Right Air Aviation

Right Air Aviation Ticketing & Travel Agency Don't Hesitate to contract with me

17/10/2024

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ!

🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না।
১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা।অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।
২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।

৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।
৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭ মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।
৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)
৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।
১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।
১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় অইখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে।এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যেই শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।

12/10/2024

13/07/2024
Fly Italy with Biman from 26 March 2024
14/02/2024

Fly Italy with Biman from 26 March 2024

রমজানের ওমরা প্যাকেজ ১১৫০০০(
02/02/2024

রমজানের ওমরা প্যাকেজ ১১৫০০০
(

14/11/2023

সিলেটের ভাইয়েরা যা শুরু করছে ওদের জন্য মনে হচ্ছে কানাডা ও ইউ কের ভিসা বন্ধ হয়ে যাবে।

04/11/2023

Hot sale offer

CGP - MCT OMAN AIR 06-Nov-2023
CGP - MCT SALAM AIR 09-Nov-2023
CGP - MCT OMAN AIR 10-Nov-2023
CGP - MCT OMAN AIR 12-Nov-2023
CGP - MCT OMAN AIR 13-Nov-2023
CGP - MCT OMAN AIR 15-Nov-2023
CGP - MCT OMAN AIR 17-Nov-2023
CGP - MCT OMAN AIR 19-Nov-2023
CGP - MCT OMAN AIR 20-Nov-2023

+880 17 1178 1158 What’s App

Oman Air 35500
Salam air 34000

No Refunable

30/10/2023

** রাজনৈতিক কোন কর্মসূচির জন্য বিমানবন্দর বন্ধ থাকবে না, ফ্লাইটের কোন পরিবর্তন ঘটবে না।

** সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দর উদ্দেশ্যে যাত্রা করুন।

** সড়কে নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা নিন। প্রয়োজনে ৯৯৯ এ কল করুন।

** ফ্লাইটের ৪ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

31/08/2023

আমেরিকা ও কানাডা সহ ৪২ টি দেশর ভ্রমন ভিসা আমি নিজেরটা নিজেই করেছি।আমার নিজের আইডিতে ও হুয়াটস এ্যাপে যারা কল দিয়ে আমেরিকা আসার প্রক্রিয়া সর্ম্পকে জানতে চাচ্ছেন তাদের কাছে আমি বলতে চাই আমেরিকার ভিসা সু্ন্দরভাবে ডিএস ১৬০ ফর্ম বা ভিসা ফর্ম ও ইন্টারভিউর উপর নির্ভর করে,আমি রাইট এয়ার এভিয়েশনের পক্ষ থেকে বলতে চাই যারা ইউ,এস,এর ভিজিট ভিসা করে আমেরিকা যেতে চান এবং যাদের স্থায়ি ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া আমি তাদের আমেরিকার ভিসা প্রসেসিংয়ে কোন ফি নিব না।আমি ৩০ আগষ্ট দেশে আসব।যারা আমেরিকার ভিসা করতে চান তাদের আমার অফিসের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হল।

রাইট এয়ার এভিয়েশন
৩৬ পুরানা পল্টন লাইন
নয়াপল্টন,ঢাকা
মোবাইল ঃ 01711-781158

15/08/2023

আমার নিজের ইন্টারভিউ

07/08/2023

হাজিদের টাকা ফেরত দিচ্ছে মন্ত্রণালয়, যোগাযোগের অনুরোধ,এবছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনকারী হাজিদের বেঁচে যাওয়া অর্থ ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। খাবার ও প্যাকেজের খরচ কমায় হাজিরা খাবার বাবদ ৩৫ হাজার এবং প্যাকেজের হ্রাসকৃত মূল্য ১১ হাজার ৭২৫ টাকাসহ সর্বমোট ৪৬ হাজার ৭২৫ টাকা পাবেন হাজিরা।

From 15 September 2023
27/07/2023

From 15 September 2023

Biman is ready to fly in the land of rising sun. Sale is open now!!!
25/07/2023

Biman is ready to fly in the land of rising sun. Sale is open now!!!

Address

36 Purana Polton Line
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 06:00
Wednesday 08:00 - 06:00
Thursday 08:00 - 06:00
Saturday 08:00 - 06:00
Sunday 08:00 - 06:00

Telephone

+8801711781158

Alerts

Be the first to know and let us send you an email when Right Air Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Right Air Aviation:

Videos

Share

Category