Muhammad Amir

Muhammad Amir Welcome to Muhammad Amir. Holidays,where you travel dreams Taka flight!

We are not just a
travel Agency, we are are your dedicated Partners in exploring the World

16/01/2025

এখন আরোও কমখরচে
কম্বোডিয়া ভিসা করুন ১
ঘন্টায়
নো-ভিসা, নো -ফি 01977-760706

16/01/2025

এখন আরোও কমখরচে
সিঙ্গাপুর ভিসা করুন
নো-ভিসা, নো-ফি
01977-760706

15/01/2025

সৌদি এক বছরের মাল্টিপল
ভিসা করে বছরের যে কোন
সময় সৌদি আরব যাতায়াত
করতে পারবেন তাই সুযোগ এখনই কাজে লাগান 01977-760706

13/01/2025
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার মাধ্যমে মোট ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারব...
13/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধার মাধ্যমে মোট ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন:

✅ এশিয়া:
✓ ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ নেপাল: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।
✓ কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:
✓ কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়, তবে প্রবেশ পারমিট প্রয়োজন।
✓ সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:
✓ কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।
✓ ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:
✓ বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।
✓ মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:
✓ বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ উল্লেখযোগ্য তথ্য:
✓ ভ্রমণের আগে নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

✓ কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং নির্দিষ্ট স্বাস্থ্য বীমা থাকতে পারে।

✓ ভ্রমণের আগে প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে অবগত হওয়া গুরুত্বপূর্ণ।

✅ নোট: এই তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত, এবং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ভ্রমণের আগে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করা সুপারিশ করা হচ্ছে।

Muhammad Amir

ভারতের বদলে স্বল্প খরচে থাইল্যান্ড ভ্রমণ: বাংলাদেশীদের জন্য দারুণ সুযোগথাইল্যান্ড, তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্...
12/01/2025

ভারতের বদলে স্বল্প খরচে থাইল্যান্ড ভ্রমণ: বাংলাদেশীদের জন্য দারুণ সুযোগ

থাইল্যান্ড, তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত, ঐতিহ্যবাহী মন্দির, এবং মুখরোচক খাবারের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। এখন বাংলাদেশ থেকে খুব সহজেই এবং ভারতের চেয়ে স্বল্প খরচে থাইল্যান্ডে ভ্রমণ করা সম্ভব।

কেন থাইল্যান্ড?

1. স্বল্প খরচে ভ্রমণ: ভারতের চেয়ে কম খরচে হোটেল, খাবার, এবং পরিবহন সুবিধা।

2. বিনোদনের বৈচিত্র্য: সমুদ্রসৈকত, শপিং, রিসর্ট, এবং পার্টির জন্য জনপ্রিয়।

3. ভিসা সহজলভ্যতা: অনলাইন বা এয়ারপোর্টে পৌঁছে ভিসা (Visa on Arrival) পাওয়া যায়।

থাইল্যান্ডের দর্শনীয় স্থান

1. ব্যাংকক: রাজপ্রাসাদ, ফ্লোটিং মার্কেট, এবং আধুনিক শপিং মল।

2. পাটায়া: বিখ্যাত সমুদ্রসৈকত এবং নাইটলাইফ।

3. ফুকেট: শান্ত সমুদ্র এবং বিলাসবহুল রিসর্ট।

4. চিয়াং মাই: ঐতিহ্যবাহী মন্দির এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য।

থাইল্যান্ড ভিসার আবেদন প্রক্রিয়া

১. Visa on Arrival (VOA):

থাইল্যান্ডে পৌঁছে বিমানবন্দরে ভিসা সংগ্রহ করা সম্ভব। এটি সবচেয়ে সহজ এবং দ্রুত পদ্ধতি।

প্রয়োজনীয় নথি:

বৈধ পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে)।

থাইল্যান্ডে ১৫ দিনের মধ্যে ফিরে আসার রিটার্ন টিকিট।

হোটেল বুকিংয়ের প্রমাণ।

১০,০০০ থাই বাহত (প্রায় ৩০,০০০ টাকা) অর্থ প্রদর্শন।

একটি পাসপোর্ট সাইজের ছবি।

VOA ফি: প্রায় ২,০০০ থাই বাহত।

২. অনলাইন ই-ভিসা আবেদন:

থাইল্যান্ড ই-ভিসা প্ল্যাটফর্ম থেকে আগে থেকে আবেদন করতে পারেন।

আবেদন লিংক: থাইল্যান্ড ই-ভিসা পোর্টাল https://www.thaievisa.go.th/

থাইল্যান্ড ভ্রমণে আনুমানিক খরচ

1. ফ্লাইট টিকিট: ঢাকা থেকে ব্যাংকক (往返) ২০,০০০-২৫,০০০ টাকা।

2. হোটেল: প্রতিরাত ১,৫০০-৩,০০০ টাকা।

3. খাবার: জনপ্রতি প্রতিদিন ৫০০-৭০০ টাকা।

4. স্থানীয় পরিবহন: বাস, টুকটুক, বা মোটরসাইকেল রেন্ট।

5. প্রবেশ ফি: মন্দির এবং পার্কের জন্য ২০০-৫০০ টাকা।

থাইল্যান্ড ভ্রমণের টিপস

1. অফ-পিক সিজনে যান: অক্টোবর থেকে ফেব্রুয়ারি তুলনামূলক কম খরচ।

2. সস্তা শপিং: চাতুচাক মার্কেট এবং পাতায়ার স্থানীয় বাজার ঘুরে দেখুন।

3. স্থানীয় খাবার: রাস্তায় বিক্রি হওয়া খাবার সস্তা এবং সুস্বাদু।

4. স্থানীয় সিম কার্ড: মোবাইল ডেটার জন্য সস্তায় পাওয়া যায়।

থাইল্যান্ডে ভ্রমণ ভারতের চেয়ে সাশ্রয়ী এবং উপভোগ্য হতে পারে। ভিসার সহজলভ্যতা, মনোরম স্থান, এবং কম খরচের কারণে এটি বাংলাদেশি পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য। সঠিক পরিকল্পনা করে, অল্প খরচে এবং কম সময়ে এই অসাধারণ অভিজ্ঞতা অর্জন করুন।

আপনার যাত্রা আনন্দময় এবং স্মরণীয় হোক!



Follow Muhammad Amir
01977-760706

12/01/2025

শুধু পাসপোর্ট ও ছবি দিয়ে
কন্ট্রকে চায়না মালয়েশিয়া
সিঙ্গাপুর থাইল্যান্ডর ভিসা
করে নিন 01977-760706

একজন টুরিস্ট এর চেহারা এবং ব্যাগেজ কি রকম হওয়া উচিত ..?মুখ্য বিষয় হলো যে একজন ইমিগ্রেশন অফিসার আপনার ডকুমেন্ট দেখার আগ...
06/01/2025

একজন টুরিস্ট এর চেহারা এবং ব্যাগেজ কি রকম হওয়া উচিত ..?
মুখ্য বিষয় হলো যে একজন ইমিগ্রেশন অফিসার আপনার ডকুমেন্ট দেখার আগে আপনার চেহারা এবং আপনার ব্যাগেজ দেখে জাজমেন্ট করে ফেলে যে আপনাকে কি রকম প্রশ্ন করবে ..?
১ - আন্তর্জাতিক ভ্রমণ করার আগে আপনি নিজেকে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন চুল দাড়ি কাটা এবং ভালো জামা কাপড় পড়বেন নিজেকে যত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় ।
২ - ট্রাভেল এর সময় চেষ্টা করবেন ছোট ব্যাগেজ নেয়ার জন্য ৫ থেকে ৬ কেজির ভিতরে যাতে থাকে ।
৩ - ব্যাগেজ ভিতরে কোন ডকুমেন্ট রাখবেন না সব ডকুমেন্ট আপনার হাতে রাখবেন । ভালো হয় যদি ডকুমেন্ট রাখার জন্য ছোট একটা ব্যাগ নেন ।
৪ - কথা খুবই কম বলবেন এবং যা জিজ্ঞেস করে ঠিক এটার উত্তর দেয়ার চেষ্টা করবেন ।
এই কয়েকটা জিনিস মাথায় রাখলে আশা করি আপনার আন্তর্জাতিক ভ্রমণ সুন্দর এবং সহজ হবে।
01977-760706

আপনার মতামত কি??💚
05/01/2025

আপনার মতামত কি??💚

মালয়েশিয়া তে টুরিস্ট ভিসায় আসার আগে যে জিনিসগুলা জানা জরুরী ..?১ - মালয়েশিয়া arrival card ফিলাপ করতে হবে আপনাকে ফ্ল...
26/12/2024

মালয়েশিয়া তে টুরিস্ট ভিসায় আসার আগে যে জিনিসগুলা জানা জরুরী ..?
১ - মালয়েশিয়া arrival card ফিলাপ করতে হবে আপনাকে ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে ।
২ - যখন ইমিগ্রেশন আসবেন ইমিগ্রেশন আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করবে যেমন .?
১ - মালয়েশিয়াতে কিসের জন্য আসছেন ..?
২ - কয়দিন থাকবেন ..?
৩ - কোথায় যাবেন ..?
৪ - রিটার্ন কনফার্ম টিকেট এবং কনফার্ম হোটেল বুকিং আছে কিনা সুন্দর করে এগুলো সব দেখাবেন ।
৩ - আপনি যদি টুরিস্ট ভিসা আসেন অবশ্যই আপনার কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে ।
৪ - KLIA 1 KLIA 2 এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর শহরে আপনি grab apps car বুকিং দিয়ে আসতে পারবেন তবে একা হলে আমি সাজেস্ট করবো বাসে আসার জন্য ১৮ RM নেবে কুয়ালালামপুর আসতে।
৫ - কুয়ালালামপুরে আসার পর একটা mrt কার্ড নিয়ে নিবেন ২০ RM নেবে এই কার্ড দিয়ে বাস ট্রেন সবকিছু ব্যবহার করতে পারবেন এবং কুয়ালালামপুর প্রতিটা জায়গায় যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন ।
শুভকামনা রইল ভ্রমণ প্রিয় মানুষদের জন্য 🖤
আপনার ভ্রমণ সুন্দর হোক
মালয়েশিয়া ভিসা করার জন্য আজই যোগাযোগ
±8801977760706

19/12/2024

মালয়েশিয়া তে টুরিস্ট ভিসায় আসার আগে যে জিনিসগুলা জানা জরুরী ..?
১ - মালয়েশিয়া arrival cad ফিলাপ করতে হবে আপনাকে ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে ।
২ - যখন ইমিগ্রেশন আসবেন ইমিগ্রেশন আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করবে যেমন .?
১ - মালয়েশিয়াতে কিসের জন্য আসছেন ..?
২ - কয়দিন থাকবেন ..?
৩ - কোথায় যাবেন ..?
৪ - রিটার্ন কনফার্ম টিকেট এবং কনফার্ম হোটেল বুকিং আছে কিনা সুন্দর করে এগুলো সব দেখাবেন ।
৩ - আপনি যদি টুরিস্ট ভিসা আসেন অবশ্যই আপনার কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে ।
৪ - KLIA 1 KLIA 2 এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর শহরে আপনি grab apps car বুকিং দিয়ে আসতে পারবেন তবে একা হলে আমি সাজেস্ট করবো বাসে আসার জন্য ১৮ RM নেবে কুয়ালালামপুর আসতে।
৫ - কুয়ালালামপুরে আসার পর একটা mrt কার্ড নিয়ে নিবেন ২০ RM নেবে এই কার্ড দিয়ে বাস ট্রেন সবকিছু ব্যবহার করতে পারবেন এবং কুয়ালালাম7পুর প্রতিটা জায়গায় যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন ।
শুভকামনা রইল ভ্রমণ প্রিয় মানুষদের জন্য 🖤
আপনার ভ্রমণ সুন্দর হোক 🌺🌹

ইউরোপে আসার আগে যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসা যায়, তবে এটি ইউরোপের যেকোনো দেশে ভালো বেতনে কাজ পাওয়ার জন্য একটি গ...
18/12/2024

ইউরোপে আসার আগে যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসা যায়, তবে এটি ইউরোপের যেকোনো দেশে ভালো বেতনে কাজ পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।

কারণ ও সুবিধা:
1. প্রয়োজনীয় দক্ষতা অর্জন:
ইউরোপে পেশাদার ড্রাইভারদের চাহিদা অনেক বেশি। ট্রাক, বাস, ডেলিভারি ভ্যান বা অন্যান্য যানবাহন চালানোর দক্ষতা থাকলে সহজেই কাজ পাওয়া যায়।
2. ড্রাইভিং লাইসেন্স রূপান্তর সহজ:
বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেক ইউরোপীয় দেশে এটি স্থানীয় লাইসেন্সে রূপান্তর করা তুলনামূলক সহজ হয়। তবে কিছু দেশে নির্দিষ্ট পরীক্ষা দিতে হতে পারে।
3. ভালো বেতন:
ইউরোপে পেশাদার ড্রাইভারদের বেতন সাধারণত অনেক ভালো হয়, বিশেষ করে লরি বা ট্রাক ড্রাইভিংয়ে। যেমন, জার্মানি, ফ্রান্স, ইতালি, এবং নেদারল্যান্ডসের মতো দেশে ড্রাইভাররা প্রতি মাসে ১৫০০ থেকে ৩০০০ ইউরো পর্যন্ত আয় করতে পারে।
4. চাহিদা ও চাকরির নিরাপত্তা:
ইউরোপে শ্রমবাজারে পেশাদার ড্রাইভারদের অনেক বেশি চাহিদা রয়েছে, কারণ বেশিরভাগ দেশেই অভিজ্ঞ ড্রাইভারের সংকট রয়েছে। এই কারণে চাকরির নিরাপত্তাও বেশি থাকে।
5. অভিজ্ঞতা কাজে লাগানো:
যদি বাংলাদেশে কিছুদিন ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকে, তবে ইউরোপে কাজ খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যায়। অভিজ্ঞ ড্রাইভারদের পছন্দ করা হয়।

কীভাবে প্রস্তুতি নেবেন:
1. পেশাদার ড্রাইভিং কোর্স:
বাংলাদেশে ড্রাইভিং শেখার জন্য কোনো পেশাদার ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ নিন এবং প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করুন।
2. লাইসেন্স সংগ্রহ:
একটি আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP) নেওয়ার চেষ্টা করুন। এটি ইউরোপে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়ক হবে।
3. ভাষার দক্ষতা:
ইউরোপে কাজের জন্য ইংরেজি বা স্থানীয় ভাষায় মৌলিক দক্ষতা থাকা জরুরি। এটি শুধু ড্রাইভিং-এ নয়, যোগাযোগেও সহায়ক হবে।
4. পথঘাট ও ট্রাফিক নিয়ম শিখুন:
ইউরোপীয় দেশের ট্রাফিক নিয়ম ও পরিবহন ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই ধারণা নিন।
5. বাজার অনুসন্ধান:
ইউরোপের কোন দেশে কোন ধরনের ড্রাইভিং চাকরির সুযোগ বেশি তা অনলাইনে খুঁজে নিতে পারেন।

উপসংহারে, ইউরোপে ভালো বেতনের চাকরি পাওয়ার একটি বড় সুযোগ হতে পারে ড্রাইভিং দক্ষতা। সঠিক প্রস্তুতি নিয়ে গেলে এটি আপনার ক্যারিয়ারের জন্য একটি চমৎকার পদক্ষেপ হতে পারে।

17/12/2024

জাপানীদের জীবন ধারণ খুবই অদ্ভুত। অনেক বেশি পরিশ্রম করে তারা। ভবিষ্যতে গাড়ি-বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে নেই। বর্তমান সময়টাকে ওরা প্রাধান্য দেয়, তাই বলে এমন না যে তারা বিলাসিতায় গা ভাসায়। প্রয়োজন ছাড়া তারা একটা পয়সাও কোথাও নষ্ট করে না। যা ইনকাম করে তা খাওয়ার পিছনেই ব্যয় করে।👌❤️🇯🇵

অনেকেই একই কাপড় বেশিরভাগ সময় পড়ে থাকে। এক জোড়া জুতা যতোক্ষন না নষ্ট হয় ততোক্ষন ওইটাই পরে। অপচয় করাকে তারা অপছন্দ করে। বিনা প্রয়োজনে ঘরের লাইটটা পর্যন্ত ওরা জ্বালিয়ে রাখে না। 👏😇

আমাদের মতো তাদের গাড়ির বিলাসিতা নেই। জাপানীরা ছোট ছোট গাড়ি ইউজ করে, তাদের কাছে ব্র্যান্ড ভ্যালু নাই। যে গাড়ি চালাতে সুবিধা, ট্যাক্স কম, তেল কম যাবে, বাড়িতে কম জায়গায় রাখা যাবে সেই গাড়ি ইউজ করে। 👏🫠

কারো বাসায় যাওয়ার আগে কমপক্ষে ১ সপ্তাহ আগে ফোন করে জিজ্ঞেস করে ওইদিন যেতে চাই, সমস্যা আছে কিনা। যদিও এরা খুব কমই একজন আরেকজনের বাসায় যায়। যদিও যায় সেখানে খুবই সামান্য পরিমানে জিনিস নেয়। যেমন কিছু আপেল বা ৩০০ গ্রাম আঙ্গুর অথবা যার বাসায় যাবে তার পছন্দের কেক বা মিষ্টি। অনেক আইটেম বা অনেক বেশি করে নেয় না। আবার যার বাসায় যায় সেও শুধুমাত্র চা বা রেডি বিস্কুট বা যেকোনো ফল দিয়ে আপ্যায়ন সারে।💕 ❤️

বৃদ্ধ বয়সে তারা কারো ওর নির্ভরশীল হয় না। সন্তান থাকলেও বাবা মা যেমন নিজে একা থাকতে পছন্দ করে তেমনি সন্তানদের পরিবারেও ঝামেলার কারন হতে চায় না। ৬৫ বছরের পর সরকার থেকে দেওয়া দেওয়া ট্যাক্স থেকেই ১০ মান করে ওনাদের দেয়া হয়। সেগুলো দিয়ে জাপানিরা চললেও তারা নিজেরাও কাজ করে যতোদিন পর্যন্ত করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত কিছুই পছন্দ করে না। বাড়ি থাকলে কেউ আরেকটা বাড়ি কিনতে চায় না। তাদের একমাত্র চাহিদাই হচ্ছে খাওয়া। যে কোন উৎসবের দিন তাদের চাহিদাই হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া। ❤️

বেশি বেশি চাহিদা আমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে। জাপানিরা পরিশ্রম করে শরীরকে ঠিক রাখার জন্য কারি কারি টাকার জন্য নয়। ওদের কাছে মনে হয় যে অলস বসে থাকলে শরীর তাড়াতাড়ি খারাপ হয়।💯✌️


সুখবর! সুখবর! সুখবর!বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের...
12/12/2024

সুখবর! সুখবর! সুখবর!
বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের আরও সাতটি দেশের ভ্রমণ ভিসাও সংগ্রহ করা সম্ভব। এই নতুন উদ্যোগ শেনজেন ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপে যাতায়াতের সুযোগকে আরও সুগম করবে।

সুবিধাগুলো:
1. একক দূতাবাস, একাধিক দেশের ভিসা: সুইডেনের দূতাবাস থেকে এখন ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া সহ আটটি দেশের ভিসা পাওয়া যাবে।

2. সহজতর প্রক্রিয়া: পৃথক দূতাবাসে গিয়ে আবেদন করার পরিবর্তে একটি মাত্র দূতাবাসে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।

3. শেনজেন অঞ্চল ভ্রমণের সুবিধা: শেনজেন ভিসা থাকলে এই আটটি দেশের পাশাপাশি আরও ২৬টি শেনজেনভুক্ত দেশে ভ্রমণ করা সম্ভব।

4. আর্থিক ও সময় সাশ্রয়: ভ্রমণকারীদের সময় ও অর্থের অপচয় কমাবে এবং ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে।
আবেদন প্রক্রিয়া:

সুইডেনের দূতাবাসে শেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে থাকবে:

অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া (যেমন: পাসপোর্ট, ছবি, বিমানের টিকিটের কপি, হোটেল বুকিং, আর্থিক প্রমাণ)

সাক্ষাৎকার

ভিসা ফি প্রদান
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ:

এই পদক্ষেপ বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপের দরজা আরও উন্মুক্ত করবে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

যারা ইউরোপ ভ্রমণ করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা। ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য সুইডেনের দূতাবাসে যোগাযোগ করুন।

04/12/2024

এক ঢিলে ৩ পাখি।
সিঙ্গাপুর মালয়েশিয়া ' ও
থাইল্যান্ড ৭দিনের ভ্রমণ
প্যাকেজ মাত্র ৯৬০০০ টাকা ০১৯৭৭৭৬০৭০৬

04/12/2024

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমের পূর্ব গেইটে আজ থেকে শুরু হয়েছে ‘ইসলামি বইমেলা-২০২৪’। এবারের বইমেলা আগের চেয়ে কিছুটা বড় পরিসরে সাজানো হয়েছে।

বই মনের জানালাকে প্রশস্ত করে। চিন্তার দক্ষতা বাড়ায়। কল্পনাশক্তিকে শাণিত করে। বই পড়ে পৃথিবীর বিভিন্ন লেখকের সাথে অথবা ভিনদেশী চিন্তা ও সভ্যতার সাথে আমরা খুব সহজেই ইন্টারেক্ট করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কাটাতে, ছাপা বই একটি কার্যকর উপকরণ।

বইমেলায় আসুন। বই কিনুন। বই পড়ুন। প্রিয়জনদের বই উপহার দিন।

যারা ইউরোপে ভ্রমণ করতে যেতে চান, তাদের জন্য খুব কাজে আসবে এই পোস্টটা। সেইভ করে রাখতে পারেন।আমি আজ মাত্র ১৪ দিনের মধ্যে শ...
02/12/2024

যারা ইউরোপে ভ্রমণ করতে যেতে চান, তাদের জন্য খুব কাজে আসবে এই পোস্টটা। সেইভ করে রাখতে পারেন।

আমি আজ মাত্র ১৪ দিনের মধ্যে শেনজেন ভিসা পেয়েছি, যার মাধ্যমে ইউরোপের ২৭ টি দেশ ঘুরতে পারবো।

এখন অনেকেরই ভিসা হচ্ছে আবার অনেকের বিভিন্ন কারণে হচ্ছে না।

আমি এপ্লাই করার আগে, গুছিয়ে একজায়গায় সব ইনফরমেশনস কোথাও পাইনি। তাই ভাবলাম, গুছিয়ে লিখে দেই। সবার উপকারে আসবে।

গুরুত্বপূর্ণ তথ্য :

যারা ইউরোপে ভ্রমণ করতে যেতে চান, তাদের জন্য খুব কাজে আসবে এই পোস্টটা। সেইভ করে রাখতে পারেন।

আমি আজ মাত্র ১৪ দিনের মধ্যে শেনজেন ভিসা পেয়েছি, যার মাধ্যমে ইউরোপের ২৭ টি দেশ ঘুরতে পারবো।

এখন অনেকেরই ভিসা হচ্ছে আবার অনেকের বিভিন্ন কারণে হচ্ছে না।

আমি এপ্লাই করার আগে, গুছিয়ে একজায়গায় সব ইনফরমেশনস কোথাও পাইনি। তাই ভাবলাম, গুছিয়ে লিখে দেই। সবার উপকারে আসবে।

সেনজেন ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য :

১. শেনজেন ভিসাতে এপ্লাই করার জন্য, বেশিরভাগ জায়গাতেই আপনার আগে Appointment নিতে হয়। আর এখন Appointment এর জন্যই অনেক ক্ষেত্রে ২-৩ মাস লেগে যায়।

তাই যারা ভ্রমণ করতে যেতে চাচ্ছেন, তাদের জন্য Sweden embassy বেশ ভালো চয়েস। Appointment এর কোনো ঝামেলা নাই। পাশাপাশি ১৪ দিনের মধ্যেই পজিটিভ বা নেগেটিভ মেসেজ দিয়ে জানিয়ে দিবে।

২. আমি কমেন্টস সেকশনে VFS Global Sweden এর website এর লিংক দিয়ে দিচ্ছি। Check list অনুযায়ী সব কাগজপত্র গুছিয়ে সোজা ওদের অফিসে চলে গেলেই হবে।

বনানী শেরাটন হোটেলের উল্টো দিকের বিল্ডিংয়ের (Borak Mehnur) ৭ম তলায় ওনাদের অফিস।

৩. সকাল ৯ টা থেকে Application জমা নেয়া হয়। কিন্তু বিল্ডিংয়ের বাইরে সকাল ৮ টা থেকেই সিরিয়াল পড়ে যায়। আর খুবই সুশৃঙ্খলভাবে ঐ সিরিয়াল মেইনটেইন করে সকাল ৯ টা থেকে লোকজন ভেতরে নেয়া হয়।

৪. বর্তমানে ভিসা ফিস প্রায় ১০,৩৫০ জন প্রতি। ক্যাশ টাকা নিয়ে যেতে হয়। কার্ডে পেমেন্ট হয় না। এইটা একটা ঝামেলা।

৫. একটা জিনিস খেয়াল রাখবেন, ৩৫x ৪৫ ছবি নতুন করে তুলে নিয়ে যাওয়া ভালো। আগে ভিসা পেয়েছেন এমন ছবি ব্যাবহার করা উচিৎ না।

৬. ভিসা ফর্ম আর কাভার লেটারটা খুব যত্ন করে করা উচিৎ।

কাভার লেটারটা খুব প্রফেশনাল হতে হবে। কোন কোন দেশের কোথায় কোথায় যাবেন, কবে যাবেন, কেন যাবেন সুন্দর করে উল্লেখ করতে হবে। আমি একটা টেম্পলেট দিয়ে দিবো দরকার হলে।

৭. মনে রাখবেন শেনজেন ভিসায় আপনি কবে যাবেন আর কবে ফিরে আসবেন, তা খুবই গুরুত্বপূর্ণ।

আপনি যদি উল্লেখ করেন যে, আপনি ১৫ দিন ইউরোপের বিভিন্ন দেশ ঘুরবেন, তাহলে ওরা ঠিক ১৫ দিনের জন্যই দিবে।

তাই খুব বুঝে শুনে এই তারিখ উল্লেখ করবেন।

চেষ্টা করবেন, যে দেশের এম্বাসি হয়ে এপ্লাই করছেন সেই দেশে বেশি সময় থাকার।

৮. বুকিং ডট কম থেকে যেখানে যেখানে যাবেন সব জায়গার হোটেল বুকিং দিয়ে সুন্দর করে প্রিন্ট করে নিতে হবে। ফ্রি কেন্সেলেশন আছে এমন হোটেল বুকিং দিতে পারেন। ভিসা হলে cancel করে দিতে পারেন, আপনার প্ল্যান অনুযায়ী।

৯. ইন্সুরেন্স কপিগুলো অবশ্যই এক সেট ফটোকপি করবেন। অরজিনালটা আপনার কাছেই থাকবে।

১০. আগের সব শেনজন ভিসার ফটোকপি জমা দিতে হবে।

১১. অবশ্যই বাচ্চাদের school থেকে ভ্রমণের তারিখ উল্লেখ করে একটা NOC নিতে হবে।

১২. আপনি যতদিন ভ্রমণের চিন্তা করেছেন, তার estimated cost অনুযায়ী আপনার Bank Statement এ সামঞ্জস্যপূর্ণ Amount থাকতে হবে।

১৩. আপনি যে দেশ দিয়ে ঢুকবেন, চাইলে অন্যদেশ দিয়ে ফেরত আসতে পারবেন। তাই ফ্লাইটের মেইন টিকেট বুকিং দেখালেই চলবে। Internal flight বা bus, train এর টিকেট না দেখালেও চলবে।

১৪. অবশ্যই আপনার আগের পাসপোর্টগুলো সাথে রাখবেন।

১৫. ১৪ দিন পর মেসেজ আসলে একই বিল্ডিংয়ে দুপুর ৩-৪ টার মধ্যে সিরিয়াল ধরেই কালেক্ট করতে হবে। ওরা একটা প্যাকেটের মধ্যে পাসপোর্ট ভরে ফেরত দিবে।

যদি প্যাকেটটির ভেতরে পাসপোর্টের পশাপাশি কোনো কাগজ আছে মনে হয়, তাহলে বুঝবেন ভিসা হয়নি। সেটি explanation letter . আর প্যাকেটে শুধু পাসপোর্ট থাকলে বুঝে নিবেন ভিসা হয়ে গেছে।

Copy

#প্রবাসী #বাংলাদেশ

26/11/2024

সিঙ্গাপুর মালয়েশিয়া ৫ দিনে
গ্রুপ টুর। সবকিছু সহ খরচ
মাত্র ৮৮০০০/-টাকা।
বিস্তারিত জানতে কল করুনঃ ০১৯৭৭৭৬০৭০৬

Address

Houses#15, Road#14, Dhanmondi Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Amir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category