Touri-Xoon

Touri-Xoon ভ্রমণ হোক ট্যুরিজনের সাথে 🖤

17/12/2023

That one friend Who always be in my side 🖤

17/12/2023

বিজয়ের মাসে আরেক বিজয় 🖤
Congratulations!❤️
Bangladesh national under-19 cricket team ❤️

শীতের সকাল মানুষের ছুটে চলা রেল পথ......🖤🖤
12/12/2023

শীতের সকাল মানুষের ছুটে চলা রেল পথ......🖤🖤

07/12/2023

ঢাকা টু কক্সবাজার রুটে আসছে নতুন কিছু
More comfortable, More Luxurious 👌👌

বিশেষ_দ্রষ্টব্য:
ফেসবুক থেকে কালেক্টেড কতোটা সত্যি তা অবগত নই।

02/12/2023

" কক্সবাজার এক্সপ্রেস " কক্সবাজার থেকে ঢাকা ছুটে চলছে দুর্দান্ত গতিতে...

#কক্সবাজার_এক্সপ্রেস #ট্রেন

01/12/2023

Wanna re-create this??

01/12/2023

বেনাপোল থেকে ঢাকা গামী,
বেনাপোল এক্সপ্রেস ❤️
ট্রেন নং- ৭৯৫

26/11/2023

My and my friends wives on a tour 🥲

22/11/2023

আর ভাল্লাগে না এ পানসা জীবন 😓

শচীন টেন্ডুলকারের সময়ে করা ওনার রেকর্ড এবং বর্তমান সময়ে করা ভিরাটের রেকর্ডকে সার্বিক দিক বিবেচনায় আপনি কাকে এগিয়ে রাখবেন...
16/11/2023

শচীন টেন্ডুলকারের সময়ে করা ওনার রেকর্ড এবং বর্তমান সময়ে করা ভিরাটের রেকর্ডকে
সার্বিক দিক বিবেচনায় আপনি কাকে এগিয়ে রাখবেন??

02/11/2023

কতোদিন হইলো বউকে দেখেন না?

সেন্টমার্টিনে একদিন তোমায় নিয়ে জ্যোৎস্না বিলাশ 🖤©
02/11/2023

সেন্টমার্টিনে একদিন তোমায় নিয়ে জ্যোৎস্না বিলাশ 🖤

©

01/11/2023

একটি সুন্দর শীতের সকাল........🖤🖤

©mamun

#কিশোরগঞ্জ #ট্রেন

24/10/2023

আজকে বাংলাদেশ জিতলে কাল অবিশ্বাস্য কি কাজ করতে চান বলে যান 🐸

যারা চাঁদ দেখতে ভালোবাসে তারা খুবই সুন্দর মনের অধিকারী হয়....🖤🖤ট্যুরে যাবে-Touri Xoon এর টি-শার্টে আমাদের একজন শুভাকাঙ্ক...
23/10/2023

যারা চাঁদ দেখতে ভালোবাসে তারা খুবই সুন্দর মনের অধিকারী হয়....🖤🖤

ট্যুরে যাবে-Touri Xoon এর টি-শার্টে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী Ikbal Hossain ভাই

16/10/2023
15/10/2023

সাজেকের সৌন্দর্য 🖤🖤

#সাজেক

মাওয়া রোড❤️🖤❤️
09/10/2023

মাওয়া রোড❤️🖤❤️

আজকে যারা কন্টেস্টে অংশগ্রহণ করেছেনতাদেরকে ধন্যবাদ, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। ট্যুরে যাবে-Touri Xoon বাসীর জন্...
07/10/2023

আজকে যারা কন্টেস্টে অংশগ্রহণ করেছেন
তাদেরকে ধন্যবাদ, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন।
ট্যুরে যাবে-Touri Xoon বাসীর জন্য থাকছে অগ্রীম সুখবর।
বাংলাদেশের আগামী ম্যাচের প্রেডিকশন নিয়ে থাকবে বিশেষ গিফট।
অংশ নিতে চাইলে চোখ রাখুন Touri-Xoon পেইজে।

আজকের বিজয়ী ৩ জন হলেন:
এস এম সায়েম

Khadiza Raisa

Rizwan Uddin Nahid

আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ 💙💙

আজকের ম্যাচে সাকিব আল হাসান যতোটি উইকেট শিকার করতে পারবে ঠিক ততো জনকে আমাদের একটি করে টি-শার্ট উপহার দেওয়া হবে....শর্ত:প...
07/10/2023

আজকের ম্যাচে সাকিব আল হাসান যতোটি উইকেট শিকার করতে পারবে ঠিক ততো জনকে আমাদের একটি করে টি-শার্ট উপহার দেওয়া হবে....

শর্ত:পোস্ট টি টাইমলাইনে শেয়ার করে কমেন্ট বক্সে সস দিন এবং কতোটি উইকেট পাবে কমেন্টে জানান।

কমেন্টে বক্সের সঠিক উত্তর দাতাদের থেকে টি-শার্ট বিজয়ী ঘোষণা করা হবে।

05/10/2023

ভিজবে কী আমার সাথে এই পথে হাত জড়িয়ে?🌻💙

তোমার করতলে ভোর,তোমার শরীরজুড়ে ঘোর,নেশায় মাতাল হলে জানিতুমি মানে অথৈ আদর। ~ সাদাত হোসাইনট্যুরে শাড়ি পাঞ্জাবীতে কাপল পিক ...
05/10/2023

তোমার করতলে ভোর,
তোমার শরীরজুড়ে ঘোর,
নেশায় মাতাল হলে জানি
তুমি মানে অথৈ আদর।

~ সাদাত হোসাইন

ট্যুরে শাড়ি পাঞ্জাবীতে কাপল পিক তুলেছেন কখনো?

04/10/2023

এমন বন্ধু যার আছে সে ভাগ্যবান ❤️

01/10/2023

কোনো এক বর্ষায় তুমি আমি আলো ছড়াবো.....🖤🖤

শরতের শুভ্রতায় আলোকিত মডেল মসজিদ ❤
28/09/2023

শরতের শুভ্রতায় আলোকিত মডেল মসজিদ ❤

 #বিশ্ব_পর্যটন_দিবস ২৭ সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্য...
27/09/2023

#বিশ্ব_পর্যটন_দিবস ২৭ সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে।

দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।

২য় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলশ্রুতিতে বিশ্বব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটে। এ অবস্থায় পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ ও ভোক্তা শ্রেণীর সমন্বয়ে গড়ে ওঠে আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সংস্থা বা আইইউওটিও। এ সংস্থাটি বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখার প্রেক্ষি প্রতিষ্ঠান বিশেষায়িত প্রতিষ্ঠানরূপে যুক্ত হয়। সংস্থাটির কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে জাতিসংঘের বাৎসরিক সম্মেলনের সময় এই সংস্থার সদস্যভূক্ত দেশগুলো বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা-পর্যালোচনার মাধ্যমে করণীয় ঠিক করার মাধ্যমে বিশেষ অবদান রেখে যাচ্ছিল।

১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে সংস্থাটির বার্ষিক সম্মেলনে এর নাম, লক্ষ্য, উদ্দেশ্য পুণঃমূল্যায়ণ ও নির্ধারণ করা হয় এবং তখন থেকে এটি "বিশ্ব পর্যটন সংস্থা" নামে চিহ্নিত করার বিষয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যার কার্যক্রম নতুন নামে ১৯৭৪ সাল থেকে শুরু হয়। ১৯৮০ সালের বার্ষিক সম্মেলনে, এই সংস্থার গঠনের দিবসে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর তারিখে বিশ্বব্যাপী পর্যটন দিবস পালনের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে তুরস্কে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে এতে একটি স্বাগতিক দেশ নির্বাচনের মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালনের কার্যক্রমে আরো গতিশীলতা আনয়ণের পক্ষে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

#বিশ্ব_পর্যটন_দিবস

20/09/2023

সিলেট এসে পাগল হাসানের গান "মন শিকারি" চমৎকারভাবে গাইলেন মানিকগঞ্জের মেয়ে মহুয়া মুনা...!!

কথা ও সুরঃ পাগল হাসান।
উকুলেলেঃ মাহবুবুল হক হাসান।

#দামতুয়া #সিলেট #জাফলং

19/09/2023

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী,আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে ৫.৫ থেকে ৬.৮ রিখটার স্কেলের ভূমি*কম্প হওয়ার সমূহ আশংকা রয়েছে। আল্লাহ আমাদের সহায় হোক।
—Cyber 71

15/09/2023

টাঙ্গুয়ার হাওরের গাছের গুইড়া মুইড়ায় ঘুরতাছি ওয়াটারে পা ভিজাচ্ছি🤣

15/09/2023

ঝিরির পানি ও পাহাড়ি জাম্বুরা থেকে এনার্জি নিয়ে আবারো পথ চলা শুরু........

#দামতুয়া

10/09/2023

পাহাড়ি পথে একটানা ৮ ঘন্টার ট্রেকিং আর আলিকদম +কক্সবাজার এর ২ দিনের টানা জার্নির পরে যখন একটু নিজেদের নিয়ে বসার সুযোগ হয়।

মোমেন্ট গুলো অসাধারণ 🖤👌
'
রাত: ১২:৪৮।

10/09/2023

সময় থাকতে স্মৃতি জমিয়ে নিন.......🖤🖤

Never stop making dua 🖤
03/09/2023

Never stop making dua 🖤

02/09/2023

ট্যুরে যাবে-Touri Xoon বাসী দামতুয়া ঝর্ণার পথে...🖤

এভাবে একসাথে ৩৪ জন মেম্বার্স ও ৩ জন গাইড টোটাল ৩৭ জন মানুষ গল্প আড্ডায় এই পথে খুব কমই দেখা যায়। ৩-৪ ঘন্টার এই ট্রেকিং এ পথে পুরো সময় টা সবাইকে নিয়ে খুবই আনন্দ উল্লাসে কেটেছে।

ইনশাআল্লাহ আবারো কোনো এক পাহাড়ে আমরা গল্প তৈরি করবো.......🖤🖤

#দামতুয়া #দামতুয়া_ঝর্ণা

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Touri-Xoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Touri-Xoon:

Videos

Share

Category