Shyamoli NR Maniknagar-TT Para Counter

Shyamoli NR Maniknagar-TT Para Counter Shyamoli (NR) Travels Maniknagar- TT Para counter where you can book ticket through Bikash Payment

03/04/2024

********* - জনগুরুত্বপূর্ণ পোষ্ট*********
শেয়ার করে জানিয়ে দিন সবাইকে।। বিশেষ করে ঈদ ভ্রমনেচ্ছুক সকলের জন্য।

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তারা লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল *Copy Post*

বাংলাদেশের অন্যতম আরো একটি সুন্দর স্পট হতে যাচ্ছে তমাতুঙ্গি যা অফিশিয়ালি এখনও উদ্বোধন হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ...
01/09/2021

বাংলাদেশের অন্যতম আরো একটি সুন্দর স্পট হতে যাচ্ছে তমাতুঙ্গি যা অফিশিয়ালি এখনও উদ্বোধন হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় রাস্তা তৈরী প্রায় শেষ পর্যায়ে।

স্থান :- তমাতুঙ্গি, থানচি, বান্দারবন ।

20/08/2021
  catches some moments in his own mobile.. 🥰 For Ticket Please Call: 01705-651424
29/05/2021

catches some moments in his own mobile.. 🥰 For Ticket Please Call: 01705-651424

সকলের ভালোবাসা এবং কমিটমেন্ট সার্ভিস প্রদানের মাধ্যমে অল্প সময়েই ভালোবাসার ২০০ Review পাওয়া সম্ভব হয়েছে। ধন্যবাদ সবাইকে।...
21/03/2021

সকলের ভালোবাসা এবং কমিটমেন্ট সার্ভিস প্রদানের মাধ্যমে অল্প সময়েই ভালোবাসার ২০০ Review পাওয়া সম্ভব হয়েছে। ধন্যবাদ সবাইকে।।

আলহামদুলিল্লাহ... আমিয়াখুম, নাফাখুম  এডভেঞ্চার ট্রিপে ...আলীকদমের পথে যাত্রা শুরু করলো Travellers Next Bangladesh..  Hap...
16/03/2021

আলহামদুলিল্লাহ... আমিয়াখুম, নাফাখুম এডভেঞ্চার ট্রিপে ...আলীকদমের পথে যাত্রা শুরু করলো Travellers Next Bangladesh.. Happy Journey..

ভ্রমনের স্থান সমূহ :-
* আলীকদম * ডিম পাহাড় * থানচি * রিমাক্রি
* রিমাক্রি ফলস * নাফাখুম * ‎ থুইসা পাড়া* আমিয়াখুম
* বেলাখুম * সাতভাইখুম * নাইক্ষাং মুখ* ‎মাথা ভরা খুম
‎* নাফাখুম *তিন্দু...* বড় পাথর ( রাজা পাথর)
* শাহীন ঝরনা...* নীলগিরি ( সময় পাওয়া সাপেক্ষে)
* চিম্বুক * বান্দরবান
Contact-

     ..She is taking rest before playing..
07/03/2021

..She is taking rest before playing..

ক্যাম্পিং ট্যুর নির্জন দ্বীপ সোনাদিয়া।।
03/03/2021

ক্যাম্পিং ট্যুর নির্জন দ্বীপ সোনাদিয়া।।

নতুনজীবনে শুভকামনা রইলো শ্যামলী এন.আর ট্রাভেলস এর DMD, Palash Ghosh এর জন্য।।
03/03/2021

নতুনজীবনে শুভকামনা রইলো শ্যামলী এন.আর ট্রাভেলস এর DMD, Palash Ghosh এর জন্য।।

২ ইউনিট Hyundai. শীগ্রই যাত্রীসেবায় দেখতে পাবেন।
03/03/2021

২ ইউনিট Hyundai. শীগ্রই যাত্রীসেবায় দেখতে পাবেন।

  1/2 seat Business Class  . Coach no. 602-TEK/ 6506-DHAKA Regularly going to DHK-Teknaf-DHK and Cox's bazar.
27/02/2021

1/2 seat Business Class . Coach no. 602-TEK/ 6506-DHAKA Regularly going to DHK-Teknaf-DHK and Cox's bazar.

আজকের পূর্নিমা। যারা সারা বছর এই ভরা পূর্নিমার সাগরকন্যার অপরুপ সৌন্দ্যর্য দেখতে চান, তাদের জন্য। তারিখঃ- ২৬/০২/২১ ইং Ph...
26/02/2021

আজকের পূর্নিমা। যারা সারা বছর এই ভরা পূর্নিমার সাগরকন্যার অপরুপ সৌন্দ্যর্য দেখতে চান, তাদের জন্য। তারিখঃ- ২৬/০২/২১ ইং Photo Courtesy: বাউন্ডুলে ট্রাভেলার্স

২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চালু হতে যাচ্ছে ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস।শিলিগুড়িতে অবস্থিত নিউ জলপাইগ...
26/02/2021

২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চালু হতে যাচ্ছে ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস।

শিলিগুড়িতে অবস্থিত নিউ জলপাইগুড়ি জংশন হতে ট্রেনটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর ২ টায় ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রাত ১ টায় ছেড়ে যাবে প্রতি সোম ও বৃহস্পতিবারে।

যাত্রাপথে সময় লাগবে ৯ ঘণ্টা। তবে এই পথের ভাড়া এখনো নির্ধারণ করা না হলেও ইঙ্গিত দেওয়া হয়, এসির ভাড়া ২ হাজার, চেয়ারকোচের ভাড়া ১ হাজার ৫০০ এবং স্লিপার ক্লাসের ভাড়া ১ হাজার ২০০-এর কাছাকাছি থাকবে।

নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার দূরত্ব ৫৩০ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে ৪৪৬ কিলোমিটার। ভারতের অংশে রয়েছে ৮৪ কিলোমিটার। এই দীর্ঘপথে থাকছে উভয় দেশের ১৫টি স্টেশন। তবে কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না।

আজ থেকে ১১ দিন পূর্বে রানা ভাইয়ের বিকালের কলিক সজীব এর অকাল মৃত্যু হয়েছিল। ১১ দিনের মাথায় একই কাউন্টার এর সকাল বিকাল দুই...
22/02/2021

আজ থেকে ১১ দিন পূর্বে রানা ভাইয়ের বিকালের কলিক সজীব এর অকাল মৃত্যু হয়েছিল। ১১ দিনের মাথায় একই কাউন্টার এর সকাল বিকাল দুই জন কাউন্টার ম্যানেজার এর মৃত্যুতে - শ্যামলী এন আর ট্রাভেলস্ গভীর ভাবে শোকাহত - বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে...
22/02/2021

ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে ব্লাড ডোনার সোসাইটি অব ভূইগড় । এভাবেই দেশসেবায় সকলে এগিয়ে আসুন। শ্যামলী এন.আর ট্রাভেলস এর পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ। #নিয়মিতরক্তদানকরুন

অত্যাধুনিক RN8 1/2 Seatএর, বাসটি নিয়মিত ঢাকা - টেকনাফ রুটে চলাচল করছে।। আজই আপনার টিকেট বুকিং করুন।।
12/02/2021

অত্যাধুনিক RN8 1/2 Seatএর, বাসটি নিয়মিত ঢাকা - টেকনাফ রুটে চলাচল করছে।। আজই আপনার টিকেট বুকিং করুন।।

08/02/2021
      tickets are available now in counter easily.  (   >চট্টগ্রাম -সেইন্টমার্টিন)   > কক্সবাজার -সেইন্টমার্টিন) baycrui...
03/02/2021

tickets are available now in counter easily. ( >চট্টগ্রাম -সেইন্টমার্টিন) > কক্সবাজার -সেইন্টমার্টিন) baycruiser > টেকনাফ- সেইন্টমার্টিন

Counter Vcard
06/01/2021

Counter Vcard

এরা ভ্রমণ  পিপাসু, ঘুরে ঘুরে দেশকে জানে, দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্য্যকে তুলে ধরে বিশ্ববাসীর কাছে। নিরাপদে ক...
26/11/2020

এরা ভ্রমণ পিপাসু, ঘুরে ঘুরে দেশকে জানে, দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্য্যকে তুলে ধরে বিশ্ববাসীর কাছে। নিরাপদে কাটুক আপনাদের দিনগুলি।

N.R Travels মানিকনগর-টিটিপাড়া কাউন্টার কতৃক যাত্রী, পথচারী এবং পরিবহন স্টাফদের বিনামূল্যে মাষ্ক বিতরণ কর্মসূচীর প্রথম দি...
13/11/2020

N.R Travels মানিকনগর-টিটিপাড়া কাউন্টার কতৃক যাত্রী, পথচারী এবং পরিবহন স্টাফদের বিনামূল্যে মাষ্ক বিতরণ কর্মসূচীর প্রথম দিন। চলমান থাকবে... মাষ্ক পড়ুন- সচেতন থাকুন।

বিনম্র শ্রদ্ধা....বাংলাদেশের স্থপতি, থাকবেন চিরকাল বাংলার মানুষের বুকে অকৃত্রিম ভালোবাসা নিয়ে।।
15/08/2020

বিনম্র শ্রদ্ধা....বাংলাদেশের স্থপতি, থাকবেন চিরকাল বাংলার মানুষের বুকে অকৃত্রিম ভালোবাসা নিয়ে।।

মানিকনগর -টিটিপাড়া কাউন্টারের সকল যাত্রী, শুভানুধ্যায়ী- সকলকে জানাই পবিত্র ঈদ-উল- আযহার শুভেচ্ছা। " ঈদ মোবারক"।😍🚦🇧🇩🇧🇩💖
31/07/2020

মানিকনগর -টিটিপাড়া কাউন্টারের সকল যাত্রী, শুভানুধ্যায়ী- সকলকে জানাই পবিত্র ঈদ-উল- আযহার শুভেচ্ছা। " ঈদ মোবারক"।😍🚦🇧🇩🇧🇩💖

14/06/2020

05/06/2020

সাস্থবিধি মেনে Disinfection Tunnel প্রতিস্থাপন এর মাধ্যমে মানিকনগর টিটিপাড়া কাউন্টারের কার্যক্রম শুরু হলো। এ সংক্রান্ত আমার বুয়েটিয়ান ফ্রেন্ড দের ধন্যবাদ।।

01/06/2020

দীর্ঘদিন বন্ধ থাকার পরে গণপরিবহন ১লা জুন থেকে চালু হলেও, সম্পূর্ণ সাস্থবিধি মেনে পুনরায় ৪.৬.২০ ইং তারিখ থেকে মানিকনগর -টিটিপাড়া কাউন্টারের টিকেটিং কার্যক্রম চালু হবে। বিস্তার রোধে টিকেট ক্রয়ের জন্য আপনাকে কাউন্টারে আসতে হবেনা। টিকেট এর ছবি আপনার What'sUp, IMO নাম্বারে পাঠিয়ে দিব। টিকেট কাটার সময় আপনার মোবাইল নং চাওয়া হবে যা টিকেটের প্রিন্ট কপিতে উল্লেখ থাকবে। শুধুমাত্র যাত্রার ২০ মিনিট পূর্বে কাউন্টারে উপস্থিত থাকবেন। ধন্যবাদান্তে, শ্যামলী এন.আর ট্রাভেলস ( মানিকনগর- টিটিপাড়া কাউন্টার)
01705-651424, 016-19931229

এই ভদ্রলোক মানিকনগর -টিটিপাড়া এলাকাটিতে প্রায় দেখি সেচ্ছাসেবী হয়ে বিকেল থেকে রাত পর্যন্ত জীবানুনাশক ছিটিয়ে থাকেন। আজ আমা...
20/04/2020

এই ভদ্রলোক মানিকনগর -টিটিপাড়া এলাকাটিতে প্রায় দেখি সেচ্ছাসেবী হয়ে বিকেল থেকে রাত পর্যন্ত জীবানুনাশক ছিটিয়ে থাকেন। আজ আমাদের শ্যামলী এন.আর মানিকনগর টিটি-পাড়া কাউন্টারটির আশেপাশে জীবানুনাশক ছিটিয়ে গেলেন। ধন্যবাদ, এমন সকল সেচ্ছাসেবীদের প্রতি।।

16/04/2020

প্রতিদিন ৬০০০ জনকে খাবার দিচ্ছে ডিএমপি

করোনা সংক্রমণের মধ্যে রাজধানীতে ঘরে বন্দি প্রায় ছয় হাজার নিম্ন আয়ের মানুষকে প্রতিদিন একবেলা করে খাবার দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ। এই খাবারের জন্য কাউকে কোথাও লাইন দিতে হয় না। পুলিশের গাড়িই বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দিয়ে আসে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমান প্রথম আলোকে বলেন, খাবারের পদ বলতে থাকে জনপ্রতি একটি করে ডিম ও কিছু খিচুড়ি। আবার কোনো কোনো দিন সহজে রান্না ও বিতরণ করা যায় এমন খাবারও দেওয়া হয়। এসব খাবার রান্না করা হয় রাজারবাগ পুলিশ লাইন ও পিওএম–এর (দাঙ্গা দমন বিভাগ) হেঁসেলে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে দশটার মধ্যে খাবার প্রস্তুত করে পুলিশের গাড়িতে করে থানায় থানায় পৌছে দেওয়া হয়। কোন থানায় কত খাবার যাবে তার তালিকা আগে থেকে তৈরি করা থাকে। সেই অনুযায়ী খাবার চলে যায় থানায় থানায়। এরপর থানা পুলিশ বিভিন্ন বস্তি ও বসত বাড়িতে গিয়ে সেই খাবার পৌঁছে দিয়ে আসে। দুপুরের মধ্যে সব খাবার বিতরণ শেষ হয়ে যায়।

শাহ মিজান বলেন, এভাবে খাবার বিতরণে কাজ হয়েছে। ঘরে বসে খাবার পাওয়ার কারণে নিম্ন আয়ের মানুষ আর রাস্তায় আসছে না। বরং নিজের বাড়িতে তারা খাবারের জন্য অপেক্ষা করছেন। এতে সামাজিক দুরত্ব নিশ্চিত হচ্ছে।

এত মানুষের খাবারের টাকা কোত্থেকে আসে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন পুলিশকে সহায়তা করছে। তারা নিজেরা খাবার বিতরণ করতে গিয়ে জটিলতায় পড়ছেন। আবার পরিস্থিতিও সামাল দিতেও পারছেন না, তার চেয়ে পুলিশকে দিয়ে দিচ্ছেন। তাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই দরকারি মানুষের কাছে খাবার পৌছে যাচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও খুশি মনে এ কাজ করছেন। অনেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের উদ্যোগে খাবারের পাশাপাশি দরকারি সহায়তা দিচ্ছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সেরকমই বললেন। তিনি জানালেন, প্রতিদিন ২০০ প্যাকেট রান্না করা খাবারের পাশাপাশি ৩০২টি অভাবি পরিবারে হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় রমনা থানা পুলিশ। মনিরুল বলেন, এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় কাজ মনে হয় আর কিছুই নেই। তিনি দরিদ্র মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, মানুষের সেবা করার এই সুযোগ হয়তো আর পাবেন না। এখনই সময় মানুষের পাশে দাঁড়ানোর।

সংবাদসূত্র: প্রথম আলো

05/04/2020

জরুরী কিছু এ্যাম্বুলেন্সের নাম্বার শেয়ার করলাম, এমন অবস্থায় কখনোও হঠাৎ দরকার পড়তে পারে। জানিনা, যদি কারোও উপকারে আসে।

1. রিজেন্ট হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস :
01728215630, 01620218915
2. আদ্বদীন হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস :
09612345666
3. কেয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস :
029132548, 01733588337
4. হিমু এ্যাম্বুলেন্স সার্ভিস :
01711072740, 01971072740
5. শিকদার এ্যাম্বুলেন্স সার্ভিস :
01611512616, 0191151161
6. যাত্রাবাড়ী এ্যাম্বুলেন্স সার্ভিস :
01871677962
7. হাবিবা এ্যাম্বুলেন্স সার্ভিস :
01742738776
8. এয়ারপোর্ট এ্যাম্বুলেন্স সার্ভিস :
01871677962
9. হামিদা এ্যাম্বুলেন্স সার্ভিস :
01826609524, 01617300074
10. মুন্নি এ্যাম্বুলেন্স সার্ভিস :
01714888576, 01822776765
11. ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস :
01911125156
12. আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিস :
0173205555
13. মাহিম এ্যাম্বুলেন্স সার্ভিস :
01774983692
14. আল-আমিন এ্যাম্বুলেন্স সার্ভিস :
01720448666, 01819137479
15. জনি এ্যাম্বুলেন্স সার্ভিস :
01793162925, 01712025504
16. আল্লাহর অবদান এ্যাম্বুলেন্স সার্ভিস :
01712010075, 01972010075
17. আবুল হোসেন এ্যাম্বুলেন্স সার্ভিস :
01959518544
18. দেশ এ্যাম্বুলেন্স সেবা সার্ভিস :
01790509607,0170070011
19. এ্যাম্বুলেন্স বিডি সার্ভিস :
01778713644
20. খালেদ এ্যাম্বুলেন্স সার্ভিস :
01933246577
21. আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিস :
0173205555
22. MIECU এ্যাম্বুলেন্স সার্ভিস :
01716269038
23. শমরিতা হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস :
01711600925
25.) ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস :
01713003004
26. সিএমএইচ এ্যাম্বুলেন্স সার্ভিস :
9871469, 9870011
27. আল মারকাজুল ইসলাম এ্যাম্বুলেন্স সার্ভিস :
9127867,8114980
28. গ্রীন এ্যাম্বুলেন্স সার্ভিস :
8612412
29. ডে-নাইট এ্যাম্বুলেন্স সার্ভিস :
0171 1544328
30. মেট্রো এ্যাম্বুলেন্স সার্ভিস :
01714088974
31. শিফা এ্যাম্বুলেন্স সার্ভিস :
9111758, 8114571
32. উত্তরবঙ্গ এ্যাম্বুলেন্স সার্ভিস :
0171139077, 0176502347

& Pls Share

    Collected
03/04/2020

Collected

Address

3/1 Kazirbagh, Maniknagar Bishwaroad
Dhaka
1203

Opening Hours

Monday 06:30 - 00:30
Tuesday 06:30 - 00:30
Wednesday 07:00 - 00:00
Thursday 06:30 - 23:45
Friday 08:00 - 23:00
Saturday 06:30 - 00:05
Sunday 06:30 - 00:15

Telephone

+8801705651424

Alerts

Be the first to know and let us send you an email when Shyamoli NR Maniknagar-TT Para Counter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shyamoli NR Maniknagar-TT Para Counter:

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All