Bike Rider Community BD

Bike Rider Community BD সারা বাংলাদেশের বাইকার বন্ধুদের একত্

09/09/2023

রাতে অপজিট গাড়িগুলোর হাইবিমের জন্য মারাত্মক এক্সিডেন্ট হচ্ছে অহরহ....
কতটা সাবধান থাকছেন রাইডিংএ??

আপনি জানেন কি??? ১। যেকোন ধরনের জরিমানা করার আগে আপনাকে জানাতে হবে। কোন অপরাধে কোন ধারায় আপনাকে কত টাকা জরিমানা করা হচ্ছ...
14/03/2023

আপনি জানেন কি???
১। যেকোন ধরনের জরিমানা করার আগে আপনাকে জানাতে হবে। কোন অপরাধে কোন ধারায় আপনাকে কত টাকা জরিমানা করা হচ্ছে সেটা আপনাকে সার্জেন্ট স্পস্ট করে বলবেন অথবা পড়ে শোনাবেন তারপর আপনি রশিদ পড়ে সেটা মিলিয়ে স্বাক্ষর করবেন এটাই আইন।
২। যদি আপনাকে না বলেন এবং আপনি বাইক থেকে নামলেন দেখলেন একটু পর আপনার কাগজপত্র নিয়ে সাথে সাথে পজ থেকে প্রিন্ট করে ইচ্ছামত আপনাকে জরিমানা করে দিলো তাহলে এটা আইনের সুস্পষ্ট লংঘন।
৩। আপনাকে কেস দিয়ে দিলো আর আপনি গিয়ে টাকা দিলেন এমন নয়। আপনি সেই জরিমানা দিতে বাধ্য নয়। আপনি অপরাধী না হলে অথবা আপনাকে উপযুক্ত অর্থদন্ডের বেশী দিলে আপনি ৩০ দিনের মধ্যে আপীল করবেন। সেই আপীল আদেশেও সংক্ষুব্ধ হলে আপনি সরকারের নিকট আবার আপীল করতে পারবেন আরও ৩০ দিনের মধ্যে। জরিমানা দিলো আর আপনি সাথে সাথে তা জমা দিবেন এমন নিয়ম নাই। আপনার পক্ষে অপরাধ না করার শক্ত প্রমান থাকলে অবশ্যই আপনি আপীল করবেন।
ধরেন আপনার মাথায় হেলমেট নাই কিন্তু গাড়িতে রেখে দিছেন মাথা গরম হয়ে যাচ্ছে তাই। আইনত সেটা আপনি করতে পারেন না। কিন্তু এই কথাটি আপনি অসিসারকে বুঝিয়ে বলবেন। উনি যদতদুর পারবেন আপনার শাস্তি কমিয়ে দিবে। সর্বোচ্চ ১০ হাজার জরিমানা এই অপরাধের জন্য। তাহলে আপনার অপরাধ বুঝে আপনাকে জরিমানা করবে। আপনাকে ৫ হাজার করতে পারে না। এখানে সর্বোচ্চ বলা আছে। মানে অফিসার চাইলে ১ টাকাও করতে পারে। তবে উনি ৬০০০/৭০০০ করে দিচ্ছে অনেক সময়।
# মাননীয় ম্যাজিস্ট্রেট এমনকি মাননীয় জস্টিজগনও অপরাধের সাজা দেওয়ার সময় বিভিন্ন বিষয় আমলে নিয়ে শাস্তি প্রদান করেন। অপারাধীকে ১ দিন বা ২০০ টাকা জরিমানা করতে হলেও মানতে হয় আইনের সুস্পষ্ট নিয়ম। অপরাধীকে তার বক্তব্য পেশ এবং অপরাধীকে না জানিয়ে তাকে সাজা বা জরিমানা দেওয়া দেশের সর্বোচ্চ আইন সংবিধানের সুস্পস্ট লংঘন।
কি সাজা দিচ্ছে এবং কেন দিচ্ছে তা জানা আপনার অধিকার। বাইক থেকে নেমে সাথে সাথে আপনার ভিডিও বা কল রেকর্ড অন করবেন। জরিমানা কম করার জন্য অনুরোধ করবেন। এমনটি প্রথমবার হয়েছে সেটা বুঝিয়ে বলবেন। কাওকে কল করে অফিসারকে অনুরোধ করাবেন না। এটা আপনার জন্য শাস্তি বাড়াবে। আপনি নিজেই আপনার সমস্যার কথা বলবেন।
সড়ক পরিবহন আইন, ২০১৮ পড়ে দেখবেন। বিশেষ করে ৪৯,৯২ এবং ১০৭-১১৭ এই ধারাগুলো অবশ্যই পড়বেন।
এই আইনে ১২৬ টি ধারা আছে মোট।
# # আপনি জরিমানাকৃত অর্থ না দিলে কিংবা রশিদ নিতে অস্বীকৃতি জানালে আপনার যানবাহনটি আটক হবে। এবং আপনি জরিমানা দিয়ে দিলে সাথে সাথে তা আপনাকে হস্তান্তর করে দিতে বাধ্য থাকবে।

সংগ্রহ..

Express Way and Padma Prince পুরোটা মাত্র ৫ মিনিটের ভিডিওতে দেখুন
12/02/2023

Express Way and Padma Prince
পুরোটা মাত্র ৫ মিনিটের ভিডিওতে দেখুন

Expressway & Padma Bridge দেখুন মাত্র ৬ মিনিটে! | Bangladeshi Biggest Bridge || : www.facbook.com/ss...

শরিয়তপুর রূদ্রকর মঠ থেকে ঘুরে এলাম
31/01/2023

শরিয়তপুর রূদ্রকর মঠ থেকে ঘুরে এলাম

Rudrokor Moth vlog || রূদ্রকর মঠ | Motoblogরুদ্রকর মঠ একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান। এটি শরীয়তপুরের মনিহার বাজারের আমিনবাজারে ...

02/12/2022

যাঁরা ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে ধরে রাতের গন্তব্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, লক্ষ্য করুন প্লিজ-

গত ২০শে নভেম্বর রাতে আমি আমার টিম নিয়ে দুইদিনের প্রোগ্রাম শেষে রাঙ্গামাটি থেকে ঢাকা ফিরছিলাম এস আলম বাসে করে।

রাত প্রায় সোয়া একটা নাগাদ ফেনীর মহিপাল ফ্লাইওভার থেকে নেমে ফতেহপুর ক্রসিং এর আগে অন্ধকার জায়গাটার (সম্ভবত পাঁচগাছিয়া রাস্তার মাথা) পশ্চিম পাশ থেকে হঠাৎ করে জানালায় একটি ইটের টুকরো এসে লাগে। হঠাৎ আওয়াজে জানালার দিকে তাকাতেই তিন/চারটা কাঁচের টুকরো এসে আমার নাকের বাম পাশে আঘাত করে। জানালার পাশে যিনি ছিলেন আমার টিমমেট, তিনি হুডি পরে ঘুমিয়ে থাকায় কাঁচগুলো উনার উপর দিয়ে ভেঙ্গে পড়লেও তেমন কোন ক্ষতি হয়নি।

লাইট জালিয়ে দেখি আমার নাক বেয়ে প্রচুর রক্ত ঝরছে। টিস্যু দিয়ে নাক চেপে ধরে ড্রাইভার কে বললাম, সামনে স্টারলাইন সিএনজি স্টেশন আছে। ওখানে গাড়ীটা থামান, আমার রক্ত টা বন্ধ করা দরকার। গাড়ী ততোক্ষণে আরও বেশি স্প্রিডে ছুটছিলো। আপাতত পানি দিয়ে কয়েকবার ধুয়ে কাঁচের টুকরো গুলো বের করার খানিকটা পরে রক্ত বন্ধ হয়।

হোটেল বিরতিতে গিয়ে দেখলাম আমাদের পেছনে আরো একটি এসআলম, একটি গ্রীন লাইন ডাবল ডেকার একই ঘটনার শিকার!!

এখন শীতের রাত। কুয়াশায় অনেক কিছুই দেখা যায়না। আপনারা যাঁরা রাত-বিরাতে এই পথে যাত্রা করবেন, রাতের বেলা। অনুগ্রহ করে জানালাগুলো ভালোভাবে বন্ধ করে পর্দা দিয়ে ঢেকে রাখবেন। যাতে করে ইট পড়লেও কাঁচে কোন ক্ষতি না হয়।

আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার চোখগুলো বেঁচে গেলো, অল্পের উপর দিয়ে বিপদ কাটলো এবং বাস ডাকাতি থেকে রক্ষা পেলাম সবাই।

Collected from: Shohag Jikrul
Please follow MotoBuzz

27/10/2022

আমার মত দুশ্চিন্তায় কে কে থাকেন...!
🤔🤔🤔

খুবই রিজেনেবল প্রাইজে সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
27/10/2022

খুবই রিজেনেবল প্রাইজে সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন?
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

বাইকটি বিক্রি করা হবে। ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক  পাচ্ছেন একদম পানির দামে! এই চ্যানেল এ নিয়মিত সেকেন্ড হ্যান্ড বাইক বিক...
23/10/2022

বাইকটি বিক্রি করা হবে।
ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক
পাচ্ছেন একদম পানির দামে!
এই চ্যানেল এ নিয়মিত সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রির ভিডিও দেয়া হয়, চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ।

27/09/2022

রীতিমতো হত্যা...

https://youtu.be/1XaDzl2_gwE
27/08/2022

https://youtu.be/1XaDzl2_gwE

আমরা ওভার স্পিড পরিহার করি। নিজে সুরক্ষিত থাকি, অন্যকে সুরক্ষিত রাখি। চ্যানেলটি সাবস.....

https://youtu.be/Mk9U_CNnsZ8
27/08/2022

https://youtu.be/Mk9U_CNnsZ8

আমরা ওভার স্পিড পরিহার করি। নিজে সুরক্ষিত থাকি, অন্যকে সুরক্ষিত রাখি। চ্যানেলটি সাবস.....

22/08/2022

আমরা ওভার স্পিড পরিহার করি। নিজে সুরক্ষিত থাকি, অন্যকে সুরক্ষিত রাখি। চ্যানেলটি সাবস.....

22/08/2022

আমরা ওভার স্পিড পরিহার করি। নিজে সুরক্ষিত থাকি, অন্যকে সুরক্ষিত রাখি। চ্যানেলটি সাবস.....

পোস্ট করেছেন সোহান মাহমুদ সুপার ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইকটি আপনার করে নিন খুবই রিজেনেবল প্রাইজে! বিস্তারিত ভিডিও-তে।htt...
21/08/2022

পোস্ট করেছেন সোহান মাহমুদ
সুপার ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইকটি আপনার করে নিন খুবই রিজেনেবল প্রাইজে!
বিস্তারিত ভিডিও-তে।

https://youtu.be/1XaDzl2_gwE

আমরা ওভার স্পিড পরিহার করি। নিজে সুরক্ষিত থাকি, অন্যকে সুরক্ষিত রাখি। চ্যানেলটি সাবস.....

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bike Rider Community BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category