28/07/2022
মাএ-৩৯০০ টাকায় টাংগুয়ার হাওর ভ্রমন করুন Tour For Tourist এর সাথে
Tour For Tourist-Tourist-Travel group এর সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমন করুন মাএ-৩৯০০ টাকায়।
ভ্রমণ তারিখঃ ৪ আগষ্ট বৃহস্পতিবার ২০২২
আমরা ৪ আগষ্ট রাতে ঢাকা থেকে রওনা দিবো। ৬ আগষ্ট রাতে সুনামগঞ্জ থেকে রওনা দিবো। ৭ আগষ্ট সকাল ৬ টা বাজে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।
ইভেন্ট এ যোগ দেওয়ার জন্য সকল তথ্য ও নিয়ম ভালো করে পড়ে দেখবেন।
🎇Tour For Tourist এর আয়োজনে যা যা থাকছে।
👉 ঢাকা সুনামগঞ্জ ঢাকা রিটার্ন বাস টিকিট (নন এসি)
👉 ২ দিনের সকাল,দুপুর ও রাতের খাবার।
👉 ২ দিনের জন্য রিজার্ভ নৌকা।
👉 নৌকার মাঝি ও বাবুর্চির খরচ।
👉 নৌকাতে রাত্রি যাপনের ব্যবস্থা।
👉 অভিজ্ঞ ভ্রমণ গাইড।
🎇 নৌকায় যা যা ব্যবস্থা থাকবে।
👉 ২ টা ওয়াশরুম।
👉 রান্না করার জন্য সকল জিনিসপত্র।
👉 ১৮ /২০ জনের রাত্রি যাপন এর যাবতীয় সবকিছু।
👉 লাইট, ফ্যান ও মোবাইল চার্জ এর ব্যবস্থা।
👉 পর্যাপ্ত লাইফ জ্যাকেট।
👉 এইটি সম্পুর্ন একটা রোমাঞ্চকর ভ্রমণ, এইখানে সবাই একটা নৌকার ভিতরে একটা পরিবারের মত করে সময় কাটাবো। বিলাসবহুল ব্যবস্থা করার কোনো সুযোগ নেই।
আসন সংখ্যা-১৮/৩৬ টি
আসন পুর্ন হয়ে গেলে ইভেন্ট কোল্জ করে দেওয়া হবে।
_______________________________________
ইভেন্ট ফি- ৩৯০০ টাকা জনপ্রতি
ভ্রমনকাল-৩ রাত ২ দিন ( ঢাকা টু ঢাকা)
🎇 যেসব স্থানে ঘুরে বেড়াবো।
➡️ সুনামগঞ্জ শহর
➡️ ওয়াচ টাওয়ার
➡️ টাঙ্গুয়ার হাওড়
➡️ শহীদ সিরাজ/ নীলাদ্রি লেক
➡️ বারিক্কা টিলা
➡️ জাদুকাটা নদী
➡️ লাকমাছড়া
🎇Tour For Tourist এর খাবার মেনু।
১ম দিন-
👉 সকালেঃ পরোটা, ডিম ভাজি, সবজি/ ডিম খিচুড়ি।
👉 দুপুরেঃ হাওরের মাছ, ডাল, সবজি, ভর্তা, ভাত ও পানি।
👉 রাতেঃ মুরগির মাংস, ডাল, সবজি, ভর্তা, ভাত ও পানি।
✨ ২য় দিন।
👉 সকালেঃ ভুনাখিচুড়ি, ডিম ও পানি।
👉 দুপুরেঃ হাওরের মাছ,/ হাসের মাংস ডাল, সবজি, ভর্তা, ভাত ও পানি।
👉 রাতেঃ মুরগির মাংস, ডাল, সবজি, ভাত ও পানি/চিকেন বিরিয়ানী। গ্রীল নান রুটি।
🎇 Tour For Tourist ভ্রমণ পরিকল্পনা।
👉 ১ম রাত ১০ টা ঢাকা থেকে নন এসি বাস এ করে সুনামগঞ্জের জন্য যাত্রা।
👉 ১ম দিনঃ ভোরে সুনামগঞ্জ পৌঁছাবো। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করবো, তারপর লেগুনাতে করে চলে যাবো তাহেরপুর। তারপর প্রয়োজনীয় বাজার করে রিজার্ভ নৌকায় উঠে যাবো। নৌকায় উঠে প্রথমে চলে যাবো ওয়াচ টাওয়ারে। সেখানে গিয়ে লাইফ জ্যাকেট পরে এক একচোট গোসল হবে। গোসল শেষে ক্লান্ত শরীরে নৌকায় এসে দুপুরের খাবার খেয়ে নিব। বিকেল টা কাটবে হাওরের মনোমুগ্ধকর রূপ দেখে। সন্ধ্যায় নিরাপদ স্থান দেখে রাত কাটানোর জন্য নৌকা নোঙ্গর করবো।
এদিনের সকালটা মনে থাকবে সবার। একপাশে মেঘালয় পাহাড় আর টলটলা জলের মাঝে নিজেকে আবিষ্কার করবেন আপনি। সকালের নাস্তা করে নিব এরপর পর্যায়ক্রমে
সব গুলো স্থান ঘুরে দেখবো। এসে দুপুরের খাবার শেষে সুনামগঞ্জের দিকে রওনা হবো।সুনামগঞ্জ এসে রাতের খাবার শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
👉 রবিবার সকালে সবাই ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ ।
📢 আসন সংরক্ষণ ও ইভেন্ট ফি প্রদানের নিয়ম।
👉 আসন সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনাকে ২,০৪০/-(দুই হাজার টাকা) বিকাশ এর মাধ্যমে অগ্রিম প্রদান করে আসন সংরক্ষণ করতে হবে। চাইলে দেখা করেও দিতে পারবেন।বুকিং মানি (অফেরতযোগ্য)
👉 বাকি টাকা ভ্রমণ শুরুর পূর্বে অবশ্যই প্রদান করতে হবে।
👉 যোগাযোগঃ
মোবাইল - 01714325547
👉 যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।
আর যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।
👉 যা যা সাথে নেওয়া উচিতঃ
*মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার
*গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
*সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
*টুথপেষ্ট ও ব্রাশ, প্রয়োজনীয় ঔষধ।
*মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
🎇 Tour For Tourist এর সাথে ভ্রমণ করার কিছু নিয়ম ও শর্তঃ
👉প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
👉ভ্রমণ এর সময় গুলো ভালো করে অনুসরণ করতে হবে।
👉ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
👉ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
👉প্রতিটি স্থান আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন প্রকৃতির কোন ক্ষতি না হয়।
👉অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
👉স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
👉কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ভ্রমণ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
👉দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
👉এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
👉ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে/ পরিবার সকলেই যেতে পারবেন।
-
- বাসের আসন বণ্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন।
বুকিং এর জন্য
যোগাযোগ করুন- 01714325547