Shukriya Travels & Tour's

Shukriya Travels & Tour's অসহায় ও সমাজের দরিদ্র মানুষের কল্যাণে?
(1)

22/10/2024

সুখবর"
যারা ইতালির ভিসার জন্য পাসপোর্ট এম্বাসিতে জমা দিয়ে দীর্ঘদিন অপেক্ষায় আছেন এবং অনিশ্চিত হয়ে গেছেন, তাদের নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে ভিসা সহ পাসপোর্ট হাতে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
01711-004367.

🔥🔥লিথুনিয়া ওয়ার্ক ভিসা🔥🔥 👉 কাজের ধরন - কনস্ট্রাকশন কোম্পানির কাজ বা ফ্যাক্টরি বা শিপইয়াড👉 বেসিক বেতন -৯০০ - ১০৬০ ইউরো👉 ...
27/09/2023

🔥🔥লিথুনিয়া ওয়ার্ক ভিসা🔥🔥
👉 কাজের ধরন - কনস্ট্রাকশন কোম্পানির কাজ বা ফ্যাক্টরি বা শিপইয়াড
👉 বেসিক বেতন -৯০০ - ১০৬০ ইউরো
👉 থাকা এবং মেডিকেল সুবিধা কোম্পানি দিবে, খাওয়া নিজের
👉 বয়স ১৮-৪৯ বছর
👉 ২ বসরের TRC কার্ড
👉 প্রসেসিং সময় ২-৩ মাস

প্রয়োজনীয় ডকুমেন্টস
👉 মূল পাসপোর্ট ও ছবি
(পুলিশ ক্লিয়ারেন্স এম্ব্যাসি ফেস করার সময় লাগবে)

👉 VFS/এম্বেসী ফেসের জন্য ইন্ডিয়া আসা-যাওয়া, থাকা-খাওয়ার খরচ যাত্রি বহন করবে

বি দ্রঃ যারা ইন্ডিয়াতে অবস্থান করছে বা ইন্ডিয়ার ভিসা এবং পুলিশ ক্লিয়ারেন্স করা আছে তাদের এক সপ্তার ভিতর আর্জেন্ট পার্মিট এনে ১৫-৩০ দিনের মধ্যে VFS/এম্বেসীতে ফাইল জমা করে দেওয়া হবে।

https://www.ittefaq.com.bd/abroad/271444/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%...
16/09/2021

https://www.ittefaq.com.bd/abroad/271444/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%B2

বাংলাদেশিদের জন্য ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি তবে ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মানতে ....

Alhamdulillah,,,  again success of Romania Visa.Congratulations to French Sabuj, akter, Chamak Bhaduri.....
01/08/2021

Alhamdulillah,,, again success of Romania Visa.
Congratulations to French Sabuj, akter, Chamak Bhaduri.....

Visa Process:🇹🇩Romania🇹🇩Payment after VisaWhatsApp: + 880 1870-940919
24/07/2021

Visa Process:
🇹🇩Romania🇹🇩
Payment after Visa
WhatsApp:
+ 880 1870-940919

দেশে এখন মহামারী করোনা ভাইরাস,তাই আসুন আমরা সকলে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করি। সকলকে জানাই ঈ...
19/07/2021

দেশে এখন মহামারী করোনা ভাইরাস,তাই আসুন আমরা সকলে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করি। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।

🇦🇱  আলবেনিয়া🇦🇱 আলবেনিয়া 🇦🇱আলবেনিয়া 🇦🇱     🇧🇩 শুকরিয়া ট্রাভেলস এন্ড ট্যুরস 🇧🇩✅মালেশিয়া,দুবাই,কাতার,কুয়েত,সৌদি আরব,সিংগাপ...
18/07/2021

🇦🇱 আলবেনিয়া🇦🇱 আলবেনিয়া 🇦🇱আলবেনিয়া 🇦🇱
🇧🇩 শুকরিয়া ট্রাভেলস এন্ড ট্যুরস 🇧🇩
✅মালেশিয়া,দুবাই,কাতার,কুয়েত,সৌদি আরব,সিংগাপুর ও সাউথ আফ্রিকা থেকে রোমানিয়া ও পোল্যান্ডের ভিসা করা হয়।

🔰ভিসা হওয়ার পর টাকা🔰
🔰আলবেনিয়া থেকে ইতালি,গ্রিসের ট্রানজিট 🔰

👉ওয়ার্ক পারমিট ভিসা 👈

👉কাজের ক্যাটাগরিঃ
➡️কনস্ট্রাকশন লেবার।

✅এক বছরের ওয়ার্ক পারমিট (পরবর্তীতে নবায়ন করা হবে)
✅খাওয়া নিজ
✅ থাকা কোম্পানির
✅ডিউটি ৮ঘন্টা
✅ওভার টাইমের সুযোগ
✅বেতন: ৪০০ইউরো

👉ভিসা প্রসেসিং সময়ঃ মাএ ২০দিন👈

🔰প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :🔰

✅অরজিন্যাল পাসপোর্ট ও স্ক্যান কপি।
✅পাসপোর্ট সাইজ ফটো ব্যাকগ্রাউন্ড সাদা।
✅পুলিশ ক্লিয়ারেন্স যদি করা থাকে ভালো,না থাকলে পরে দিলে হবে।
✅শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে তার কপি।
✅কাজের অভিজ্ঞতার সনদ যদি থাকে।
✅ভোটার আইডির কপি।

📳মোবাইলঃ ০১৭১১-০০৪৩৬৭(ওয়াটসএপ) ০১৯২৫৯৩২৫২২( ইমু),

16/07/2021

ব্যতিক্রম বিশ্ব ব্যক্তিত্ব "ওয়ারেন বাফেট"
ওয়ারেন বাফেট। এক সময় মুদি দোকানে কাজ করতেন। ছিলেন হকার। বিক্রি করতেন সংবাদপত্র। এখন দুনিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী। বর্তমানে ৬৩টি কোম্পানির মালিক। এ পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি ডলার দান করেছেন বিভিন্ন দাতব্য সংস্থায়। তারপরও তিনি ৪ হাজার কোটি ডলারের মালিক। এখন তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অনেক বিশেষণ। মার্কিন বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং লোকহিতৈষী বলে পরিচিতি পেয়েছেন। অনেকে তাকে ‘মিরাকল অব ওমাহা’ নামে ডাকেন। এত বিত্তবেসাতের মালিক হয়েও তার মধ্যে নেই কোন বিলাসিতা।

জীবন যাপন করেন অতি সাধারণ মানের। ৫০ বছর আগে বিয়ের পরে ৩ বেডরুমের যে বাড়িটি কিনেছিলেন এখনও সেখানেই বাস করেন। এমনকি বাড়িটির চারপাশে নেই কোন আলাদা প্রাচীর। তিনি বলেন, আমার যা কিছু দরকার তার সবই আছে এখানে। বিশ্বের এত বড় ধনী, তার বাসার চারদিকে নেই কোন বেড়া বা সীমানা প্রাচীর। এ বিষয়ে তার পরামর্শ হলো- প্রকৃতপক্ষে আপনার যতটুকু দরকার তার বেশি কিছু কিনবেন না। আপনার সন্তানদেরও এমনটা ভাবতে ও করতে শেখান। নিজের গাড়ি তিনি নিজেই চালান। তার আছে বিশ্বের সবচেয়ে বড় জেট কোম্পানি। কিন্তু ভ্রমণ করেন সাধারণ মানুষের সঙ্গে ইকোনমিক ক্লাসে। অনেকেই ভাবতে পারেন, এটা অসম্ভব। কিন্তু তিনি তা প্রমাণ করে দেখিয়েছেন। সমপ্রতি তিনি সিএনবিসি-কে এক ঘণ্টার একটি সাক্ষাৎকার দেন। সেখানে তুলে ধরেছেন জীবনের উত্থান কাহিনী। তার মতে, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য নিজেকে আগে স্থির করতে হয় তার লক্ষ্য। তিনি এমনই এক লক্ষ্য নিয়ে মাত্র ১১ বছর বয়সে প্রথম শেয়ার কিনেছিলেন। তারপরও তিনি মনে করেন এ ব্যবসায় আসতে তার অনেক দেরি হয়ে গেছে। আরও আগে ব্যবসা শুরু করা উচিত ছিল। তাই তার পরামর্শ আপনার সন্তানকে বিনিয়োগে উৎসাহিত কর্বন। সংবাদপত্র বিক্রি করা অর্থ দিয়ে তিনি মাত্র ১৪ বছর বয়সে ছোট্ট একটি ফার্ম কেনেন। তার মতে, অল্প অল্প করে জমানো অর্থ দিয়ে যে কেউ কিনতে পারেন অনেক কিছু। সেজন্য সন্তানদের তিনি কোন না কোন ব্যবসায় নিয়োজিত করার পরামর্শ দেন।

১৯৩০ সালের ৩০শে আগস্ট নেবরাসকা’র ওমাহা এলাকায় জন্মগ্রহণ করেন এই বরেণ্য ব্যক্তি। তার পিতার নাম হাওয়ার্ড বাফেট। ওয়ারেন হলেন তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। শৈশবে কাজ করেছেন মুদির দোকানে । মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে তিনি জমা দেন আয়কর রিটার্ন। সেখানে তিনি নিজেকে সংবাদপত্র বিলিকারী হিসেবে পরিচয় দেন। তার পিতা হাওয়ার্ড যুক্তরাষ্ট্র কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন। এর পর তিনি পড়াশোনা করেন ওয়াশিংটনের উডরো উইলসন হাই স্কুলে। ১৯৪৫ সালে তিনি হাই স্কুলে থাকতেই এক বন্ধুর সঙ্গে ব্যবহার করা একটি পিনবল মেশিন কেনেন মাত্র ২৫ ডলারে। মেশিনটি বসানোর মতো জায়গা ছিল না তাদের। তারা এক নাপিতের দোকানের ভেতরে তা বসিয়ে দিলেন। এর মাত্র কয়েক মাসের মাথায় তারা বিভিন্ন স্থানে বসালেন একই রকম তিনটি মেশিন। এভাবেই তার ব্যবসায় যাত্রা শুর্ব। তিনি ১৯৫০ সালে ইউনিভার্সিটি অব নেবরাসকা থেকে অর্থনীতিতে অর্জন করেন বিএস ডিগ্রি। ১৯৫১ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এমএস হন। ১৯৫১ থেকে ’৫৪ পর্যন্ত বাফেট-ফক অ্যান্ড কো.-তে ইনভেস্টম্যান সেলসম্যান হিসেবে চাকরি করেন।

নিউ ইয়র্কে গ্রাহাম-নিউম্যান করপোরেশনে সিকিউরিটি এনালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৫৪ থেকে ’৫৬ পর্যন্ত। এছাড়া তিনি বাফেট পার্টনারশিপ লি., বার্কশায়ার হ্যাথাওয়ে ইনস্যুরেন্সসহ বিভিন্ন সংস্থায় চাকরি করেছেন। এর বেশির ভাগই তার নিজের। ১৯৬২ সালে তিনি পরিণত হন মিলিয়নিয়ারে। বার্কশায়ার হ্যাথাওয়ে হলো একটি টেক্সটাইল কারখানা। এখানকার প্রতিটি শেয়ার তিনি ৭.৬০ ডলারে জনগণের মাঝে ছেড়ে দেন। এক পর্যায়ে ১৯৬৫ সালে প্রতি শেয়ারের বিপরীতে কোম্পানি ১৪.৮৬ ডলার দেয়। এর মধ্যে ফ্যাক্টরি এবং সরঞ্জাম দেখানো হয়নি। এরপর তিনি বার্কশায়ার হ্যাথাওয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে কেন চেস-এর নাম ঘোষণা করেন। ১৯৭০ সালে তিনি শেয়ার হোল্ডারদের কাছে বিশেষভাবে পরিচিত চিঠি লেখা শুর্ব করেন। শেয়ারহোল্ডারদের কাছে এ চিঠি ভীষণ জনপ্রিয়তা পায়। এ সময়ে বেতন হিসেবে তিনি বছরে পেতেন ৫০ হাজার ডলার। ১৯৭৯ সালে তার বার্কশায়ার হ্যাথাওয়ে প্রতি শেয়ারের জন্য ৭৭৫ ডলার দিয়ে ব্যবসা করতে থাকে। এই শেয়ারের দাম ১৩১০ ডলার পর্যন্ত ওঠে। এ সময়ে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬২ কোটি ডলার। এর ফলে ফরবিস ম্যাগাজিনে প্রথমবারের জন্য তিনি ফরবিস ৪০০-তে স্থান পান। ২০০৬ সালের জুনে তিনি ঘোষণা দেন যে, তিনি বার্কশায়ার হোল্ডিংয়ের শতকরা ৮৫ ভাগ বার্ষিক উপহার হিসেবে পাঁচটি ফাউন্ডেশনে দিয়ে দেবেন এবং তা শুরু হবে জুলাই থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ দেয়া হয় বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে। ২০০৭ সালে তিনি শেয়ারহোল্ডারদের উদ্দেশে এক চিঠিতে জানান, শিগগিরই তিনি একজন তরুন উত্তরসূরি নিয়োগ দিতে লোক খুঁজছেন। ২০০৮ সালে তিনি বিল গেটসকে হটিয়ে নিজে হন বিশ্বের সবচেয়ে ধনী। ফরবিসের মতে, তখন তার সম্পদের পরিমাণ ৬ হাজার ২০০ কোটি ডলার। তবে ইয়াহু’র মতে তার তখনকার সম্পদের পরিমাণ ৫ হাজার ৮০০ কোটি ডলার। এর আগে পর পর ১৩ বছর ফরবিস ম্যাগাজিনের হিসাবে বিশ্বের এক নম্বর ধনী ছিলেন বিল গেটস। এর পর ২০০৯ সালে গেটস তার শীর্ষস্থান পুনর্বদ্ধার করেন। দ্বিতীয় স্থানে চলে আসেন ওয়ারেন বাফেট। ২০০৮ থেকে ২০০৯ অর্থবছরে ওয়ারেন বাফেট লোকসান করেছেন ১২০০ কোটি ডলার।

ব্যক্তিগত জীবন ওয়ারেন বাফেট ১৯৫২ সালে বিয়ে করেন সুসান থম্পসনকে। তাদের রয়েছে তিন সন্তান- সুসান বাফেট, হাওয়ার্ড গ্রাহাম বাফেট এবং পিটার বাফেট। ২০০৪ সালের জুলাই মাসে স্ত্রী সুসান মারা যান। এর আগে ১৯৭৭ সাল থেকে তাদের বিচ্ছেদ না ঘটলেও তারা আলাদা বসবাস করতেন। তাদের মেয়ে সুসান ওমাহাতে বসবাস করেন। তিনি সুসান এ. বাফেট ফাউন্ডেশন-এর মাধ্যমে সেবামূলক কাজ করেন। ওয়ারেন বাফেট ২০০৬ সালে ৭৬তম জন্মদিনে বিয়ে করেন তার দীর্ঘ দিনের সঙ্গী অ্যাস্ট্রিড মেনঙকে। ২০০৬ সালে ওয়ারেন বাফেটের বার্ষিক বেতন ছিল ১ লাখ ডলার। ২০০৭ ও ২০০৮ সালে তার বেতন বেড়ে হয় ১ লাখ ৭৫ হাজার ডলার। ওমাহা এলাকার ডান্ডিতে তিনি ৩১ হাজার ৫০০ ডলার দিয়ে বর্তমান বাড়িটি কিনেছিলেন। এর বর্তমান দাম ৭ লাখ ডলার। এছাড়া ক্যালিফোর্নিয়ার লেগুনা বিচে রয়েছে তার ৪০ লাখ ডলার দামের একটি বাড়ি।

তিনি খুব ভাল তাস খেলতে জানেন। তাস খেলেন শ্যারন ওসবার্গ ও বিল গেটসের সঙ্গে। সপ্তাহে ১২ ঘণ্টা কাটে তার তাস খেলে। ২০০৬ সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয় যে, ওয়ারেন কোন মোবাইল ফোন ব্যবহার করেন না। তাছাড়া তার ডেস্কে নেই কোন কম্পিউটার। তার কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে এখন ৬৩টি কোম্পানির মালিক। এসব কোম্পানির প্রধান নির্বাহী অফিসারকে তিনি বছরে মাত্র একটি চিঠি লেখেন। তাতে সারা বছরের কর্মকৌশল বলে দেয়া থাকে। নিয়মিত তাদেরকে নিয়ে তিনি মিটিং করেন না। এজন্য তার পরামর্শ হলো- ঠিক জায়গায় ঠিক ব্যক্তিকে নির্বাচিত কর্বন। অর্থাৎ ঠিক জায়গায় ঠিক ব্যক্তিকে নিয়োগ করা হলে তাকে কাজের কথা বলে দিতে হয় না। ওয়ারেন বাফেট তার নির্বাহীদের দু’টি মাত্র নিয়ম বলে দিয়েছেন। তার প্রথমটি হলো- শেয়ারহোল্ডারদের অর্থ নষ্ট করো না। দ্বিতীয় নিয়মটি হলো- প্রথম নিয়মকে ভুলে যাবে না। লক্ষ্য স্থির করো এবং সেদিকে লোকের দৃষ্টি কাড়তে চেষ্টা করো।

তার জীবনধারাকে স্পর্শ করেনি সমাজের উচ্চশ্রেণীর সামাজিকতা। তিনি নিজেই নিজের খাবার তৈরি করেন। কিছু পপকর্ন নিজেই প্রস্তুত করে খান এবং বাসায় বসে টেলিভিশন দেখেন। তার সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী বিল গেটসের পরিচয় হয় মাত্র ৫ বছর আগে। তখনও বিল গেটস জানতেন না যে, ওয়ারেনের সঙ্গে তার অনেকটাই মিল আছে। ফলে মাত্র আধা ঘণ্টা পর তিনি ওয়ারেনের সঙ্গে দেখা করেন। যখন ওয়ারেনের সঙ্গে তার দেখা হয় তা স্থায়ী হয়েছিল দশ ঘণ্টা। এর পর থেকেই তার ভক্ত হয়ে যান বিল গেটস।

যুব সম্প্রদায়ের জন্য ওয়ারেন বাফেটের পরামর্শ হলো- ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন থেকে দূরে থাকুন। নিজের যা আছে তাই বিনিয়োগ করুন। মনে রাখবেন- ক) টাকা মানুষ সৃষ্টি করে না। কিন্তু মানুষ টাকা সৃষ্টি করে। খ) যতটা সম্ভব জীবনধারাকে সহজ-সরল করার চেষ্টা করুন। গ) অন্যরা যা বলে তাই করবেন না। তাদের কথা শুনুন। তারপর আপনার যা ভাল মনে হয় তাই করুন। ঘ) অপ্রয়োজনীয় কোন বিষয়ে অর্থ খরচ করবেন না। ঙ) জীবন আপনার। সেজন্য আপনার জীবনকে চালাতে অন্যদের কেন সুযোগ দেবেন?

কমিশনার জোহানসন বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ও রোমানিয়াকে শেঞ্জেনে যোগ দিতে চান জুলাই 8, 2021 ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র...
14/07/2021

কমিশনার জোহানসন বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ও রোমানিয়াকে শেঞ্জেনে যোগ দিতে চান

জুলাই 8, 2021

ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা জোহানসন বলেছেন, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এবং রোমানিয়াকে সীমান্তহীন অঞ্চলে জায়গা দেওয়ার অনুমতি দিয়ে শেহেনজেন অঞ্চলটি সম্পন্ন করা উচিত।

তার মতে, এই গ্রীষ্মটি "আমাদের পুরোপুরি চলাফেরার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং শেইংজেনকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য অনুপ্রাণিত করে যাতে আমাদের বাচ্চারা যে কোনও সময় এবং যে কোনও জায়গায় যে কোনও জায়গায় কাজ করতে, পড়াশোনা করতে এবং ভ্রমণ করতে পারে," শেহেঞ্জেনভিসাআইএনফো। কম রিপোর্ট।

জোহানসনের মন্তব্য স্লোভেনীয় এমইপি তানজা ফাজান (এস অ্যান্ড ডি) দ্বারা আঁকানো শেঞ্জেন সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের বিতর্কের সময় এসেছিল।

কমিশনার জোর দিয়েছিলেন যে করোনাভাইরাস মহামারীটির আরও ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য আরোপিত অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণগুলি বাতিল করে শেঞ্চেন জোন পুনরায় প্রতিষ্ঠা করা উচিত।

“ভাইরাসটি আসল বিপদ, তবে দেশীয় সীমান্তের চেকগুলি থামেনি এবং ভাইরাসটি থামবে না। ইউরোপীয় সংসদে জোহানসন হাইলাইট করেছেন, কেবল একটি সমন্বিত পদক্ষেপই এই সঙ্কট কাটিয়ে উঠতে আমাদের সহায়তা করবে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য তানজা ফাজন ২০১৫ সালের পর বিশেষত করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে রিপোর্টে শেনজেন জোন দেশগুলির দ্বারা সীমান্ত চেকগুলির পুনরাবৃত্তি প্রবর্তনের প্রতিবেদনে তুলে ধরেছিলেন।

“শেহেনজেন অঞ্চলটি এখন পুরোপুরি কার্যকরী হওয়া উচিত, যদিও বাস্তবে এটি সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্থ। এটিকে অপারেট করে বাঁচিয়ে রাখা হয়েছে, "স্লোভেনীয় এমইপি এই বিষয়ে উল্লেখ করেছে।

ফাজন বলেছিলেন যে যে দেশগুলি সীমান্ত চেকগুলি অযৌক্তিক উপায়ে কার্যকর করে তাদের অতিরিক্ত পদক্ষেপের বিষয় হতে হবে।

শেঙ্গেন এরিয়াতে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এবং রোমানিয়ার সংযোগ সম্পর্কে তিনি বলেন, "আমরা এমন ইউরোপকে মেনে নিই না যা দুটি ভিন্ন স্তরে কাজ করে।"

ইউরোপীয় কমিশন অবিচ্ছিন্নভাবে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এবং রোমানিয়াকে শেঞ্জেন জোনে যোগদানের প্রয়োজন করেছে।

মে মাসে জোহানসন বলেছিলেন যে তিনি চান যে বুলগেরিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়া সীমান্তহীন অঞ্চলে যোগ দিতে পারে এবং জোর দিয়েছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের শিেনজেনকে আপডেট ও শক্তিশালী করা দরকার।

তত্ক্ষণাত্, জোহানসন জোর দিয়েছিলেন যে একবার করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের পরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির তাদের সীমানা খুলতে হবে। তবে, এই তিনটি ইউরোপীয় দেশকে শেঞ্জেন জোনে যোগদানের বিষয়টি নেদারল্যান্ডস এবং ফ্রান্সের মতো দেশগুলি "আইনের উদ্বেগের নিয়মের কারণে" সমর্থন করে না।

২০০ 2007 সালে রোমানিয়া এবং বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের অংশ হয়ে উঠল, তবে আইন সংক্রান্ত উদ্বেগের নিয়ম উভয় দেশকে এ পর্যন্ত শেনজেন এরিয়ার সদস্য হতে বাধা দিয়েছে। একই সমস্যার মুখোমুখি ক্রোয়েশিয়া, যা ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল, কিন্তু এটি এখনও সীমান্তহীন অঞ্চলের সদস্য নয়।

Romania, Bulgaria, Croatia, 'join Schengen' call by EU Parliament😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆The final decision on Schengen-zone acc...
14/07/2021

Romania, Bulgaria, Croatia, 'join Schengen' call by EU Parliament
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
The final decision on Schengen-zone accession is more of a political one and must be taken unanimously by all members of the European Council (Photo: Frontex)
By CRISTIAN GHERASIM

BUCHAREST, 12. JUL, 07:02
Romania and Bulgaria should receive full membership of the passport-free Schengen zone, according to the European Parliament.

The request was included in the European Parliament's annual report on the functioning of the Schengen area.

That report, which received overwhelming support from MEPs (505 votes for, 134 against, and 54 abstentions), also stated that Croatia meets all technical requirements to be part of the controls-free travel area.

"Further to its numerous requests for the full application of the provisions of the Schengen acquis in Bulgaria and Romania, urges the Council to honour its commitment and take an immediate decision on the abolition of checks at internal land, sea and air borders and thus allow those member states to rightfully join the area of free movement without internal border controls; is prepared, when consulted by the council in accordance with Article 4 of the Act of Accession, to express its opinion on the full application of the provisions of the Schengen acquis in Croatia", according to the full text of the relevant part of the report.

Earlier this month, the EU Commission also made a similar request, when proposing a strategy towards a stronger and more resilient Schengen zone.

The commission called on the European Council to decide for the abolition of controls for Romania, Bulgaria, Croatia, and their integration into the Schengen area.

The final decision on Schengen-zone accession is more of a political one and must be taken unanimously by all members of the European Council, the EU body made up of the heads of state or government of all EU member countries.

This usually comes after the commission vets certain technical criteria and the parliament greenlights the procedure.

Bulgaria and Romania's bid to join the control-free travel area, however, has been a bumpy ride.

After it was approved by the European parliament in June 2011, the Council of Ministers rejected it in September that year - with the French, Dutch, and Finnish governments citing concerns on shortcomings in anti-corruption measures and in the fight against organised crime.

While France switched to backing Romania's bid, opposition continued from Germany, Finland and the Netherlands.

In 2018 the European parliament voted for a resolution in favour of accepting both countries, requesting that the council "act swiftly" on the matter.

Similar to Bulgaria and Romania, Croatia is also legally-bound to join the Schengen area - but with no clear deadline in sight.

Six years after joining the EU, Croatia received commission backing to join Schengen, with the European parliament confirming this month that the country met all requirements.

In Romania, officials say the country has been ready for years to join Schengen. Prime minister Florin Cîtu said Romania has been ready to enter Schengen since 2011, but that he hopes that in 2021 this will actually happen.

Croatia's prime minister Andrej Plenković, on the other hand, mentioned the second half of 2024 as a reasonable date for its country to join the Schengen zone.

Technically, the Schengen zone is the area now comprising 26 European countries - mostly EU, but also four non-EU member states - that have officially abolished all passport and other types of border-control at their mutual borders.

The European parliament report also referenced internal border controls set up both in response to the Covid-19 pandemic but also other hurdles reintroduced since 2015, urging that the Schengen zone quickly restore full

আগামীকাল রবিবার (১১ জুলাই) প্রবাসী কল্যাণ ব্যাংক বন্ধ থাকবে বিধায় রেজিষ্ট্রেশন এর জন্য আগমনে ইচ্ছুক সকল এমআরপি পাসপোর্টধ...
12/07/2021

আগামীকাল রবিবার (১১ জুলাই) প্রবাসী কল্যাণ ব্যাংক বন্ধ থাকবে বিধায় রেজিষ্ট্রেশন এর জন্য আগমনে ইচ্ছুক সকল এমআরপি পাসপোর্টধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের নগদ/বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিএমইটি রেজিষ্ট্রেশন ফি ২০০ টাকা জমা প্রদান করে পাসপোর্টের কপি, ভিসার কপি, ফিল আপ করা নির্ধারিত ফরম জমা দেয়ার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি ই-পাসপোর্টধারী কর্মীদের রবিবার আসতে নিষেধ করা হচ্ছে এবং সোমবার থেকে রেজিষ্ট্রেশন এর জন্য আসতে অনুরোধ জানানো হচ্ছে। কোন প্রকারেই ক্যাশ টাকা জমা দিয়ে রেজিষ্ট্রেশন করার সুযোগ নেই বলে ব্যাংক থেকে জানানো হয়েছে।

সূত্র: জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকা।

12/07/2021

যে খবরের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ভিসা প্রত্যাশি যুবকেরা।

✈️🇨🇦 কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 🇨🇦✈️     🇧🇩 শুকরিয়া ট্রাভেলস এন্ড ট্যুরস 🇧🇩👋কোন এ্যাডভান্স দিতে হবে না।ভিসা হওয়ার পর👋 টা...
07/07/2021

✈️🇨🇦 কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 🇨🇦✈️
🇧🇩 শুকরিয়া ট্রাভেলস এন্ড ট্যুরস 🇧🇩

👋কোন এ্যাডভান্স দিতে হবে না।ভিসা হওয়ার পর👋 টাকা।

👉ভিসা প্রসেসিং সময়ঃ মাএ ৩ মাস👈

😃প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ : 😃

☑️অরজিন্যাল পাসপোর্ট ও স্ক্যান কপি।
☑️পাসপোর্ট সাইজ ফটো ব্যাকগ্রাউন্ড সাদা।
☑️পুলিশ ক্লিয়ারেন্স যদি করা থাকে ভালো,না থাকলে পরে দিলে হবে।
☑️শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে তার কপি।
☑️কাজের অভিজ্ঞতার সনদ।
☑️ভোটার আইডির কপি।

📞মোবাইলঃ০১৭১১-০০৪৩৬৭(ওয়াটসএপ/ইমু) ০১৯২৫-৯৩২৫২২( ইমু),০১৮৭০-৯৪০৯১৯

04/07/2021

বাংলাদেশ এই প্রথম সম্পূর্ণ নির্ভেজাল ও বিশ্বস্ততার স্বীকৃতি দিয়ে আপনার ভিসার কাজ করে দেওয়া হয়, এবং আপনাদের ভিসা হাতে পাওয়ার পর, আপনি নিশ্চয়ই বলবেন শুকরিয়া, অতঃপর শুকরিয়া ট্রাভেল এন্ড ট্যুরসই আপনার বিশ্বস্ত। খুব শীঘ্রই হাজির হচ্ছি
🎢 Europe Schengen visa.

✈️ Singapore, Malaysia, China, Thailand Etc
Tourist visa.

🕋 Saudi Arab, Dubai, Malaysia, Singapore, Etc Work permit visa.

🌉 Europe Work permit visa.

Address

Dhaka
1361

Telephone

+8801711004367

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shukriya Travels & Tour's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shukriya Travels & Tour's:

Videos

Share

Category