সফর নামা - SafarNama

সফর নামা - SafarNama সফর নামার সাথে লিখে ফেলুন আপনার নিজের ভ্রমন কাহিনী

শুরুটা কিন্তু তখনই হয়েছিল।
18/07/2024

শুরুটা কিন্তু তখনই হয়েছিল।

১৮-০৭-২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে অবস্থিত ভারতীয় সকল ভিসা সেন্টার (IVAC) বন্ধ থাকবে।
17/07/2024

১৮-০৭-২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশে অবস্থিত ভারতীয় সকল ভিসা সেন্টার (IVAC) বন্ধ থাকবে।

17/07/2024

ন্যায্য অধিকার চাইতে গিয়ে অথবা জালিমের হাতে মৃত্যু বরণকারী মুসলিম আখেরাতে শহীদের মর্যাদা পাবে।

যারা নিজের জীবন, সম্পদ ও পরিবার রক্ষা করতে গিয়ে মারা যাবে, তাদের শহীদ বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

(সূত্র: তিরমিজি ১৪২১ নাসাঈ ৪০৯৪)

দীর্ঘস্থায়ী ক্ষমতা মানুষকে অহংকারী বানিয়ে ফেলে। সে মনে করে সে সব পারে, সব কিছু তার কন্ট্রোলে চলে, তার সব অন্যায় সে নিরীহ...
16/07/2024

দীর্ঘস্থায়ী ক্ষমতা মানুষকে অহংকারী বানিয়ে ফেলে। সে মনে করে সে সব পারে, সব কিছু তার কন্ট্রোলে চলে, তার সব অন্যায় সে নিরীহ মানুষের মাথা পেতে নিবে কারন সে তাদেরকে নিজের গোলাম মনে করে। মজার কথা হল এরা মনে মনে নিজেকে খোদার কাছাকাছি নিয়ে যায় যেমন টা ফেরাউন করেছিল, নিজেকে খোদা দাবি ই করে বসেছিল। চরিত্র ২ জনের ই কাছাকাছি চরিত্র , শুধু পার্থক্য একজনের সাহসের একটু ঘাটতি আছে তাই সে মুখে ডিক্লেয়ার দিতে পারতেসেনা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
15/07/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

দিল্লি ফুড এপিসোড ২: জাওহার হোটেল, জামা মসজিদ।রেস্টুরেন্ট টা কারিমস এর পাশেই। ওইখানে ২ টা আছে, একটা জাওহার আরেকটা আল-জাও...
05/07/2024

দিল্লি ফুড এপিসোড ২: জাওহার হোটেল, জামা মসজিদ।

রেস্টুরেন্ট টা কারিমস এর পাশেই। ওইখানে ২ টা আছে, একটা জাওহার আরেকটা আল-জাওহার। ২ টা তেই খাবার ট্রাই করসি আমরা। ওইখানে আমাদের মেইন আইটেম ছিল বাটার চিকেন আর চিকেন জাহাংগিরি আর সাথে ডাল। বাটার চিকেন টা একদম টপ নচ ছিল। চিকেন জাহাংগিরি টাও ভাল ছিল। কিন্তু সব থেকে বেস্ট লাগসে এদের ডাল টা। শুধু ডালের জন্যই এক্সট্রা ভাত নিয়েছিলাম আর পেট একদম অভারলোড হয়ে গিয়েছিল।

দিল্লি ফুড এপিসোড ১: করিমস এর কাচ্চি। জামা মসজিদ।করিমস এর নাম শুনে নাই খুব কম লোক আছে দিল্লিতে। ইভেন বাংলাদেশেও অনেক শুন...
02/07/2024

দিল্লি ফুড এপিসোড ১: করিমস এর কাচ্চি। জামা মসজিদ।

করিমস এর নাম শুনে নাই খুব কম লোক আছে দিল্লিতে। ইভেন বাংলাদেশেও অনেক শুনেছি এর নাম। জামা মসজিদের এই দোকানটাতে সব থেকে বেশি ভীড় পেয়েছিলাম আমরা। ১১ টার পরে গিয়েছিলাম তাই লিস্টে থাকা অনেক আইটেম পাই নাই। কাচ্চি টা ট্রাই করসিলাম শুধু। আমার কাছে মোটামুটি ভাল লেগেছে। পজিটিভ এর মধ্যে একদম ঝরঝরা ছিল, বেশি তৈলাক্ত ছিল না, স্পাইসি কম ছিল একদম। লং আর গোল মরিচ গোটা অনেক গুলো মুখে পরসে এই জিনিসটা ভাল লাগে নাই। আরো কিছু ট্রাই করার কথা ছিল বাট করতে পারি নাই।

Indian Double entry visa for Embassy face is available now.
12/06/2024

Indian Double entry visa for Embassy face is available now.

Serenity of jama Masjid
11/06/2024

Serenity of jama Masjid

রাফসান কি নতুন প্রজেক্ট এ হাত দিল নাকি??🙃🙃
20/05/2024

রাফসান কি নতুন প্রজেক্ট এ হাত দিল নাকি??
🙃🙃

কে কয়বার মারসেন নিজের দাদা/নানা কে??🤣🤣🤣
07/05/2024

কে কয়বার মারসেন নিজের দাদা/নানা কে??🤣🤣🤣

এই গরমে আপনার কাছে ভ্রমণের সময় ফেভারিট আইসক্রিম কোনটা ??
01/05/2024

এই গরমে আপনার কাছে ভ্রমণের সময় ফেভারিট আইসক্রিম কোনটা ??

28/04/2024

কে কত বার কক্সবাজার ঘুরতে গিয়েছেন বলেন তো। দেখি আমাকে কেউ বিট করতে পারেন কিনা। 😎😎
আমি ২২ বারের বেশি আলহামদুলিল্লাহ।

পিকনিক করতে গেছে নাকি ইয়াবা ব্যবসা করতে গেছে🥴🥴
21/02/2024

পিকনিক করতে গেছে নাকি ইয়াবা ব্যবসা করতে গেছে🥴🥴

আপনাদের কার কার আমার মত অবস্থা হাত তুলেন🙌🙌
07/02/2024

আপনাদের কার কার আমার মত অবস্থা হাত তুলেন🙌🙌

তারা তারি শুরু করে দেন আর বেশি দিন বাকি নাই😁😁।।
20/01/2024

তারা তারি শুরু করে দেন আর বেশি দিন বাকি নাই😁😁।।

এই রকম কি কেউ করেন নাকি ??😁😁
02/01/2024

এই রকম কি কেউ করেন নাকি ??😁😁

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সফর নামা - SafarNama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সফর নামা - SafarNama:

Videos

Share