AirWaves Flights

AirWaves Flights We provide all domestic & International Air ticket.

01/09/2022
31/12/2021

নতুন সকালে
আমরাও ছুটে চলি
নতুন সম্ভাবনার দিগন্তে

Happy New Year 2022

Happy New Year to all from Airways Flight✈️✈️✈️
31/12/2021

Happy New Year to all from Airways Flight✈️✈️✈️

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন...
25/11/2021

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যাপারটায় দালালের কিছুই করার নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্ল্যেক্ষ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদন টা পরিপূর্ণ করতে ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে। account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পূরণ করুন। এটা পূরণ করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ দিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মূল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্ন নিয়ে নির্ভুল ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি স্বাক্ষর ও তারিখ দিন।

এবার পর্যায়েক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে পিনআপ করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর সীল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। এরপরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে।

ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক

৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন, তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন: স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।

Enjoy weekly two nonstop flights between Sylhet and Cox’s Bazar with Biman Bangladesh AirlinesRoute wise flight schedule...
02/11/2021

Enjoy weekly two nonstop flights between Sylhet and Cox’s Bazar with Biman Bangladesh Airlines
Route wise flight schedule:
Sylhet-Cox’s Bazar
Dep 12:00 ~ Arr 13:30 | Thursday | Flight BG504
Dep 12:45 ~ Arr 14:15 | Tuesday | Flight BG501
Cox’s Bazar- Sylhet
Dep 13:30 ~ Arr 15:00 | Sunday | Flight BG532
Dep 14:45 ~ Arr 16:15 | Tuesday | Flight BG502
*Schedules may change with or without prior notice.
Choose ShareTrip to book flights to your preferred destinations and enjoy the best deals from Biman Bangladesh Airlines
For further information,
Hotline: +8801737266340
Email: [email protected]

🛫দুবাই টুরিস্ট নো ব্যাক রিটার্ন টিকেট রিফান্ড অ্যাডজাস্টমেন্ট এবং কাতার/সৌদি/ওমান/কুয়েত সহ বিশ্বের সকল দেশের টিকেট তাৎক্...
31/10/2021

🛫দুবাই টুরিস্ট নো ব্যাক রিটার্ন টিকেট রিফান্ড অ্যাডজাস্টমেন্ট এবং কাতার/সৌদি/ওমান/কুয়েত সহ বিশ্বের সকল দেশের টিকেট তাৎক্ষণিক ইস্যু করা হয়।

🇦🇪দুবাই টুরিস্ট নো ব্যাক টিকেট
👉01-30November
✈️Emirates Airlines==52000/-
✈️Us Bangla Airlines=48000/-
✈️Qatar Airways==54999/-

🇧🇭ঢাকা-দোহা এয়ার টিকেট
👉01-30November

✈️Us bangla Airlines=38500/-
🛩️Srilanka Airlines==37400/-

🇸🇦ঢাকা-জেদ্দা এয়ার টিকেট
👉01-30November
✈️Saudia Airlines==63000/-
✈️Biman Bangladesh==53000/-
✈️Emirates Airlines==41000/-
✈️GF+EY+KU==41999/-

🇴🇲ঢাকা-মাস্কাট এয়ার টিকেট
👉1-30November
✈️Biman Bangladesh=38000/-
✈️Us Bangla Airlines=36500/-

🇰🇼ঢাকা-কুয়েত এয়ার টিকেট
🛫kuwait Airlines==48000/-
🛫Turksih Airlines==42000/-
🛫Saudi Airlines==63999/-
🛫Qatar Airways==42400/-
🛫Emirates Airlines==38500/-

*ঢাকা-এমেরিকা/লন্ডন এয়াৱ টিকিট
01-30November
✈️Qatar Airways—- 43000
✈️Turkish Airlines==42000/-
✈️

Contact: +8801737266340

17/10/2021

২১ অক্টোবর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

17/10/2021

Kolkata Calling...
Resuming Flight to Kolkata
Effective from 21 October 2021
-------------------------------------------------------------------------
Dhaka – Kolkata
09:45 am (Dep) 10:15 pm (Arr) (THU & SAT)
Kolkata – Dhaka
11:00 am (Dep) 12:30 pm (Arr) (THU & SAT)
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
For ticket and flight related queries please dial:
24/7 Hotline:+880 1737266340

------------------------------------------------------------------------


বাংলাদেশ বিমান আজ রবিবার থেকে ঢাকা-আবুধাবিতে সপ্তাহে দুটি এবং আগামীকাল থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫ টি ফ্লাইট পরিচালনা...
03/10/2021

বাংলাদেশ বিমান আজ রবিবার থেকে ঢাকা-আবুধাবিতে সপ্তাহে দুটি এবং আগামীকাল থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫ টি ফ্লাইট পরিচালনা করবে।

🇦🇪 দুবাই ও আবুধাবি প্রবাসীদের যাদের রিটার্ন টিকিট করা ছিল তারা টিকেট রি ইসু করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

এছাড়াও আমাদের থেকে নতুন টিকিট কনফার্ম করতে পারবেন।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন –
Takeoff Travels
📲 01737266340 (হটলাইন/WhatsApp )
🏢 অফিসের ঠিকানা: ৪৬,কামাল আতাতুর্ক এভিনিউ, কিবরিয়া ম্যানশন ৩য় তলা, হোটেল শেরাটনের পূর্ব পাশে, বনানী সুপার মার্কেট ৯নং গেটের অপজিট, বনানী, ঢাকা_১২১৩

বাংলাদেশের অভ্যন্তরিন/ আন্তর্জাতিক বিমানের টিকেট কাটতে যোগাযোগ করতে পারেন।

আমাদের সেবা সমূহঃ
===============
√আন্তর্জাতিক এবং অভ্যন্তরিন বিমানের টিকেট
√হোটেল বুকিং
√টিকেট রি-ইস্যু
√হোটেল রি-ইস্যু

অফিস: ৪৬,কামাল আতাতুর্ক এভিনিউ, কিবরিয়া ম্যানশন ৩য় তলা, হোটেল শেরাটনের পূর্ব পাশে, বনানী সুপার মার্কেট ৯নং গেটের অপজিট, বনানী, ঢাকা_১২১৩
যোগাযোগঃ 01737266340
ইমেইল : [email protected]

আকাশপথে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ১৬আগষ্ট যে বিধিনিষেধ জারি করেছে তা এখনও কার্...
02/10/2021

আকাশপথে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ১৬আগষ্ট যে বিধিনিষেধ জারি করেছে তা এখনও কার্যকর আছে।পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত কার্যকর থাকবে।

নির্দেশনায় ২৭টি দেশের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না।
১১ দেশ হলো,
আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস,সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেন। তবে এই ১১ দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসতে পারবেন। তবে তাদের অবশ্যই বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

১৬টি দেশে থেকে করোনা ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিয়ে আসলে নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
১৬টি দেশ হচ্ছে,
ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত,কিরগিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস,পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য।
তবে এই ১৬ দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসলে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
২৭ দেশের বাইরে (১১+১৬) অন্য কোন দেশ থেকে ভ্যাকসিন না নিয়েও বাংলাদেশে আসা যাবে। তবে যাত্রীদের ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে।
জাহাজের নাবিক বা প্রকৌশলীদের কেউ যদি নিষেধাজ্ঞার আওতাভূক্ত কোন দেশে সাইন অফ করেন, তবে তিনি যথাযথ কাগজপত্র নিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারবেন। এক্ষেত্রেও নাবিক ও প্রকৌশলীগণকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন বিধি নিষেধ আরোপ করেনি বেবিচক। যে কোন দেশে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। তবে ভ্যাকসিন নেওয়া থাকলেও পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে বাংলাদেশে বিদেশ কিংবা বিদেশে থেকে বাংলাদেশে আসা যাবে।
১০ বছরে নিচের বয়সীদের করোনা টেষ্ট করার প্রয়োজন নেই। ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা টেষ্ট করতে হবে।

30/09/2021
অবশেষে বহু প্রতিক্ষার অবসান😊😊দুবাই থেকে ছুটিতে আসা সকল প্রবাসীদের জন্য সুখবর😊আগামী ০১ অক্টোবর থেকে ঢাকা-দুবাই ফ্লাইট চাল...
29/09/2021

অবশেষে বহু প্রতিক্ষার অবসান😊😊
দুবাই থেকে ছুটিতে আসা সকল প্রবাসীদের জন্য সুখবর😊
আগামী ০১ অক্টোবর থেকে ঢাকা-দুবাই ফ্লাইট চালু হচ্ছে।
(শুধুমাত্র ওয়ার্কিং ভিসার প্যাসেন্জার)
সাশ্রয়ী মূল্যে US-Bangla Airlines এর টিকিট পেতে যোগাযোগ করুন ইনবক্স অথবা WhatsApp
+8801737266340

23/09/2021

বাংলাদেশের আকাশ পথের যাত্রীদের অধিক সেবা দেওয়ার লক্ষ্যে যশোর থেকে কক্সবাজারে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলা...

15/09/2021

তাজমহল একটি নাম, একটি বিস্ময়। ভালোবাসার এক অপূর্ব নির্দশন। মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য দৃষ্টান্ত।

ভালোবাসা এভাবেই বেঁচে থাকে যুগে যুগে। ভালোবাসাই ভালোবাসার জীবন❤️❤️❤️

দীর্ঘ দেড় বছর পর খুলে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রঙ বেরঙের বেলুন হাতে খুদে শিক্ষার্থীরা। মুখে মাস্ক, চোখে তৃপ্তি। মহ...
12/09/2021

দীর্ঘ দেড় বছর পর খুলে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রঙ বেরঙের বেলুন হাতে খুদে শিক্ষার্থীরা। মুখে মাস্ক, চোখে তৃপ্তি। মহামারীর শেকল ভেঙে আবারও আপন ভুবনে ফিরছে সবাই। সচেতনতাই এখন আমাদের প্রধান হাতিয়ার। সচেতন থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আবার প্রানবন্ত হয়ে উঠুক পৃথিবী, এই প্রত্যাশাই করি। 🥰

প্রেস রিলিজতারিখ: ০৯ সেপ্টেম্বর, ২০২১।সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর রুটে সম্মানিত যাত্রীগণের জন্য বিমানের বিন...
09/09/2021

প্রেস রিলিজ
তারিখ: ০৯ সেপ্টেম্বর, ২০২১।
সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর রুটে সম্মানিত যাত্রীগণের জন্য বিমানের বিনামূল্যে এসি কোচ সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীগণের সুবিধার জন্য আগামী ১৩ সেপ্টেম্বর, (সোমবার) ২০২১ তারিখ থেকে সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর শহর ও দিনাজপুর শহর পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত ‘ফ্রি কোচ সার্ভিস’ চালু করতে যাচ্ছে। এরূপ যাত্রীসেবায় বিমানের যাত্রীগণ বিনামূল্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর শহর ও দিনাজপুর শহর এবং রংপুর ও দিনাজপুর শহর থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছাতে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি ৪৯৩ প্রতি শুক্রবার, শনিবার, রবিবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৭:৩০ টায় সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে সকাল ৮:৫০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ফ্লাইট বিজি ৬৯৩ প্রতিদিন দুপুর ১:০০ টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে দুপুর ২:২০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়াও ফ্লাইট বিজি ৪৯৫ মঙ্গলবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ৬:৪৫ টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং রাত ০৮:০৫ টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
রুটটিতে সম্প্রতি ক্রয়কৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহৃত হয়। পরিবেশবান্ধব এবং আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ নতুন এসব উড়োজাহাজে রয়েছে বাতাসকে জীবাণুমুক্তকারী হেপা ফিল্টার প্রযুক্তি যা কোভিড-১৯ কালীন নিরাপদ; পর্যাপ্ত লেগস্পেস, প্রশস্ত জানালা এবং এলইডি বাতি যে কারণে, ভ্রমণ হয়ে ওঠে অধিকতর আরামদায়ক।

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান ভ্রমণের জন্য যোগাযোগ করুনঃ-
যোগাযোগের জন্যঃ
জেলা ব্যবস্থাপক বিমান, সৈয়দপুর, মোবাইল নং-০১৭৭৭৭৭৫৫৩৮
স্টেশন ম্যানেজার বিমান, সৈয়দপুর, মোবাইল নং-০১৭৭৭৭৭৫৫৩৯

I die in work zone, box me up and send me home. Put my bars on my chest, tell my mum I did my best.Tell my dad not to bo...
02/09/2021

I die in work zone,
box me up and send me home.
Put my bars on my chest,
tell my mum I did my best.
Tell my dad not to bow,
His son will not let him low!
tell my brother to study perfectly,
keys of my bike will be his permanently.
Tell my sister not te be upset,
her bro will not rise after the sunset.
And tell my friends not to cry,
I'm Pilot , and born to Die.

Heroes never die 👨‍✈️
Rest in peace Capt Nawshad Ataul Quaiyum.

✈️✈️✈️বুকিং করুন Domestic Air Ticket ✈️ সবচেয়ে কম মূল্যে।✈️✈️✈️Call for Booking:+8801977266340WhatsApp: +8801737266340𝗟...
02/09/2021

✈️✈️✈️বুকিং করুন Domestic Air Ticket ✈️ সবচেয়ে কম মূল্যে।✈️✈️✈️

Call for Booking:+8801977266340
WhatsApp: +8801737266340

𝗟𝗢𝗪𝗘𝗦𝗧 𝗙𝗔𝗥𝗘 𝗢𝗡 US Bangla/NOVO
Dhaka-Chittagong BDT 3,599/=
Dhaka-Cox's Bazar BDT 4,499/=
Dhaka-Barisal BDT 3,599/=
Dhaka-Jessore BDT 3,599/=
Dhaka-Saidpur BDT 3,599/=
Dhaka-Rajshahi BDT 3,599/=
Dhaka-Sylhet BDT 3,599/=
Chittagong- Dhaka 3,599/=
Cox's Bazar-Dhaka 4,499/=
Sylhet -Dhaka 3,599/=
Saidpur- Dhaka 3,599/=
jassore -Dhaka 3,599/=
Barishal -Dhaka 3,599/=
Rajshahi- Dhaka 3,599/=


✈️✈️✈️বুকিং করুন  ঢাকা✈️দোহা  সবচেয়ে কম মূল্যে।Fare Starts From only 36,000/=✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️ঢাকা 07:30 PM ✈️ দ...
01/09/2021

✈️✈️✈️বুকিং করুন ঢাকা✈️দোহা সবচেয়ে কম মূল্যে।

Fare Starts From only 36,000/=

✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

ঢাকা 07:30 PM ✈️ দোহা 10:30 PM
(MON, WED, THU, FRI, & SU)

✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

দোহা 11:30 PM ✈️ ঢাকা 08:00 AM
(MON, WED, THU, FRI & SU)

✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

ঢাকা 06:00 PM ✈️ চিটাগাং 06:50 PM
চিটাগাং 07:30 PM ✈️ দোহা 10:30 PM
(TUE)

✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

দোহা 11:30 PM ✈️ চিটাগাং 08:00 AM+1
চিটাগাং 08:40 AM ✈️ ঢাকা 09:30 AM

✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️✈️

টিকিট সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ফোন করুনঃ +8801977266340
WhatsApp + Imo : +8801737266340
মেইলঃ [email protected]

30/08/2021

সংযুক্ত আরব আমিরাতে আজ ৩০ আগষ্ট থেকে সকল দেশের ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে । যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সম্পূর্ণরূপে কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন তারাই ভিজিট ভিসায় আসতে পারবেন।

ভিজিট ভিসায় আসার ৬ টি নিয়মাবলী দেওয়া হল।

1. পর্যটন ভিসার জন্য আবেদন 30 আগস্ট থেকে সমস্ত দেশের পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।
2. পর্যটকদের WHO- অনুমোদিত কোভিড -১৯ ভ্যাকসিন দুটি ডোজ সম্পূর্ন হতে হবে।
3. পর্যটক ভিসা যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে যে দেশ গুলো ভ্রমণ পূর্বে সীমাবদ্ধ ছিল।
4. পর্যটক ভিসায় আসা যাত্রীদের আগমনের সময় বিমানবন্দরে একটি বাধ্যতামূলক রাপিড পিসিআর পরীক্ষা দিতে হবে।
5. টিকাহীনদের জন্য পূর্ববর্তী সমস্ত নিয়ম, অব্যাহতিপ্রাপ্ত বিভাগ সহ, বহাল রয়েছে।
6. সংযুক্ত আরব আমিরাতে টিকা দেওয়া ব্যক্তিদের সুবিধাগুলি পেতে ইচ্ছুক ভ্রমণকারীরা আইসিএ প্ল্যাটফর্ম বা আল হোসন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের টিকা নিবন্ধন করতে পারেন।

বিঃদ্রঃ বাংলাদেশ থেকে আরব আমিরাতের ফ্লাইট বন্ধ থাকায় রেসিডেন্স ভিসা ধারীরাও আসতে পারতেছেন না, তাই ভিজিট ভিসা খোলা হলেও ফ্লাইট না খোলা পর্যন্ত আসতে পারবেন না, দয়া করে অপেক্ষা করুন।

29/08/2021
Now fly to the other sideDIRECTLYJASHORE | COX’S BAZAR | CHATTOGRAM | SAIDPUR ------------------------------------SU TH ...
29/08/2021

Now fly to the other side
DIRECTLY

JASHORE | COX’S BAZAR | CHATTOGRAM | SAIDPUR

------------------------------------
SU TH TU
Jashore – Chattogram
*************************
09:15am(Dep) 10:15am(Arr)

Chattogram – Jashore
*************************
05:10pm(Dep) 06:10pm(Arr)
-
-
-
-
SA MO WE FR
Jashore – Cox’s Bazar
************************
01:45pm(Dep) 02:55pm(Arr)

Cox’s Bazar – Jashore
************************
03:25pm(Dep) 04:35pm(Arr)
-
-
-
-
SU TH TU
Chattogram – Saidpur
*************************
10:45am(Dep) 12:05pm(Arr)

Saidpur – Chattogram
*************************
12:35pm(Dep) 01:55pm(Arr)
--------------------------------------

For ticket and flight related queries please dial:
24/7 Hotline: +8801737266340, +8801977266340

Mail: [email protected]
-----------------------------------------------------




☑️☑️☑️ বাংলাদেশ থেকে ওমান আসার জন্য নিয়মাবলিঃ১. ⏭️ আপনার ভিসার মেয়াদ থাকতে হবে। নতুন এবং পুরাতন আসতে পারবেন। অবশ্যই আপনা...
26/08/2021

☑️☑️☑️ বাংলাদেশ থেকে ওমান আসার জন্য নিয়মাবলিঃ
১. ⏭️ আপনার ভিসার মেয়াদ থাকতে হবে। নতুন এবং পুরাতন আসতে পারবেন। অবশ্যই আপনার পাসপোর্ট এর মেয়াদ ৬ মাসের অধিক থাকতে হবে।
২. ➡️ ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিন ২ ডোজ নিয়ে ১৪ দিন পর ওমান প্রবেশ করতে পারবেন। আপনার ভ্যাকসিনের কিউ আর কোড সম্বিলিত সার্টিফিকেট টি সংগ্রহ করুন।
➡️➡️ ওমানে অনুমোদিত ভ্যাকসিন সমূহ ঃ
1. pfizer
2.Astra Zenica
3. Sino vac
4. Sinopharm
5. Moderna
6. Johnson
7. Sputnik
৪. ➡️ যাদের ছুটি ৬ মাসের অধিক হয়ে গেছে তাদের কে ই-ভিসা, রয়েল ওমান পুলিশ থেকে এনওসি লাগবে। আপনার আরবী পতাকা দিয়ে সানাদ অফিস থেকে ই-ভিসা সংগ্রহ করুন এবং আরবীর মাধ্যমে রয়েল ওমান পুলিশ থেকে এনওসি সংগ্রহ করুন।
৫. ➡️ বিমান টিকেট কনর্ফাম করুন। বিমান টিকেট করার সময় ওমান এয়ারপোর্টে আপনার করোনা টেষ্ট বিল পরিশোধ করে টিকেটসহ ডকুমেন্টস টি সংগ্রহ করুন।
৬. ➡️ আপনার ফ্লাইটের ২৪ ঘন্টা আগে করোনা টেষ্ট করে কিউ আর সম্বিলত রিপোর্ট গ্রহন করুন।
৭. আপনার মোবাইলে তারাসুদ এ্যাপসটি ইন্সটল করুন। তারাসুদ এ্যাপস এ ফি- রেজিষ্ট্রেশন করে আপনার ভ্যাকসিন রিপোর্ট, করোনা টেষ্ট রিপোর্ট আপলোড করুন।
৮. ➡️ ফ্লাইটের আগে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট যাচাই করে এয়ারপোর্টে যাবেন।
৯. ⛔⛔ মনে রাখবেন ঃ ওমানে প্রবেশের পর আপনার করোনা টেষ্ট করা হবে। আপনার রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে আপনাকে ১০ দিন হোটেল কোয়ারান্টাইন থাকতে হবে।

Address

513/1 North Kafrul Central Mosque, High School Road, North Kafrul, Kochukhet
Dhaka
1206

Telephone

+8801977266340

Website

Alerts

Be the first to know and let us send you an email when AirWaves Flights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AirWaves Flights:

Videos

Share

Category

Nearby travel agencies