Avijatri

Avijatri We help students to get admission, support English courses with IELTS and visa assistency.

একবারও কি ভেবে দেখেছেন , অভিনেতা এবং অভিনেত্রীরা কিভাবে আমেরিকাতে খুব সহজে সেটেল হতে পারে ? খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশের...
28/01/2025

একবারও কি ভেবে দেখেছেন , অভিনেতা এবং অভিনেত্রীরা কিভাবে আমেরিকাতে খুব সহজে সেটেল হতে পারে ?
খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশের অনেক মডেল নায়ক নায়িকারা আমেরিকাতে খুব সহজেই সেটেল হয়েছে ।

বিখ্যাত কন্ঠশিল্পী বিপ্লব, মোনালিসা, আহমেদ শরীফ, অভিনয়শিল্পী শ্রাবন্তী, টনি এবং প্রিয়া ডাইস আরো অনেকেই ।

সাম্প্রতিক শাকিব খান, আনোয়ার সহ অনেকেই আমেরিকান গ্রীন কার্ড পেয়ে গেছে ।

এখন অনেকেই প্রশ্ন করবেন, শুধুমাত্র যারা সিনেমা নাটকে অভিনয় করে তারাই কি এই ক্যাটাগরিতে পড়বেন ?
না । সিনেমার নাটক ছাড়াও, সোশ্যাল মিডিয়ায় যারা ভাল করছেন তারাও এই ক্যাটাগরিতে পড়তে পারেন, ফেসবুকার বাই ইউটিউবাররাও এমনকি ট্রাভেলার চেষ্টা করতে পারেন ।

যারা অভিনয়শিল্পে রয়েছেন, তাদের জন্য আমেরিকার স্পেশাল একটা ক্যাটাগরি রয়েছে ।
😊

Pic for attention

আপনার আমেরিকা যাওয়ার স্বপ্ন এবার পূরণ হবে আমাদের সাথে।কেমন হবে যদি আমেরিকা যাওয়ার আগেই ১০ লক্ষ টাকা  ইনকাম করে ফেললেন ? ...
24/01/2025

আপনার আমেরিকা যাওয়ার স্বপ্ন এবার পূরণ হবে আমাদের সাথে।কেমন হবে যদি আমেরিকা যাওয়ার আগেই ১০ লক্ষ টাকা ইনকাম করে ফেললেন ?
আপনার আমেরিকার ভিসা, জব এবং গ্রিণ কার্ডের সব দ্বায়িত্ব আমাদের। বিস্তারিত জানতে আমাদের অফিসে চলে আসুন আজই।

আমাদের প্রধান লক্ষ আপনার আমেরিকার বি১/বি২ ভিসার জন্য আপনাকে উপযুক্ত করে গরে তোলা।

এ টু জেড ডকুমেন্ট সাপোর্ট এবং সাদা পাসপোর্টেও আবেদন করতে পারবেন যদি আমাদের দিক নির্দেশনা সঠিক ভাবে ফলো করেন।

বাংলাদেশে বশেই আমেরিকার অ্যামাজন ব্যাবসা করুন।
এই ডকুমেন্ট গুলো আমরা আপনার নামে আমেরিকাতে নিবন্ধন করব যা অনলাইনে চেক করতে পারবেনঃ
১. কোম্পানি সেট আপ (একক মালিকানার ভিত্তিতে)
২. লিমিটেড লাইবেলিটি কোম্পানি (এল এল সি)
৩. কর্মচারী সনাক্তকরণ নম্বর (ই আই এন)
৪. একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট
৫. অ্যামাজন বিক্রেতা অ্যাকাউন্ট
৬. ই-মেইল আই ডি
৭. কোম্পানির ব্যবসার ঠিকানা
৮. স্থানীয় এজেন্ট সাপোর্ট
৯. আপনার স্টোরটি সম্পুর্ণ আমরা পরিচালনা করব
১০. আপনাকে প্রতি মাসের রিপোর্ট দেয়া হবে

আপনার ভিসার জন্য সমস্ত ডকুমেন্ট আমরাই ম্যানেজ করবো।

বিস্তারিত জানতে চলে আসুন আমাদের অফিসে আজই

https://maps.app.goo.gl/RA1rWLtDvfwrnGR59

ঠিকানা : বাড়ি # ২৭৭ রোড # ০৪, ফ্লোর -১, বারিধারা ডি ও এইচ এস, ঢাকা-১২০৬
মোবাইল : ০১৭২০৩০৮৮৪১ (হোয়াটসঅ্যাপ)
ইমেইল : [email protected]

08/10/2024

ভিয়েতনামের ই ভিসা আন অফিসিয়ালি বন্ধ আছে।
ভ্রমণের জন্য উপায় একটাই - এপ্রুভাল লেটার।
বাংলাদেশ থেকে অনলাইনে এপ্রুভাল লেটার নিয়ে ভ্রমণ করতে পারবেন ভিয়েতনাম।
সাথে রাখবেন রিটার্ন টিকিট - হোটেল বুকিং - পর্যাপ্ত ডলার।
ভিয়েতনাম এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন করার আগেই নির্ধারিত ডেক্স থেকে ভিসা স্টিকার লাগিয়ে নিবেন এপ্রুভাল লেটার জমা দিয়ে।
এক কপি ছবি + ২৫ ডলারের বিনিময়ে পেয়ে যাবেন স্টিকার।
এটাই বর্তমানে ভিয়েতনাম ভ্রমণের সহজ মাধ্যম।

23/10/2021
30/06/2021
শর্ত সাপেক্ষে  আজ ১ মে  থেকে আন্তর্জাতিক  ফ্লাইট চালুকরোনা ভাইরাসের জন্য অতি ঝুকি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশগুলো ছাড়া  বিশেষ...
02/05/2021

শর্ত সাপেক্ষে আজ ১ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু
করোনা ভাইরাসের জন্য অতি ঝুকি ঝুঁকিপুর্ণ বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক কমার্সিয়াল ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। করোনা সংক্রমণের হার বিবেচনায় ৩৮ টি দেশে গমনাগমনের উপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আন্তর্জাতিক ফ্লাইট সমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গ্রুপ-এ
এই গ্রুপে আছে ১২টি দেশ। আরর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস,জর্জিয়া, ভারত, ইরান, মোঙ্গলিয়া, ওমান, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া। এই ১২টি দেশ থেকে কোন যাত্রী বাংলাদেশে যেতে পারবে না, বাংলাদেশ থেকেও ওই দেশগুলোতে যাওয়া যাবে না। তবে সেখানে ১৫দিনের মধ্যে ভ্রমণ করেছেন কিন্তু বাস করছেন না এমন বাংলাদেশি নাগরিক বিশেষ অনুমতি সাপেক্ষে দেশে আসতে পারবেন। দেশে আসলে তাদের বাধ্যতামূলক ভাবে ১৪ দিস সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে।
গ্রুপ-বি
গ্রুপ-বি’তে রয়েছে ২৬টি দেশ। এগুলো হচ্ছে- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে। এ ২৬টি দেশ থেকে বাংলাদেশ যাত্রী আসতে পারেব। একই সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। এসব দেশ থেকে বাংলাদেশে আসলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে।
তবে এ তালিকায় থাকা মধ্যপ্রাচ্যের ৩টি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও এই ৩ দেশ থেকে আসা যাত্রীরা ১৪ দিনের বদলে ৩ দিনের বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। তারা এই ৩ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। সেনা বাহিনী পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে পারবেন প্রবাসীরা। তবে সেখানে খালি না থাকলে হোটলে নিজ খরচে কোয়ারান্টাইনে যেতে হবে।
দেশে আসার পূর্বেই তাদের হোটেল বুকিং করতে হবে। তিনদিন পর তাদের করোনা টেস্ট করানো হবে।

11/04/2021

বিদেশযাত্রায় করোনাভাইরাসের সনদ মিলবে যে ৩৪ বেসরকারি প্রতিষ্ঠানে
বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি যাত্রীদের করোনাভাইরাসমুক্ত সনদ প্রদানের জন্য ৩৪ বেসরকারি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে সরকার।
সরকারি পরীক্ষাগারের বাইরে এসব প্রতিষ্ঠানে নমুনা দিলে তারা পরীক্ষা করে সনদ প্রদান করবে।
তবে ওই সনদের কপি অবশ্যই স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটে থাকতে হবে।
অনুমোদনপ্রাপ্ত সেই ৩৪ প্রতিষ্ঠান হলো:
আইসিডিডিআরবি, ডি এম এফ এ আর মল্লিক কিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক (সোবাহানবাগ), ল্যাবএইড লিমিটেড (ধানমন্ডি), ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (মহাখালী), আই-দেশি ডায়গনস্টিক সেন্টার, (মহাখালী), পপুলার ডায়াগনস্টিক সেন্টার (ধানমন্ডি), স্কয়ার হাসপাতাল (পান্থপথ), এভারকেয়ার হাসপাতাল (বসুন্ধরা), প্রভা ডায়াগনস্টিক (বনানী), ইউনাইটেড হাসপাতাল (গুলশান), গুলশান ক্লিনিক, (গুলশান, ঢাকা)।
আরও রয়েছে- স্ট্রিমজ হেলথ কেয়ার বিডি লিমিটেড (কাজী নজরুল ইসলাম এভিনিউ), আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, নেভাস ক্লিনিক রিসার্চ সার্ভিসেস লিমিটেড, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাহাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার (মিরপুর), অলোক হেলথ কেয়ার লিমিটেড, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বঙ্গবন্ধু মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার (ঢাকা), ডিএনএ সলিউশন লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক (ঢাকা)।
এছাড়া বিআরবি হাসপাতাল লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, প্রেসক্রিপশন পয়েন্ট (বাড্ডা), বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল (ঢাকা), সীমান্তিক প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড (চট্টগ্রাম), জরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল (বাজিতপুর, কিশোরগঞ্জ) এবং এএনজেড হাসপাতাল লিমিটেডেও বিদেশ গমনেচ্ছুদের করোনামুক্ত সনদ মিলবে।
(সংগৃহীত)

♦ Study in UKRAINE ♦🥰 European County.🤩 Shenzhen can be absorbed very soon.🇺🇦 MBBS, BBA, MBA & Engineering Course Availa...
31/03/2021

♦ Study in UKRAINE ♦
🥰 European County.
🤩 Shenzhen can be absorbed very soon.
🇺🇦 MBBS, BBA, MBA & Engineering Course Available.
>>>>>>>>>>>>>>>>>>>>
ইউক্রেনের সাথে একাধিক সেনজেন ভুক্ত দেশের বাইরোড কানেকশন আছে। TRC পেতে সর্বোচ্চ ১-৩ মাস সময় লাগবে। TRC পাওয়ার পরে খুব সহজেই বৈধভাবে যেকোনো সেনজেন ভুক্ত দেশে যেতে পারবেন। প্রয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করতে পারাবো।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
🌍 100% GUARANTEED VISA BY UKRAINE EMBASSY ;
🌍 SSC pass can apply ;
🌍 A-Z SUPPORT ;
🌍 No need for IELTS ;
🌍 Study gap maximum 10 years;
📗 Very short time admission & within 30 days visa
📚 Sticker Visa from embassy & You can pay after checking the visa and confirming.

✅ Including admission fees + tuition fees + Hostel fees + Air ticket + airport Support & service charge, etc.
♦ No need go to India or another Country

✅ Required Documents:
🌍 Passport with more than 1.5-year validity ;
🌍 Photo 35*45 sizes white background lab print and soft copy also ;
🌍 All original certificate and mark-sheet, Birth Certificate ;
🌍 Personal Savings Bank account (we will support Bank if needed) ;
🏛 All academic documents attested From education board + education ministry and Foreign Ministry ;
★ You will be able to pay the tuition fee after reaching the university ;
★ Part-time job support can be provided if required ;
★ ছুটি কালিন সময়ে সেনজেন ভুক্ত দেশ ভিজিট করা যাবে ;
★ লেখাপড়া শেষে PR পাওয়ার সুযোগ আছে।

🎓 বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন:
☎ 01720308841
Send your all documents here
E-mail: [email protected]
Wow Study Council

রোমানিয়া 🇷🇴🇷🇴ব্যস্তার কারণে অনেকদিন নতুন কোন আর্টিকেল লিখি না। হাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম ইউরোপের দেশ রোমানিয়া সম্প...
20/03/2021

রোমানিয়া 🇷🇴🇷🇴
ব্যস্তার কারণে অনেকদিন নতুন কোন আর্টিকেল লিখি না। হাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম ইউরোপের দেশ রোমানিয়া সম্পর্কে একটা আর্টিকেল লিখি। রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির আয়তন ৯২,০০০ বর্গ মাইল। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন, হাঙ্গেরি, মালভোদা, সার্বিয়া, বুলগেরিয়া। রোমানিয়ার জনসংখ্যার প্রায় ১৯ মিলিয়ন।
১ রোমানিয়ান লিউ = ২০.৬২ বাংলাদেশী টাকা।

উচ্চশিক্ষা:
রোমানিয়া দেশটি আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে খুব একটা পরিচিত না। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও সীমিত। রোমানিয়ার শিক্ষা ব্যবস্থা তুলনামূলক ভালো। দেশটিতে বেশ কিছু ভালো মানের বিশ্ববিদ্যালয় আছে। যেগুলোতে আপনি কম খরচে সাইন্স, কমার্স, আর্টস এর নানান বিষয়ে ভর্তি হতে পারবেন।

টিউশন ফি:
ভার্সিটি, কোর্স ভেদে টিউশন ফি কম বেশি হতে পারে। তবে সাধারণত প্টিউশন ফি ২০০০ - ৫০০০ ইউরো (প্রতি বছর) হয়ে থাকো।

স্কলারশিপ:
প্রতি বছর রোমানিয়ান সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যাবস্থা করে থাকে। যার ফল প্রকাশ হয়। ব্যাচেলরে, মাস্টার্স এবং পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
সুযোগ-সুবিধা:
- টিউশন ফি বহন করতে হবে না।
- থাকা, খাওয়ার খরচ রোমানিয়ান সরকার বহন করবে।
- ব্যাচেলরের একজন শিক্ষার্থী ৬৫, মাস্টার্স ৭৫ এবং পিএইচডি লেভেলের শিক্ষার্থী মাসে ৮৫ ইউরো পেয়ে থাকে।
আববেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। আবেদন ফর্ম
২। যে ভার্সিটিতে পড়তে আগ্রহী সেই ভার্সিটির আবেদন ফর্ম
৩। সকল একাডেমিক সার্টিফিকেট এবং নম্বর পএ
৪। জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট
৫। পাসপোর্ট
৬। মেডিকেল সার্টিফিকেট
৭। সিভি (euro-pass)
৮। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
বিস্তারিত: https://www.mae.ro/en/node/10251

পার্ট-টাইম জব:
রোমানিয়াতে বিদেশি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে। বেশিরভাগ কাজ গুলো সাধারণত কল সেন্টার, আইটি, বার, রেস্টুরেন্ট, ইংলিশ টিচিং সেটারে হয়ে থাকে। একজন বিদেশি শিক্ষার্থী দিতে চার ঘণ্টা কাজ করতে পারবে। এর বেশি কাজ করলো চাইলে আলাদা ভাবে ওয়ার্ক পারমিট নিতে হবে। জুলাই মাসে।

লিভিং কষ্ট:
রোমানিয়াতে লিভিং কস্ট অন্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। মাস আপনি ১৮৫ - ৩৫০ ডলারে চালিয়ে নিতে পারবেন।

ভার্সিটি:
- Bucharest University of Economic Studies (World Ranking: 601)
- AlexandrubLoan Cuza University of Lasi (World Ranking: 1001)
- Babes-Bolyai University (World Ranking: 1001)
- University of Bucarest
- West University of Timisoara
এছাড়াও আরো অনেক ভার্সিটি রয়েছে। উল্লেখিত ভার্সিটি গুলো ভালো মানের।

* বাংলাদেশে রোমানিয়ার কোন এমবাসি নেই। তাই স্কলারশিপ, ভিসার কাজের জন্য ভারত (দিল্লী) যেতে হবে।
* লেখাপড়া শেষ করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। একটানা পাঁচ বছর থাকার পর PR এর জন্য আবেদন করতে পারবেন। রোমানিয়াতে অন্য সেক্টর গুলোর তুলনায় IT সেক্টরের জব বেশি।
* IELTS/TOEFL, যদি ভার্সিটিতে চায় তাহলে লাগবে। আপনি ভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবেন আপনার পছন্দের কোর্সে ভর্তি হতে IELTS/TOEFL লাগবে কি না।

Written by Mohaiminul Islam

The scholarship program offered by the Romanian state, through the Ministry of Foreign Affairs, to foreign citizens, based on G.D. 288/1993, for the academic year 2021 - 2022, was launched. The scholarships are offered to foreign citizens who come from countries that are not members of the European....

পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হলো "The British Library", যেখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের দুনিয়ায়। লাইব্রেরিতে ধারণকৃত বইয়...
19/01/2021

পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হলো "The British Library", যেখানে আপনি হারিয়ে যাবেন বইয়ের দুনিয়ায়।

লাইব্রেরিতে ধারণকৃত বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মিলিয়ন। বিল্ডিং এর নিম্নস্তর থেকে বুকশেলফের উচ্চতা ২৪.৫ মিটার বা ৮ তলা বিল্ডিং এর সমান।
আপনি যদি প্রতিদিন ৫টি করেও বই দেখেন তাহলে লাইব্রেরির সম্পূর্ণ বই শেষ করতে আপনার ৮০ হাজার বছর লেগে যাবে।

লাইব্রেরির সবচেয়ে পুরনো বইটির বয়স ৩ হাজার বছর।
এটি লন্ডন শহরে অবস্থিত ।
এ যেন এক স্বর্গ ❤❤

আর মাত্র ৭ দিন বাকি! আপনি কি যুক্তরাষ্ট্রে 🇺🇸 এক বছর মেয়াদী যুব উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে আগ্রহী? ঢাকাস্থ যুক্তরাষ্ট্...
09/01/2021

আর মাত্র ৭ দিন বাকি! আপনি কি যুক্তরাষ্ট্রে 🇺🇸 এক বছর মেয়াদী যুব উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে আগ্রহী? ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দের সাথে কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম ২০২১-২০২২-এর জন্য আবেদন আহবান করছে। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ফলিত বিষয়ে কারিগরি দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বদানের সক্ষমতা জোরদার করা এবং ইংরেজি ভাষার পারদর্শিতা বাড়ানোর লক্ষ্যে এই CCI কার্যক্রমটির পরিকল্পনা করা হয়েছে। আবেদনের শেষ তারিখ: ১১ জানুয়ারি ২০২১ ➡️ http://ow.ly/xIm750CVZbH
বিস্তারিত ➡️ http://ow.ly/lQ6y50CVZbF

Only 7 days left! Are you interested in participating in a year-long youth development program in the United States 🇺🇸? We are pleased to announce that the application period for the Community College Initiative Program 2021-2022 is now open! The CCI Program is designed to build participants’ technical skills in applied fields, enhance their leadership capabilities, and strengthen their English language proficiency.
Apply before Monday, January 11, 2021 ➡️ http://ow.ly/PWsU50CVZbG
Learn more ➡️ http://ow.ly/PHy950CVZbE

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার ২০২১-২২ শিক্ষাবর্ষে কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কার্যক্....

09/01/2021

United States of America, Department of State
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম ২০২১-২২ এর জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম ২০২১-২২ এর জন্য আবেদন গ্রহণ করছে!


ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার ২০২১-২২ শিক্ষাবর্ষে কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (CCI) কার্যক্রমের ঘোষণা দিতে পেরে আনন্দিত। CCI (সিসিআই) একটি ডিগ্রিবিহীন কার্যক্রম যার আওতায় শিক্ষার্থীরা এই কার্যক্রম শেষে দুই ষাণ্মাসিকের ক্রেডিট অর্জন করবেন।

CCI (সিসিআই) বাংলাদেশ ও অন্যান্য নির্বাচিত দেশের অংশগ্রহণেচ্ছুদেরকে তত্ত্বীয়, কারিগরি ও সাংস্কৃতিক বিষয়ে ডিগ্রিবিহীন কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে স্থানীয় পর্যায়ের বিভিন্ন কলেজে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে। এই নিবিড় কার্যক্রমের লক্ষ্য হলো শিক্ষার্থী নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র সম্পর্কে গভীরতর ধারণা প্রদান এবং একইসাথে তাদের মধ্যে নেতৃত্বের দক্ষতা জোরদার করা। ২০০৭ সাল থেকে ১৫টি দেশের প্রায় ২,১৫০ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্র জুড়ে স্থানীয় পর্যায়ের বিভিন্ন কলেজে অধ্যয়নের জন্য বৃত্তি পেয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্নকারী শিক্ষার্থীরা কোন আমেরিকান কমিউনিটি কলেজে পূর্ণকালীনভাবে ভর্তি হয়ে এক শিক্ষাবর্ষ যুক্তরাষ্ট্রে অতিবাহিত করবেন। ২০২১-২২ সালের কার্যক্রমের আওতায় পুরো যুক্তরাষ্ট্র জুড়ে স্থানীয় পর্যায়ের কলেজগুলোতে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের বিষয়গুলো হলো ফলিত প্রকৌশল, কৃষি, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রশাসন, প্রাক–শৈশব শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, জননিরাপত্তা এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা।

অংশগ্রহণকারীরা যদিও তাদের নিজ নিজ অধ্যয়ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সনদ পেতে পারেন এবং নিজ নিজ অধ্যয়ন বিষয়ে শিক্ষানবিশির মাধ্যমে সরাসরি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবুও এটি কোন ডিগ্রি প্রোগ্রাম নয়। তবে শিক্ষার্থীরা দুই ষাণ্মাসিকের পূর্ণ ক্রেডিট অর্জন করবেন।

পেশাগত প্রশিক্ষণ নেয়ার বাইরে অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা জোরদার হবে, ইংরেজি ভাষায় পারদর্শিতা বাড়বে এবং সমাজ সেবা ও সামাজিক দায়িত্বসহ আমেরিকার সমাজ ও সংস্কৃতি বিষয়ে ধারণা সৃষ্টি হবে। এ কার্যক্রম শেষে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে নতুন দক্ষতা নিয়ে দেশে ফিরে আসবেন।

এই কার্যক্রমে সফল হওয়ার জন্য সফল আবেদনকারীর উচ্চ একাগ্রতার পূর্বপ্রমাণ ও অসাধারণ প্রাতিষ্ঠানিক ফলাফল থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক বা এ-লেভেল সম্পন্ন ও আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে কোন কোর্সে অধ্যয়নরত হতে হবে।

CCI( সিসিআই) কার্যক্রমে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হতে আগ্রহী আবেদনকারীকে অবশ্যই:

বাংলাদেশী নাগরিক হতে হবে এবং যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের দ্বৈত নাগরিক বা স্থায়ী অভিবাসী হবেন না।
ন্যূনতম ১৮ বছর বয়সী হবেন।
ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত বৈধ পাসপোর্ট থাকতে হবে।
উচ্চ মাধ্যমিক/ এ-লেভেল পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেছেন অথবা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী হিসাবে ভর্তি আছেন।
যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার জন্য যোগ্য হবেন এবং এই মর্যাদা বজায় রাখতে এ কার্যক্রমের শর্তাবলী পূরণ করবেন।
ইংরেজি ভাষায় লেখা ও কথা বলায় পারদর্শী হবেন এবং iBT TOEFL স্কোর ৬৫-৭১ অথবা IELTS স্কোর ৬.০ পেতে সক্ষম হবেন। ইতোমধ্যে TOEFL বা IELTS-এর স্কোর থেকে থাকলে সেটি আবেদনের সাথে জমা দিন। মনে রাখবেন, আবেদনের আগে ইংরেজি পরীক্ষার স্কোর থাকলে নির্বাচন প্রক্রিয়ায় সুবিধা পাওয়া যাবে।
অকৃতকার্য ব্যতীত গড়ে ন্যূনতম বি+ গ্রেড থাকতে হবে।
আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজে বাংলাদেশী সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরতে আগ্রহী ও সমর্থ হতে হবে।
কার্যক্রম শেষে বাংলাদেশে ফিরতে এবং জে-ভিসার আবশ্যকতা অনুযায়ী দুই বছর দেশে থাকার শর্ত পূরণে অঙ্গীকারবদ্ধ।
নেতৃত্বদানের দক্ষতার প্রমাণ থাকতে হবে।
যুক্তরাষ্ট্রে অধ্যয়ন বা ভ্রমণের অভিজ্ঞতা সীমিত বা নেই।
নিবিড় শিক্ষা কার্যক্রম, সমাজ সেবা এবং শিক্ষা সফরে পুরোপুরি অংশগ্রহণে আগ্রহী ও সক্ষম হবেন।
ক্যাম্পাস জীবনে স্বচ্ছন্দ হবেন, জায়গা ভাগাভাগি করে থাকার প্রস্তুতি রাখবেন এবং নিজ দেশ থেকে ভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক রীতির সাথে মানিয়ে নিতে আগ্রহী ও সক্ষম হবেন।
পরিণত, দায়িত্বশীল, স্বনির্ভর, আত্মবিশ্বাসী, মুক্তমনা, সহনশীল, চিন্তাশীল ও অনুসন্ধানী হবেন।
২০২১ সালে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে এই প্রাতিষ্ঠানিক বিনিময় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত থাকবেন।
এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের স্বাস্থ্য পরীক্ষাও আবশ্যক হবে।

যোগ্যতার সকল শর্ত আপনি পূরণ করছেন কিনা নিশ্চিত হতে বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পর্যালোচনা করুন।

শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করা হবে:

ধাপ ১: প্রাথমিক আবেদন জমা দেয়ার সময় ০৭ জানুয়ারি ২০২১ বা তার আগে

পূরণকৃত আবেদনপত্র আগামী ১১ জানুয়ারি ২০২১, সোমবার বা তার আগে [email protected] ঠিকানায় ইমেইল করুন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দূতাবাসের ঠিকানায় একটি মুদ্রিত বা হার্ড কপি পাঠান।

ধাপ ২: সাক্ষাৎকার

সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা এবং TOEFL বা IELTS – এর মতো ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা সম্পন্ন করা আবশ্যক। আমেরিকান সেন্টারের সৌজন্যে ইংরেজি ভাষার পরীক্ষাটি করানো হবে শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য।

আবেদনের সাধারণ নির্দেশনা

পূরণকৃত মূল আবেদনপত্রের শেষ পাতায় আপনার স্বাক্ষরসহ জমা দিন।
বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।
ইংরেজি আবেদনপত্রে দেয়া সকল প্রশ্নের উত্তর দিন (সুনির্দিষ্ট স্থান ব্যতিত)। কোন ঘর ফাঁকা রাখবেন না। কোন প্রশ্ন আপনার জন্য প্রযোজ্য না হলে N/A (not applicable) প্রবেশ করান।
আপনার আন্তর্জাতিক পাসপোর্টে উল্লিখিত বানান অনুযায়ী আপনার আইনসম্মত সম্পূর্ণ নাম বা পারিবারিক নাম (surname) অন্তর্ভুক্ত করুন।
যোগাযোগের পূর্ণ ঠিকানার মধ্যে সকল ঠিকানার ডায়ালিং কোড এবং সকল ফোন নম্বরের সিটি/কান্ট্রি কোড অন্তর্ভুক্ত করুন। আপনার নিজের সেল ফোন নম্বর দিন এবং কোন আত্মীয় বা বন্ধুর সেল নম্বর ব্যবহার করবেন না।
আবেদন কম্পিউটারে টাইপ করে ইমেইলে পাঠান।
আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র/ ও-লেভেল এবং এ-লেভেল’র ট্রান্সক্রিপ্ট/ গ্রেড শিট/ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট (সর্বশেষটি) সংযুক্ত করুন। সনদপত্রের প্রয়োজন নেই।
পৃষ্ঠাগুলোর উপরে রচনার বিষয় ও সংখ্যা উল্লেখ করুন (মোট ৮টি বিষয় আছে)। অতিরিক্ত পৃথক পৃথক কাগজে সুন্দরভাবে টাইপ করুন। আবেদন ফরমে নির্দেশিত শব্দসীমা অতিক্রম করবেন না।
শিক্ষকদের কাছ থেকে ন্যূনতম একটি সুপারিশ পত্র সংযুক্ত করুন।
আপনার পাসপোর্টের তথ্যপাতার ফটোকপি সংযুক্ত করুন। অন্যান্য পাতা পাঠাবেন না। মনে রাখবেন, আপনার পাসপোর্ট না থাকলে আমরা আপনার ইংরেজি ভাষা পরীক্ষার নিবন্ধন করতে পারবো না।
শেষ তারিখের মধ্যে আপনার আবেদন জমা দিন।
পূরণকৃত আবেদনপত্র দূতাবাসে জমা দেয়ার শেষ তারিখ ১১ জানুয়ারি ২০২১, সোমবার । মনে রাখবেন, বিলম্বিত আবেদন গ্রহণ করা হবে না।

কোভিড-১৯’র কারণে বর্তমানে জনসাধারণের জন্য আমেরিকান সেন্টার বন্ধ রয়েছে। দয়া করে আপনার আবেদনপত্রটি ইমেইল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান।

দৃষ্টি আকর্ষণ: তাহনিয়া শাহিদ (গণ–যোগাযোগ শাখা)
মেইল রুম
যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা
মাদানি এভিনিউ
বারিধারা, ঢাকা–১২১২

মনে রাখবেন, দূতাবাসের সাপ্তাহিক কর্মদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

আরো তথ্যের জন্য আমেরিকান সেন্টারে মিজ তাহনিয়া শাহিদ’র সাথে যোগাযোগ করুন। ইমেইল: [email protected] অথবা ফোন: (০২) ৫৫৬৬-২০০০

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা
যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা
মাদানি অ্যাভিনিউ, বারিধারা,
ঢাকা-১২১২
বাংলাদেশ
টেলিফোন: (৮৮০) (২) ৫৫৬৬-২০০০

03/01/2021

🌾যারা IELTS এর প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চাচ্ছেন এই পোস্ট(বেশ লম্বা পোস্ট) টা তাদের জন্যে অথবা বাসায় যেভাবে পড়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন.......

আমার ওভারঅল স্কোর এসেছে ৭.৫। অনেকেই আমার প্রিপারেশন সম্পর্কে জানতে চেয়েছেন যে কি ভাবে কি করলাম।আমি চেষ্টা করব সর্বোপরি একটা ধারণা দিতে এই পোস্টে।

প্রথমত, আপনাকে জানতে হবে আপনি কেন IELTS দিতে চান।বাইরে পড়াশোনার জন্যে হলে Ielts Academic আর অন্য কোন উদ্দেশ্য থাকলে Ielts General। ব্যাসিক পার্থক্য, নিয়ম কানুন সব গুগলে পেয়ে যাবেন, অথবা ইউটিউব এ প্রচুর ভিডিও আছে দুই একটা দেখলেই খুব ভালো ধারণা পেয়ে যাবেন আশা করি।আমি দিয়েছি Academic Ielts-Paper Based.চাইলে কম্পিউটার ডেলিভার্ড ও দিতে পারবেন।
যার যার সুবিধা অনু্যায়ী রেজিস্ট্রেশন করে নিবেন।
এক্সাম IDP তে দেব নাকি British Council এ, এই নিয়ে যারা দ্বিধায় আছেন তারা চোখ বন্ধ করে যেকোন এক্টায় রেজিস্ট্রেশন করে ফেলেন।কোন কিছু আলাদা নেই কোথাও।

🌾এরপর আসি প্রিপারেশন এ...হাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রিপারেশন শুরু করা উচিত।দুই মাস, চার মাস,ছয় মাস যার যা লাগে।নিজের একটা টার্গেট অবশ্যই রাখতে হবে যে আমি এত পয়েন্ট পেতে চাই, বা আমার এত পয়েন্ট লাগবেই কোথাও এপ্লাই করার জন্যে।
সেইভাবে টার্গেট সেট করে আগাতে হবে।

🌾আমি কোথাও কোচিং করিনি,আমার প্রয়োজন হয়নাই, কারো যদি মনে হয় যে তার দরকার তাহলে সে করতে পারে।কারণ পুরো জার্নিটাই খুব ধৈর্যের ব্যাপার।নিজে নিজে স্টাবল থাকাটা অনেক কষ্টের,মাঝে মাঝে বিরক্তি আসতে পারে।পড়তে ইচ্ছা না করতে পারে।
এইসব বিষয় নিয়ে ঝামেলা না পোহাতে চাইলে কোচিং এর গাইডলাইন এ থাকতে পারেন।
তবে নিজে একটু রিসার্চ করে পড়লে আর নিজের ইংরেজি দক্ষতার ব্যাপারে মোটামুটি কনফিডেন্স থাকলে কোচিং এর পিছনে টাকা দেয়ার প্রয়োজন পড়বে না আশা করি।

🌾🌾প্রথমেই, ক্যাম্ব্রিজ সিরিজ এর ৭-১৫ কিনে নিতে পারেন।Ielts এর জন্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড বই। প্রশ্ন,প্রাক্টিস টেস্ট, মার্কিং, নিয়ম কানুন সব এই বই তে দেয়া আছে।আমি এগুলাই ফলো করছি আর পরীক্ষার অল্প কিছু দিন আগে Makkar's Speaking আর Writing বই দুইটা ফলো করছি।
এই দুইটা বই রিকমেন্ডেড।
আরো এডভান্স প্র‍্যাক্টিস করতে চাইলে, স্পেশালি রিডিং-প্র‍্যাক্টিস টেস্ট প্লাস( যদিও এইটা আমি করিনাই,তবে বিভিন্ন গ্রুপের রিভিউতে অনেকে মেনশন করছে)

🌾🌾ইউটিউব চ্যানেল:
♣Ielts Liz -সব ধরনের মডিউল সম্পর্কে একটা ক্লিয়ার আর বেস্ট ধারণার জন্যে এই চ্যানেল বেস্ট।
♣Asad Yaqub- বিগিনার দের জন্য বেশ ভালো।
♣E2 Ielts : Ielts with Jay and Alex.এই চ্যানেলের সব ভিডিও উপকারী।Jay এর রাইটিং প্লেলিস্ট আছে, বেস্ট ফর লার্নিং।সব মডিউল নিয়েই ওদের ভিডিও আছে।
♣ Ielts Up -বেশ লম্বা ভিডিও তবে দেখতে পারলে অনেক কাজে দেবে।
♣Listening Practice এর জন্যে আমি Crack Ielts with Rob এই চ্যানেলের এক্সাম গুলা দিয়েছি।
♣ Speaking এর জন্যে বেস্ট হলো Ielts Speaking Success by Keith O'hare. এই একটা চ্যানেলই এনাফ।
♣Fastrack ielts, English with lucy, Papa English, BBC learning English,Ielts Advantage, Academic English Help, Manjita Osta

♣ English Show গুলা দেখতে পারেন যেমন Ellen Shoe,Jimmy Fellons show,Good Morning America,Royal Family,English Speeches with Subtitles

♣English series, Movie, Songs --নিজেদের পছন্দ মত।

♣♣♣ আর যখনই কোন প্রশ্নের প্যাটার্ন নিয়ে প্রব্লেম হবে,বা কোন টিপস এন্ড ট্রিক জানতে চান, শুধু সার্চ দিলেই শত শত ভিডিও চলে আসবে বিভিন্ন চ্যানেলের।নিজের মন মতো শুধু শিখবেন।

♣Websites : IeltsMentor, Ielts blog, crack-Ielts

♣ পরীক্ষার আগ পর্যন্ত ইংরেজির মধ্যেই থাকার চেষ্টা করবেন।
ইংরেজি পত্রিকা পড়বেন,বিভিন্ন দেশি বিদেশি ইংরেজি পত্রিকার ওয়েবসাইট এ গিয়ে রেগুলার বেসিস এ কয়েকটা আর্টিকেল পড়বেন।দ্রুত পড়ে অর্থ বুঝার চেষ্টা করবেন।
♣ ভোকাবুলারির দিকে খেয়াল দিবেন,প্রতিদিন নতুন শব্দ শেখার চেষ্টা করবেন।

🌾🌾 Speaking Practice
দুইটা উপায়
১.কারো সাথে ইংরেজিতে কনভার্সেশন রেগুলার ব্যাসিস এ, IeLTs এর স্ট্রাকচার ফলো করে।ফ্লুয়েন্সি আসবে,তবে অনেক সময় নিজের ল্যাকিংস বুঝতে পারবেন না।

২. মোস্ট ইফেক্টিভ,নিজের সাথে নিজে কথা বলা।ক্যামেরায় নিজেকে ধারণ করে নিজেই ইভালুয়েট করা,
এবং বার বার প্রাক্টিস এর মাধ্যমে ভুল শুধরানো।

এরপর নিজেকে তৈরি মনে হলে মক টেস্ট এ বসতে পারেন নিজের সুবিধামত কোন কোচিং এ,
আমি বলব অবশ্যই মক দেয়ার জন্যে।
এতে নিজেকে বুঝা যায়, কনফিডেন্স লেভেল টা বুঝা যায়।
ঘরে বসেও অনলাইনে মক দিতে পারেন ফ্রি তে ielts Online test এর ওয়েবসাইট এ।

সর্বোপরি অনেক অনেক শুভকামনা সবার জন্যে 😊

02/01/2021

🇲🇾🇲🇾🇲🇾 মালয়েশিয়ায় LIMKOKWING UNIVERSITY-তে উচ্চশিক্ষা, ভর্তি, ভিসা ও চাকুরী 🇲🇾🇲🇾🇲🇾

👉🏿 Free Application
👉🏿 Tuition Fees 50% Off
👉🏿 99% Visa Success Ratio

জেনে নিন মালয়েশিয়াতে বিশ্বমানের পড়াশোনা সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য যা আপনার জন্য সহায়ক হবে। বর্তমানে মালয়েশিয়া UNESCO এর জরীপে বিশ্বের প্রথম সারির ১১ তম “Preferable destination for higher studies” হিসাবে আখ্যায়িত হয়েছে।

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
🔰 Program:
◾️Foundation
◾️Diploma
◾️Bachelor
◾️Masters
PHD

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
🔰 Subject/Course:
Professional Design, Industrial Design, Fashion Design, Batik Design, Creative Imaging & Digital Photography, Product Design, Design Technology, Graphic Design, Animation, Creative Multimedia, Games & Art Development, Motion Graphic & Visual Effects, Digital Creative Content, Animation & Multimedia, Creative Multimedia, Interior Architecture, Land space Architecture, Construction Management, Civil Engineering, Electrical & Electronics Engineering, Urban Planning & Design, Computer Science in Mobile Computing, Business Information Technology, Information & Communication Technology, Business Intelligence System, Software Engineering, Computer Networking, Digital Film & Television, Event Management, Advertising & Broadcasting, BBA, International Business, Hospitality Management, Tourism Management, Accounting, Banking & Finance And many more.....

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

🔰 Requirements
◾️Min. SSC/O-Level/ Dakhil for Foundation/Diploma Courses
◾️SSC/O-Level and HSC/A-Level /Alim for Bachelor Courses

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

🔰 Facilities
✅ IELTS এর প্রয়োজন নাই । ✅ Study gap গ্রহণ যোগ্য।
✅ Age: 16 থেকে 36 Years
✅ Bank Sponsor লাগেনা।
✅ টিউশন ফি ভিসা পাওয়ার পর।
✅ Malaysia থেকেই UK, Australia, USA and Canada এর নামকরা University র DUAL সার্টিফিকেট বা সহজেই ক্রেডিট ট্রান্সফার করে যাওয়া যাবে।
✅ Part time/Full time কাজের সুবিধা।
✅ Hostel-এ থাকা-খাওয়ার সু ব্যাবস্থা।

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

👉🏿🎓 বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন:
☎ 01720308841
☎ 01319273621
E-mail: [email protected]

চীন 🇨🇳🇨🇳চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। প্রায় ১৫০ কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। চীনের সাম্যবাদী দ...
13/12/2020

চীন 🇨🇳🇨🇳
চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। প্রায় ১৫০ কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে। বেইজিং শহর দেশটির রাজধানী। চীনের রয়েছে ২২টি প্রদেশ, পাঁচটি স্বায়ত্বশাসিত অঞ্চল, চারটি কেন্দ্রশাসিত পৌরসভা, এবং দুইটি প্রায়-স্বায়ত্বশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল।

শিক্ষা ব্যাবস্থা:
একটি রিপোর্ট অনুযায়ী চীনে প্রায় ২৬৮৮ টি ভার্সিটি আছে। চীনের শিক্ষা ব্যাবস্থা এশিয়ার অনেক দেশের তুলনায় ভালো। চীনের ভার্সিটি গুলোতে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি করার সুযোগ আছে। তবে চীনের ভার্সিটি গুলো মূলত ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য ভালো। এছাড়াও সাইন্স, কমার্স, আর্টস এর বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে।

টিউশন ফি:
ইঞ্জিনিয়ারিং এর বিষয় গুলোর জন্য টিউশন ফি গড়ে বছরে প্রায় ২.৫-৩ লাখ টাকা। তবে ভার্সিটি ভেদে কম বা বেশি হতে পারে। অন্য সকল বিষয়ে টিউশন ফি ও প্রায় এমনই। তবে কেউ যদি ভালো ভার্সিটি থেকে MBBS করতে চায় তাহলে তার লেখাপড়া শেষ করার জন্য মোটামুটি ৪০ লাখ টাকা খরচ করতে হবে।

স্কলারশিপ:
চীনের ভার্সিটি গুলো বেশ কয়েক ধরণের স্কলারশিপ দিয়ে থাকে। তারমধ্য CSC স্কলারশিপ অন্যতম। এছাড়াও প্রভিন্সিয়াল স্কলারশিপও বেশ জনপ্রিয়। এছাড়াও ভার্সিটি আলাদা ভালো কিছু স্কলারশিপ দিয়ে থাকে।
CSC স্কলারশিপ:
বিদেশি শিক্ষার্থীদের কাছে এই স্কলারশিপ বেশ জনপ্রিয়। প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় চীনের নামকরা সব ভার্সিটিতে পড়ার সুযোগ পায়।
আবেদনের সময়:
সাধারণ জানুয়ারি - মার্চ এর মধ্যে আবেদন করতে পারবেন। তবে কিছু ভার্সিটিতে এপ্রিল পর্যন্ত ডেডলাইন থাকে। ২৪৩ টি ভার্সিটির মধ্যে থেকে আপনি তিনটি ভার্সিটিতে আবেদনের সুযোগ পাবেন।
প্রয়োজনীয় কাগজপত্র:
১। পাসপোর্ট
২। একাডেমিক সার্টিফিকেট ও নম্বর পএ
৩। রিকমেন্ডেশন লেটার (দুটি)
৪। রিসার্চ প্রপোজাল / স্টাডি প্ল্যান (৮০০ শব্দ)
৫। আইইএলটিএস /টোফেল/এমওআই
৬। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
৭। মেডিকেল সার্টিফিকেট
৮। এক্সসেপটেন্স লেটার (যদি থাকে)
৯। পাবলিকেশন (যদি থাকে)
আবেদনের লিঙ্ক : https://studyinchina.csc.edu.cn/ #/login
বিস্তারিত: https://www.chinesescholarshipcouncil.com/
প্রভিন্সিয়াল ও ভার্সিটির নিজিস্ব স্কলারশিপ গুলো ভার্সিটি গুলোর ওয়েবসাইট চেক করলে বিস্তারিত পাবেন।

লিভিং কস্ট: চীনের ভার্সিটি গুলোতে সাধারণত বিদেশী স্টুডেন্টদের জন্য আলাদা হোস্টেল আছে। বছরে খুব কম টাকা পে করে থাকতে পারবেন। এজ্য ভার্সিটি ভেদে বছরে ১৫০০-৪০০০ আরএমবি গুনতে হবে। প্রতি মাসে খাওয়াদাওয়া, যাতায়াত সহ অন্য সব খরচ ১০-১৫ হাজার টাকায় মেটানো সম্ভব।

পিআর:
চায়নার পিআর পাওয়া অনেক কঠিন। অনেক গুলো ওয়ে আছে। একটা লিঙ্ক দিচ্ছি। বিস্তারিত দেখে নিবেন।
https://ins-globalconsulting.com/how-to-get-permanent-residence-in-china/

চাকুরীর সুযোগ-সুবিধা:
ইউরোপীয় দেশ গুলোর মতো পড়ালেখা শেষে চীনে চাকুরী খোজার জন্য আলাদা করে কোন ভিসা পাবেন না। তবে গ্র্যাজুয়েশন শেষ হবার সাথে সাথেই যদি জব ম্যানেজ করতে পারেন তাহলে থেকে যেতে পারবেন। চাইনিজ ভাষায় দক্ষ হতে পারলে চায়নাতে চাকুরীর অভাব নেই।

টপ ভার্সিটি:
- Tsinghua University (World Ranking: 15)
- Peking University (World Ranking: 23)
- Fudan University (World Ranking: 34)
- Shanghai Jiao Tong University (World Ranking: 47)
- Zhejiang University (World Ranking: 53)
- University of Science and Technology of China (World Ranking: 93)
- Najing University (World Ranking: 124)

*চীনের প্রতিটা ভার্সিটিতে ভাষা শিক্ষার কোর্স আছে। ব্যাচেলরে HSK 4 শেষ করতে হয়। মাস্টার্সে ভার্সিটির উপর নির্ভর করে।
*চীনের এম্বাসি বাংলাদেশে আছে। আর ভিসা দেওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে না।
*চীন বিদেশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ। আর বিদেশি শিক্ষার্থী হবার জন্য ভার্সিটি থেকে অনেক সুযোগ-সুবিধা পাবেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); Chinese Government Scholarships Study in China on Chinese government scholarships:- (CGS) CSC Scholarships are awarded by Chinese Scholarship Council (CSC) to international students in Chinese universities affiliated with CSC. CSC Scholarships onlin...

18/11/2020

হাঙ্গেরির বৃত্তি নিয়ে অনেকের মধ্যে ইদানিং হাইপ কাজ করছে যেমনটি করেছে তুরুস্কের বৃত্তি নিয়ে।

আসুন দেখা যাক কোন দেশে পড়াশোনার মান কেমন। এটা বোঝার জন্য আমাদের কাছে একমাত্র এবং সবচাইতে গ্রহণযোগ্য মাপকাটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাংকিং। অনেক ধরণের রাংর্কিংয়ের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে কিউএস টপ বিশ্ববিদ্যালয় রাংকিং।

এই কিউএস টপ বিশ্ববিদ্যালয়ের ২০২১ রাংকিংয়ে হাঙ্গেরির কেবল ৮টি বিশ্ববিদ্যালয় আছে তাও আবার সবগুলো টপ ৫০০ এর বাইরে।

আর তুরুস্কের রয়েছে ৯টি বিশ্ববিদ্যালয়ে যার মধ্যে সবচাইতে ভালো রাংকিং হচ্ছে ৪৬৫।

এর থেকে চীন, মালয়েশিয়া, ইরান ইত্যাদি দেশ ভালো। কিউএস টপ বিশ্ববিদ্যালয়ের ২০২১ রাংকিংয়ে

- চীনের রয়েছে ৫১টি বিশ্ববিদ্যালয় যার মধ্যে টপ ৩০০ এর মধ্যেই রয়েছে ১২টি বিশ্ববিদ্যালয়

- মালয়েশিয়ার রয়েছে ২০টি বিশ্ববিদ্যালয় যার মধ্যে টপ ৩০০ এর মধ্যেই রয়েছে ৫টি বিশ্ববিদ্যালয়

_ ইরানের রয়েছে ৫টি বিশ্ববিদ্যালয় যার মধ্যে টপ ৫০০ এর মধ্যে রয়েছে ২টি বিশ্ববিদ্যালয়।

বাইরে পড়াশোনার জন্য কেবল আবেদন করলেই চলবে না। রাংকিং দেখতে হবে বিশেষ করে যারা মাস্টার্স এবং পিএইচডি করতে যাবেন তাদের ক্ষেত্রে রাংকিং দেখে ভর্তি হবার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। রাংকিং বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আকাশচুম্বী।

Address

House# 277, (lift-1)Road# 04, Baridhara DOHS
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801720308841

Alerts

Be the first to know and let us send you an email when Avijatri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Avijatri:

Videos

Share