইনভাইটেশনে কোন কাজে আসবে না। আর ইনভাইটেশন ব্যাপারটি শুধুমাত্র মেডিকেল ইমারজেন্সি, বিজনেস, কনফারেন্স, বিয়ে, জন্মদিন এবং ট্রেড ফেয়ার এর ক্ষেত্রে কিছুটা কার্যকর হয়।

#দ্বিতীয়তঃ আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে হচ্ছে আপনি বাংলাদেশে একজন ব্যবসায়ী বা ভালো কোন জব করেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আপনার আমেরিকাতে গিয়ে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আপনার আছে, এর মানে আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন। আমার এই কথাটি পড়ে হয়তো চিন্তা করছেন অনেক টাকা থাকলে বা অনেক টাকা ইনকাম করলে হয়তো আমেরিকায় যেতে পারবো তাই না ? কথাটি যদিও সত্য, কিন্তু আমরা যারা ভালো কোন দেশে যাওয়ার চিন্তা করি, তখনি যখন এটলিস্ট কিছু ভালো পরিমাণ টাকা আমাদের কাছে থাকে। তাহলেই আমেরিকার ভিসা নিয়ে চিন্তা করি। সেক্ষেত্রে আমরা ভালো জব বা ভালো ব্যবসা দেখাতে পারি। হয়তো আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন।
যাইহোক প্রতিষ্ঠিত হওয়ার গল্পটি এই কারণেই বললাম। বলার কারণ কি জানেন ? ভিসা অফিসার চিন্তা করেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন, হয়তো সেখানে গিয়ে আরো ভালো পরিমাণ টাকা উপার্জন করলে আপনি দেশে ফিরবেন না। এটা চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসাটি নাও দিতে পারে। ইউএস এম্বাসির ওয়েবসাইটে লেখা আছে আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা টুরিস্ট ভিসায় (B1/B2) আবেদন করেন, ইন্টারভিউর আগের সময় পর্যন্ত ভিসা অফিসার ধরে নেন আপনি আমেরিকাতে গিয়ে আর ফিরে আসবেন না।

#তৃতীয়ত্বঃ কথাটি খুব গুরুত্বপূর্ণ আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে ফর্মটিকে বলা হয় DS-160, ভিসা অফিসারের সামনে নিজেকে প্রেজেন্ট করার সবথেকে বড় একটি মাধ্যম, তবে একটি দুঃখের বিষয় কি জানেন ? আমরা DS-160 ফর্মটিকে নিয়ে অবহেলা করি। যেমন অনভিজ্ঞ কাউকে দিয়ে DS-160 ফর্মটি পূরণ করানো এবং অনভিজ্ঞ কারো সাথে পরামর্শ নেওয়া। অনেকেই এই ক্ষেত্রে খরচ কমানোর জন্য যেখানে সেখানে বা কোন এক কম্পিউটার দোকান থেকে DS-160 ফর্মটি পূরণ করে। এমন কারো কাছ থেকে পরামর্শ নেয় সে হয়তো আমেরিকা টুরিস্ট ভিসা সম্পর্কে তেমন অভিজ্ঞ নন, হয়তো বা তিনি একবার ভিসা পেয়েছে, কিন্তু ভিসা পাওয়ার মানে এই নয় যে তিনি সব ব্যাপারে জেনে গেছেন। তাই এরকম অনেকের পরামর্শ নিয়ে ভিসা আবেদন ফর্ম পূরণ করে বা ইন্টারভিউ দিয়ে অনেকেই রিফিউজ হয়েছে । কেননা DS-160 ফর্মটি ওভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ভিসা অফিসার আপনার সম্পর্কে যা জানার বা ডিসিশন নেওয়ার দরকার তা সব ইনফরমেশন DS-160 ফর্মটি থেকে পেয়ে যান।
#চতুর্থত্বঃ যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো ইন্টারভিউ, যেহেতু আমেরিকার টুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা সে ক্ষেত্রে আপনার ইন্টারভিউতে ভিসা অফিসারকে কনভেন্স করতে হবে যে আপনি যাবেন আবার ফিরে আসবেন, এজন্য অবশ্যই আপনার একটি বিশ্বাসযোগ্য গল্প থাকতে হবে। এটির মাধ্যমে ভিসা অফিসারকে বোঝাতে হবে আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত, আমেরিকা যাওয়ার আমার যৌক্তিক কারণ আছে এবং আমি আমেরিকাতে গিয়ে ঘুরে ফিরে আসবো।
এই যে আমি বললাম আপনি যে ফিরে আসবেন, এটা কনভেন্স করতে হবে, এটা কনভেন্স করার উপায় কি ? কাজ হচ্ছে DS-160 ফর্মটি সুন্দর ভাবে, নির্ভুল ভাবে পূরণ করা। অনেকেই (DS-160 ফর্ম ও ইন্টারভিউ) এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়কে আলাদাভাবে পার্সেন্টেজ করে। আমরা এই কাজটি করবোনা কারণ এই দুইটির কম্বিনেশনে কাঙ্খিত ভিসাটি আপনার হবে।
আমরা আরেকটা বড় ভুল করি ডকুমেন্টকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া ও প্রচুর ডকুমেন্ট রেডি করা, যেগুলো আসলে ইন্টারভিউতে ধরেও দেখবেন না, তবে কিছু ডকুমেন্ট ভিসা ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো কোন যুক্তি সঙ্গত কারণ থাকলে ভিসা অফিসার দেখতে চাইবে। অনেকের মাথায় চিন্তাটি থাকে ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে, ট্রানজেকশন কেমন করতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে হবে। এই প্রশ্নের আসলে কোন উত্তরই নেই, ডকুমেন্ট এর মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্সও ভিসা অফিসার ধরেও দেখবেন না। যদিও দেখে খুব রেয়ার কেসে। আমাদের কথাটি হয়তো বুঝতে পেরেছেন ইউএস টুরিস্ট ভিসা ক্ষেত্রে এইসব ডকুমেন্টারি ইস্যু আপনার জন্য কোন ধরনের ভ্যালু রাখে না।
আমেরিকার ভিসার ব্যাপারে কোনভাবে আপনারা কন্ট্রাকে কারো সাথে যোগাযোগ করবেন না। কোনভাবে কন্ট্রাকে আমেরিকার ভিসা নিবেন এই বিষয়টি মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন। আমেরিকার ভিসা কন্ট্রাকে বা টাকা পয়সা দিয়ে কোনভাবে নেওয়া যায় না। সঠিকভাবে আবেদন করে ও সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনি পেতে পারেন আমেরিকার টুরিস্ট (B1/B2) ভিসা।

#আমেরিকার টুরিস্ট ভিসার বর্তমান এম্বাসি ফি ১৬০$-১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে আসে ১৭,০০০/- থেকে ২০,৫০০/- টাকা। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দেওয়া যায়। এই টাকা জমা দিয়ে ইন্টারভিউ এর ডেট নিতে হয়।
#সর্বোপরি একটা কথা বলবো, আমেরিকার টুরিষ্ট ভিসার ক্ষেত্রে যদি DS-160 ফর্মটি একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পূরণ করাতে পারেন, কারণ এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে ও আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে পারেন। এবং ইন্টারভিউতে ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে পারলে, আপনার ভিসাটি হবে ইনশাআল্লাহ্‌ ।
আপনারা যারা ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

এখন বলি আমাদের কাজ কি !!!
আমরা আপনাকে আমেরিকার টুরিস্ট ভিসা (B1/B2) প্রসেসিং এর ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। যেমনঃ-
১। DS-160 ফর্ম সঠিক ও সুন্দর ভাবে পূরণ করে দিবো।
২। ইন্টারভিউ এর জন্য ট্রেনিং দিয়ে পুরোপুরি তৈরী করবো।
৩। ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তার সঠিক গাইড লাইন দিবো।
#আবেদন করার জন্য প্রথমে আপনার যা প্রয়োজনঃ-
১। পাসপোর্ট এর রঙিন কপি ।
২। দুইটা ফোন নাম্বার ।
৩। একটা ই-মেইল আইডি ।
৪। ছবি (২x২ সাইজ) সাদা ব্যাকগ্রাউন্ড (সফট কপি) ।
এগুলো থাকলেই আপনি আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদনটি করতে পারেন ।

আমরা আমেরিকার যেসব ভিসা প্রসেসিং করে থাকিঃ-
১। ভিজিট ভিসা (B1/B2)
২। বিজনেস ভিসা (B1)

পরিশেষে বলবো আপনি যদি কিছু দেশ ভিজিট করে থাকেন এবং উপরে আমরা যা লিখেছি সে অনুযায়ি আপনার প্রোফাইলটির মিল থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি একটু সময় করে ফোন দিয়ে বিস্তারিত আলাপ করে দেখুন, আশাকরি আমরা আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আপনাকে সহজ সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ্‌ ।

সাবধানতার সাথে কাজ করলে প্রতারিত হবেন না ।
05/07/2023

সাবধানতার সাথে কাজ করলে প্রতারিত হবেন না ।

১৮ই এপ্রিল ২০২৩ থেকে আমাদের ঈদ স্পেশাল রাইড শুরু ।
14/04/2023

১৮ই এপ্রিল ২০২৩ থেকে আমাদের ঈদ স্পেশাল রাইড শুরু ।

১০০% নিশ্চিত ও নিরাপদ প্রবাসন ।
24/02/2023

১০০% নিশ্চিত ও নিরাপদ প্রবাসন ।

আমাদের নতুন সার্ভিস ০৯/১২/২০২২ শুক্রবার থেকে যাত্রা শুরু । আপনিও আমন্ত্রিত ! ট্র্যাভেল-গো হেলিকপ্টার সার্ভিস থেকে দেশের ...
08/12/2022

আমাদের নতুন সার্ভিস ০৯/১২/২০২২ শুক্রবার থেকে যাত্রা শুরু । আপনিও আমন্ত্রিত !
ট্র্যাভেল-গো হেলিকপ্টার সার্ভিস থেকে দেশের যেকোন স্থানে প্রাইভেট হেলিকপ্টার ভাড়া নিন ঘণ্টা মাত্র ৳১,১০,০০০ +ভ্যাট ।
আমাদের রয়েছে ২৪/৭ সার্ভিস ।
এছাড়া রয়েছে সাপ্তাহিক শুক্র ও শনিবারে সখ সার্ভিস ১০ মিনিট ভ্রমণ করুন মাত্র ৳৬,০০০ +ভ্যাট
প্রয়োজনে যোগাযোগ করুনঃ +880 1714-448411

ট্র্যাভেল-গো হেলিকপ্টার সার্ভিস থেকে দেশের যেকোন স্থানে প্রাইভেট হেলিকপ্টার ভাড়া নিন ঘণ্টা মাত্র ৳১,১০,০০০ +ভ্যাট ।
আমাদের রয়েছে ২৪/৭ সার্ভিস ।
এছাড়া রয়েছে সাপ্তাহিক শুক্র ও শনিবারে সখ সার্ভিস ১০ মিনিট ভ্রমণ করুন মাত্র ৳৬,০০০ +ভ্যাট
প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01714-448411

🇸🇦 Saudi Arabia 🇸🇦1 Year Multiple Tourist e-Visa @ Tk 59000/-      -Stay 90 Days/Per Entry     -Travel Anywhere in KSA  ...
16/09/2022

🇸🇦 Saudi Arabia 🇸🇦
1 Year Multiple Tourist e-Visa @ Tk 59000/-
-Stay 90 Days/Per Entry
-Travel Anywhere in KSA
-Perform Umrah at any time.

Need only Valid Passport Copy & Photo….
Processing time 24-72 hours up to...
B.N: Best Package for:
Dubai/Thailand/Malaysia/Singapore/Indonesia/ Vietnam/Nepal/Bhutan/Maldives /India.
If you require further assistance or information, please don’t hesitate to contact us.
Contact for Information:
+880 9611-071929 (24/7 Hotline)
+880 1714-448411 (WhatsApp)

08/09/2022

Travel Go

08/09/2022

Planning A Holiday ?

27/07/2022
তৎকালীন 1935 সালে পাঁচ হাজার মাইল বাইসাইকেল চালিয়ে মক্কায় হজ্জ করতে যাওয়ার অনন্ন এক রেকর্ড,,,,,,।।একজন ময়মনসিংহ জেলার ক...
15/06/2021

তৎকালীন 1935 সালে পাঁচ হাজার মাইল বাইসাইকেল চালিয়ে মক্কায় হজ্জ করতে যাওয়ার অনন্ন এক রেকর্ড,,,,,,।।

একজন ময়মনসিংহ জেলার কাজী মােহাম্মদ ইসরাইল ( বামে ) ও মােহাম্মদ ইব্রাহিম ( ডানে )। ১৯৩৫ সালের ৭ অক্টোবর তাঁরা কলকাতা থেকে সাইকেলে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । তখন তাদের বয়স ছিলাে যথাক্রমে ৪৩ ও ৪৮ বৎসর । মাওলানা মােহাম্মদ আকরম খাঁ কর্তৃক প্রকাশিত মাসিক মােহাম্মদী পত্রিকায় ছবিসহ খবরটি ছাপা হয়। রিপাের্টে বলা হয় - “ তাঁহারা দিল্লী , বেলুচীস্থান , আফগানিস্তান , পারস্য , বাগদাদ , মদীনা প্রভৃতি হইয়া মক্কা পৌছিবেন বলিয়া মনস্থ করিয়াছেন। কলিকাতা হইতে উপরােক্ত রাস্তায় মক্কার দুরত্ব প্রায় পাঁচ হাজার মাইল পথ মােটেই সুগম নহে , পাহাড় - পর্ব্বত , নদ - নদী , জঙ্গল - মরুভূমি কিছুই বাদ পড়িবে না। তদোপরি আফগানিস্তান ও পারস্যে শীতের প্রকোপ অত্যন্ত অধিক। আমরা তাঁদের পূর্ণ সাফল্য কামনা করিতেছি। ”
তথ্য ও ছবি : মাসিক মােহাম্মদী , মাঘ ১৩৪১ ( জানুয়ারী ১৯৩৫ইং ) সংখ্যা।

19/08/2019
19/08/2019

Address

Sikder Regency Tower, Building:02, Floor:3rd, A3, Banani 11
Dhaka
1213

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Friday 09:00 - 05:00
Saturday 09:00 - 05:00

Telephone

+8809611329680

Alerts

Be the first to know and let us send you an email when Travel Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Go:

Videos

Share

Category