Hexa Air Limited

Hexa Air Limited Air ticket, Visa guide & Family tour

12/12/2023
03/12/2023
02/10/2023

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ।

আবুধাবি থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। সম্প্রতি তারা এই ঘোষণা দিয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে কেন ফ্লাইট স্থগিত করছে এবিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি ইতিহাদ এয়ারওয়েজ।

চিঠিতে ইতিহাদ জানিয়েছে, যারা ইতোমধ্যে ইতিহাদের টিকিট কেটে ফেলেছেন তাদের টিকিটের টাকার পুরো অংশ ফেরত দেওয়া হবে। কোনো ধরনের জরিমানা বা প্রশাসনিক ফি কাটা হবে না। কেউ যদি রিটার্ন টিকিট কেটে ওয়ানওয়ে ব্যবহার করে থাকেন তাহলে তার ফিরতি ফ্লাইটের টাকা ফেরত দিয়ে দেবে তারা।

সৌজন্যে- ঢাকা পোস্ট ।

Get up to 6% discount on all domestic & International tickets. Step 1: Call us for your quotation.Step 2: Confirm the qu...
08/08/2023

Get up to 6% discount on all domestic & International tickets.

Step 1: Call us for your quotation.
Step 2: Confirm the quotation.
Step 3: pay the bill (online transfer or cash) & get the ticket instantly.

02/06/2023

বিদেশ থেকে সোনার বার দেশে আনার নতুন নিয়ম। নিজে জানুন, অন্যদের জানাতে পোষ্টটি শেয়ার করুন।

** ১১৭ গ্রাম ওজনের বেশি সোনার বার আনলে জব্দ করবে কাস্টমস

** ফলে আগের মতো ২টি সোনার বার আনা যাবে না।

** সোনার বার আনলে সরাসরি রেড চ্যানেলে গিয়ে ঘোষণা করতে হবে।

** প্রতি ১১ দশমিক ৬৬৪ গ্রামে শুল্ক আগে ২ হাজার টাকা ছিলো, এখন তা বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

** ১ জুন, ২০২৩ থেকেই এ নিয়ম কার্যকর হয়েছে।

দেশ পরিচিতি : অস্ট্রেলিয়া || ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম দেশ এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ।রাজধানী: ক্যানবেরাজনসংখ্যা: ২ কো...
26/05/2023

দেশ পরিচিতি : অস্ট্রেলিয়া ||
ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম দেশ এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ।
রাজধানী: ক্যানবেরা
জনসংখ্যা: ২ কোটি ৫৬ লাখ (2021) বিশ্বব্যাংক ||
মুদ্রা : অস্ট্রেলিয়ান ডলার ||

সর্বাধিক জনবহুল শহরগুলি হল সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড, ক্যানবেরা, হোবার্ট এবং ডারউইন।

মজার তথ্য : অস্ট্রেলিয়াতে বারো হাজারের মত সমুদ্র সৈকত রয়েছে। আপনি যদি প্রতিদিন একটি পরিদর্শন করেন, তবে সেগুলি দেখতে ৩২ বছরেরও বেশি সময় লাগবে।

24/05/2023

*বিশেষ ঘোষনা!*

পবিত্র হজ্জ উপলক্ষ্যে আগামী “৩০ মে ২০২৩” থেকে “২৮ জুন ২০২৩” এই সময়ের মধ্যে বানিজ্যিক ভিসা অথবা ভিজিট ভিসা ধারী কোন মুসলিম যাত্রী নিম্নোক্ত এয়ারপোর্ট সমূহে অবতরন করতে পারবেনা।
১.জেদ্দাহ এয়ারপোর্ট
২.মদীনা এয়ারপোর্ট
৩.তায়ীফ এয়ারপোর্ট
৪.ইয়ানবু এয়ারপোর্ট।
তবে জরুরী প্রয়োজনে কোন ব্যবসায়ী, ডাক্তার,সাংবাদিক অথবা অফিসিয়াল কাজে কেউ অবতরন করতে চাইলে মিনিস্ট্রি অব ইন্টেরিয়র এবং মিনিস্ট্রি অব হজ্জ এন্ড উমরাহ কে পূর্বে অবগত করতে হবে।
তবে রিয়াদ এয়ারপোর্ট দিয়ে অবতরন করতে কোন বাধা নেই।

12/01/2023

আজ থেকে আগামী ৪ দিন আপনার ফ্লাইটের ব্যপারে সতর্ক হোন। রামপুরা থেকে এয়ারপোর্ট, মহাখালী থেকে এয়ারপোর্টের পুরো রাস্তা গতকাল রাত থেকে ব্লকড।

রাস্তার কাজ ধরেছে, সাথে ইজতেমা চলমান।
সুতরাং হাতে ৪-৬ ঘন্টা অতিরিক্ত সময় নিয়ে বের হবেন।

আপনার ফ্লাইট ধরার দায়িত্ব আপনার।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা  #১৬ইডিসেম্বর  #বাংলাদেশ
16/12/2022

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

#১৬ইডিসেম্বর
#বাংলাদেশ

হেক্সা এয়ার লিমিটেড থেকে এয়ার অ্যাস্ট্রা টিকেট করুন সর্বোচ্চ ৬% ডিসকাউন্টে।ঢাকা - কক্সবাজার - ঢাকাঢাকা - চট্টগ্রাম - ঢ...
27/11/2022

হেক্সা এয়ার লিমিটেড থেকে এয়ার অ্যাস্ট্রা টিকেট করুন সর্বোচ্চ ৬% ডিসকাউন্টে।
ঢাকা - কক্সবাজার - ঢাকা
ঢাকা - চট্টগ্রাম - ঢাকা

* শর্ত প্রযোজ্য *

02/09/2022

Good Watch.

08/07/2022

আমরা নিয়মিত দুবাইতে হোটেল বুকিং করছি

28/06/2022

Indigo, Air India, Vistara
Indian Domestic
Air tickets are
available at Hexa Air Limited

27/06/2022

আমরা নিয়মিত দুবাই ভিসা করছি।

Good news from Biman.
23/05/2022

Good news from Biman.

ঢাকা: যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক.....

24/04/2022
Eid vacation of UAE!!
24/04/2022

Eid vacation of UAE!!

🔰 ২৫ এপ্রিল থেকে  দেশে আসতে অনলাইনে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম 🔰 এখন থেকে বাংলাদেশ আসতে অনলাইনে পূরণ করতে হবে হেল...
21/04/2022

🔰 ২৫ এপ্রিল থেকে দেশে আসতে অনলাইনে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম 🔰

এখন থেকে বাংলাদেশ আসতে অনলাইনে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম । ২০ এপ্রিল এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বেবিচক। পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

🔰🔰
ইউ টিউবে বাংলা এভিয়েশনের সাথে যুক্ত হতে
https://www.youtube.com/c/BanglaAviation/videos
🔰 🔰

বাংলাদেশে এতো দিন বিদেশ থেকে দেশে আসার সময় হাতে লিখে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করার নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর ৭ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দেয়।

২০ এপ্রিল বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে,

✅যাত্রীদের দেশে আসার আগে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে। ফ্লাইটের ৩দিনের বেশি আগে এই ফরম পূরণ করা যাবে না।

https://healthdeclaration.dghs.gov.bd/ এ ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা মোবাইলে সফট কপি নিজের কাছে রাখতে হবে।

✅কোন যাত্রী ট্রানজিট হয়ে আসার পথে যদি ৩য় কোন দেশে প্রবেশ করে, তবে তাকে পুনারায় হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। তবে সেই দেশে প্রবেশ না করে শুধু বিমানবন্দরে ট্রানজিট হয়ে আসলে নতুন আবারও হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে না।

✅ বোডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে।

✅দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

✅ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করনো পরীক্ষা করতে হবে না।

✅ যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ সঙ্গে রাখতে হবে।

✅ যেসব যাত্রী এক ডোজ কিংবা কোন ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

✅১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।

✅বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা পরীক্ষারও বাধ্যবাধকতা থাকছে না। যাত্রীরা যে দেশে যাবেন, সেদেশের নির্দেশনা অনুসরণ করবেন।

✅ টিকা নেয়া বা না নেয়া কোন যাত্রীর মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ যাত্রীর করোনা টেস্ট করাবে। টেস্টে তার রিপোর্ট করোনা পজেটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলের সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপর পুনরায় ৭দিন পর আবারও করোনা পরীক্ষা করা হবে।

✅ ফ্লাইটে যাত্রী বহনের সংখ্যার ওপর বিধি নিষেধ শিথিল করেছে বেবিচক। নির্দেশনায় এয়ারলাইনগুলোকে বলা হয়েছে, ফ্লাইটে করোনা আক্রান্ত যাত্রী ধরা পড়লে আলাদা বসার জন্য ছোট আকারের উড়োজাহাজে শেষের রো-এর সব সিট খালি রাখতে হবে।

✅ আগে ৩০০ জন যাত্রী ধারণে সক্ষম উড়োজাহাজে ৯৫ শতাংশের বেশি যাত্রী না নেওয়ার বিধান ছিলো। এখন বড় উড়োজাহাজেও ইকোনমেকি ক্লাসের শেষের রো-এর সব সিট খালি রাখতে হবে। বিজনেস ক্লাসে ১টি সিট খালি রাখতে হবে।
Courtesy :
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

Share your videos with friends, family, and the world

সংযুক্ত আরব আমিরাতের ভিসার নতুন নিয়ম কানুনঃসোমবার ঘোষিত একটি নতুন সিস্টেম বিভিন্ন পরিদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভি...
20/04/2022

সংযুক্ত আরব আমিরাতের ভিসার নতুন নিয়ম কানুনঃ
সোমবার ঘোষিত একটি নতুন সিস্টেম বিভিন্ন পরিদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিসা প্রদান করে।
প্রথমবারের জন্য, নতুন স্কিমের জন্য হোস্ট বা স্পনসরের প্রয়োজন নেই। প্রধান উন্নতির মধ্যে রয়েছে সমস্ত ধরনের ভিসার জন্য প্রবেশের প্রয়োজনীয়তাগুলিকে সহজতর করা, এবং নমনীয় ভিসার সময়কাল অফার করা যা দর্শকদের চাহিদা এবং সফরের উদ্দেশ্য পূরণ করে।
উপরন্তু, সমস্ত প্রবেশ ভিসা একক বা একাধিক এন্ট্রির জন্য উপলব্ধ এবং একই সময়ের জন্য নবায়ন করা যেতে পারে এবং তাদের ইস্যু করার তারিখ থেকে ৬0 দিনের জন্য বৈধ।
চাকরির ভিসা:
তরুণ প্রতিভা এবং দক্ষ পেশাদারদের দেশে উপলব্ধ চাকরির সুযোগ অন্বেষণ করতে আকৃষ্ট করার লক্ষ্যে এই ভিসা চালু করা হয়েছে। এটি মানবসম্পদ ও আমিরাত মন্ত্রকের মতে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় দক্ষতা স্তরে শ্রেণীবদ্ধ এবং বিশ্বের সেরা ৫০০ টি বিশ্ববিদ্যালয়ের নতুন স্নাতকদের দেওয়া হয়। ন্যূনতম শিক্ষাগত স্তর হতে হবে স্নাতক ডিগ্রি বা তার সমতুল্য।
ব্যবসা ভিসা:
বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণ করতে উত্সাহিত করার জন্য স্পনসর বা হোস্টের প্রয়োজন ছাড়াই সহজ প্রবেশ।
পর্যটন ভিসা:
সংযুক্ত আরব আমিরাতের পর্যটন প্রতিষ্ঠান দ্বারা স্পনসর করা নিয়মিত ট্যুরিস্ট ভিসার পাশাপাশি, একটি পাঁচ বছরের মাল্টি-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছিল।
এই ধরনের একটি স্পনসর প্রয়োজন হয় না. এটি ব্যক্তিকে ৯০ টানা দিন পর্যন্ত দেশে থাকার অনুমতি দেয় এবং এটি একই সময়ের জন্য বাড়ানো যেতে পারে, শর্ত থাকে যে থাকার পুরো সময়কাল এক বছরে ১৮০ দিনের বেশি না হয়।
এই ভিসার জন্য আবেদন জমা দেওয়ার আগে গত ছয় মাসে $4,000 বা তার সমতুল্য বৈদেশিক মুদ্রার ব্যাঙ্ক ব্যালেন্স থাকার প্রমাণ প্রয়োজন৷
আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা করার জন্য প্রবেশের অনুমতি:
একজন ভিজিটর এই এন্ট্রি পারমিটের জন্য আবেদন করতে পারেন যদি তিনি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক বা বাসিন্দার আত্মীয় বা বন্ধু হন। এটি একটি স্পনসর বা একটি হোস্ট প্রয়োজন হয় না.
অস্থায়ী কাজের মিশন:
এই ধরনটি তাদের জন্য প্রযোজ্য যাদের অস্থায়ী কাজের অ্যাসাইনমেন্ট যেমন প্রোবেশন টেস্টিং বা প্রকল্প-ভিত্তিক মিশন রয়েছে এবং নিয়োগকর্তা দ্বারা স্পনসর করা হয়েছে। এটির জন্য একটি অস্থায়ী কাজের চুক্তি বা নিয়োগকর্তার কাছ থেকে পরিদর্শনের উদ্দেশ্য এবং কাজ করার জন্য স্বাস্থ্যগত যোগ্যতার প্রমাণের জন্য একটি চিঠি প্রয়োজন।
অধ্যয়ন বা প্রশিক্ষণ:
এই ধরনের প্রশিক্ষণ এবং অধ্যয়ন কোর্সে যোগদানকারী এবং/অথবা ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের জন্য উদ্দিষ্ট। পৃষ্ঠপোষক হতে পারে দেশে লাইসেন্সপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠান বা সরকারী বা বেসরকারী সংস্থা।
এটি সত্তা থেকে একটি চিঠি প্রয়োজন, অধ্যয়ন বা প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং এর সময়কালের বিশদ বিবরণ স্পষ্ট করে।

LINK: https://www.khaleejtimes.com/visa-and-immigration-in-uae/uae-visas-for-jobs-tourism-visit-new-entry-system-announced

For the first time, the latest scheme does not require a host or sponsor

বাংলাদেশে আসার আগে ৩দিনের মধ্যে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরমবিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন  দেশে আসার পর বিমানবন...
10/04/2022

বাংলাদেশে আসার আগে ৩দিনের মধ্যে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম

বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার আগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে বলে বাংলা এভিয়েশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিগিগির এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ।

*** যাত্রীদের দেশে আসার আহগে ৩ দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে। ** http://healthdeclaration.dghs.gov.bd/ এ ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে।

*** বোডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

#বাংলা_এভিয়েশন

07/03/2022

সৌদি আরব সরকার ৫ মার্চ ঘোষণা করেছে, ভ্যাকসিন দেওয়া থাকলে সৌদি আরব প্রবেশে করতে করোনা পরীক্ষার দরকার নেই। একই সাথে হোম কোয়ারান্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রয়োজন নেই।

ইতোমধ্যে আজ ৬ মার্চ থেকে এই নির্দেশনা অনুযায়ী করোনা রিপোর্ট
ছাড়াই যাত্রীদের ফ্লাইটে নেওয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন (সাউদিয়া)।

তবে সৌদি সরকারের এই ঘোষণা এখনও বিমান বাংলাদেশ এয়ারলাইনসহ অন্য এয়ারলাইনগুলো বাস্তবায়ন করেনি। ফলে এয়ারলাইনগুলোর নির্দেশনা ছাড়া, কেউ করোনা পরীক্ষা না করে বিমানবন্দরে আসলে ফ্লাইটে উঠতে পারবেন না। ফলে বাংলা এভিয়েশন অনুরোধ করছে, আপনি যে এয়ারলাইনের যাত্রী, তাদের সাথে যোগাযোগ করুন, তারা যদি আপনাকে নিশ্চিত করে তাহলেই আপনি করোনা পরীক্ষা ছাড়া যেতে পারবেন। এয়ারলাইনের কাছ থেকে নিশ্চিত না হয়ে করোনা পরীক্ষা ছাড়া বিমানবন্দরে আসবেন না।

অন্যদিকে সৌদি আরবে যেকোন প্রকার ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমে রেজিস্ট্রেশন করতে হবে।

যেসব টিকা দেওয়া থাকলে সৌদি আরবে যেতে পারবেন, সেগুলো হচ্ছে, :
Pfizer-BioNTech, Moderna, Oxford AstraZeneca, Janssen, Sinopharm, Sinovac, Covaxin, Aesthetics (Sputni ), Kovofax
সৌদি আরবে প্রবেশের আাগে টিকার তথ্য নিবন্ধন করতে হয়। নিবন্ধন করতে পারবেন এই লিংকে https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration

ইউ টিউবে বাংলা এভিয়েশনের সাথে যুক্ত হতে
https://www.youtube.com/c/BanglaAviation/videos
*
*
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

22/02/2022

** সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট দেশে এসেছেন প্রবাসী জামাল মিয়া। বাবার জন্য টর্চ লাইন এনেছিলেন, সেটি নেই লাগেজে। অথচ মায়ের জন্য আনা সোনা চুড়ি,স্ত্রীর কানের দুল সবই ঠিক ঠাক আছে লাগেজে। প্রবাসী জামাল, বাংলা এভিয়েশনকে ফোন করে জানালেন এ ঘটনা।

** সৌদি থেকে ছোট ভাইয়ের জন্য একটি রিচার্জেবল ব্লু টুথ স্পীকার এনেছেন আকবর আলী। তার লাগেজে এই স্পীকারের চেয়েও দামী অন্যান্য জিনিস আছে শুধু নেই এই স্পীকার। তিনিও বাংলা এভিয়েশনকে জানালেন এ ঘটনা।

** ফ্রান্স থেকে দেশে আসেন এনাম আহমেদ। ছেলে জন্য খেলনা গাড়ি সাথে নিয়েছিলেন লাগেজে। সেই গাড়িটিও গায়েব। তিনি এ ঘটনা জানিয়েছেন বাংলা এভিয়েশনকে।

** লন্ডন থেকে আসার সময় আয়শা আক্তার লাগেজে রেখেছিলেন ল্যাপটপ, সেটিও নেই। তিনিও জানালেন বাংলা এভিয়েশনকে।
তাদের এ ঘটনাগুলো অনুসন্ধানে আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দরের সঙ্গে। সহায়তা নিয়েছিলাম বিমানবন্দর আর্মড পুলিশের।
অনুসন্ধানে জানা গেলো, তাদের টর্চ লাইট, ব্লু টুথ স্পীকার, খেলনা গাড়ি, ল্যাপটপ ছিলো ব্যাটারি যুক্ত। আর সেখানে ছিলো “লিথিয়াম আয়ন ব্যাটারি”। বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে বেশির ভাগ এয়ারলাইন্স চেক-ইন ব্যাগেজে লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত কোন কিছু বহন করতে দেয় না। আপনি যখন চেক ইন করে লাগেজে জমা দেন, তখন এই লাগেজেগুলো স্ক্যানিং করা হয়। তল্লাশিতে নির্দিষ্ট ওয়াট/ওজনের বেশি হলে লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত কোন কিছু পাওয়া গেলে তা সরিয়ে রাখা হয়।
জামাল মিয়া, আকবর আলী, এনাম আহমেদ, আয়শা আক্তারের ক্ষেত্রে সৌদি আরব, ফ্লান্স, লন্ডনের বিমানবন্দর লাগেজেগুলো স্ক্যানিং করার সময় লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত এসব জিনিসপত্র সরিয়ে রেখেছে। এসব জিনিসপত্র ফেরত পেতে হলে এয়ারলাইন্সের মাধ্যমে সেই বিমানবন্দরে আবেদন করতে হবে, যা সময় সাপেক্ষ ও জটিল।
তাই কোন অবস্থায় লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত কোন কিছু চেক-ইন ব্যাগেজে রাখবেন না। হাতে ব্যাগে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত জিনিসপত্র রাখতে পারবেন। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কিংবা বড় আকৃতির লিথিয়াম আয়ন ব্যাটারি হলে সেক্ষেত্রেও আপনাকে বহনের অনুমতি দেবে না এয়ারলাইন্স।
বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

ইউ টিউবে বাংলা এভিয়েশনের সাথে যুক্ত হতে
https://www.youtube.com/c/BanglaAviation/videos

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

22/02/2022

আসসালামুয়ালাইকুম সুপ্রিয় প্রবাসী এবং ভ্রমনেচ্ছু ভাই বোনেরা। আপনাদের জন্য সুখবর। সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের দুবাই ভ্রমণের পূর্বে বিমানবন্দরে যে কোভিড(PCR) টেস্ট করানোর প্রয়োজন ছিল, তা আজ থেকে আর প্রয়োজন হবে না। এ সংক্রান্ত বেবিচকের প্রেস বিজ্ঞপ্তিও এতদসংগে সংযোজন করা হল। আপনাদের সবার ভ্রমণ শুভ হোক।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।।

প্রেস বিজ্ঞপ্তি -
তারিখ- ২২/২/২০২২

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২/২/২০২২ তারিখ সকাল ১০:০০ টা হতে ইউএই গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘন্টা পুর্বে PCR টেষ্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।।

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনে...
17/02/2022

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।

সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেক যাত্রী। অনেকে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্রানজিট হয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে টিকিট কাটছেন। কিন্তু ঢাকায় বিমানবন্দর থেকেই তাদের বাড়ি ফিরতে হচ্ছে। বাংলা এভিয়েশনের কাছে অনেকে এ বিষয়ে জানিয়েছেন। তাদের টিকিটের টাকা লোকসান হচ্ছে ভুলের কারণে। 😭

আসুন আগে জানি ট্রানজিট কী

✔️ একটি দেশ থেকে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের যাওয়া। বিশ্বের বেশির ভাগ দেশে প্রবেশ না করলে ট্রানজিটের জন্য আলাদা করে ভিসা নিতে হয় না। তবে ট্রানজিট সুবিধার জন্য আন্তর্জাতিক কিছু বিধিবিধান মেনে চলতে হয়। বিশ্বের বেশির ভাগ দেশের বিমিানবন্দরের নিয়ম হচ্ছে, আপনি সেদেশে প্রবেশ না করে ট্রানজিট সুবিধা নিতে হবে। অর্থাৎ আপনি ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। যারা ট্রানজিট হবেন, তারা ইমিগ্রেশন পার হবেন না।

🔎 কি ভুল করছেন যাত্রীরা ??

উদাহরণ দিয়ে যদি বলি, মফিজ সাহেব ওমান যাবেন। তিনি ইউএস বাংলার ঢাকা কলকাতার টিকিট কেটেছেন, আর ওমান এয়ারের কলকাতা –ওমান টিকিটি কেটেছেন। ঢাকায় বিমানবন্দর থেকে মফিজ সাহেবকে বোর্ডিং করেনি ইউএস বাংলা, কারণ তার ভারতের ভিসা নাই। মফিজ সাহেব, আকাশ থেকে পড়লেন, সব টাকা জলে গেলো। কিন্তু তিনি তো জানতেন ট্রানজিটে ভিসা লাগে না।

এখানে সমস্যা হচ্ছে, ঢাকা থেকে কলকাতা যাওয়ার পর মফিজ সাহেবের লাগেজ বেল্টে যাবে সেগুলো সংগ্রহ করতে হলে তাকে ইমিগ্রেশন পার হয়ে লাাগেজ বেল্টে যেতে হবে। অন্য দিকে যদি লাগেজও না থাকে,- তাকে বোর্ডিং করতে বোডিং কাউন্টারে যেতে হবে। সেখানে যেতে হলেও তাকে ইমিগ্রেশন পার হতে হবে। আর ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। আর কোন দেশে ভিসা ছাড়া যাত্রী নিলে এয়ারলাইনকে বড় অংকের জরিমানা দিতে হয়।

ট্রানজিট সুবিধা পেতে হলে এয়ারলাইনের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ ইমিগ্রেশন পার না হয়ে আপনি যাতে পরবর্তী ফ্লাইটে উঠতে পারেন, সে ব্যবস্থা করবে এয়ারলাইন। তখন আপনি ইমিগ্রেশন পার না হয়ে দ্বিতীয় দেশের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে যেতে পারবেন।

বাংলা এভিয়েশনের অনুরোধ, দুটি আলাদা, আলাদা টিকিট কাটবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

UAE Tourist Visa within 3 working days..
09/02/2022

UAE Tourist Visa within 3 working days..

26/01/2022

৩০ জানুয়ারী থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট শুরু

মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৩০ জানুয়ারী থেকে প্রাথমিকভাবে সপ্তাহে ছয়দিন ঢাকা-শারজাহ-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা।

শারজাহ-তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ-তে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দু’দেশের বন্ধণকে আরো বেশী সুদৃঢ় করবে।

শনিবার ব্যতিত সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহ-তে স্থানীয় সময় রাত ১২টা ৩০মিনিটে পৌঁছাবে। অপরদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে।। এছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত ১টা ৩০ মিনিটে শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৮টায় চট্টগ্রামে অবতরণ করবে।

ইউএস-বাংলা ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে শারজাহ রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

শারজাহ-তে কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশী রয়েছে, ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করছে দুবাই এর মতো শারজাহ-তে সে সকল যাত্রীদের কাছে ঢাকা-শারজাহ রুট অনেক বেশী আকর্ষণীয় হয়ে উঠবে।

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ জুন পর্যন্ত বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ...
10/12/2021

১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ জুন পর্যন্ত বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এই ৮ ঘন্টায় যেসব ফ্লাইট চলতো তা দিনের বিভিন্ন সময়ে স্থানান্তর করা হয়েছে। তাই এ সময়ে আপনার ফ্লাইট থাকলে এয়ারলাইনের সাথে যোগাযোগ করে পরিবর্তিত সময় জেনে নিন।



#বাংলা_এভিয়েশন

আমাদের অনেকেরই কাজে আসতে পারেঃ"যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্...
25/11/2021

আমাদের অনেকেরই কাজে আসতে পারেঃ

"যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেননা এই ডিজিটাল ব্যাপারটায় দালালের কিছুই করার নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্ল্যেখ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, যেন কোন অবস্থাতেই আপনার আবেদন টা পরিপূর্ণ করতে ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মূল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে। account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পূরণ করুন। এটা পূরণ করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ দিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফি জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মূল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্ন নিয়ে নির্ভুল ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি স্বাক্ষর ও তারিখ দিন।

এবার পর্যায়েক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে পিনআপ করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর সীল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। এরপরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে।

ব্যাংক ফিঃ
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভুল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভুল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন, তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন: স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।"

©️_Anamul Hoque

(সংগৃহীত)

22/11/2021

*🇦🇪 UAE 05 Years Multiple Entry Visa *

Dear Trade Partners,

We are happy to announce that now UAE has started 5 years Multiple Entry visa in which applicant can stay upto 90 Days in a Year.

*Requirements*

-Colour passport copy 01st & last page.

-Colour photograph.

-Applicant personal bank statement for last 06 months , Minimum Balance upto 300000 (4000 USD)

-Address, Mobile, Landline numbers in UAE

19/11/2021

Biman Bangladesh Airlines will be resuming weekly two flights between Dhaka & Bangkok

Effective from: 2nd December 2021

Non-stop flights:
Dhaka-Bangkok | Dep 11:30 ~ Arr 15:00 | Flight BG088
Bangkok-Dhaka | Dep 16:15 ~ Arr 18:00 | Flight BG089

*Flights available on Thursday & Sunday.

*Flight schedule may change with or without prior notice.

Good read.
17/11/2021

Good read.

নভোএয়ারের বিমানে চাকা ফেটে যাওয়া, আগুন, অল্পের জন্য রক্ষা এবং বাংলাদেশের সাংবাদিকতা

প্রায় সব সংবাদ মাধ্যমের অনলাইনে নিউজ এসেছে আজ (১৭ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণের সময় সামনের চাকা (নোজ হুইল) ফেটে গেছে।

ঘটনা এই পর্যন্ত শতভাগ সত্য। তাতে কোন সন্দেহ নেই।

কিন্তু এরপর রূপ কথার গল্প ডানা মেলেছে সাংবাদিকের গল্পে।
কেউ লিখেছে- চাকা ফেটে নভোএয়ারের বিমানে আগুন
কেউ লিখেছে- অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের যাত্রীরা
কেউ লিখেছে- সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেল নভোএয়ার

এসব নিউজের বিশ্লেষণের আগে নিচের ছবিটি ভালো করে একবার দেখে নিন।

আচ্ছা, কোথাও পানি দেখতে পাচ্ছেন ? রানওয়ে কি ভেজা ? আহা কেমন আগুন লাগলো পানি দেওয়া লাগলো না।

কোথাও কি পোড়া দেখতে পাচ্ছেন ? সামনের চাকা ফেটেছে সেটাও কি পোড়া দেখা যাচ্ছে?
স্বাভাবিক ভাবেই উড়োজাহাজ অবতরণের সময় চাকা ও রানওয়ের ঘর্ষণের ফলে ধোয়ার সৃষ্টি হয়, কখনও কখনও সামন্য আগুনের ফুলকিও দেখা যেতে পারে।
( নমুনা হিসেবে এ ভিডিওটি দেখা যেতে পারে
https://www.youtube.com/watch?v=6jZ0oG5KgvY)

যেহেতু চাকা ফেটে গেছে সে কারণে উড়োজাহাজের স্বাভাবিক গতিতে চলা ব্যহত হবে এটাই স্বাভাবিক। এতে যাত্রীরা ভয় পাবে এটাও স্বাভাবিক।
যেহেতু অবতরণের পর চাকা ফেটেছে এতে বড় ধরণের দূঘটনার সম্ভবনা খুবই কম ছিলো। বড় জোর উড়োজাহাজটি চাকা ফাটার কারণে রানওয়ে থেকে সরে পড়তে পারতো।
বিমানের চাকায় গাড়ির মতো সাধারণ বাতাস ব্যবহার করা হয় না। যেহেতু বিমান অবতরণের সময় চাপ ও ঘর্ষণেল ফলে অতিরিক্ত তাপে আগুনের ঘটনা ঘটতে পারে এজন্য বিমানের চাকায় নাইট্রোজেন ব্যবহার করা হয়। নাইট্রোজেনে ভিতরে অক্সিজেন নেই , ফলে এটি আগুন লাগলেও উল্টো নিভিয়ে দিতে সহায়তা করবে।
উড়োজাহাজ একটি কারিগরি বিষয়, যার কারণে সাধারণ যাত্রীদের এ বিষয়ে পরিস্কার ধারণা না থাকাই স্বাভাবিক। আতংকিত যাত্রীরা ভয়ে বিভ্রান্তিকর কথা বলতে পারে। কিন্তু সেই কথা শুনে নিউজ করা হবে , মুর্খতা।

নভোএয়ারের এ ঘটনার পর এক যাত্রী ফেসবুকে লিখেছেন, বিমান থামার সময় চাকা ভেঙ্গে গেছে জানালা দিয়ে লাফিয়ে নামলাম। পায়ে আঘাত পেয়েছে রনজু ভাই।

যে যাত্রী জানালা আর দরজার পার্থক্য বোঝে না, তার বক্তব্য নিয়ে নিউজ করলে কি অবস্থা হতে পারে?

Address

67/1, 7th Floor, Paltan China Town, , W 8/9, Naya Paltan, VIP Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801318607063

Alerts

Be the first to know and let us send you an email when Hexa Air Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hexa Air Limited:

Videos

Share

Category