09/05/2020
আবার চলে আসলাম নতুন একটা ভ্রমণসূচী নিয়ে
এবারের গন্তব্য হলো
#আন্দামান
#চারদিকে নীল জলরাশি। তার মাঝে মাথা চাড়া দিয়ে উঠেছে স্থলভূমি। রয়েছে সবুজ পাহাড়ি অরণ্য আর রুপালি বালুকাবেলা। বঙ্গোপসাগরের উপরে উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে আন্দামান ও নিকোবর আইল্যান্ড। 🏖️
#নারকেল গাছের ছায়ায় নির্জন দ্বীপপুঞ্জের কোথাও কোথাও দেখা যাবে হরিণের দল। হাত বাড়ালেই সমুদ্রের জলে মিলবে বিবিধ রঙের প্রবাল ও রঙিন মাছের দেখা। মনোরঞ্জনের জন্য সমুদ্রবুকে রয়েছে ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা।
🌍এবার তালে আমাদের আন্দামান ভ্রমণ শুরু করা যাক
➡️বাংলাদেশ দিয়ে বেনাপোল বর্ডার পেরিয়ে বনগাঁ আসুন সেখান দিয়ে লোকাল ট্রেন করে দম দম আসেন(ভাড়া 30+20=50 রুপি সময় 3.5hrs), তারপর দম দম থেকে কলকাতা এয়ারপোর্ট এর 1 no গেট বাসে করে চলে আসুন ( টিকিট 8 RS সময় 20 to 30 মিনিট )
⛔️আন্দামান ও নিকোবরে পৌঁছানোর উপায়⛔️
_________________________________________
➡️জাহাজ মাধ্যমে🚢
যাত্রীবাহী জাহাজগুলি আন্দামানের পোর্ট ব্লেয়ারের সঙ্গে ভারতের মূল ভূ-খন্ডের প্রধান প্রধান শহর যেমন – কলকাতা, চেন্নাই ও বিশাখাপত্তনমের সঙ্গে সু-সুংযুক্ত রয়েছে. সমুদ্র পথে পোর্ট ব্লেয়ারে পৌঁছতে প্রায় তিনদিন সময় লাগে।
ভাড়া
ডিলাক্স কেবিন Rs 11300
ফাস্ট ক্লাস কেবিন Rs 9300 to 10300
2nd ক্লাস কেবিন Rs 7450 to 9360
ব্যাঙ্ক ক্লাস Rs 3000
ওয়েবসাইট : Shipping Corporation of India
🛳 কলকাতা অফিস: শিপিং হাউস, ১৩ স্ট্র্যান্ড রোড, কলকাতা-৭০০০০১, ফোন: ০৩৩-২২৪৮২৩৫৪, ২২৪৮৮০১৩।
➡️বিমান মাধ্যমে✈
✈ কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে বিমান আছে ( 2 hrs 10 minite time লাগে )
ভাড়া -- Rs 3500 to 9000 এর মধ্যে বেশিরভাগ সময় up down করে
_____________
⛔️অনুমতি⛔️
_____________
আন্দামানে প্রবেশের জন্য সব বিদেশীকেই বিশেষ অনুমতি (রেস্ট্রিক্টেড এরিয়া পারমিশন) নিতে হয়, যা খুবই অল্প সময়ে নির্দিষ্ট কাউন্টারে ফরম পূরণ করে পাওয়া যায় কেননা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের রেস্ট্রিকশন এরিয়াগুলোর একটি। আপনি আন্দামান এয়ারপোর্ট বা সী-পোর্ট এ এই অনুমতি নিতে পারবেন। আপনি এয়ার বা নৌ যেরূট দিয়েই আসেন না কেন আপনি এই পারমিশন নিতে পারবেন।
______________________
⛔️খেয়াল রাখতে হবে⛔️
______________________
➡️ সি সিকনেসের ওষুধ যেমন বমির ঔষধসহ অন্যান্য ওষুধ অবশ্যই সঙ্গে নিন।
➡️ জারোয়াদের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
➡️ পোর্ট ব্লেয়ার ছাড়া হ্যাভলক ও নীলে এটিএম আছে।
➡️ সবসময় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাথে রাখুন।
➡️ প্রাকৃতিক কোনও কিছু সঙ্গে করে আনবেন না। বিমানবন্দরে চেকিং হয়।
_________________________
ভ্রমণের উপযুক্ত সময়
__________________________
➡️ আন্দামান দ্বীপ এ ভ্রমণের আদর্শ সময় নভেম্বর
থেকে মার্চ মাস।............................................................................
⏺️⏺️ আমাদের যাত্রা এ বার শুরু করি তালে, ব্যাক প্যাক করেনিন, কটা ফুল স্লীভ শার্ট আর কটা শর্টস নিয়ে নেবেন একটু রংবে রঙের, আর সাথে সানগ্লাস আর টুপি, আর suns ক্রিম 😅🤭
ধরে নিলাম আপনারা বিমানে করে আন্দামান যাবেন
______________________________________________
Day 1 - ধরে নিলাম বাংলাদেশ বেনাপোল বর্ডার হয়ে
Sun কলকাতা সকাল 11টার মধ্যে চলে আসলেন
সেদিন কলকাতা এয়ারপোর্ট এর আসে
পাশে কোনো একটা হোটেল নিয়ে দুপুরে
লাঞ্চ সেরে বেরিয়ে পড়লেন Eco পার্ক এর
উদ্দেশ্যে
(বাস ভাড়া 10 rs. এন্ট্রি টিকিট 50rs)
➡️ রাত্রি বাস কলকাতা
Day 2 - কলকাতা এয়ারপোর্ট দিয়ে সোমবার দিন
Mon ভোর বেলার কোনো বিমান ধরলাম
আন্দামানের পোর্ট bair এর উদ্দেশ্যে
পোর্ট bair সকাল 9 টার মধ্যে পৌঁছে
হোটেলে চেক ইন করুন
➡️তারপর বেরিয়ে পরুন আন্দামান tourisum এর উদ্দেশ্যে, আপনার tour প্ল্যান এ যা যা স্পট পারমিশন করাতে হয়ে করে নিন
➡️তারপর চলুন ফিনিক্স বে জেটি ঘাটে, সেখান থেকে আপনার tour প্ল্যান মতো হ্যাবলক আর নীল island এর ক্রুসের টিকিট গুলো কাটুন.....
যথাক্রমে
➡️ পোর্ট bair to হ্যাবলক icland
(সকালে )..tour প্ল্যান অনুযায়ী Day5
(Govt জেটি ভাড়া rs 525.. প্রাইভেট 1250
প্রাইভেট জেটি অনেক কোম্পানি আছে সিট
avilable পেয়ে যাবেন )
➡️ হ্যাবলক icland to নীল icland (দুপুরে)....Day6
Govt rs.525 প্রাইভেট 1250
➡️ নীল icland to পোর্ট bair (বিকালে )..Day7
Govt rs.525 প্রাইভেট rs1250
________________________
প্রাইভেট ফেরি বুকিং লিংক
________________________
1) Makruzz .... https://uat.makruzz.com/online_user_booking
2) Grean Ocean...
https://tickets.greenoceanseaways.com/portal
➡️তারপর পোর্ট bair এর ঘোরার জিনিস গুলো আপনি
ট্যাক্সি অথবা স্কুটি ভাড়া করে ঘুরতে পারবেন.
ভাড়া rs1500 থেকে 2000 মতো পরবে
➡️ বিকেলে চলুন বিপ্লবীদের সেই বিভীষিকাময় জায়গা সেলুলার জেল। সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় সেই সময়ে, যখন এই জেলে বন্দি বিপ্লবীদের ওপরে অত্যাচারের কোনো সীমা ছিল না
➡️ রাত্রিবাস পোর্ট blair
Day 3 - আজও থাকুন পোর্ট ব্লেয়ারে। ঘুরে দেখুন Tue শহর। অবশ্যই যাবেন করবিন্স কোভ বিচ
এবং চিড়িয়া টাপু।
গাড়ি ভাড়া rs 1800 থেকে 2000 টাকা
➡️ রাত্রিবাস পোর্ট blair
Day 4 - আজ পোর্ট ব্লেয়ারে দিয়ে ঘুরে আসুন rose
Wed আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড।
➡️রাজীব গাঁধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স
অঞ্চল থেকেই টিকিট কেটে স্পিড বোটে
প্রথমে চলুন রস আইল্যান্ড। রস আইল্যান্ডে
আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, ক্লাবঘর এবং আরও অনেক পুরোনো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়। রস আইল্যান্ড ঘুরে চলুন নর্থ বে আইল্যান্ড। এই দ্বীপে আছে স্নরকেলিং, স্কুবা ডাইভিং এবং গ্লাসবোটে চড়ার সুযোগ। ফিরে আসুন পোর্ট ব্লেয়ারে।
Ross island, viper island, north bay island এই তিনটে জল জাহাজে একসাথে গুরেনিন ভাড়া জনপ্রতি Rs.800 to 1000
আপনাকে যে লঞ্চ নিয়ে যাবে সেই লঞ্চ আবার কটা ট্রিপ খেটে আপনাকে অন্য island এ নিয়ে যাবে, এটি একটা প্যাকেজে tour এর মতো, আপনাকে যে সময় দেবে সেই সময়ের মধ্যে একটা island ঘুরে পরের তার জন্য আবার লঞ্চ ধরার জায়গা চলে আস্তে হবে
➡️ রাত্রি বাস পোর্ট blair
Day 5 - চলুন হ্যাভলক আইল্যান্ড ।
Thus
➡️ প্রথমে চলুন হ্যাভলক আইল্যান্ড। পোর্ট ব্লেয়ারের
ফিনিক্স বে জেটি থেকে ক্রুজ ছাড়ে। এই ক্রুজে
চেপেই যেতে হয় হ্যাভলক আইল্যান্ডে। এই
ক্রুজের টিকিট অনেক আগে অনলাইনে কেটে
রাখতে হয়। যেটি দিয়ে সরাসরি এসেও প্রাইভেট ক্রুশের টিকিট কাঁটা যাবে তাতে কড়চা বেশী হবে.(almost double) আপনি প্রথম দিন আন্দামান এসেই আপনার tour প্ল্যান অনুযায়ী govt জাহাজ গুলির টিকিট কেটে রাখবেন, আর নালে অনলাইন বুকিং করে নেবেন.. অথবা লোকাল tour এজেন্সী তে যোগাযোগ করলে টিকিট পেয়ে যাবেন, সেক্ষেত্রে per টিকিট এ 50 to 100 rs বেশী নেবে
ক্রুজে করে সমুদ্র উপভোগ করতে
করতে পৌঁছে যাবেন হ্যাভলক। পূর্বমুখী বিচের
ধারে কোনো হোটেলে থাকলে সকালে দেখতে
পাবেন সূর্যোদয়।
⛔️হ্যাভলকে অবশ্যই ঘুরবেন
➡️বিজয়নগর বিচ
➡️রাধানগর বিচ
➡️রাত্রিবাস হ্যাভলকে
Day 6 - সকাল সকাল হ্যাবলক থেকে চলুন
Fri এলিফ্যান্ট বিচ, হোটেল থেকে জেটিতে এসে
স্পিড বোর্ড এ করে চলুন এলিফ্যান্ট বিচ,
যাতায়াত rs950 per person, এই প্যাকেজে
এরা একটা কমপ্লিমেন্টারি snorkelling ও
করায়.. দুপুরের আঃগে ফিরে হোটেল ছেরে
হ্যাভলক জেটি দিয়ে দুপুরে cruise ধরে চলুন
হ্যাভলক থেকে নীল আইল্যান্ড।
ছোট্ট এই দীপটিতে একাধিক সমুদ্রসৈকত। লক্ষ্মণপুর বিচ ১ ও ২, সীতাপুর বিচ এবং ভরতপুর বিচ। লক্ষ্মণপুর ২ বিচে দেখতে পাবেন অসংখ্য প্রবালপ্রাচীর এবং আরও নানা ধরনের সামুদ্রিক প্রাণী। ভাটার সময়ে গেলেই অনেক কিছু দেখতে পাবেন। উল্লেখযোগ্য বিষয় যে এই দ্বীপে প্রায় সবাই বাঙালি।। বিকেলে সূর্যাস্ত দেখতে চলুন লক্ষ্মণপুর ১ বিচে।
Nile island ar জেটি থেকে হোটেল এবং পরের দিন সাইট সীন করে আবার হোটেল থেকে জেটি ছেরে দেবে একটি গাড়ি, ভাড়া জনপ্রতি rs 600
➡️ রাত্রিবাস নীল
Day 7 - সারাদিন নীল island ভ্রমণ করে বিকালে Sat জেটি তে এসে cruise ধরে চলে আসুন
পোর্ট bair
➡️ রাত্রিবাস পোর্ট bair
Day 8 - চলুন পোর্ট bair to বারাটাং (100kmh)
Sun
➡️ পোর্ট bair থেকে প্রায় রাত থাকতে থাকতে
বেরোতে হবে। ভোর 6tar মধ্যে আপনাকে
গাড়ি ভাড়া করে বা পাবলিক বাসে প্রথমে
যেতে হবে ৪১ কিমি দূরের জিরাকাটাং
চেকপোস্ট। জারোয়াদের এই জঙ্গলে অনেক
গাড়ির কনভয় এক সঙ্গে যায়।
ভোরবেলা জঙ্গল পেরিয়ে ও পারে যাওয়ার জন্য দু’বার গেট খোলে। একবার ভোর ৪টেয় এবং তার পর সকাল ৬টায়। এ সময় ছাড়া এই জঙ্গলে ঢোকা যায় না। এবং এই কনভয়ে পুলিশের গাড়ি থাকে।
দু’ ঘণ্টার এই জঙ্গলযাত্রায় কোনো জন্তুর দেখা না মিললেও দেখা মিলবে অনেক পাখি এবং ভাগ্য ভালো থাকলে জারোয়াও দেখতে পাবেন। জঙ্গল পেরিয়ে আসবে বারাটাং। এখানে বার্জে করে খাড়ি পেরিয়ে ও পারে গিয়ে স্পিডবোটে করে ঘুরে আসুন লাইমস্টোন কেভ ও মাড ভলক্যানো। (ভাড়া per person rs700)
তার পর আবার বারাটাং থেকে ফেরি পেরিয়ে বাসে অথবা আপনার গাড়িতে উঠে চলুন পোর্ট blair(কনভয় আপনার গাড়ির সাথে জিরকাটাং চেকপোস্ট অবধি থাকবে )
➡️ রাত্রি বাস পোর্ট blair
Day 9 - পোর্ট bair দিয়ে কলকাতার বিমান ধরে চলে
Mon আসুন কলকাতা এয়ারপোর্ট
কলকাতা air পোর্ট দিয়ে বাসে করে দম দম রেল
স্টেশন (rs8 টিকিট সময় 30 to 40 মিনিট )
দম দম স্টেশন দিয়ে বনগাঁ স্টেশন (20
to 30 rs সময় 2 ঘন্টা )
বনগাঁ দিয়ে বেনাপোল বর্ডার এসে
বাংলাদেশে প্রবেশ করবেন..
💵 খরচ 💵
কলকাতা to কলকাতা হিসাব দেখালাম
ধরে নিলাম 6 জনের group
____________________________________________
বিমান ভাড়া রাউন্ড ট্রিপ ✈️
ভাড়া up down করে
কখনো কখনো এক পিঠের ভাড়া
Rs 3500
আবার কখনো কখনো এক পিঠের
ভাড়া rs 8000 কি তাঁর ও বেশী হয়ে যায়
কিছু মাস আঃগে দিয়ে বুক করলে অনেক কমে
পেয়ে যাবেন
আমি রাউন্ড ট্রিপ ভাড়া 5000+5000 ধরলাম
= Rs.10000
হোটেল কলকাতা আর পোর্ট bair
1200+1200(একটি রুম এ 3jon)
2400*6= 14400 /6 = Rs. 2400
হ্যাবলক এর হোটেল ভাড়া
Rs.2000+2000= 4000/6 =Rs. 667
নীল island হোটেল ভাড়া
Rs.2000+2000= 4000/6 =Rs. 667
গাড়ি ভাড়া /cruise ভাড়া
(1) পোর্ট bair সাইট সীন Rs. 2000
(2) Day3 এর গাড়ি ভাড়া Rs. 2000
(3) day 8 এর গাড়ি ভাড়া Rs. 5000
(4) লোকাল অটো ভাড়া Rs. 2000
___________
Rs.11000/6 = Rs. 1834
Day6, 7 এর গাড়ি ভাড়া =Rs. 600
লোকাল ট্রেন বাসভাড়া বাবদ =Rs. 166
Cruise ভাড়া
➡️day4 =Rs 1000
➡️day5 =Rs 525
➡️day6 (950+525+) =Rs. 1475
➡️day7 =Rs. 525
➡️day8 =Rs. 700
Extra জেটি খরচা =Rs. 500
খাওয়া 9*500 =Rs. 4500
এন্ট্রি ফিস বাবদ =Rs. 500
বিবিধ ব্যায় =Rs. 500
______________________________________________
মোট খরচ Rs. 26559
বাংলাদেশী টাকায় 29887 টাকা
⛔️এ বার আপনি স্কুবা ড্রাইভিং, sea ওয়াক করলে এগুলোর খরচা আলাদা ......
Squba rs 3000
Sea walking rs 3500 😎🤠
আপনার যাত্রা শুভ হক
🙏🙏
লেখা ও ছবি: Sandip Ghosh দাদা 🥰😍😍