Root Trekkers BD - RTB

Root Trekkers BD - RTB রুট ট্রেকারস বিডি বাংলাদেশ ও এর বাইরে We are some enthusiastic traveler basically loves to explore. We also promote and arrange adventure and relax tourism.

Non-commercial, Commercial, Corporate, Customized or Family, we arrange all kind of trip that reduce your hassle.

Another day trip.... Watch the full video on youtube. Link in first Comment.
19/06/2024

Another day trip....
Watch the full video on youtube. Link in first Comment.

আমাদের সাথে যারা কির্সতং আর রুংরাং এর জংগল এ হারাতে চান, তারা দ্রুত কনফার্ম করে ফেলুন। ডিটেইলস নিচের লিংক এhttps://fb.me...
05/02/2021

আমাদের সাথে যারা কির্সতং আর রুংরাং এর জংগল এ হারাতে চান, তারা দ্রুত কনফার্ম করে ফেলুন। ডিটেইলস নিচের লিংক এ
https://fb.me/e/3PkPTzusW

আমাদের আপকামিং ট্রীপ সমূহের লিংক দেয়া হলো-কনফার্ম করার জন্যে আমাদের নক দিতে পারেন বা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন।...
29/01/2021

আমাদের আপকামিং ট্রীপ সমূহের লিংক দেয়া হলো-

কনফার্ম করার জন্যে আমাদের নক দিতে পারেন বা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন।
নাম্বার : 01716345209

ট্রাভেলিং রিলেটেড যেকোন জিজ্ঞাসায় স্বাগতম।

১। ১১ ফেব্রুয়ারি, ২০২১- দেবতাখুমে এক দিন ( ২৮৯৯ টাকা মাত্র)

২। ১৮ ফেব্রুয়ারি, ২০২১- রুংরাং-কির্সতং সামিট (৪ রাত ৩ দিন)

৩। ২৫ ফেব্রুয়ারি, ২০২১- সোনাদিয়া দ্বীপ ক্যাম্পিং

৪। ২৫ ফেব্রুয়ারি, ২০২১- রুট ট্রেকার্সের সাথে শিমুল বাগানে একদিন (২২৪৯ টাকা মাত্র)

চাইলে আপনাদের যেকোন পারিবারিক কিংবা প্রাতিষ্ঠানিক ট্যুর আয়োজনের দায়িত্ব দিতে পারেন আমাদের। প্রফেশনালিজমের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো দায়িত্ব পালনের।
আমাদের মেইল করতে পারেন- [email protected]

নিচের ছবিটি কির্সতং যাবার সময় তোলা একটি ছবি।

এরকম একটা জুম ঘরে একটা রাত থাকার সৌভাগ্য হয়েছে হয়ত খুব কম মানুশ এর।বান্দরবান
23/01/2021

এরকম একটা জুম ঘরে একটা রাত থাকার সৌভাগ্য হয়েছে হয়ত খুব কম মানুশ এর।
বান্দরবান

আমাদের দেশে ট্যুরিজম সেক্টর এর বিকাশ বর্তমানে চোখে পরার মত। বর্তমানে মানুষ ট্যুরিজম বলতে কক্সবাজার আর সেইন্ট মার্টিন কেই...
11/01/2021

আমাদের দেশে ট্যুরিজম সেক্টর এর বিকাশ বর্তমানে চোখে পরার মত। বর্তমানে মানুষ ট্যুরিজম বলতে কক্সবাজার আর সেইন্ট মার্টিন কেই বুঝে না।
বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি কিংবা সুন্দরবন, সব জায়গায় ছড়িয়ে পড়েছে ট্যুরিজম।
বিশেষ করে এডভেঞ্চার ট্যুরিজম এর মাত্রা বেড়ে গেছে বহুগুণে। বিশেষ করে আমাদের তরুন প্রজন্ম রিলাক্স ট্রিপ এর থেকে এরকম এডভেঞ্চার ট্রিপ গুলো বেছে নিচ্ছে হরহামেশাই।
আর এডভেঞ্চার ট্যুরিজমের একটা ভালো দিক হচ্ছে এই টাইপের ট্যুরিজম মানুষকে মাদক থেকে পরোক্ষভাবে দূরে রাখে।
কেননা, আপনি যদি এডভেঞ্চার প্রেমী হোন তাহলে সবার আগে দরকার আপনার শারীরিক ফিটনেস। আর এই ফিটনেস ধরে রাখার জন্য যেভাবেই হোক আপনাকে দূরে থাকতেই হবে মাদক থেকে।
শুধুই যে, এডভেঞ্চার ট্যুরিজম দেশেকে মাদক থেকে মুক্ত করবে, বিষয়টা এমনও না। খেলাধুলা, পারিবারিক শিক্ষা সব কিছুর গুরুত্বই বিদ্যমান।

ক্যাম্পিং ক্যাম্পিং😊😊😊যাদের অফিস এর ঝামেলা। দুই দিনের বেশি সময় নাই। তারা আমাদের সাথে মারায়ান তং ক্যাম্পিং এ জয়েন করতে পা...
10/01/2021

ক্যাম্পিং ক্যাম্পিং😊😊😊
যাদের অফিস এর ঝামেলা। দুই দিনের বেশি সময় নাই। তারা আমাদের সাথে মারায়ান তং ক্যাম্পিং এ জয়েন করতে পারেন।
শুধু শুক্রবার আর শনিবার ছুটি থাকলেই চলে আসতে পারেন আমাদের সাথে। বিস্তারিত পাবেন নিচের লিংকে
মারায়নতং ক্যাম্পিং (৩ রাত ২ দিন)- ৩৯৯৯ টাকা মাত্র

যারা ট্রেকিং আগে কখনো করেন নি বা করতে চান তাদের জন্য কেওক্রাডং আমার মতে সবচেয়ে ভালো অপশন স্টার্ট করার। আমাদের ১৪ তারিখের...
10/01/2021

যারা ট্রেকিং আগে কখনো করেন নি বা করতে চান তাদের জন্য কেওক্রাডং আমার মতে সবচেয়ে ভালো অপশন স্টার্ট করার। আমাদের ১৪ তারিখের কেওক্রাডং এর কনফার্মেশন চলছে। আজকে কনফার্ম করার লাস্ট ডেট। ট্যুর এর টোটাল খরচ মাত্র ৫৪০০ টাকা। নিচের লিংকে বিস্তারিত
RTB এর সাথে বগালেক-কেওক্রাডং ভ্রমন (৫৪০০ টাকা)
ছবি : জতলং ট্রেইল এর😊😊😊

আমাদের মূল কাজ ছিলো মানুষকে সচেতন করা, আমরা কতটুকু পেরেছি জানি না। টিমের সবার ডেডিকেশন ছিল। সবাই সবার নিজের দিক থেকে যথে...
09/01/2021

আমাদের মূল কাজ ছিলো মানুষকে সচেতন করা, আমরা কতটুকু পেরেছি জানি না।
টিমের সবার ডেডিকেশন ছিল। সবাই সবার নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি।
আমরা কথা বলেছি ওই সময়ে যাঁরা পর্যটক ছিলেন তাঁদের সাথেও।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একদিন সুদিন আসবে, আমরা আমাদের ভুল বুঝতে শুরু করবো।
আমাদের এই আয়োজনে সহযোগিতায় ছিল Green for Peace.
স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে ছিল Unseen Section.
কৃতজ্ঞতা রুট ট্রেকার্সের প্রতিটি সদস্য এবং নাম না জানা আরো অনেক মানুষকে, যারা ইনস্ট্যান্ট এগিয়ে এসেছিলেন আমাদের সহযোগিতায়।

আমাদের চন্দ্রনাথ ক্লিনিং ইভেন্ট এর ঢাকা টিম এখন সীতাকুণ্ডে পৌঁছে গেছে। চট্টগ্রাম এর টিম জয়েন করলেই আমাদের মিশন শুরু হয়ে ...
08/01/2021

আমাদের চন্দ্রনাথ ক্লিনিং ইভেন্ট এর ঢাকা টিম এখন সীতাকুণ্ডে পৌঁছে গেছে। চট্টগ্রাম এর টিম জয়েন করলেই আমাদের মিশন শুরু হয়ে যাবে।

07/01/2021
আগামী ৭ তারিখ রাতে ঢাকা থেকে রওনা দিচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। শুধুই ঘোরাঘুরি এবার উদ্দেশ্য নয়, এবার যাবো দায় স্বীকার ক...
06/01/2021

আগামী ৭ তারিখ রাতে ঢাকা থেকে রওনা দিচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। শুধুই ঘোরাঘুরি এবার উদ্দেশ্য নয়, এবার যাবো দায় স্বীকার করতে।
যাবো চন্দ্রনাথ ক্লিনিং এ। ক্লিনিং শেষে সন্ধ্যা কাটাবো আশেপাশের কোন এক সমুদ্রের পাশে ।
নন-কমার্শিয়াল এই ইভেন্টে স্বাগতম আপনাদের। যে কোন বয়সের যেকেউ যুক্ত হতে পারেন আমাদের সাথে।

চাইলে সরাসরি ৮ তারিখ ভোরে সীতাকুণ্ডের নামার বাজারে এসেও যুক্ত হতে পারবেন।
প্রয়োজনে যোগাযোগ- ০১৫২১২০৩৮৯১, ০১৮৭৬০৩৮৮৬১, ০১৬৮৩৩৯২৮৬৯।

আমাদের এই আয়োজনের সহযোগিতায় থাকছে চুয়েটের স্বেচ্ছাসেবী সংগঠন Green for Peace এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবে ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন Unseen Section। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই দুই সংগঠনের প্রতিটি মানুষের প্রতি।

সবাই মিলেই সুন্দর এক ইতিহাস তৈরীর প্রতীক্ষায়।

ভ্রমণ হোক পরিচ্ছন্ন। ভ্রমণ হোক আত্নার শান্তির জন্যে।

গাবখান চ্যানেল।এটি মানুষ নির্মিত খাল (সম্ভবত একমাত্র) যা কিনা নেভাল র‍্যুট হিসেবে ব্যবহৃত হয়। ১৯১৮ সালে খনন করা এ খাল ঝা...
06/01/2021

গাবখান চ্যানেল।
এটি মানুষ নির্মিত খাল (সম্ভবত একমাত্র) যা কিনা নেভাল র‍্যুট হিসেবে ব্যবহৃত হয়। ১৯১৮ সালে খনন করা এ খাল ঝালকাঠির সুগন্ধা-বিষখালীর সাথে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটায় ।
এ খালের দৈর্ঘ্য আনুমানিক ১৬ কিলোমিটার। যার কারনে ঢাকা-মংলা কিংবা মংলা-চট্টগ্রাম নৌপথের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার কমে আসে।
নিয়মিত বড়বড় কার্গো চলাচলের জন্যই এই চ্যানেলের উপর দিয়ে যাওয়া গাবখান সেতুই বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু।
আমরা দেশকে জানতে চাই, একসাথে দেশের বিভিন্ন স্থান সম্পর্কে শিখতে চাই।
আমাদের গ্রুপে আপনি চাইলে যুক্ত হতে পারেন। আপনার ভ্রমণ বিষয়ক যেকোন ছবি, গল্প, তথ্য শেয়ার করতে পারেন।
গ্রুপ লিংক- www.facebook.com/groups/roottrekkersbd

ভ্রমণ হোক জীবনকে জানার জন্য। ভ্রমণ হোক আত্নার শান্তির জন্যে।
হ্যাপি ট্রাভেলিং!

আমাদের চন্দ্রনাথ ক্লিনিং ইভেন্টের স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন Unseen Section। কৃত...
05/01/2021

আমাদের চন্দ্রনাথ ক্লিনিং ইভেন্টের স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন Unseen Section।
কৃতজ্ঞতা এবং ভালোবাসা এই সংগঠনের মানুষগুলোর প্রতি।

৮ তারিখ সকালে দেশের যেকোন প্রান্ত থেকে সীতাকুন্ডের নামার বাজার এসে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
ঢাকা থেকে একসাথে যেতে চাইলে যোগাযোগ করুন-
০১৫২১২০৩৮৯১ ( ইয়াজদি ইসলাম অফি)।

এক বছর হয়ে গেল আমাদের বরফের পাহাড়ে ভ্রমন এর। গত বছর এর শুরুটা আমাদের ওয়েস্ট ব্যাংগল এর সবচেয়ে উঁচু পাহাড় সান্দাকফু ট্রেক...
05/01/2021

এক বছর হয়ে গেল আমাদের বরফের পাহাড়ে ভ্রমন এর। গত বছর এর শুরুটা আমাদের ওয়েস্ট ব্যাংগল এর সবচেয়ে উঁচু পাহাড় সান্দাকফু ট্রেক দিয়ে শুরু হয়।
করোনার কারনে এবার আর যাওয়া হয় নি। ইন শা আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার ছুটবো বরফের পাহাড়ে।
১২০০ ফুট বা তার অধিক উচ্চতার পাহাড় এ ট্রেক করা একটা চ্যালেঞ্জ। তার উপর এরকম ঠান্ডা আবহাওয়া। এর জন্য অবশ্যই দরকার পাহাড়ে অভিজ্ঞতা।
আপাতত বাংলাদেশ এর পহাড় ঝরনা ট্রেক করেই নিজেকে ঝালিয়ে নিতে হবে। আমরা ১৪ জানুয়ারি যাচ্ছি কেওক্রাডং ট্রেক করতে।
বিস্তারিত নিচের লিংকে
https://fb.me/e/1ZnRH92Ld

আমাদের এই বছরের প্রথম ট্রিপ আগামী ৭ জানুয়ারি চন্দ্রনাথ ক্লিনিং।নন-কমার্শিয়াল এ ট্রিপে আমাদের পাশে পাচ্ছি চুয়েটের স্বেচ্ছ...
05/01/2021

আমাদের এই বছরের প্রথম ট্রিপ আগামী ৭ জানুয়ারি চন্দ্রনাথ ক্লিনিং।

নন-কমার্শিয়াল এ ট্রিপে আমাদের পাশে পাচ্ছি চুয়েটের স্বেচ্ছাসেবী সংগঠন Green for Peace কে।
গ্রীন ফর পিসের প্রতি থাকলো কৃতজ্ঞতা।
৮ তারিখ সকালে সীতাকুন্ডের নামার বাজার এসে দেশের যেকোন প্রান্ত থেকে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
ঢাকা থেকে একসাথে যেতে চাইলে যোগাযোগ করুন-
০১৫২১২০৩৮৯১ ( ইয়াসদি ইসলাম অফি)।

04/01/2021

যারা মৌখিক ভাবে কনফার্ম করেছিলেন, দ্রুত কনফার্ম করে ফেলুন। আমাদের অল্প কিছু সিট বাকি আছে কেওক্রাডং ট্রীপ।
ইভেন্ট লিংক- RTB এর সাথে বগালেক-কেওক্রাডং ভ্রমন (৫৪০০ টাকা)

তাছাড়া সামনে আছে আমাদের মারায়নতং ক্যাম্পিং ট্রীপ।মারায়নতং ক্যাম্পিং (৩ রাত ২ দিন)- ৩৯৯৯ টাকা মাত্র।

পাহাড়ের সাথে এই মাসে থাকছে সেইন্ট মার্টিনের একটি ট্রীপ সেইন্ট মার্টিন দ্বীপে সমুদ্র স্নান ৪ রাত ৩ দিন ৬৫৯৯ টাকা মাত্র

নোহ কা লিকাই ঝর্না!(ভয়ঙ্কর সুন্দর ঝর্না ও এর পেছনের আত্মহননের কাহিনী) ওয়ার্ল্ড ওয়াটারফল ডাটাবেজ এর মতে, এটি ভারতের ৩য় সর...
04/01/2021

নোহ কা লিকাই ঝর্না!
(ভয়ঙ্কর সুন্দর ঝর্না ও এর পেছনের আত্মহননের কাহিনী)

ওয়ার্ল্ড ওয়াটারফল ডাটাবেজ এর মতে, এটি ভারতের ৩য় সর্বোচ্চ ঝর্না ও বিশ্বের ৪র্থ সর্বোচ্চ। এর অবস্থান উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিলস জেলার চেরাপুঞ্জি তে । এর উচ্চতা ১১১৫ ফুট বা ৩৪০মিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০৬৫ ফুট উঁচু।

এই ঝর্না টা দেখার জন্য আপনাকে বেশ কসরত করতে হবে, কারন এটা আপনার সাথে লুকোচুরি খেলবে। আপনার ভাগ্য সহায় হলে ঝর্নার কাছে গিয়ে সাথে সাথেই দেখতে পারবেন দৈত্যাকার এই ঝর্নাকে, আর ভাগ্য সহায় না হলে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও হতাশ হয়ে ফিরে যেতে হতে পারে, এর কারন ভরা মৌসুমে ঝর্না ও এর আশেপাশের এলাকা দিনের একটা উল্লেখযোগ্য সময় পর্যন্ত থাকে মেঘে ঢাকা। এজন্যই ঝর্না ও এর আশেপাশের এলাকাকে বলা হয় "The Wettest place on earth"।
নাম শুনেই বুঝতে পারছেন, কি রকম শীতল একটা জায়গা, যেন এখুনি শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা অনুভূতি বয়ে গেল।
ধরুন আপনি ঝর্নার পাশে হাঁটছেন প্রখর সূর্যালোক, খানিক পরেই দেখবেন ভোজবাজির মত বিশাল বিশাল পেঁজা তুলোর মত মেঘ আপনাকে ছেয়ে ফেলেছে, এমনকি আপনি ২ফুট দূরের কিছুও দেখতে পাচ্ছেন না, ঠিক তখন যদি ঝর্নার দিকে তাকান দেখবেন ঝর্না উধাও।
আর যদি একদম কাছ পর্যন্ত যান তাহলে প্রচন্ড গর্জনে কানে তালা লেগে যাওয়ার উপক্রম হবে, এতটাই দানবীয় এই ঝর্না।

এবার আসি এই ঝর্নার নামকরনের পেছনের গল্পে ।

Noh ka likai ( jump of ka likai)

খাসিয়া ভাষায় নোহ কালি কাই এর বাংলা অনুবাদ করলে দাঁড়ায় "কা লিকাই এর লাফ দেওয়া" ।

চেরাপুঞ্জির ছোট গ্রাম রাংজিরতাহ, সেখানে বাস করতো একটা মেয়ে যার নাম লিকাই, খাসিয়া ভাষায় মেয়েদের নামের আগে টাইটেল হিসেবে ব্যবহার করা হয় "কা"। তাই মেয়েটার পুরো নাম দাড়াচ্ছে কা লিকাই। স্বামী ও এক সন্তান নিয়ে সুখেই কাটতো লিকাই এর দিন। এরপর হঠাৎ একদিন লিকাই এর স্বামী মারা যায়। সন্তান কে নিয়ে অথৈ সমুদ্রে পড়ে লিকাই। নিজের ও মেয়ের জীবনের কথা চিন্তা করেই লিকাই আবার বিয়ে করে এবং পাশাপাশি পাহাড়ি এলাকায় পোর্টারের কাজ নেয়। তার কাজ ঘাড়ে বস্তা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা। তো নতুন কাজ ও সন্তান সামলানোর মধ্যে লিকাই সময় বের করতে পারেনা নতুন স্বামীর সাথে রোমান্স করার। কিছুদিন এভাবে যাওয়ার পর, তার স্বামী এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারেনা। যেহেতু সারাদিন কাজ করে এসে লিকাই সন্তান কে পুরোটা সময় দেয়, তাকে সময় দেয়না তাই তার স্বামী সিদ্ধান্ত নেয় লিকাই এর সন্তান কে মেরে ফেলবে।
যেই ভাবা সেই কাজ, সেই পাষণ্ড স্বামী লিকাই এর সন্তানকে হত্যা করে এবং হত্যার পর পাশবিক ভাবে সেই সন্তানকে কেটে রান্না করে আর সেই রান্না করা খাবার লিকাই এর জন্য রেখে যায় বাসায়।
লিকাই সারাদিন পর ক্ষুধার্ত হয়ে বাসায় আসে, তার সন্তান কে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করে, এরপরেও না পেয়ে সে ভাবে আগে খাওয়া দাওয়া করে নেই, তারপর ভালোমত খুঁজবো। এইভেবে সে খাওয়া শুরু করে। খেতে খেতে এক সময় সে খাবারে একটা ছোট্ট হাতের আঙুল পায়, এরপর আর কিছু বুঝতে বাকি থাকেনা লিকাই এর। আর আদরের সন্তান এর মর্মান্তিক পরিণতি আর তার এই ভয়াবহ দুঃখ কষ্ট সইতে না পেরে পাহাড় থেকে লাফ দিয়ে লিকাই আত্মহত্যা করে। লোকমুখে শোনা যায়, বর্তমানে আমরা যেই ঝর্না কে নোহ কা লিকাই নামে চিনি সেই ঝর্না থেকেই লাফিয়ে পড়ে লিকাই, এরপর থেকে এই নির্মম ঘটনার প্রেক্ষিতে ঝর্নার নাম হয় " Noh ka likai"

ছবি ও লেখাঃ Root Trekkers BD

Address

Dhaka
1217

Telephone

+8801716345209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Root Trekkers BD - RTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Root Trekkers BD - RTB:

Videos

Share

Category