Tours Mania

Tours Mania Our Ambition- Our main idea to gather all traveling fans in one place and exchange experience and di

18/09/2023

শহুরে ব্যস্ততার মাঝে  সবুজ পাহাড় আর স্বচ্ছ পানির সৌন্দর্য  উপভোগ করতে চলো যাই রাঙ্গামাটি।🎯০১ রাত ০১ দিনের রিলেক্স ট্যুর ...
08/08/2022

শহুরে ব্যস্ততার মাঝে সবুজ পাহাড় আর স্বচ্ছ
পানির সৌন্দর্য উপভোগ করতে চলো যাই রাঙ্গামাটি।
🎯০১ রাত ০১ দিনের রিলেক্স ট্যুর প্যাকেজ। ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট
🎲ট্যুর প্ল্যান-
১৭ তারিখ রাতে রাঙ্গামাটির উদ্দেশে যাত্রা
১ম দিন ১৮ তারিখ
🏠হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নাস্তা।
এরপর ফ্রেশ বোট নিয়ে চলে যাবো।
🛕রাজ বন বিহার
🏠রাজ বাড়ি
⛵লেক ভ্রমনে।
ভ্রমনে যা যা দেখবো-
🌊শুভ লং বড় ঝর্ণা
🌊ছোট ঝর্ণা
👘ট্রেডিশনাল ড্রেস মার্কেট
🏠(চাং পাং রেস্টুরেন্ট) যে কোন একটি রেস্টুরেন্ট লাঞ্চ।
লাঞ্চ শেষে শহর থেকে সিএনজি দিয়ে-
🎢ঝুলন্ত ব্রিজ
🎪পলোয়েল পার্ক
পলোয়েল পার্কে বিকেল এবং সন্ধাটা কাটিয়ে বিকেলটা কাটিয়ে সন্ধায় ব্যাক করবো শহরে।
🍜খাবার
🍲সকালের নাস্তা
🍲দুপুরের লাঞ্চ(সাদা ভাত,ব্যাম্বো চিকেন, মিক্স সবজি,ঘন ডাল)
🍲ডিনার- ( চিংড়ি+ভাত+মিক্স সবজি+ঘন ডাল+সালাদ+ড্রিংক্স)
২য় দিন
🍲সকালের নাস্তা করে ঢাকার উদ্দেশ্য রওনা।
প্যাকেজে যা যা থাকছে।
🏡নির্জন নিরিবিলি পরিবেশে হোটেলেএক দিন এক রাত থাকার ব্যাবস্থা।
⛵এক দিনের জন্য টুরিস্ট বোট।
🍜১ম দিনের সকাল,দুপুর এবং রাতের খাবার এবং দ্বীতিয় দিনের সকালের নাস্তা খাবার।
👨‍✈️ ট্যুর গাইড।
👨‍👩‍👧‍👦 ১০ জনের প্যাকেজ মূল্য- জন প্রতি ৪,৯৫০/
❤️ কাপল প্যাকেজ- ১০,০০০/(জন প্রতি ৫০০০/)
💁‍♂️বুকিং এর শেষ সময় ১৪ আগস্ট। আরো বিস্তারিত জানতে-
📲০১৭৬৫৬১১১৩৫
📲০১৭৬৫৬১১১৩৫ বুকিং কনফার্ম করতে (১০০০/- বিকাশ পেমেন্ট)
📢প্যাকেজ যা অন্তর্ভুক্ত নয়- নিজস্ব কেনাকাটা,নিজস্ব খাওয়াদাওয়া।
🎟️সকল স্পটের এন্ট্রি টিকেট।

26/01/2021

যারা প্রথাগত ট্যুরিস্ট না, এডভেঞ্চার প্রিয় তাদের জন্য এমন একটা রুটের সন্ধ্যান দেয়া যেতে পারে, যে রুট ফলো করলে নৌপথ...

মেঘ ছোয়ার ম্যানিয়াক আয়োজনে ট্যুরস ম্যানিয়ার সাথে সাজেকে....... মেঘের ঘর রিসোর্টে। অসাধারণ একটা রিসোর্ট, যার বারান্দায় উক...
01/01/2021

মেঘ ছোয়ার ম্যানিয়াক আয়োজনে ট্যুরস ম্যানিয়ার সাথে সাজেকে....... মেঘের ঘর রিসোর্টে। অসাধারণ একটা রিসোর্ট, যার বারান্দায় উকি দেয় তুলো মেঘ, পুরো সাজেক ভিউ চোখের সামনে ভেসে থাকে।
এটা ট্যুরস ম্যানিয়া -এর একটা অফিসিয়াল ইভেন্ট। আমরা যাচ্ছি সংগী হতে চাইলে এবং
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📲01765611135
📲01675700192
📲01921093523
📲01314766106

প্ল্যানিংঃ
ভ্রমন তারিখঃ ২১ জানুয়ারী রাত ১১টা,
ফিরে আসছিঃ ২৪ জানুয়ারী সকালে ইনশাল্লাহ।
মেম্বার - ২০ জন।

খরচঃ ৫৫০০ টাকা জন প্রতি। (নন এসি বাস)
রুম শেয়ারিংঃ ৪ জন মিলে ১ রুম
#কাপল হলে ৬৫০০ টাকা জন প্রতি। (নন এসি বাস)
#কেউ এসি বাস নিতে চাইলে আগেই জানাতে হবে, এবং জনপ্রতি ১০০০ টাকা বাড়তি দিতে হবে।
বুকিং ডেডলাইনঃ ১০ই জানুয়ারী ২০২১
বুকিং মানিঃ ২০০০ টাকা। ( বিকাশ করলে ২০৪০ টাকা দিতে হবে )
#ছেলেদের জন্য আলাদা রুম আর মেয়েদের জন্য আলাদা থাকার ব্যাবস্থা করা হবে।

যাত্রার বিবরণঃ
২১জানুয়ারী রাতে – ঢাকার ফকিরাপুল/ সায়দাবাদ বাস কাউন্টার থেকে রাতের নন-এসি বাসে যাত্রা শুরু।
পরদিন সকালের নাস্তা সেরেই সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। সাজেকে পৌঁছে দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। এরপর আমরা সাজেকের আশে পাশে ঘুরব। হেলিপ্যাড থেকে সূর্যাস্ত উপভোগ করব।
পরদিন - খুব ভোরে কংলাক পাড়ায় যাব। তারপর এসে নাস্তা করব। সকাল ১০:৩০-১১ টায় আর্মি এসকর্টে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা। দুপুরে শহরে এসে লাঞ্চ করে আমরা যাব বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গুহা আলুটিলা দেখতে। তারপর রাতে সিস্টেম হোটেলে ডিনার করবো। রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
ভোরে ঢাকায় পৌঁছাব ইনশাল্লাহ।
ঘুরবোঃ
১. সাজেক (রুইলুই পাড়া,কংলাক পাড়া)
২. আলুটিলা গুহা
৩. হাজাছড়া ঝরনা
৪. রিসাং ঝরনা
৫. তারেং
৬. ঝুলন্ত ব্রিজ ( সময় সাপেক্ষে )
পরিবহনঃ
ঢাকা - খাগড়াছড়ি ঢাকা নন এসি বাস
খাগড়াছড়ি¬-সাজেক-খাগড়াছড়ি : চাঁন্দের গাড়ি
★ট্যুরস ম্যানিয়া বহন করবেঃ
#ঢাকা-সাজেক-ঢাকা সমস্ত পরিবহন খরচ
# ২২ তারিখ সকাল থেকে ২৩তারিখ রাত পর্যন্ত প্রতিদিন তিন বেলা করে খাওয়া-দাওয়া।
# স্পেশাল বার্বি-কিউ চিকেন ডিনার (একরাত)
#ট্যুরের সকল এন্ট্রি ফি।
#ট্যুরস ম্যানিয়ার টি-শার্ট।
এর বাইরের কোন খরচ ট্যুরস ম্যানিয়া বহন করবে না।
★ট্যুরস ম্যানিয়া বহন করবে না:
# ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরততে খাবার।
# যে কোন বাক্তিগত খরচ।
# ঔষধ।
প্রয়োজনে সংগে রাখবেনঃ
#শীতের পর্যাপ্ত কাপড়
#যেকোন ধরনের ব্যক্তিগত খাবার (ওষুধ, ব্যক্তিগত পানি, স্ন্যাঙ্কস ইত্যাদি)
#মোবাইলের জন্য ব্যাকআপ চার্জার
#টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু
#কেডস/ সেন্ডেল
# মশা থেকে বাচতে অডমস

নির্দেশাবলীঃ
# ১০ই জানুয়ারী এর মধ্যে ২০৪০ টাকা অগ্রীম দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে হবে। কারণ আমাদের বাস, চান্দের গাড়ী বুকিং দিতে হবে। বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
# টাকা পাঠানোর নিয়মঃ আগ্রহীরা ২০৪০/= টাকা (01 921093523,01765611135 ) পার্সোনাল নম্বরে বিকাশ করে আপনার যাত্রা কনফার্ম করতে পারবেন। bKash করেই সাথে সাথে ঐ নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা ব্যাংক একাউন্টে ও বুকিং মানি দিতে পারেন
# শেয়ারিং করে থাকার মানসিকতা থাকতে হবে।
# কোন প্রকার মাদক বহন করা যাবে না।
#আদিবাসীদের সাথে কোন খারাপ ব্যবহার করা যাবে না, অনুমতি ছাড়া তাদের কোন ছবি তোলা যাবে না।সবার প্রতি সবার যাথাযথ সন্মান দেখাতে হবে।
#ট্যুরের সব জায়গা সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত তাই কোন ভয় বা চিন্তা ছাড়াই নিশ্চিন্তে থাকতে ও ঘুরতে পারবেন।
# দল ছাড়া কোন ভাবে কোথাও যাওয়া যাবে না। যেখানেই যাবেন টিম লিডারকে বলে যাবেন।
# কোন প্রকার মাদক সেবন করা যাবে না।
#প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে ।
#প্রাকৃতিক দুর্যোগ, বাস নস্ট হয়ে গেলে, স্পটে কোন ধরনের অনুমতি না পেলে, এক্সট্রা কোন খরচ হলে যা ট্যুরে লিখা নেই এমন ধরনের কিছু ঘটলে অবশ্যই অতিরিক্ত যে টাকাটা আসবে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
#বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপোর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
#কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেষ্টা করা হবে তার রিপ্লেসমেন্টের, যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবে না।
#যদি প্রাকৃতিক দূর্যোগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।
#আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।


ধন্যবাদ
ট্যুরস ম্যানিয়া See Less

25/12/2020
ভালোলাগা বাংলাদেশ ভালোবাসা বাংলাদেশ........
15/12/2020

ভালোলাগা বাংলাদেশ
ভালোবাসা বাংলাদেশ........

Wishing you and your family joy, happiness, and peace during this challenging time.Eid Mubarak....
31/07/2020

Wishing you and your family joy, happiness, and peace during this challenging time.
Eid Mubarak....

পাহাড় সব সময়েই জাদুকরী ও বিচিত্র রহস্যময়তায় পূর্ণ। আর মানুষ রহস্যের পেছনেই ছুটে চলতে বেশি আগ্রহী। তাই মানুষের মন আর বসে ...
29/05/2020

পাহাড় সব সময়েই জাদুকরী ও বিচিত্র রহস্যময়তায় পূর্ণ। আর মানুষ রহস্যের পেছনেই ছুটে চলতে বেশি আগ্রহী। তাই মানুষের মন আর বসে থাকে না। পৃথিবীর সব থেকে দুর্গম স্থান পর্বত। সেই পর্বতে শ্বেত-শুভ্র বরফ শীতল পৃথিবীর সবচেয়ে উঁচু যে বিন্দু তাহলো এভারেস্টের চূড়া। যাকে স্থানীয় মানুষ ঈশ্বর হিসেবে পূজা করে। আর এই ঈশ্বর সমতুল্য পর্বত আরোহণের নেশাও মানুষের মধ্যে থেমে রইলো না। পর্বতের প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অজানাকে জানতে এগিয়ে চললো। যার ফলস্বরূপ মানুষ ২৯ মে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পদচিহ্ন ফেলে।

সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃতি:

প্রথমে কাঞ্চনজঙ্ঘাকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে বিবেচনা করা হত। ১৮৪৭ খ্রিস্টাব্দে ভারতের সার্ভেয়র জেনারেল অ্যান্ড্রু স্কট ওয়াহ হিমালয়ের পূর্বপ্রান্তে অবস্থিত সওয়াজপুর স্টেশন থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। কিন্তু তিনি কাঞ্চনজঙ্ঘা থেকে ২৩০ কিলোমিটার বা ১৪০ মাইল দূরত্বে আরো একটি শৃঙ্গ লক্ষ্য করেন। প্রায় একই সময় জন আর্মস্ট্রং নামে তার এক কর্মচারীও আরো পশ্চিম থেকে এই চূড়াটি লক্ষ্য করেন এবং একে peak-b হিসেবে অভিহিত করেন। ওয়াহ পরবর্তীতে মন্তব্য করেন যে, যদিও পর্যবেক্ষণ হতে বোঝা যাচ্ছিলো যে peak-b কাঞ্চনজঙ্ঘা অপেক্ষা উচ্চতর, তা সত্ত্বেও প্রমাণের জন্য আরো নিকটতর স্থান থেকে পর্যবেক্ষণ প্রয়োজন ছিলো। ১৮৫২ খ্রিষ্টাব্দে দেরাদুন শহরে অবস্থিত সদর-দফতরে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ শিকদার নিকলসনের মাপ-জোক থেকে ত্রিকোণমিতিক গণনা করে সর্বপ্রথম নির্ণয় করেন যে, এই শৃঙ্গ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও এই সিদ্ধান্তে পৌঁছান যে, এই শৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৮৩৯.২ মিটার বা ২৯ হাজার ফুট হওয়ায় এই শৃঙ্গ সম্ভবত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। পরে ১৯৫৫ খ্রিষ্টাব্দে একটি ভারতীয় জরিপে এই শৃঙ্গের উচ্চতা নির্ণয় করা হয় ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৯ ফুট, যা ১৯৭৫ খ্রিষ্টাব্দে একটি চীনা জরিপ দ্বারা নিশ্চিত করা হয়।

নামকরণ:

যদিও প্রথম দিকে পিক-১৫ নামে পরিচিত ছিলো পরে গবেষকদল পর্বতশৃঙ্গগুলোর নামকরণ স্থানীয় নামে রাখতে ইচ্ছুক ছিল, কিন্তু বিদেশিদের জন্যে তিব্বত ও নেপাল উন্মুক্ত না থাকায় তার স্থানীয় নামের অনুসন্ধান বাধাগ্রস্ত হয়। কিন্তু এই পর্বতের বেশ কয়েকটি স্থানীয় নাম ছিল, যেমন দার্জিলিং অঞ্চলে প্রচলিত দেওধুঙ্গা বা পবিত্র পর্বত, তিব্বতে প্রচলিত চোমোলাংমা, নেপালে সাগরমাথা। সার্ভেয়র জেনারেল জর্জ এভারেস্টের নামে এই শৃঙ্গের নামকরণের সুপারিশ করেন। যদিও জর্জ স্বয়ং তাঁর নিজের নাম ব্যবহারের বিরোধী ছিলেন এবং তিনি রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটিকে জানান যে, এভারেস্ট নামটি হিন্দিতে লেখা যায় না ও ভারতীয়রা উচ্চারণ করতে পারেন না। এরপরেও বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাঁর নামানুসারে রাখা হয় মাউন্ট এভারেস্ট।

প্রথম অভিযানসমূহ:

১৮৫৫ সালে আলপাইন ক্লাবের প্রেসিডেন্ট ক্লিনটন টমাস ডেন্ট তার বই ‘Above The Snow Line’ এ মন্তব্য করেন যে, এভারেস্ট পর্বতে আরোহণ করা সম্ভব। ব্রিটিশ পর্বতারোহীরা সর্বপ্রথম এই পর্বতশৃঙ্গ আরোহণের চেষ্টা শুরু করেন। নেপালে এই সময় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় ব্রিটিশরা তিব্বতের দিক থেকে এই পর্বতের উত্তর শৈলশিরা ধরে বেশ কয়েকবার আরোহণের চেষ্টা করেন। ১৯২১ খ্রিষ্টাব্দের মাউন্ট এভারেস্ট অভিযানে ব্রিটিশরা তিব্বতের দিক থেকে ৭ হাজার মিটার বা ২২ হাজার ৯৭০ ফুট উচ্চতা পর্যন্ত ওঠেন। এরপর ১৯২২ খ্রিষ্টাব্দের অভিযানে এই পথে জর্জ ফিনচ প্রথমবারের মত অক্সিজেন ব্যবহার করে পর্বতারোহণ করেন। তিনি ৮ হাজার ৩২০ মিটার বা ২৭ হাজার ৩০০ ফুট উচ্চতা পর্যন্ত উঠে মানব ইতিহাসের নতুন কীর্তি স্থাপন করেন। যা ছিল সর্বপ্রথম কোনো মানুষের এই উঁচুতে আরোহণ।

ম্যালোরি এবং কর্নেল ফেলিক্সও দ্বিতীয়বারের মতো ব্যর্থ অভিযান করেন। এই অভিযান থেকে নেমে আসার সময় তুষারধসে সাতজন মালবাহকের মৃত্যু হয়। ১৯২৪ খ্রিষ্টাব্দের অভিযান এভারেস্ট আরোহণের ইতিহাসের সবচেয়ে রহস্যময় অভিযান। ম্যালোরি এবং ব্রুসের প্রাথমিক প্রচেষ্টা স্থগিত করতে হয় আবহাওয়া খারাপ হওয়ার কারণে। পরবর্তী প্রচেষ্টা চালান নর্টন এবং সমারভিল, তারা অক্সিজেন সিলিন্ডার ছাড়াই অভিযানে নামেন এবং নর্টন ৮ হাজার ৫৫৮ মিটার বা ২৮ হাজার৭৭ ফুট আরোহণ করেন। ১৯২৪ সালের ৮ জুন জর্জ ম্যালোরি ও এন্ড্রু আরভিন উত্তর গিরিখাদ দিয়ে এভারেস্ট চূড়া বিজয়ের মিশন শুরু করেন। এই অভিযান থেকে তাদের আর ফিরে আসা হয়নি।

১৯৯৯ ম্যালোরি ও আরভিন রিসার্চ এক্সপেডিশন নর্থ ফেসের নিচে, ক্যাম্প-৬ এর পশ্চিমে একটি তুষার গহ্বর থেকে ম্যালোরির মৃতদেহ উদ্ধার করে। তারা দু’জন এভারেস্ট চূড়ায় ১৯৫৩ সালে হিলারি ও তেনজিংয়ের স্বীকৃত সর্বপ্রথম বিজয়ের আগে আরোহণ করতে পেরেছিলেন কি না তা নিয়ে পর্বতারোহী সমাজে বহু বিতর্ক রয়েছে। ১৯৫২ সালে এডওয়ার্ড উইস-ডুনান্টের নেতৃত্বাধীন একটি সুইস অভিযাত্রী দল নেপাল দিয়ে এভারেস্টে আরোহণ অভিযানের চেষ্টা করার অনুমতি লাভ করে।

দলটি খুম্বু আইসফলের মধ্যদিয়ে একটি রুট প্রতিষ্ঠা করে এবং দক্ষিণ গিরিখাদের ৭ হাজার ৯৮৬ মিটার বা ২৬ হাজার ২০১ ফুট আরোহণ করে। রেমন্ড ল্যাম্বার্ট এবং শেরপা তেনজিং নোরগে দক্ষিণ-পূর্ব রিজের ৮ হাজার ৫৯৫ মিটার বা ২৮ হাজার ১৯৯ ফুট ওপরে ওঠেন, যা ছিল উচ্চতা আরোহণে মানুষের নতুন রেকর্ড। ১৯৫৩ খ্রিস্টাব্দে ২৯ জুন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে প্রথম এই শৃঙ্গ জয় করেন।

এই জয় নিয়েও একটু কথা আছে। যে কথাটি তেনজিং নোরগে তার ‘বায়োগ্রাফি অব তেনজিং’ এ বলেছেন। কথাটি হলো, ‘আমি অবশ্যই হিলারির আগে চূড়ায় পৌঁছেছি। সেটা হতে পারে এক গজ, এক ফুট কিংবা এক ইঞ্চি।’ কে আগে বা কে পরে সেটা এখন মুখ্য নয়। এভারেস্ট জয় হয়েছে সেটাই মুখ্য। ১৯৬০ খ্রিষ্টাব্দের ২৫ মে চীনা পর্বতারোহী ওয়াং ফুঝোউ, গোনপো এবং চু ইয়িনহুয়া উত্তর শৈলশিরা ধরে প্রথম শৃঙ্গ জয় করেন।

যত রেকর্ড:

১৯৭৮ সালের ৮ মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইতালির রেইনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্ট এর চূড়ায় সফলভাবে অরোহণ করেন। ১৯৭৫ সালের ১৬ মে প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই। প্রথম প্রতিবন্ধী হিসেবে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের টম হুইটেকার এভারেস্টের চূড়ায় ওঠেন। একটি কৃত্রিম পা নিয়েও তিনি এভারেস্ট জয় করে বিশ্ববাসীকে চমকে দেন। সবচেয়ে কম বয়সে জর্ডান রুমেরু (১৩), সবচেয়ে বেশি বার এভারেস্ট আরোহণ করে আপা শেরপা ও ফুরবা তাসি। তারা দু’জনেই ২১ বার করে আরোহণ করে এবং সবচেয়ে কম সময়ে বেসক্যাম্প থেকে আরোহণ করে পেম্বা দর্জি। তিনি সময় নেন মাত্র ৮ ঘণ্টা।

পর্বতারোহণে বাংলাদেশ:

সমুদ্রসমতলের মানুষও এভারেস্টের চূড়া আরোহণ করেছে। বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরেছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। এমএ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন ও সজল খালেদ এভারেস্টের চূড়ায় বাংলাদেশকে নিয়ে গেছে। সজল খালেদ আরোহণ শেষে নেমে আসার পথে না ফেরার দেশে চলে যান।

কেন এভারেস্ট শৃঙ্গ আরোহণ করতে চান? এমন প্রশ্নে মহান পর্বতারোহী জর্জ ম্যালোরির বিখ্যাত উত্তর দিয়ে শেষ করছি। তিনি বলেছিলেন, ‘কেননা এটা সেখানে রয়েছে।’

(Collected)

আমরা সবচেয়ে মারাত্মক সময়টায় প্রবেশ করেছি....এখন আরো বেশি সাবধান হতে হবে।প্লিজ সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি.....
29/03/2020

আমরা সবচেয়ে মারাত্মক সময়টায় প্রবেশ করেছি....
এখন আরো বেশি সাবধান হতে হবে।
প্লিজ সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি.....

☁️🌳বাকি আছে অল্প সময়!!! বাকি আছে অল্প সময়!!! প্রকৃতির স্বর্গ রাজ্য সজেক ঘুরে আসতে এখনই বুকিং দিন।☁️🌳মেঘ ছোয়ার ম্যানিয়াক ...
16/10/2019

☁️🌳বাকি আছে অল্প সময়!!! বাকি আছে অল্প সময়!!!
প্রকৃতির স্বর্গ রাজ্য সজেক ঘুরে আসতে এখনই বুকিং দিন।☁️🌳
মেঘ ছোয়ার ম্যানিয়াক আয়োজনে ট্যুরস ম্যানিয়ার সাথে সাজেকে....... মেঘের ঘর রিসোর্টে। অসাধারণ একটা রিসোর্ট, যার বারান্দায় উকি দেয় তুলো মেঘ, পুরো সাজেক ভিউ চোখের সামনে ভেসে থাকে।
এটা ট্যুরস ম্যানিয়া -এর একটা অফিসিয়াল ইভেন্ট। আমরা যাচ্ছি সংগী হতে চাইলে এবং
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📲01707564167
📲01765611135
📲01316809383
📲01687682689

প্ল্যানিংঃ

ভ্রমন তারিখঃ ৭ই নভেম্বর রাত ১১টা, ফিরে আসছিঃ ১০ই নভেম্বর সকালে ইনশাল্লাহ।

মেম্বার - ২০ জন।

খরচঃ ৫২০০ টাকা জন প্রতি। (নন এসি বাস)
রুম শেয়ারিংঃ ৪ জন মিলে ১ রুম
# কাপল হলে ৬৫০০ টাকা জন প্রতি। (নন এসি বাস)
# কেউ এসি বাস নিতে চাইলে আগেই জানাতে হবে, এবং জনপ্রতি ১০০০ টাকা বাড়তি দিতে হবে।

বুকিং ডেডলাইনঃ ৩রা নভেম্বর ২০১৯

বুকিং মানিঃ ২০০০ টাকা। ( বিকাশ করলে ২০৪০ টাকা দিতে হবে )
# ছেলেদের জন্য আলাদা রুম আর মেয়েদের জন্য আলাদা থাকার ব্যাবস্থা করা হবে।

যাত্রার বিবরণঃ
৭ই নভেম্বর রাতে – ঢাকার ফকিরাপুল/ সায়দাবাদ বাস কাউন্টার থেকে রাতের নন-এসি বাসে যাত্রা শুরু।
পরদিন সকালের নাস্তা সেরেই সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এসকর্ট সকাল ১০-১০:৩০টা)। সাজেকে পৌঁছে দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। এরপর আমরা সাজেকের আশে পাশে ঘুরব। হেলিপ্যাড থেকে সূর্যাস্ত উপভোগ করব।
পরদিন - খুব ভোরে কংলাক পাড়ায় যাব। তারপর এসে নাস্তা করব। সকাল ১০:৩০-১১ টায় আর্মি এসকর্টে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা। দুপুরে শহরে এসে লাঞ্চ করে আমরা যাব বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গুহা আলুটিলা দেখতে। তারপর রাতে সিস্টেম হোটেলে ডিনার করবো। রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
ভোরে ঢাকায় পৌঁছাব ইনশাল্লাহ।

ঘুরবোঃ
১. সাজেক (রুইলুই পাড়া,কংলাক পাড়া)
২. আলুটিলা গুহা
৩. হাজাছড়া ঝরনা
৪. রিসাং ঝরনা
৫. তারেং
৬. ঝুলন্ত ব্রিজ ( সময় সাপেক্ষে )

পরিবহনঃ

ঢাকা - খাগড়াছড়ি ঢাকা নন এসি বাস
খাগড়াছড়ি¬-সাজেক-খাগড়াছড়ি : চাঁন্দের গাড়ি

★ট্যুরস ম্যানিয়া বহন করবেঃ
# ঢাকা-সাজেক-ঢাকা সমস্ত পরিবহন খরচ
# ৮ তারিখ সকাল থেকে ৯ তারিখ রাত পর্যন্ত প্রতিদিন তিন বেলা করে খাওয়া-দাওয়া।
# স্পেশাল বার্বি-কিউ চিকেন ডিনার (একরাত)
# ট্যুরের সকল এন্ট্রি ফি।
# ট্যুরস ম্যানিয়ার টি-শার্ট।
এর বাইরের কোন খরচ ট্যুরস ম্যানিয়া বহন করবে না।

★ট্যুরস ম্যানিয়া বহন করবে না:

# ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরততে খাবার।
# যে কোন বাক্তিগত খরচ।
# ঔষধ।

প্রয়োজনে সংগে রাখবেনঃ
# যেকোনো ধরনের ব্যক্তিগত খাবার (ওষুধ, ব্যক্তিগত পানি, স্ন্যাঙ্কস ইত্যাদি)
# মবাইলের জন্য ব্যাকআপ চার্জার
# টুথপেস্ট+ সাবান+শ্যম্পু
# কেডস/ সেন্ডেল
# রবি সিম
# মশা থেকে বাচতে অডমস

নির্দেশাবলীঃ
# ৩রা নভেম্বর এর মধ্যে ২০৪০ টাকা অগ্রীম দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে হবে। কারণ আমাদের বাস, চান্দের গাড়ী বুকিং দিতে হবে। বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
# টাকা পাঠানোর নিয়মঃ আগ্রহীরা দ্রুত ২০৪০/= টাকা (রাসেল- 01707564167,01765611135 ) পার্সোনাল নম্বরে বিকাশ করে আপনার যাত্রা কনফার্ম করতে পারবেন। bKash করেই সাথে সাথে ঐ নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন।
# শেয়ারিং করে থাকার মানসিকতা থাকতে হবে।
# কোন প্রকার ড্রিঙ্কস করা যাবে না।
# আদিবাসীদের সাথে কোন খারাপ ব্যবহার করা যাবে না, অনুমতি ছাড়া তাদের কোন ছবি তোলা যাবে না।সবার প্রতি সবার যাথাযথ সন্মান দেখাতে হবে।
# ট্যুরের সব জায়গা সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত তাই কোন ভয় বা চিন্তা ছাড়াই নিশ্চিন্তে থাকতে ও ঘুরতে পারবেন।
# দল ছাড়া কোন ভাবে কোথাও যাওয়া যাবে না। যেখানেই যাবেন টিম লিডারকে বলে যাবেন।
# কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না।
# প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে ।
# প্রাকৃতিক দুর্যোগ, বাস নস্ট হয়ে গেলে, স্পটে কোন ধরনের অনুমতি না পেলে, এক্সট্রা কোন খরচ হলে যা ট্যুরে লিখা নেই এমন ধরনের কিছু ঘটলে অবশ্যই অতিরিক্ত যে টাকাটা আসবে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।

# বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপোর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
# কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেষ্টা করা হবে তার রিপ্লেসমেন্টের, যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবে না।
# যদি প্রাকৃতিক দূর্যোগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।
# আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।

ধন্যবাদ
ট্যুরস ম্যানিয়া

Tours Mania Sylhet Tour
11/10/2019

Tours Mania Sylhet Tour

Address

Dhaka
1212

Telephone

01765611135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tours Mania posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share