Traveller Masud Story

Traveller Masud Story মানচিত্রে কিংবা ভিডিওতে তুমি পৃথিবীকে দেখবে,কিন্ত ভ্রমন করলে পৃথিবী তোমাকে দেখবে........✈️🇧🇩

11/01/2024

কেউ স্বপ্নের জন্য পরিবার ছা*ড়ে,
আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছা*ড়ে,
আবার অনেকেই এই দুটোর জন্য দু'নিয়া ছা*ড়ে!.:)🙂

31/12/2023

31st নাইটের পরিকল্পনা না করে, কবরের 1st নাইট নিয়ে পরিকল্পনা করুন।

24/12/2023

»»» আপনার 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 একাউন্ট নিরাপদ করতে ধাপে ধাপে একটি গাইড 🛡️

১. শক্তিশালী পাসওয়ার্ড:
⁕ মিশ্রিত পাসওয়ার্ড ব্যবহার করুন, যাতে হোয়াইট হাতের, কালো হাতের, সংখ্যা, এবং চিহ্ন থাকে।
× জনপ্রিয় তারিখ বা নামের মতো সহজলভ্য তথ্য ব্যবহার করবেন না।

২. দুই-পারক্যারি প্রমাণীকরণ (2FA):
⁕ 2FA চালু করুন একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর যোগ করতে। এটি সাধারিত হলে লগইন করার সময় আপনার ফোন বা ইমেলে একটি কোড প্রাপ্ত হবে।

৩. লগইন সতর্কতা:
⁕ অজানা ডিভাইস থেকে আপনার একাউন্ট অ্যাক্সেস হলে সতর্কতা সংকেত চালু করুন যেন আপনি প্রতিবেদন পান।

৪. বিশ্বস্ত কন্ট্রাক্ট:
⁕ লগইন বন্ধ হলে আপনার সাহায্য করতে পারবে বিশ্বস্ত কন্ট্রাক্ট নির্বাচন করুন।

৫. গোপনীয়তা সেটিংস:
⁕ আপনার তথ্য দেখতে কে তা নিয়ন্ত্রণ করতে গোপনীয়তা সেটিংস প্রতি সময় পর্যালোচনা এবং আপডেট করুন।

৬. প্রোফাইল সিকিউরিটি চেকআপ:
⁕ ফেসবুকের সিকিউরিটি চেকআপ টুল ব্যবহার করে আপনার একাউন্ট সিকিউরিটি সেটিংস পর্যালোচনা এবং উন্নত করুন।

৭. অ্যাপ অনুমতি:
⁕ থ্রী-পার্টি অ্যাপসকে অত্যাধিক অনুমতি দেওয়ার জন্য সতর্ক থাকুন। অ্যাপ অনুমতি প্রতি সময় পর্যালোচনা এবং পরিচালনা করুন।

৮. সংযুক্ত ডিভাইস পর্যালোচনা:
⁕ আপনার অ্যাকাউন্টে সংযুক্ত ডিভাইসগুলি চেক করুন। অপরিচিত বা অব্যবহৃত ডিভাইসগুলি সরান।

৯. ফিশিং থেকে সাবধান:
⁕ অসুস্থ লিঙ্কে ক্লিক করা বা আপনার লগইন তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকুন। ফিশিং চেষ্টাগুলি থেকে সাবধান থাকুন।

১০. পাসওয়ার্ড নিয়মিতভাবে আপডেট করুন:
⁕ নিরাপত্তা বাড়ানোর জন্য নিয়মিতভাবে আপনার পাসওয়ার্ড আপডেট করুন।

১১. পাবলিক ওয়াই-ফাই সচেতনতা:
⁕ সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিগুলি থেকে বাঁচার জন্য পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে আপনার ফেসবুক একাউন্টে লগইন করবেন না।

১২. সিকিউরিটি ইমেইল:
⁕ ফেসবুক থেকে সিকিউরিটি সম্পর্কিত ইমেইল দেখুন এবং তাদের প্রদানকৃত যেকোনও পরামর্শে কর্মসূচি চালান।

১৩. অব্যবহৃত ডিভাইস থেকে লগআউট করুন:
⁕ আপনি ব্যবহার না করা ডিভাইস থেকে লগআউট করুন।

১৪. প্রতারণা পরিচিত করুন:
⁕ প্রতারণা এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কারণে সচেতন থাকুন। যেকোনও পদক্ষেপ নিতে আগে বার্তা সত্যতা যাচাই করুন।

১৫. নিজেকে শিখান:
⁕ ফেসবুকের নিরাপত্তা বৈশিষ্ট্য এবং আপডেটগুলি সম্পর্কে

বাঙ্গালীরা পেটের টানে বিদেশে যায়।আর বিদেশীরা প্রেমের টানে বাংলাদেশে আসে.......✈️✈️✈️
22/12/2023

বাঙ্গালীরা পেটের টানে বিদেশে যায়।
আর বিদেশীরা প্রেমের টানে বাংলাদেশে আসে.......✈️✈️✈️

যারা হাত দিয়ে কাজ করেন তারা লেবার। যারা হাত এবং ব্রেইন দিয়ে কাজ করেন তারা কারিগর। যারা হাত,ব্রেইন এবং আত্মা দিয়ে কাজ ...
20/12/2023

যারা হাত দিয়ে কাজ করেন তারা লেবার। যারা হাত এবং ব্রেইন দিয়ে কাজ করেন তারা কারিগর।

যারা হাত,ব্রেইন এবং আত্মা দিয়ে কাজ করেন, তারা ক্রিয়েটর!-- সুফি মিজানুর রহমান

✅ আসুন সবাই ক্রিয়েটর হই।

যখন চারদিকে সব পথ বন্ধ হয়ে যায়, তখন হতাশ না হয়ে আশা নিয়ে উপরে তাকান,একটা রাস্তা খুজে পাবেন,যে রাস্তাটা স্বয়ং আল্লাহ পাক ...
19/12/2023

যখন চারদিকে সব পথ বন্ধ হয়ে যায়, তখন হতাশ না হয়ে আশা নিয়ে উপরে তাকান,একটা রাস্তা খুজে পাবেন,
যে রাস্তাটা স্বয়ং আল্লাহ পাক থেকে আসবে,যা কখনো বন্ধ হবেনা- সদায় উন্মুক্ত থাকবে♥️

Ready for travelling......
10/12/2023

Ready for travelling......

এমন একটা মুহুর্তের প্রয়োজন আছে জীবনে।📷Collected
09/12/2023

এমন একটা মুহুর্তের প্রয়োজন আছে জীবনে।

📷Collected

আলহামদুলিল্লাহ,১৪ জনের টীম নিয়ে মালদ্বীপে আছি......
08/12/2023

আলহামদুলিল্লাহ,
১৪ জনের টীম নিয়ে মালদ্বীপে আছি......

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ...
29/11/2023

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

সংগ্রহীত

বাহারি পিঠা

27/11/2023

পাশে থাকলে সবাই আপন হয়ে যায় না ভাই, নবাবের পাশেও মীরজাফর ছিলো!🖤

সারা বছর গালি খাইলো রিয়াজ আর নমিনেশন পাইলো ফেরদৌস! মানবত আজ কোথায় 😭😭
26/11/2023

সারা বছর গালি খাইলো রিয়াজ আর নমিনেশন পাইলো ফেরদৌস!
মানবত আজ কোথায় 😭😭

যারা কানাডার ভিজিট ভিসা খুজতেছে তাদেরকে দার্জিলিং ভয় দেখাইতেছে?হাস্যকর না!😄বিষয়টা আসলেই দুঃখজনক🤔
25/11/2023

যারা কানাডার ভিজিট ভিসা খুজতেছে তাদেরকে দার্জিলিং ভয় দেখাইতেছে?
হাস্যকর না!😄

বিষয়টা আসলেই দুঃখজনক🤔

আপনার কি পরিমান ইনকাম করেন এটা জানার কৌতূহল অনেকের। কিন্তু আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ এক...
19/11/2023

আপনার কি পরিমান ইনকাম করেন এটা জানার কৌতূহল অনেকের।

কিন্তু আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না 🙂

ফুরিয়ে যাবার আগেই কথা বলুন,সময় দিন,গল্পের আসর সাজান,আগলে রাখুন। কে জানে হয়ত একদিন সে থাকবেনা,কিন্তু হৃদয়ভর্তি কথা নিয়ে এ...
17/11/2023

ফুরিয়ে যাবার আগেই কথা বলুন,
সময় দিন,গল্পের আসর সাজান,
আগলে রাখুন।
কে জানে হয়ত একদিন সে থাকবেনা,
কিন্তু হৃদয়ভর্তি কথা নিয়ে এ দুনিয়ায় আপনাকে একা থেকে যেতে হবে....🫶

টাকা এমন একটা সাবান,যা এ যুগে সব রকম দাগধুয়ে মুছে পরিস্কার করে দিতে পারে।
13/11/2023

টাকা এমন একটা সাবান,
যা এ যুগে সব রকম দাগ
ধুয়ে মুছে পরিস্কার করে দিতে পারে।

13/11/2023

চন্দ্রগিরি পাহাড়ের ক্যাবলকার থেকে কাঠমুন্ডু শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ💘আল্লাহ মহান🤲

কুয়াশাচ্ছন্ন নেপাল......
11/11/2023

কুয়াশাচ্ছন্ন নেপাল......

চলেন উড়ি..........✈️✈️✈️✈️
08/11/2023

চলেন উড়ি..........✈️✈️✈️✈️

হে খোদা এই দেশে ৫/১০ টা নাইম শেখ, লিটন দাস না দিয়া একটা লুলা ম্যাক্সওয়েল দিলেও তো পারতা!🙂🤲
07/11/2023

হে খোদা এই দেশে ৫/১০ টা নাইম শেখ, লিটন দাস না দিয়া একটা লুলা ম্যাক্সওয়েল দিলেও তো পারতা!🙂🤲

ফিলিস্তিনের পক্ষে ইন্সটাগ্রামে সমর্থনের কারণে ডাচ ফরোয়ার্ড আনোয়ার আল গাজীর সাথে চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মাইনৎস।...
05/11/2023

ফিলিস্তিনের পক্ষে ইন্সটাগ্রামে সমর্থনের কারণে ডাচ ফরোয়ার্ড আনোয়ার আল গাজীর সাথে চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মাইনৎস। এর প্রত্যুত্তরে আনওয়ার আল গাজী নিজ ইন্সটাগ্রামে যা লিখেন :

"ন্যায়ের পক্ষে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে একা প্রতিবাদ করতে হলেও করব। গাজাতে হাজার হাজার নির্দোষ মানুষ মারা যাচ্ছে, সেগুলোর সামনে আমার জীবিকা হারানো কিছুই না"।

আসলেই কখনো চিন্তাই করলামনা, আমি না থাকলে আসলে কারো কিচ্ছুই আসে যায়না, সব কিছুই চলতে থাকবে আগের মতো। শুধু আমি থাকবোনা, তা...
03/11/2023

আসলেই কখনো চিন্তাই করলামনা, আমি না থাকলে আসলে কারো কিচ্ছুই আসে যায়না,
সব কিছুই চলতে থাকবে আগের মতো। শুধু আমি থাকবোনা, তাহলে এত আয়োজন কেনো...?

নিজেকে নিজে ভালোবাসতে শিখুন, এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। 🙂
30/10/2023

নিজেকে নিজে ভালোবাসতে শিখুন, এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। 🙂

স্বপ্ন এখান থেকে ছড়িয়ে যাক.........
26/10/2023

স্বপ্ন এখান থেকে ছড়িয়ে যাক.........

"""হয়তো তোমাকে হারিয়ে দিয়েছিনয় তো গিয়েছি হেরেথাক না ধ্রুপদী অস্পষ্টতাকে কাকে গেলাম ছেড়ে""""
25/10/2023

"""হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয় তো গিয়েছি হেরে
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে""""

23/10/2023

অর্থের মৃত্যু নাই কিন্তু এই অর্থকে বাঁচিয়ে রাখতে আমরা নিজেরাই মরে যাই!!!

20/10/2023

পরের ক্ষতি করার নেশা যদি একবার কাউকে পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস হওয়া পর্যন্ত হুঁশ ফিরে না!

27/09/2023

বর্তমানে এমন বিপদে সরকার একটু দোয়া-দুরুদ পড়বে,সে উপায়ও নেই।
কারণ বিপদের দোয়ার নামও দোয়া ইউনুস! 😆😆

মানুষের থেকে দূরে থাকা ভালো।একা থাকা ভালো,মানুষ দূর থেকে সুন্দর। মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই,মিশে যেতে নেই,মানুষ মিশ...
25/09/2023

মানুষের থেকে দূরে থাকা ভালো।
একা থাকা ভালো,মানুষ দূর থেকে সুন্দর। মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই,
মিশে যেতে নেই,
মানুষ মিশে গিয়ে আবার পি'ষে দেয়!

আমি হারিয়ে গেলেও নেই ভয়, রংবেরঙের প্রজাপতি বসবে তোমার ছাঁয়ায়, ভুলিয়ে দিবে আমি ছিলাম তোমার মণিকোঠায়।
03/09/2023

আমি হারিয়ে গেলেও নেই ভয়, রংবেরঙের প্রজাপতি বসবে তোমার ছাঁয়ায়, ভুলিয়ে দিবে আমি ছিলাম তোমার মণিকোঠায়।

Address

Jurain
Dhaka
4217

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Masud Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller Masud Story:

Videos

Share