10/09/2021
ট্যুরে গিয়ে দূর্ঘটনা ঘটে বেসিক কয়েকটা কারণে-
১/নিজের সামর্থ্য সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকা।
২/নিজের সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকার পরেও ট্যুরে গিয়ে অতি আনন্দে/বন্ধুদের পাল্লায় পড়ে সামর্থ্যের বাইরে কিছু করতে যাওয়া।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এইখানে এমন কোনো ট্যুরিস্ট স্পট নাই-যেইখানে পানি নাই। অন্য জেলার কথা বাদ দিই, পার্বত্য চট্টগ্রামের তিনজেলার একটা রাঙ্গামাটি, এইটার যেদিকেই যান, কাপ্তাই লেক পার হওয়া লাগবে। আর বাকি দুইটা-খাগড়াছড়ি আর বান্দরবান- এইগুলা পাহাড়ি হওয়া সত্ত্বেও ঝিরি আর ঝর্ণার কোনো অভাব নাই।
এইজন্য যারা সাতার জানে না, ট্যুরে গেলে পানিতে না নামাই ভালো। আমি নিজেও ঝর্ণা/সমুদ্র দেখতে গেলে চেষ্টা করি না নামার, যদিও আমি সাতার পারি। সৌন্দর্য দেখতে আসছি, মন ভরে দেখার, উপভোগের ট্রাই করি। পানিতে না নামলে আমার কাছে মনে হয় না আহামরি কিছু মিস করে গেলাম। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি, সাতার না জানুক, অন্তত ভেসে থাকার বিষয়টা সবাইকে জেনে রাখা উচিত, খুব কঠিন কিছু না এটা। নদীমাতৃক বাংলাদেশে পানি কখনো না কখনো সামনে পড়বেই।
আরেকটা জিনিস হইল, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়া। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে চান্দের গাড়ির ছাদে যারা বসে, হ্যা, বসাটা দোষণীয় না, কিন্তু জিনিসটা রিস্কি। পাহাড়ি উচা নিচা রাস্তা- কোনোভাবে হাত ফস্কে পড়ে গেলে কি হইতে পারে- সবাই ই জানে। এইরকম ভয়াবহ দূর্ঘটনা আছেও অনেক।
এরপরে অনেকে আছে জীবনে কখনো পানিতে নামে নাই। ট্যুরে গিয়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নেমে পড়ে। এটা মারাত্নক। অন্তত নিজের সেইফ জোনের বাইরে কোনোভাবেই যাওয়া উচিত না। আমি কি পারি, কি পারি না- এটুকু মাথায় না রাখলে দূর্ঘটনা এড়ানো সম্ভব না।
পার্সোনালি আমি মনে করি, ট্যুর হইল নিতান্ত আনন্দের একটা বিষয়। এখানে হারজিত, জয়-পরাজয়ের কিছু নাই, হিরো সাজারও কিছু নাই। কেউ মাইলের পর মাইল ট্রেকিং করে ক্লান্ত হয় না, কারো গ্যাপ দিয়ে চলার প্রয়োজন পড়তে পারে। প্রত্যেক মানুষ ভিন্ন, তার দৈহিক গড়ন ভিন্ন, তার লাইফস্টাইল ভিন্ন। ট্যুর তো প্রতিযোগিতা না, স্রেফ উপভোগের বিষয়।
প্রত্যেকটা প্রাণ মূল্যবান। প্রত্যেকটা মানুষ মূল্যবান। যারা শারীরিক সামর্থ্যে এগিয়ে, যারা সাতার জানে, তারা অন্যদের প্রলুব্ধ না করে উল্টো সেইফ রাখার চেষ্টা করলে অনেক কিছু রোধ করা সম্ভব।
দূর্ঘটনা পুরোপুরি বন্ধ করা হয়তো সম্ভব না, কিন্তু সচেতন থাকলে ৮০% পর্যন্ত কমানো সম্ভব। আই বিলিভ ইট।