Siam Immigration & Visa Service

Siam Immigration & Visa Service Always Better Service for Customers�
(1)

21/10/2022

রোমানিয়া আবেদন করতে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 📲

১০০% ভিসা গ্যারান্টেড ✅

“লাইসেন্স যার, ব্যবসা তার”এই শ্লোগানে শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার ঘোষনা দিয়ে বায়রার নির্বাচনে পুর্ণ প্যানেলে জিতলেন ফ...
04/09/2022

“লাইসেন্স যার, ব্যবসা তার”

এই শ্লোগানে শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার ঘোষনা দিয়ে বায়রার নির্বাচনে পুর্ণ প্যানেলে জিতলেন ফেনীর কৃতি সন্তান আবুল বাশার ।

#সিয়াম_ইমিগ্রেশন এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি!

সুঃখবর!!! https://www.jagonews24.com/m/probash/article/781692
30/07/2022

সুঃখবর!!!

https://www.jagonews24.com/m/probash/article/781692

সহজশর্তে বসবাসের অনুমতি (রেসিডেন্স কার্ড ও নাগরিকত্ব) ছাড়াও অভিবাসীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে পর্তুগ.....

আবারো করোনা আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শনিবার রাতে তাঁর নমুনা পরীক্ষায় ক...
24/07/2022

আবারো করোনা আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শনিবার রাতে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। মন্ত্রী নিজ বাসাতেই বিশ্রামে রয়েছেন।

এর আগেও দুই বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার শারীরিক অবস্থা একটু বেশি খারাপ বলে জানিয়েছেন মন্ত্রী। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন মাননীয় মন্ত্রী, আমিন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বাংলাদেশ অংশের সরকার নির্ধারিত খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা। এর বেশি না দিতে কর্মীদের প্রতি আহ্বান ...
07/07/2022

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বাংলাদেশ অংশের সরকার নির্ধারিত খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা। এর বেশি না দিতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

বুধবার (৬ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানান।

কবে থেকে কর্মী পাঠানোর মূল কার্যক্রম শুরু হবে, তা জানা যাবে ১৪ জুলাইয়ের পর।

খুলে যাচ্ছে শ্রমবাজার। কয়টা এজেন্সি বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাবে,  সিদ্ধান্ত দেবে মালয়েশিয়া।
02/06/2022

খুলে যাচ্ছে শ্রমবাজার। কয়টা এজেন্সি বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাবে, সিদ্ধান্ত দেবে মালয়েশিয়া।

24/04/2022

১৮ থেকে ৩৫ পর্যন্ত বয়স নির্ধারিত করা হয়েছে এবারের মালয়েশিয়া কলিং 🇲🇾

অবশেষে ৯৭৫ বাংলাদেশী এজেন্সিকে অনুমতি দিল মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া কলিং ভিসার জন্য কাজ করতে পারবেন ।কলিং ভিসার জন্য হা...
24/04/2022

অবশেষে ৯৭৫ বাংলাদেশী এজেন্সিকে অনুমতি দিল মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া কলিং ভিসার জন্য কাজ করতে পারবেন ।

কলিং ভিসার জন্য হাই কমিশনের সত্যায়ন ফ্রী ৮ রিংগিত নির্ধারণ করা হয়েছে।

সুত্র: FWCMS

𝐔𝐀𝐄 𝐑𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐜𝐞 𝐏𝐞𝐫𝐦𝐢𝐭Start your own business in Dubai (UAE)Get hassle free business license in Dubai Mainland FromGot mor...
21/04/2022

𝐔𝐀𝐄 𝐑𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐜𝐞 𝐏𝐞𝐫𝐦𝐢𝐭
Start your own business in Dubai (UAE)
Get hassle free business license in Dubai Mainland From

Got more questions
get in touch with one of our expert business advisors today!
or come to office for the details.

(UAE) Office:
Near Lucky Plaza Opp. Al Khaza Store (Al Amin Hotel Building Murabba Str. Al-Ain Town Center U.A.E.
+971567062370

20/04/2022

অবৈধভাবে, সাগর, জঙ্গল, পেড়িয়ে ইউরোপে যাবেন না। আপনি অবৈধভাবে গেলে পথেই মারা যেতে পারেন৷ কারণ এতে মৃত্যু ঝুকি বেশি। প্রতিদিন লিবিয়া উপকুলে বা ইউরোপের বিভিন্ন দেশের বর্ডারে অবৈধভাবে পাড়াপাড়ের সময় মানুষ মারা যায়।
ভাগ্যক্রমে কোন রকমে ইউরোপে পৌঁছালেও, অবৈধ ভাবে কোথাও মূল্যায়ন থাকে না। আপনি অবৈধভাবে ইউরোপে থাকা মানে আপনি ভাসমান। কাগজপত্র না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশে আসতে পারবেন না। যদি পরিবারের সবাই মারাও যায় তাও পারবেন না। কাগজপত্র না হওয়ার আগে দেশে একবার আসলে আর যেতে পারবেন না। অবৈধভাবে ইউরোপে ভালো চাকরি করতে পারবেন না। ভালো বেতন পাবেন না। বৈধতা পেতে পেতে জীবনের অর্ধেক মূল্যবান সময় চলে যাবে। সে টাকা, সে ইউরোপ দিয়ে কি হবে?

আসলে ভাই সব কিছুর উর্ধে পরিবারের সবার সাথে থাকার সুখ। যেটা হাজার লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যায় না।

আর বিদেশে বা ইউরোপে যদি যেতেই হয় তবে সময় নিয়ে, ধৈর্য ধরে অপেক্ষা করে বৈধভাবেই যান। সরাসরি জব ভিসা নিয়ে বাংলাদেশ সরকারি নিয়মনীতি মেনে তবেই ইউরোপে যান। এতে দেশের সুনাম, আপনি ভালো থাকবেন, ভালো কামাবেন এবং আপনার ফ্যামিলিও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। বৈধভাবে ইউরোপে গেলে ফ্যামিলি নিতে পারবেন এবং ৫ বছর পরে ইউরোপের সিটিজেনশিপ/ পাসপোর্ট এর জন্য আবেদন কর‍তে পারবেন।

আমাদের পরামর্শ বেশি টাকা খরচ করে বিদেশে/ ইউরোপে না গিয়ে দেশে বিকল্প কিছু করার চেষ্টা করুন। আর যদি দেশে কিছু করার মতো না থাকে। তাহলে কোন কাজ শিখে নিন,যে দেশে যাওয়ার ইচ্ছে করছে সে দেশ সম্পর্কে ইন্টারনেট থেকে কিছুটা ধারণা নিয়ে নেন। সম্ভব হলে টুকিটাকি স্থানীয় ভাষা শিখে নেন। তারপর বাংলাদেশের যেকোন বিশ্বস্ত, ভালো এজেন্সি/ কনসাল্টেন্সির মাধ্যমে চুক্তি করে কাজ করতে পারেন।

বৈধভাবে, সময় নিয়ে ইউরোপে যান। আল্লাহ আপনাকে ধৈর্য ধরে সফল হওয়ার শক্তি দিন এবং আপনার রিযিক যেখানে রেখেছেন সেখানেই যেন আল্লাহ আপনাকে পৌঁছে দেন। আমিন।
সকলকে বুঝার তৌফিক দান করুন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে নতুনভাবে শুরু হবে এস্তোনিয়া, স্লোভাকিয়া ও  মলদোভা'র ওয়ার্ক পারমিট। এস্তোনিয়া আম...
20/04/2022

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে নতুনভাবে শুরু হবে এস্তোনিয়া, স্লোভাকিয়া ও মলদোভা'র ওয়ার্ক পারমিট। এস্তোনিয়া আমার জন্য সেকেন্ড হোম। আমি নিজেই এখনো এস্তোনিয়ার রেসিডেন্স কার্ড ধারী। আর মলদোভা ইউরোপের গরীব রাষ্ট্র হলেও মলদোভাতে পোল্যান্ড এর কোম্পানির বৃহৎ প্রজেক্ট এর জন্য নিয়োগ। মলদোভাতে সবচেয়ে কম খরচে, কম সময়ে ভিসা প্রসেস হবে। এবং বেতন ও একদম খারাপ না। ৫০০ ইউরো বেতন ধার্য্য হবে থাকা ও খাওয়া ফ্রী।। এবং মলদোভা থেকে ৬ মাস পর পোল্যান্ডে বৈধভাবে জব ট্রান্সফার করা যাবে। বিস্তারিত শীঘ্রই আসতেছি।

Address

Lion Shopping Complex, Munipuripara, Tejgaon
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Siam Immigration & Visa Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siam Immigration & Visa Service:

Videos

Share


Other Passport & Visa Services in Dhaka

Show All