06/07/2023
তামিম ইকবাল খান যা শুধু একটি নাম নয় বাংলাদেশ ক্রিকেটের একটি উজ্জ্বল নক্ষত্র, লর্ডসের অনার্স বোর্ডের যে লিখেছেন তার নাম।
এ যাবত কালে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনিং ব্যাটসম্যান।
অনেকে বলেছে চাচা আকরাম খানের বদৌলতে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছে। সেই সমালোচনার জবাব দিতে বেশী সময় নেন নাই। ২০০৭ সালের বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে ম্যাচে ফর্মে তুঙ্গে থাকা জহির খানের বলে ডাউন দ্যা উইকেট এসে বল উড়িয়ে পাঠালেন গ্যালারিতে।
সেই ছয়ের সাথে চাপা পড়ে গেলো সমালোচনা আর জন্ম নিলো বাংলাদেশের ইতিহাস সেরা ওপেনিং ব্যাটসম্যান।
এক সময় তামিম ইকবালের জন্য ট্রল করা হতো "তামিম খেলা পারে না"। আজ সেই তামিম অশ্রুসিক্ত হয়ে অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
খেলা না পারা সেই তামিমের নামের পাশে ১৫ হাজার রান এবং ২৫ টি সেঞ্চুরি ও ৯৪ টি ফিফটি!!
এবং লর্ডস এর অনার্স বোর্ডে একজন বাংলাদেশি ব্যাটসম্যান এর নাম আছে, সেটা তামিম ইকবাল।
আজ অবসরের ঘোষণা দেয়াকালীন তামিমের কান্নার ফুটেজ দেখে মেমোরি নামক অর্গানে জমা থাকা অনেক স্মৃতি ভেসে উঠছে! এসব স্মৃতি আসলেই অনেকদিন বেঁচে থাকবে এই দেশের মানুষের মগজে।
এশিয়া কাপে তামিমের টানা ফিফটি করে আঙ্গুলে গুণে সমালোচনার জবাব দেয়ার দৃশ্য স্মরণ থাকবে বহু বছর।
স্মরণ থাকবে এশিয়া কাপে দেশের জন্য ভাঙ্গা হাতেও ব্যাটিং এ নেমে পাঁজর বরাবর উঠে আসা বাউন্সার এক হাতে আটকানোর সেই দৃশ্য!
তামিমের অবসর নিয়ে অনেকজন অনেক ধরনের মন্তব্য করছেন। দায়ী করছেন ক্রিকেট বোর্ড, কোচ হাথুরুকে।
এসব ব্যাপারে যেতে চাই না। ক্রিকেট বোর্ডের জঘন্য রাজনীতি এবং ক্রিকেট /ক্রিকেটারদের রাজনৈতিক ভাবে ব্যাবহার করা এগুলো এখন প্রকাশ্য হয়ে গেছে।
এই দেশের ক্রিকেট বোর্ড কতখানি নোংরামি রাজনীতি করে তার উদাহরণ শুনেছি একজন প্লেয়ারের নিকট থেকেই।
পিএম এর জন্মদিনে ক্রিকেটারদের বাধ্য করা হয় ফেসবুকে পোস্ট করে উইশ করতে। এবং সেই উইশ ম্যাসেজ পর্যন্ত লিখে পাঠানো হয় একটা সংস্থা হতে!
এসব নোংরা রাজনীতি একদিন হয়তো আশরাফুল, রিয়াদ,তামিম,মুশফিকের লিখা বইতে কিংবা আগামীতে ওদের সাক্ষাৎকারে প্রকাশিত হবে।
আমি আসলে লিখাটি লিখতে বসেছি তামিমকে ধন্যবাদ দিতে।
২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত আমাদের স্বপ্ন নিয়ে ২২ গজে ব্যাট হাতে তিনটি স্ট্যাম্প পাহারা দেয়ার জন্য ধন্যবাদ "লিজেন্ড তামিম"। ❤️