Abroad skilled worker's

Abroad skilled worker's আগে কোন টাকা দিতে হবে না-সকল খরচ ভিসার ?

নিয়মিত ফ্লাইট  #নিয়মিত কলিং ইস্যু  # নিয়মিত মেডিকেল  হচ্ছে অামাদের। #মালয়েশিয়া কলিং ভিসার সাফল্য ।  #মেডিকেল চলছে’।৪০ দি...
03/10/2022

নিয়মিত ফ্লাইট #নিয়মিত কলিং ইস্যু # নিয়মিত মেডিকেল হচ্ছে অামাদের।

#মালয়েশিয়া কলিং ভিসার সাফল্য ।
#মেডিকেল চলছে’।
৪০ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে ।

১।
হোটেল/ রেস্টুরেন্ট ওয়ার্কার।
কোম্পানির নামঃ Muda Mewah Food. BHD

২।
ইলেকট্রিক ফ্যাক্টরি ওয়ার্কার
কোম্পানির নামঃ Seimitsu Electronic (M) Sdn Bhd

৩।
ফার্নিচার ফ্যাক্টরি ওয়ার্কার
কোম্পানির নামঃ FLEXFORM FURNITURE FACTORY

৪।
মার্কেট/ অফিস/ হাসপাতাল ক্লিনার ।
কোম্পানির নামঃ Maxi MMC SDN.BHD

৫।
ফুড ফ্যাক্টরি ওয়ার্কার
কোম্পানির নামঃ WIN FOOD FACTORY

৬।
কন্সট্রাকশন ওয়ার্কার ( সকল ট্রেড ) ও হেল্পার
কোম্পানির নামঃ Muhibbah Engineering (M) Bhd

৭।
রেস্টুরেন্ট Crew
কোম্পানির নামঃ Texas Chicken ( Malaysia) SDN.BHD

৮।
প্লাস্টিক/ বোতল ফ্যাক্টরি ওয়ার্কার
কোম্পানির নামঃ Changhuat Plastic industries. Senai.SDN.BHD

৯।
ফ্যাক্টরি ওয়ার্কার
কোম্পানির নামঃ Kyoseki sangyo SDN.BHD

১০।
মিউজিক ও স্পোর্টস স্টোর
কোম্পানির নামঃ Pen*sa Industries SDN.BHD

১১।
হ্যান্ডস গ্লোব ফ্যাক্টরি ওয়ার্কার
কোম্পানির নামঃ. Top Gloves. Bhd

১২।
পাম বাগান ওয়ার্কার
কোম্পানির নামঃ Shuparshad & Sons. SDN.BHD

#বে*তনঃ ১৫০০ রিঙ্গিত + ওভারটাইম ( সকল ক্ষেত্রে )।
ডিউটিঃ ৮ ঘণ্টা + OT. ( সকল ক্ষেত্রে )।

🏫Eurasia Travels
Farmview supermarket 5th floor Farmgate Dhaka 1215

01707136759

 #সবাইকে #অভিনন্দন_স্বল্প_সময়ে_রুমানিয়ার_সাবমিশন_স্লিপ_পাওয়ার_জন্য।✌️✌️
01/10/2022

#সবাইকে
#অভিনন্দন_স্বল্প_সময়ে_রুমানিয়ার_সাবমিশন_স্লিপ_পাওয়ার_জন্য।✌️✌️

01/09/2022
গুড নিউজ।
19/08/2022

গুড নিউজ।

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) কায়রোর বাংলাদেশ দূত...

🇲🇾মালয়েশিয়া সরাসরি কো ম্পা নির ভি সা।✈️🇲🇾অফিস সি লেকশন -হবে🔵  ভি সার**পরে  *পে মেন্ট।👉দ্রুত সময়ে পাস*পোর্ট ও ডকু*মেন্টস...
19/08/2022

🇲🇾মালয়েশিয়া সরাসরি কো ম্পা নির ভি সা।✈️🇲🇾

অফিস সি লেকশন -হবে

🔵 ভি সার**পরে *পে মেন্ট।

👉দ্রুত সময়ে পাস*পোর্ট ও ডকু*মেন্টস সংগ্রহ চলিতেছে*

আরো যাবতীয় তথ্য এবং আমাদের নিয়মিত বিভিন্ন ভি সা সফলতাগুলো জানতে গ্রুপে জয়েন https://chat.whatsapp.com

আগ্রহী হলে সরাসরি কল করুন। অথবা আমাদের অফিস ভিজিট করুন।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে-
যে সকল কর্মী মালোশিয়া যেতে ইচ্ছুক তারা মেডিকেল করার জন্য মুল পাসপোর্ট, পাসপোট সাইজের ছবি, মোবাইল নাম্বার ও দক্ষতার সনদ (যদি থাকে) নিয়ে অফিসে জমা দিয়ে ফ্রি নিবন্ধন করার জন্য সকল এজেন্টদের বিশেষভাবে অনুরোধ করা হল।

বিঃ দ্রঃ পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ২৪ মাস

থাকতে হবে এবং বয়স ১৮ থেকে ৪৫ বছর।

মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?

১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস!

২) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪৫ বছরের নিতে পারে!

৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডো জ টি কা, চিনো ফা র মা, ফা ই জা র, ম ডা র্না, এস্টা জে নি কা, এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

৪) যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!

৫) মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?

মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

৬) মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!
৭) থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

৮) আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

৯) মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ১ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

১১) মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,

১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি

☎️ 01707136759 ( whatsApp)
01799160008
01887095254 01739579862

🏠অফিস ঠিকানা
===================================
🏘️ Eurasia Travels

Farmview supermarket 5th Floor ( Lift-4). Farmgate.Dhaka1215

সারাদেশে এ জেন্ট নি*য়োগ দেওয়া হবে।

18/08/2022
11/06/2022

  মালয়েশিয়া সরকার নির্ধারিত বাংলাদেশের ২৫ টি রিক্রুর্টি এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাবে দ্ব্যর্থহীন কন্ঠে এ.....

Work Permit in Romania 🇷🇴 Swing Operator সুইং অপারেটর হিসাবে বাস্তব অভিজ্ঞতা সম্পুর্ন লোক কে কে আছেন রোমানিয়া আসতে চান? ...
09/06/2022

Work Permit in Romania 🇷🇴 Swing Operator

সুইং অপারেটর হিসাবে বাস্তব অভিজ্ঞতা সম্পুর্ন লোক কে কে আছেন রোমানিয়া আসতে চান? যদি কাজের ভিডিও দিতে পারেন তাহলে এই অফার আপনার জন্য। জরুরী ভিত্তিতে ২০/৩০ জন রোমানিয়ায় লাগবে। ধন্যবাদ।

@যারা দক্ষ না, ভিডিও দিতে পারবেন না তারা নক দিবেন না আপাতত। টেইলারিংয়ের এর কাটিং মাস্টার হলে নক দিতে পারবেন যদি ভিডিও দিতে পারেন। খরচ নরমাল আমরা যা নেই য়ার চেয়ে কমে নিব।

আপনি কি বাংলাদেশ থেকে  #মাল্টা এসেছেন এমপ্লয়মেন্ট ভিসায় বর্তমানে কর্মরত আছেন?কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তা সম্প...
08/06/2022

আপনি কি বাংলাদেশ থেকে #মাল্টা এসেছেন এমপ্লয়মেন্ট ভিসায় বর্তমানে কর্মরত আছেন?

কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তা সম্পর্কিত আপনার অধিকার এবং বাধ্যবাধকতা সম্পর্কে আরও জানুন।⬇️

QR কোডগুলি স্ক্যান করে বা এখান থেকে OHSA-এর বিনামূল্যে গাইডলাইন ডকুমেন্ট ডাউনলোড করুন:
©মালটা অকুপেশনাল হেলথ এন্ড সেফটি অথোরিটি।
এটি একটি ইউরোপীয়ান কমিশন এর অর্থায়নে পরিচালিত ক্যাম্পেইন যা ইউরোপের সকল দেশে পরিচালিত হয়।

08/06/2022

বাঙ্গালি মারাত্মক চালাক ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া স্বভাবে খুবই সিদ্ধি হস্ত!!

পরিচয় গোপন করে বিভিন্ন বিষয়ে অফিসে সাথে কথা বলে অামাদের এজেন্ট সাথে ঝগড়া পাকাবে

অামরাও বলে রাখছি এই ফাইলগুলো অামরা ফেরত দিব যতই যাই হোক,লস হোক, কোন সমস্যা নাই।

স্বভাব টাই খুবই অপছন্দের অামার।

07/06/2022

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বিমানবন্দরে ‘ই-গেট’ চালু করলো বাংলাদেশ, ১৮ সেকেন্ডেই ইমিগ্রেশন পার!

05/06/2022

হে আল্লাহ চট্টগ্রামবাসীকে রক্ষা করুন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ দূর্ঘটনায়
যারা মৃত্যু বরন করেছে, তাদের প্রতি গভীর থেকে গভীর শোকাহত😭পুলিশ সদস্যের পা বিছিন্ন!ফাইয়ার সার্ভিস
কর্মীর মৃত্যু 😭 সকল বাহিনীর সদস্যদের আল্লাহ হেফাজত রেখে কাজ করার সুযোগ দিন আমিন। যত সেবা প্রদান ইউনিট, সেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে ঝাপিয়ে পড়েছেন।
তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মানুষ মানুষের জন্য অনেকে প্রমাণ করেছে গত রাতে
আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি 💕

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?**১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস!* *২...
03/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?*

*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস!*

*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!

*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!

*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।

ধন্যবাদ সবাইকে 🥰
রনি
ঠিকানাঃ Eurasia Travels,
Farmview supermarket 5th Floor,(lift-4) ঢাকা-১২১৫
মোবাইল:০১৭০৭১৩৬৭৫৯ Imo WhatsAPP

02/06/2022

যারা অামাদের এজেন্ট মাধ্যমে ফাইল জমা করেছেন তারা অবশ্যই এজেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন -বিস্তারিত বিশদ কিছু জানা থাকলে এজেন্ট এর মাধ্যমে জেনে নিবেন।

সরাসরি অফিসে সাথে যোগাযোগ করে কোন লাভ হবে না -ধৈর্য ধরে অপেক্ষা করুন সুদিন অাসবে ইনশাআল্লাহ।

🔵🇧🇩 🇲🇹 𝗠𝗮𝗹𝘁𝗮 𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 🇲🇹🇧🇩 ✅  ▪️ইন্ডিয়াতে অবস্থিত 'মাল্টা VFS Global '  সর্বশেষ নোটিশ অনুযায়ী মাল্টা হাই কমিশন এর ন...
31/05/2022

🔵🇧🇩 🇲🇹 𝗠𝗮𝗹𝘁𝗮 𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 🇲🇹🇧🇩 ✅

▪️ইন্ডিয়াতে অবস্থিত 'মাল্টা VFS Global ' সর্বশেষ নোটিশ অনুযায়ী মাল্টা হাই কমিশন এর নির্দেশনায় বাংলাদেশী ফাইল দিল্লি থেকে জমা নেওয়া নিষেধ করা হয়েছে। পরবর্তী নোটিশ আশা পর্যন্ত এই নির্দেশনা পালন করা হবে।

🔹পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো ক্লিয়ার কোনো অফিশিয়াল নির্দেশনা এবং ধারনা দেওয়া হয়নি।

🔹আশাকরা যায় সব মিলিয়ে খুব তাড়াতাড়ি একটা ভালো সমাধান আসবে।
ভিসা প্রত্যাশি সকলের জন্যে শুভকামনা। ✅

Thank You
Eurasia Travels

30/05/2022

ঘটনা টা কতটুকু সত্য জানি না।
তবে বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম যে
যদি সত্য হয়ে থাকে তাহলে অামাদের জন্য খুবই দুঃখের!!

রুমানিয়া কনস্যুলেট অফিস ঢাকায় একটি বিশাল চুরি সংঘটিত হয়েছে যা কারণে কনস্যুলেট টিম খুবই ক্ষুব্ধ এবং বিরক্তি প্রকাশ করেছে ঢাকার উপর।

তাহলে একবার ভাবুন অামরা কতটা অাহাম্মক এবং নির্বোধ জাতি-এমন সম্ভাবনাময় একটি সুযোগকে কতটা লাঞ্ছিত এবং দুব্যবহার করলাম -ভাবা যায়??😪

30/05/2022
28/05/2022

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,

ফুটা বালতি হতে সাবধান! ১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)২. আপনি হিজ...
26/05/2022

ফুটা বালতি হতে সাবধান!

১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)

২. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে। (ফুটা বালতি!)

৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই। (ফুটা বালতি!)

৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি। (ফুটা বালতি!)

৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন। (ফুটা বালতি!)

৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন। (ফুটা বালতি!)

৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। (ফুটা বালতি!)

৮. রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। (ফুটা বালতি!)

৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামকাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না। (ফুটা বালতি!)

১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না। (ফুটা বালতি!)

ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি সেখানে থাকবে??

আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিন।
আমীন🤲

ঢাকা থেকে মালটার ভিসা ইস্যুর বিষয়ে আলোচনা। আশা করি আমাদের জন্য ভাল কিছু হবে যদি সফল হয় এই উদ্যোগ।
25/05/2022

ঢাকা থেকে মালটার ভিসা ইস্যুর বিষয়ে আলোচনা। আশা করি আমাদের জন্য ভাল কিছু হবে যদি সফল হয় এই উদ্যোগ।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেছেন, বাংলাদেশি শ্রমিকদের ভিসা জটিলতার কারণে ঢাকায় ভিসা প্র...

24/05/2022

Breaking News:

২৫ জুন সকাল ১০ টায় উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু!

21/05/2022

#বিদেশে_পাসপোর্ট_হারানোঃ

আপনি বিদেশে (উদাহরণস্বরুপ ভারত) গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, তখন করনীয় কী? কিভাবে দেশে ফেরত আসবেন?

আপনি যখন বিদেশ সফর করবেন তখন পাসপোর্ট, ভিসা, ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য দলিলাদি ২/১ সেট ফটোকপি করে সাথে রাখবেন, বলা যায় না কখন কি প্রয়োজন হয়,সম্ভব হলে ২/১ কপি। পাসপোর্ট সাইজ ছবি সাথে রাখবেন।

প্রথমে আপনি যখন বুঝতে পারলেন পাসপোর্ট হারিয়ে গেছে, তখন

১) নিকটস্থ থানায় জিডি করুন। থানায় জিডি করতে গেলে আপনি যে হোটেলে ছিলেন সে তথ্য দিতে হবে।
২) বাংলাদেশ দূতাবাসে গিয়ে ;
(ক) পাসপোর্ট ফর্ম নিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করুন; অথবা
(খ) ট্রাভেল পাশ এর জন্য আবেদন করুন ;
৩) যে সীমানা বা এয়ারপোর্ট দিয়ে ঢুকেছেন সেই স্টেশন থেকে এন্ট্রি সনদ নিন।
৪) এবার দূতাবাসের প্রদত্ত পাসপোর্ট বা ট্রাভেল পাশ নিন; পাসপোর্ট ও ট্রাভেল পাশ নিতে সরকারি ফি আছে তা জমা দিতে হয়।
৫) এবার ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে গিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে ভারত ত্যাগের অনুমতি নিন,
৬) অনুমতি পাওয়ার পর ঐ অনুমতি পত্র নিয়ে তা সীমান্তে পাসপোর্ট এর বিকল্প হিসেবে দেখিয়ে চলে আসুন।

( লেখা ভালো লাগলে শেয়ার দিন যাতে অন্যরা বিষয়টি জানতে পারে)

20/05/2022

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

মহান পবিত্র দিনে প্রার্থনায় রাখবেন 🕋

সকলে সুস্থ ও নিরাপদে থাকুন🙏

Address

Farmview Supermarket, Farmgate
Dhaka
1215

Telephone

+8801707136759

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abroad skilled worker's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abroad skilled worker's:

Share