Esho Ghuri

Esho Ghuri এসো ঘুরি'র সঙ্গে; ঘুরে ফিরে দেখুন পুরো ?

করোটিয়া জমিদার বাড়ি-টাঙ্গাইল🥰
29/03/2022

করোটিয়া জমিদার বাড়ি-টাঙ্গাইল🥰

07/11/2021

অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে বাস ভাড়া যা হতে যাচ্ছেঃ

ঢাকা- খাগড়াছড়িঃ ৬৩০ টাকা (১১০ টাকা বাড়ছে)
ঢাকা- বান্দরবানঃ ৭০০ টাকা (৮০ টাকা বাড়ছে)
ঢাকা-কক্সবাজারঃ ৯০০ টাকা (১০০ টাকা বাড়ছে)
ঢাকা-আলিকদমঃ ৯৫০ টাকা (১০০ টাকা বাড়ছে)
ঢাকা-সুনামগঞ্জঃ ৬২০ টাকা (৭০ টাকা বাড়ছে)
ঢাকা-চট্টগ্রামঃ ৫৫০ টাকা (৭০ টাকা বাড়ছে)
ঢাকা- টেকনাফঃ ১০০০ টাকা (১০০ টাকা বাড়ছে)
ঢাকা- সিলেটঃ ৫৪০ টাকা (৭০ টাকা বাড়ছে)

এর প্রভাবে জীপ, শীপ, বোট, কটেজ, খাবার সহ সব কিছুর দাম বৃদ্ধি পাবে। এক কথায় মুদ্রাস্ফীতি, যার কুফল এবার সবাইকে কিছুটা ভোগ করতে সামনের ইভেন্ট গুলোতে!

16/10/2021
।। ফরিদপুরে আবেশ ছড়াচ্ছে দিগন্তজোড়া কাশফুল ।।এখন শরৎকাল। এ কালকে বলা হয় ঋতুর রানি। বাংলার আকাশে নীলাম্বরে পেঁজা পেঁজা শু...
17/09/2021

।। ফরিদপুরে আবেশ ছড়াচ্ছে দিগন্তজোড়া কাশফুল ।।

এখন শরৎকাল। এ কালকে বলা হয় ঋতুর রানি। বাংলার আকাশে নীলাম্বরে পেঁজা পেঁজা শুভ্র মেঘ, আর কাশফুলের কাব্যে রচিত হয়েছে বাংলার প্রকৃতি। শরৎ মানেই আকাশে নরম পেঁজা তুলোর মতো শুভ্র মেঘের ভেসে বেড়ানো আর দিগন্তজোড়া প্রান্তরে কাশফুলের মনোরম দৃশ্য।

ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরত্ব। সদরপুর উপজেলার ২নং আকোটের চর ইউনিয়নের আকোট বাজার সংলগ্ন একটি চর। বিশাল এই চরজুড়ে ছেয়ে গেছে কাশবন। সাদা রঙের কাশফুলে ভরে উঠেছে কাশবন। দূর থেকে দেখে মনে হবে বিশাল আকৃতির সাদা বিছানা চাদর বিছিয়ে রাখা হয়েছে। যা জেলার আর কোথাও এতো বড় কাশবন খুঁজে পাওয়া যাবে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ যতদূর চোখ যায় শুধু কাশবন আর কাশফুল। করোনা মহামারিতে গ্রাম কিংবা শহরের ক্লান্তি দূর করে প্রশান্তির মায়াবি আবেশ ছড়িয়ে দিচ্ছে দিগন্তজোড়া কাশফুল। সেই কাশফুলের রাজ্যে গাঁ ভাসাতে অনেকেই ভিড় জমাচ্ছে। ছবি আর সেলফি তুলে স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করছে নিজেদের।

যেভাবে যাবেন, সদরপুর সদর থেকে মনিকোঠাবাজার হয়ে সরাসরি এক রাস্তা আকোটেরচর বাজার। যারা নিজেদের বাইকে যাবেন অথবা একটু কম সময়ে যেতে চাইলে শর্টকাট যেতে পারেন, ফরিদপুর সদর থেকে প্রথমে গজারিয়া বাজার, তারপর হাট কৃষ্ণপুর বাজার, বাজারের ভেতর দিয়ে যেতে হবে ভাষানচর নতুন বাজার, এরপর জয়বাংলা বাজার, এরপরে, জামতলা বাজার, খেজুরতলা বাজার, গাবতলা বাজার, মণিকোঠা বাজার, আকোটের চর বাজার, নদী পার হলেই গুচ্ছগ্রাম তার একটু সামনেই কাশবন।

শরৎ এলেই নীল আকাশে পেঁজা তুলোর মেলা, কাশফুলেরই সঙ্গে মিসে করছে যেন খেলা’ ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি দুই মাস পর পর একটি ঋতুর বদল হয়ে থাকে। একটা সময় আষাড় এবং শ্রাবণ মাস মিলেই বর্ষাকাল হতো। প্রকৃতির আপন ইচ্ছায় তা প্রায় পাল্টে যাওয়ার অতিক্রম। কিন্ত মাসের পরিবর্তন হলেও কাল অপরিবর্তিত রয়েছে।

https://www.facebook.com/262304647127839/posts/4813508658674059/
13/09/2021

https://www.facebook.com/262304647127839/posts/4813508658674059/

কিশোরগঞ্জ জেলার নিকলী হাওড়ে পর্যটকবাহী সব নৌযানে লাইফ জ্যাকেট বা পানিতে জীবন রক্ষাকারী উপকরণ রাখা বাধ্যতামূলক .....

10/09/2021

ট্যুরে গিয়ে দূর্ঘটনা ঘটে বেসিক কয়েকটা কারণে-
১/নিজের সামর্থ্য সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকা।
২/নিজের সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকার পরেও ট্যুরে গিয়ে অতি আনন্দে/বন্ধুদের পাল্লায় পড়ে সামর্থ্যের বাইরে কিছু করতে যাওয়া।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এইখানে এমন কোনো ট্যুরিস্ট স্পট নাই-যেইখানে পানি নাই। অন্য জেলার কথা বাদ দিই, পার্বত্য চট্টগ্রামের তিনজেলার একটা রাঙ্গামাটি, এইটার যেদিকেই যান, কাপ্তাই লেক পার হওয়া লাগবে। আর বাকি দুইটা-খাগড়াছড়ি আর বান্দরবান- এইগুলা পাহাড়ি হওয়া সত্ত্বেও ঝিরি আর ঝর্ণার কোনো অভাব নাই।

এইজন্য যারা সাতার জানে না, ট্যুরে গেলে পানিতে না নামাই ভালো। আমি নিজেও ঝর্ণা/সমুদ্র দেখতে গেলে চেষ্টা করি না নামার, যদিও আমি সাতার পারি। সৌন্দর্য দেখতে আসছি, মন ভরে দেখার, উপভোগের ট্রাই করি। পানিতে না নামলে আমার কাছে মনে হয় না আহামরি কিছু মিস করে গেলাম। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি, সাতার না জানুক, অন্তত ভেসে থাকার বিষয়টা সবাইকে জেনে রাখা উচিত, খুব কঠিন কিছু না এটা। নদীমাতৃক বাংলাদেশে পানি কখনো না কখনো সামনে পড়বেই।

আরেকটা জিনিস হইল, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়া। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে চান্দের গাড়ির ছাদে যারা বসে, হ্যা, বসাটা দোষণীয় না, কিন্তু জিনিসটা রিস্কি। পাহাড়ি উচা নিচা রাস্তা- কোনোভাবে হাত ফস্কে পড়ে গেলে কি হইতে পারে- সবাই ই জানে। এইরকম ভয়াবহ দূর্ঘটনা আছেও অনেক।

এরপরে অনেকে আছে জীবনে কখনো পানিতে নামে নাই। ট্যুরে গিয়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নেমে পড়ে। এটা মারাত্নক। অন্তত নিজের সেইফ জোনের বাইরে কোনোভাবেই যাওয়া উচিত না। আমি কি পারি, কি পারি না- এটুকু মাথায় না রাখলে দূর্ঘটনা এড়ানো সম্ভব না।

পার্সোনালি আমি মনে করি, ট্যুর হইল নিতান্ত আনন্দের একটা বিষয়। এখানে হারজিত, জয়-পরাজয়ের কিছু নাই, হিরো সাজারও কিছু নাই। কেউ মাইলের পর মাইল ট্রেকিং করে ক্লান্ত হয় না, কারো গ্যাপ দিয়ে চলার প্রয়োজন পড়তে পারে। প্রত্যেক মানুষ ভিন্ন, তার দৈহিক গড়ন ভিন্ন, তার লাইফস্টাইল ভিন্ন। ট্যুর তো প্রতিযোগিতা না, স্রেফ উপভোগের বিষয়।

প্রত্যেকটা প্রাণ মূল্যবান। প্রত্যেকটা মানুষ মূল্যবান। যারা শারীরিক সামর্থ্যে এগিয়ে, যারা সাতার জানে, তারা অন্যদের প্রলুব্ধ না করে উল্টো সেইফ রাখার চেষ্টা করলে অনেক কিছু রোধ করা সম্ভব।

দূর্ঘটনা পুরোপুরি বন্ধ করা হয়তো সম্ভব না, কিন্তু সচেতন থাকলে ৮০% পর্যন্ত কমানো সম্ভব। আই বিলিভ ইট।

https://www.ittefaq.com.bd/environment/273980/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%...
10/09/2021

https://www.ittefaq.com.bd/environment/273980/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%C2%A0

দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর জন্য নাটোরের রাজবাড়ি ‘উত্তরা গণভবন’ এর খ্যাতি বিশ্বজোড়া। সেই সঙ্গে রয়েছে নজরকাড়া সং....

ঢেউহীন এক পানির রাজ্যে আড়িয়াল বিল(Arial Bill)। টলটলে জল-জঙ্গলে মাথাচাড়া দিয়েছে শাপলা ফুল। আকাশজুড়ে সাদা মেঘের সঙ্গে সম...
23/07/2021

ঢেউহীন এক পানির রাজ্যে আড়িয়াল বিল(Arial Bill)। টলটলে জল-জঙ্গলে মাথাচাড়া দিয়েছে শাপলা ফুল। আকাশজুড়ে সাদা মেঘের সঙ্গে সমান্তরালে উড়ছে অসংখ্য সাদা বক। অল্প এগোতেই বদলে যেতে থাকে দৃশ্য। সবুজে সমারোহে বুদ হয়ে পড়ছে জোড়া চোখ। নীলচে পানিতে স্পষ্ট হওয়া সাদা মেঘের প্রতিবিম্ব দেখে যে কেউ মায়াবী জগতের ভাবনায় ডুবে যেতে পারবে। বাঁক নিতেই শাপলা ফুলের অরণ্যে। হিজল গাছের আঁকাবাঁকা প্রতিবিম্বর সঙ্গে মনে গ্রাস করবে ভুবনচিলের পাখা গুটিয়ে বসে থাকা। এলোমেলো জলপথ পাড়ি দিতেই সামনে পড়বে টলটলে পানি। এই সবই দেখতে পাবেন ঢাকার দক্ষিণে পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের অবভূমি আড়িয়াল বিলে। মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার থেকে একটি সড়ক এঁকেবেঁকে সোজা চলে গেছে আড়িয়াল বিলের দিকে। এ পথে শ্যামসিদ্ধি গ্রাম পেড়িয়ে আরও সামনে গেলে গাদিঘাট। এ পর্যন্ত পিচঢালা পথ। সেখান থেকে কালভার্ট পেরিয়ে আরও সামনে কিছু দূর গেলে সড়কের শেষ। আড়িয়াল বিলের শুরু মূলত গাদিঘাট থেকেই।
আরো জানতে দেখুন ভিডিও তে
https://youtu.be/a3cC5GalO1s

"Music: https://www.bensound.com/royalty-free-music

https://youtu.be/1pwh5p5gbtk
23/07/2021

https://youtu.be/1pwh5p5gbtk

বরিশাল শহর থেকে আট কিলোমিটার উত্তরে লাখুটিয়া বাজার। এরপর ইট বিছানো হাঁটাপথ। কিছু দূর যাওয়ার পর মিলবে জমিদারদের অ...

এসো ঘুরির পক্ষ থেকে সবাইকে ইদুল আজাহার শুভেচ্ছা।
21/07/2021

এসো ঘুরির পক্ষ থেকে সবাইকে ইদুল আজাহার শুভেচ্ছা।

১তের জমিদারের প্রাচীন শহর কলসকাঠীকলসকাঠীকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় একটি প্রাচীন শহর। অনেকটা সোনারগাঁওয়ের ...
16/07/2021

১তের জমিদারের প্রাচীন শহর কলসকাঠী

কলসকাঠীকে একটি পৃথক জমিদার বাড়ি না বলে বলা যায় একটি প্রাচীন শহর। অনেকটা সোনারগাঁওয়ের পানাম নগরের আদলে তৈরি প্রতিটি স্থাপনা ও প্রাচীরের নকশা।সময় সল্পতায় সব তুলে ধরা যায়নি মূল টি ছাড়া। ১৭০০ সালের গোড়ার দিকে জমিদার জানকি বল্লভ রায় চৌধুরী কলসকাঠী স্থাপন করেন। আগে এর নাম ছিল কলুসকাঠী; কলুসকাঠী অপভ্রষ্ট কলসকাঠী।এই বাড়িটিও সংস্কারের অভাবে জরাজীর্ণ। সামনে একটি বড় উঠান এবং সঙ্গে মন্দির। এই মন্দিরে এখনও শত বছরের পুরনো মূল্যবান কোষ্ঠীপাথরের মূর্তি আছে।

বিস্তারিত জানতে
https://youtu.be/bTgpFnhuJpg

৭০০ সালের গোড়ার দিকে জমিদার জানকি বল্লভ রায় চৌধুরী কলসকাঠীর গোড়াপত্তন করেন। আগে এর নাম ছিল কলুসকাঠী; কলুসকাঠী অপ.....

হোসেনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান...
18/06/2021

হোসেনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান। বিকল্প উচ্চারণ হুস্নী দালান এবং ইমারতের গায়ে শিলালিপিতে ফারসী ভাষায় লিখিত কবিতা অনুসারে উচ্চারণ হোসায়নি দালান। এটি মোগল শাসনামলে ১৭শ শতকে নির্মিত হয়। ইমারতটি মুহাম্মাদের পৌত্র ঈমাম হোসেনের কারবালার প্রান্তরে মৃত্যুবরণ স্মরণে নির্মিত।
please subscribe my channel
https://youtu.be/cWI7zqrcumU

হোসেনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয় এব...

হাজী শাহবাজ মসজিদ।। ৩৫০ বছর পুরোনো মোঘল স্থাপনা ।। Dhaka ।। Hazi Sahbaz Mosque।। Bangladeshhttps://youtu.be/q7rhbS79sR0
18/06/2021

হাজী শাহবাজ মসজিদ।। ৩৫০ বছর পুরোনো মোঘল স্থাপনা ।। Dhaka ।। Hazi Sahbaz Mosque।। Bangladesh
https://youtu.be/q7rhbS79sR0

 #ঘুরে এলাম ঠিকানা রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠিকানা থেকে সূর্যদয় এমনকি সূর্যাস্ত দেখার জন্যও ঠিকানায় সবাই ভিড় জমা...
14/06/2021

#ঘুরে এলাম ঠিকানা রিসোর্ট

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠিকানা থেকে সূর্যদয় এমনকি সূর্যাস্ত দেখার জন্যও ঠিকানায় সবাই ভিড় জমাচ্ছেন। এ বাড়ির সামনে রয়েছে বিশাল আমবাগান ও সবুজ চাদরে মোড়ানো মাঠ। ঠিকানার রেস্টুরেন্টে যেসব খাবার তৈরি হয়, তার বেশিরভাগই এ মাঠের শাক-সবজি দিয়ে।মাটির চুলায় রান্না করা খাবারও আপনি সেখানে খেতে পারবেন। দেশীয় খাবারের পাশাপাশি ঠিকানায় বিভিন্ন বিদেশি খাবারের সেট মেন্যু পাবেন। পছন্দমতো খাবার বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
ঠিকানাতে রয়েছে উন্নতমানের কফিশপ। যেখানে সুদূর ব্রাজিল থেকে বিন এনে কফি তৈরি করা হয়। নিয়ম অনুযায়ী অগ্রিম টেবিল বুকিং করে পছন্দমতো খাবার খেতে আসতে পারবেন এ ঠিকানায়।ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আপনি ঠিকানায় সময় কাটাতে পারবেন।
বিস্তারিত জানতে
ও চাক্ষুষ দেখতে
https://youtu.be/KTrqamlMX1Y

রাজধানীর কলেজপড়ুয়া শিক্ষার্থী তায়্যেবা আফরিন শখের বশে তৈরি করেন ঠিকানা। এখন এটিই হয়ে উঠেছে নান্দনিক পর্যটন...

বালাপুর জমিদার বাড়ি নবীন চন্দ্র সাহা জমিদার বাড়িটি (Balapur Zamindar Bari) নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা...
02/06/2021

বালাপুর জমিদার বাড়ি

নবীন চন্দ্র সাহা জমিদার বাড়িটি (Balapur Zamindar Bari) নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বালাপুর গ্রামে অবস্থিত। জমিদার নবীন চন্দ্র সাহা ৩২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন এই বালাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই মেঘনা ঘাট আর এই ঘাটকে কেন্দ্র করেই নবীন চন্দ্র সাহা এই বাড়িটি বানিয়েছিলেন। শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটির নির্মাণশৈলী দারুণ দৃষ্টিনন্দন ও চমৎকার। ইতিহাস ও ঐতিহ্যের আবহে সময় কাটানোর জন্য দারুণ এক জায়গা এই বালাপুর জমিদার বাড়ি। জমিদার বাড়ির ঐতিহ্যের ছোঁয়ার সাথে পাবেন মেঘনা নদীর অবারিত প্রাকৃতিক স্নিগ্ধতা ও শোভা।

যারা ব্যস্ততার কারণে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন না তারা ছুটির দিনে একদিনের জন্য ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই নরসিংদীর বালাপুর জমিদার বাড়ি থেকে

N.B- বিস্তারিত ভিডিওতে
https://youtu.be/YgIoSzCf-cY
Subscribe for encouraging us

যাওয়ার উপায়ঢাকার গুলিস্তানস্থ সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে হতে মেঘালয় বাসে করে নরসিংদীর মাধবদী যেতে হবে .....

https://youtu.be/YgIoSzCf-cY
02/06/2021

https://youtu.be/YgIoSzCf-cY

যাওয়ার উপায়ঢাকার গুলিস্তানস্থ সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে হতে মেঘালয় বাসে করে নরসিংদীর মাধবদী যেতে হবে .....

ঢাকা সিলেট হাইওয়ে
28/05/2021

ঢাকা সিলেট হাইওয়ে

Subscribe the channelhttps://youtu.be/j6IUxL2l6G4
27/05/2021

Subscribe the channel
https://youtu.be/j6IUxL2l6G4

✂ ✂ ✂ ✂ ✂ ✂ ✂ ✂ ✂┇Music/Nasheed In This Video Provided By《The Royal Nasheed》Visit Ch...

গোড়ার মসজিদঃবারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ। ঝিনাইদহের বারোবাজার এলাকায় আবিষ্কৃত প্রাচীন  ধ্বংসপ্রাপ্ত ইমারত গুলোর মধ্যে "গ...
24/05/2021

গোড়ার মসজিদঃ
বারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ।

ঝিনাইদহের বারোবাজার এলাকায় আবিষ্কৃত প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত গুলোর মধ্যে "গোড়ার মসজিদ" অন্যতম। কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন অন্তর্গত বেলাট-দৌলতপুর গ্রামে এই ঐতিহাসিক "গোড়ার মসজিদ" অবস্থিত।

প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন, গোড়াই মসজিদটি খুব সম্ভবত হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহ-এর শাসনামলে তৈরি করা হয়েছে। ৯০ দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে বারোবাজারে প্রত্নতত্ত্বের সন্ধানে ব্যপক খনন কাজ হয়। তখন এই এলাকার আরও বেশ কয়েকটি মসজিদের সাথে উক্ত মসজিদটিও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নতত্ত্ব তালিকাতে স্থান করে নেয়।
বিস্তারিত ভিডিও তে ঃ
বি দ্র ঃ পরের পর্বে থাকছে জোড় বাংলা মসজিদ, গলাকাটা মদজিদ৷
https://youtu.be/j6IUxL2l6G4

✂ ✂ ✂ ✂ ✂ ✂ ✂ ✂ ✂┇Music/Nasheed In This Video Provided By《The Royal Nasheed》Visit Ch...

সাটুরিয়া মানিকগঞ্জ।।
17/05/2021

সাটুরিয়া মানিকগঞ্জ।।

https://youtu.be/ixHxtWLxUPwইতিহাস-ঐতিহ্যের বিশাল এক ভাণ্ডার কলাকোপা-বান্দুরা। উনিশ শতকেও এখানে জমিদারদের বসতি ছিল। প্রা...
15/05/2021

https://youtu.be/ixHxtWLxUPw
ইতিহাস-ঐতিহ্যের বিশাল এক ভাণ্ডার কলাকোপা-বান্দুরা। উনিশ শতকেও এখানে জমিদারদের বসতি ছিল। প্রায় ২০০ বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম কলাকোপা-বান্দুরা একসময় ব্যবসা-বাণিজ্যের তীর্থস্থান ছিল। এখানকার প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়ানো, যার প্রাণ ইছামতি নদী। এখানে দেখার অনেক কিছু আছে। একদিকে স্নিগ্ধ অপরূপ প্রকৃতি অন্য দিকে নানা পুরাণ কাহিনী। কোকিলপেয়ারী জমিদার বাড়ির পাশে উকিল বাড়ি তারপর জমিদার ব্রজেন সাহার ব্রজ নিকেতন (যা এখন জজ বাড়ি নাম ধারণ করেছে) ব্যবসায়ী রাধানাথ সাহার বাড়ি, শ্রীযুক্ত বাবু লোকনাথ সাহার বাড়ি (যার খ্যাতি মঠবাড়ি বা তেলিবাড়ি নামে) মধুবাবুর পাইন্না বাড়ি, পোদ্দার বাড়ি এবং কালি বাড়ি। ঢাকার খুব কাছে স্থাপত্য সৌন্দর্যে ঘেরা ইতিহাস ঐতিহ্যের কলাকোপা-বান্দুরা। কলাকোপা-বান্দুরার স্থাপনাগুলো নির্মিত হয়েছে গ্রীক আর্কিটেকচারের আদলে, ডরিক কলামে। এখানে আরও আছে খেলারাম দাতার বিগ্রহমন্দির, মহামায়া দেবীর মন্দির আর একটু দূরের হাসনাবাদে জপমালা রানীর গির্জা। তাছাড়া সামসাবাদ তাঁত শিল্পসহ আলালপুরের বিখ্যাত হস্তচালিত তাঁতশিল্প তো আছেই। এর বাইরে অনেক পুরানো ভবন ও মঠ চোখে পড়বে কলাকোপা-বান্দুরায়। ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন ইতিহাস ও ঐতিহ্যের কলাকোপা-বান্দুরা থেকে।

music credit :1. www.FesliyanStudios.com2. www.freesoundtrackmusic.com

এসো ঘুরির পক্ষ থেকে সবাইকে জানাই ইদুল ফিতরের শুভেচ্ছা।।
13/05/2021

এসো ঘুরির পক্ষ থেকে সবাইকে জানাই ইদুল ফিতরের শুভেচ্ছা।।

বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ 🇧🇩
08/05/2021

বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ 🇧🇩

Somewhere in Narayanganj 🇧🇩
07/05/2021

Somewhere in Narayanganj 🇧🇩

নতুন দিনের প্রথম সূর্যোদয় ফুলবাড়ি, দিনাজপুর 🇧🇩© Md. Shahidul Al-Mamun
07/05/2021

নতুন দিনের প্রথম সূর্যোদয়
ফুলবাড়ি, দিনাজপুর 🇧🇩

© Md. Shahidul Al-Mamun

ধর্মগঞ্জ, গুদারাঘাট, ফতুল্লা, নারায়ণগঞ্জ 🇧🇩© Md. Shahidul Al-Mamun
06/05/2021

ধর্মগঞ্জ, গুদারাঘাট, ফতুল্লা, নারায়ণগঞ্জ 🇧🇩
© Md. Shahidul Al-Mamun

আজ ৫ মে। ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানী সেনারা নাটোর জেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের প্রায় ...
05/05/2021

আজ ৫ মে।
১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানী সেনারা নাটোর জেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের প্রায় একশ নিরীহ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিককে মিলের মধ্যে অবস্থিত পুকুরপাড়ের সিঁড়িতে মেশিনগানের ব্রাশ ফায়ারে নির্মমভাবে হত্যা করে। স্থানীয়রা এই পুকুরটিকে বর্তমানে “শহীদসাগর” নামে সম্বোধন করে।
আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারিতে। পুরো ইতিহাস রয়েছে ভিডিও টিতে
https://youtu.be/wmAUkaEw6ds

"Music: https://www.bensound.com/royalty-free-music

লালবাগ কেল্লা, ঢাকা 🇧🇩
05/05/2021

লালবাগ কেল্লা, ঢাকা 🇧🇩

@ জিন্দা পার্ক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 🇧🇩© Md. Shahidul Al-Mamun
04/05/2021

@ জিন্দা পার্ক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 🇧🇩
© Md. Shahidul Al-Mamun

আলহামদুলিল্লাহ পেইজের ২০০ তম সদস্য পূরণ হলো। এভাবে ধীরে ধীরে আরো অনেক ভ্রমণ পিপাসুদের ভীড়ে পেইজটি হয়ে উঠবে মুখরিত। আপনাদ...
03/05/2021

আলহামদুলিল্লাহ পেইজের ২০০ তম সদস্য পূরণ হলো। এভাবে ধীরে ধীরে আরো অনেক ভ্রমণ পিপাসুদের ভীড়ে পেইজটি হয়ে উঠবে মুখরিত। আপনাদের সহযোগিতায় পেইজের কার্যক্রম এগিয়ে যাবে বহুদূর। অপার সৌন্দর্যের বাংলাদেশকে দেখতে "এসো ঘুরির" সঙ্গে সংযুক্ত থাকুন। ইনভাইট করে দিন কাছের মানুষ জনদের।

ছবি: দৌলতদিয়া ফেরি ঘাট, রাজবাড়ী 🇧🇩
© Md. Shahidul Al-Mamun

কান্তজিউ মন্দির, দিনাজপুর 🇧🇩© Md. Shahidul Al-Mamun 📸
03/05/2021

কান্তজিউ মন্দির, দিনাজপুর 🇧🇩
© Md. Shahidul Al-Mamun 📸

02/05/2021

Cox's Bazar Tour 2021

© Labib Zafir

আলহামদুলিল্লাহ পেইজের ১০০ তম সদস্য পূরণ হলো। এভাবে ধীরে ধীরে আরো ভ্রমণ পিপাসুদের ভীড়ে পেইজটি হয়ে উঠবে মুখরিত। আপনাদের সহ...
02/05/2021

আলহামদুলিল্লাহ পেইজের ১০০ তম সদস্য পূরণ হলো। এভাবে ধীরে ধীরে আরো ভ্রমণ পিপাসুদের ভীড়ে পেইজটি হয়ে উঠবে মুখরিত। আপনাদের সহযোগিতায় পেইজের কার্যক্রম এগিয়ে যাবে বহুদূর। অপার সৌন্দর্যের বাংলাদেশকে দেখতে "এসো ঘুরির" সঙ্গে সংযুক্ত থাকুন। ইনভাইট করে দিন কাছে মানুষজনদের।

ছবি: নবীন চন্দ্র সাহার জমিদার বাড়ি, নরসিংদী 🇧🇩
© Md. Shahidul Al-Mamun

Address

Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Esho Ghuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esho Ghuri:

Videos

Share