03/01/2021
🌾যারা IELTS এর প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চাচ্ছেন এই পোস্ট(বেশ লম্বা পোস্ট) টা তাদের জন্যে অথবা বাসায় যেভাবে পড়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন.......
আমার ওভারঅল স্কোর এসেছে ৭.৫। অনেকেই আমার প্রিপারেশন সম্পর্কে জানতে চেয়েছেন যে কি ভাবে কি করলাম।আমি চেষ্টা করব সর্বোপরি একটা ধারণা দিতে এই পোস্টে।
প্রথমত, আপনাকে জানতে হবে আপনি কেন IELTS দিতে চান।বাইরে পড়াশোনার জন্যে হলে Ielts Academic আর অন্য কোন উদ্দেশ্য থাকলে Ielts General। ব্যাসিক পার্থক্য, নিয়ম কানুন সব গুগলে পেয়ে যাবেন, অথবা ইউটিউব এ প্রচুর ভিডিও আছে দুই একটা দেখলেই খুব ভালো ধারণা পেয়ে যাবেন আশা করি।আমি দিয়েছি Academic Ielts-Paper Based.চাইলে কম্পিউটার ডেলিভার্ড ও দিতে পারবেন।
যার যার সুবিধা অনু্যায়ী রেজিস্ট্রেশন করে নিবেন।
এক্সাম IDP তে দেব নাকি British Council এ, এই নিয়ে যারা দ্বিধায় আছেন তারা চোখ বন্ধ করে যেকোন এক্টায় রেজিস্ট্রেশন করে ফেলেন।কোন কিছু আলাদা নেই কোথাও।
🌾এরপর আসি প্রিপারেশন এ...হাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রিপারেশন শুরু করা উচিত।দুই মাস, চার মাস,ছয় মাস যার যা লাগে।নিজের একটা টার্গেট অবশ্যই রাখতে হবে যে আমি এত পয়েন্ট পেতে চাই, বা আমার এত পয়েন্ট লাগবেই কোথাও এপ্লাই করার জন্যে।
সেইভাবে টার্গেট সেট করে আগাতে হবে।
🌾আমি কোথাও কোচিং করিনি,আমার প্রয়োজন হয়নাই, কারো যদি মনে হয় যে তার দরকার তাহলে সে করতে পারে।কারণ পুরো জার্নিটাই খুব ধৈর্যের ব্যাপার।নিজে নিজে স্টাবল থাকাটা অনেক কষ্টের,মাঝে মাঝে বিরক্তি আসতে পারে।পড়তে ইচ্ছা না করতে পারে।
এইসব বিষয় নিয়ে ঝামেলা না পোহাতে চাইলে কোচিং এর গাইডলাইন এ থাকতে পারেন।
তবে নিজে একটু রিসার্চ করে পড়লে আর নিজের ইংরেজি দক্ষতার ব্যাপারে মোটামুটি কনফিডেন্স থাকলে কোচিং এর পিছনে টাকা দেয়ার প্রয়োজন পড়বে না আশা করি।
🌾🌾প্রথমেই, ক্যাম্ব্রিজ সিরিজ এর ৭-১৫ কিনে নিতে পারেন।Ielts এর জন্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড বই। প্রশ্ন,প্রাক্টিস টেস্ট, মার্কিং, নিয়ম কানুন সব এই বই তে দেয়া আছে।আমি এগুলাই ফলো করছি আর পরীক্ষার অল্প কিছু দিন আগে Makkar's Speaking আর Writing বই দুইটা ফলো করছি।
এই দুইটা বই রিকমেন্ডেড।
আরো এডভান্স প্র্যাক্টিস করতে চাইলে, স্পেশালি রিডিং-প্র্যাক্টিস টেস্ট প্লাস( যদিও এইটা আমি করিনাই,তবে বিভিন্ন গ্রুপের রিভিউতে অনেকে মেনশন করছে)
🌾🌾ইউটিউব চ্যানেল:
♣Ielts Liz -সব ধরনের মডিউল সম্পর্কে একটা ক্লিয়ার আর বেস্ট ধারণার জন্যে এই চ্যানেল বেস্ট।
♣Asad Yaqub- বিগিনার দের জন্য বেশ ভালো।
♣E2 Ielts : Ielts with Jay and Alex.এই চ্যানেলের সব ভিডিও উপকারী।Jay এর রাইটিং প্লেলিস্ট আছে, বেস্ট ফর লার্নিং।সব মডিউল নিয়েই ওদের ভিডিও আছে।
♣ Ielts Up -বেশ লম্বা ভিডিও তবে দেখতে পারলে অনেক কাজে দেবে।
♣Listening Practice এর জন্যে আমি Crack Ielts with Rob এই চ্যানেলের এক্সাম গুলা দিয়েছি।
♣ Speaking এর জন্যে বেস্ট হলো Ielts Speaking Success by Keith O'hare. এই একটা চ্যানেলই এনাফ।
♣Fastrack ielts, English with lucy, Papa English, BBC learning English,Ielts Advantage, Academic English Help, Manjita Osta
♣ English Show গুলা দেখতে পারেন যেমন Ellen Shoe,Jimmy Fellons show,Good Morning America,Royal Family,English Speeches with Subtitles
♣English series, Movie, Songs --নিজেদের পছন্দ মত।
♣♣♣ আর যখনই কোন প্রশ্নের প্যাটার্ন নিয়ে প্রব্লেম হবে,বা কোন টিপস এন্ড ট্রিক জানতে চান, শুধু সার্চ দিলেই শত শত ভিডিও চলে আসবে বিভিন্ন চ্যানেলের।নিজের মন মতো শুধু শিখবেন।
♣Websites : IeltsMentor, Ielts blog, crack-Ielts
♣ পরীক্ষার আগ পর্যন্ত ইংরেজির মধ্যেই থাকার চেষ্টা করবেন।
ইংরেজি পত্রিকা পড়বেন,বিভিন্ন দেশি বিদেশি ইংরেজি পত্রিকার ওয়েবসাইট এ গিয়ে রেগুলার বেসিস এ কয়েকটা আর্টিকেল পড়বেন।দ্রুত পড়ে অর্থ বুঝার চেষ্টা করবেন।
♣ ভোকাবুলারির দিকে খেয়াল দিবেন,প্রতিদিন নতুন শব্দ শেখার চেষ্টা করবেন।
🌾🌾 Speaking Practice
দুইটা উপায়
১.কারো সাথে ইংরেজিতে কনভার্সেশন রেগুলার ব্যাসিস এ, IeLTs এর স্ট্রাকচার ফলো করে।ফ্লুয়েন্সি আসবে,তবে অনেক সময় নিজের ল্যাকিংস বুঝতে পারবেন না।
২. মোস্ট ইফেক্টিভ,নিজের সাথে নিজে কথা বলা।ক্যামেরায় নিজেকে ধারণ করে নিজেই ইভালুয়েট করা,
এবং বার বার প্রাক্টিস এর মাধ্যমে ভুল শুধরানো।
এরপর নিজেকে তৈরি মনে হলে মক টেস্ট এ বসতে পারেন নিজের সুবিধামত কোন কোচিং এ,
আমি বলব অবশ্যই মক দেয়ার জন্যে।
এতে নিজেকে বুঝা যায়, কনফিডেন্স লেভেল টা বুঝা যায়।
ঘরে বসেও অনলাইনে মক দিতে পারেন ফ্রি তে ielts Online test এর ওয়েবসাইট এ।
সর্বোপরি অনেক অনেক শুভকামনা সবার জন্যে 😊