Umaer Travels

Umaer Travels Umaer Travels- Your trusted companion for a spiritually fulfilling Hajj journey. This is the official page of Umaer Ahmad.

We provide comprehensive Hajj packages designed to offer comfort & peace of mind. From visa processing to accommodation, transportation or guided rituals we here for you. We would like to provide the best quality Quran Shikkha throughout the country. Like us to stay up to date with our latest products and campaign

Getting More info:
m.me/umaer636

Hotline:
01848334130

Email:
umaerahmad130@gmail

.com

……………………………
Our Privacy Policy:

We want to hear your opinions, but we ask that everyone on this page respect other users and the posting guidelines of Facebook and Umaer Ahmad page. We’ll remove any posts that we determine to be:

• Abusive, defamatory or unnecessarily obscene
• Threatening in any way or with content that intimidates, harasses or bullies anyone
• Fraudulent, deceptive or misleading
• In violation of any intellectual property right of another person or company
• In violation of any law
• Intentionally flaming, trolling, or spamming
• Does not relate, in whole or in part, to products or services offered by Umaer Ahmad page.

19/12/2024

জানুয়ারী মাসের উমরাহ গ্রুপ কতো তারিখে কনফার্ম করলে আপনার জন্য ভালো হবে এটা আমাদের ইনবক্সে জানান প্লিজ । সৌদি এয়ারলাইন্সে ৩৫ টা সিট নেবো ইনশাআল্লাহ।
(সকল মোয়াল্লেম ভাইদের জন্য)

ইহরাম বিষয়ে শাস্ত্রীয় জ্ঞান------------১. হজ ও উমরা আদায়কারির জন্য ইহরামের নিয়ত না করে মীকাত অতিক্রম করা জায়েয নয়৷ য...
14/12/2024

ইহরাম বিষয়ে শাস্ত্রীয় জ্ঞান-
-----------
১. হজ ও উমরা আদায়কারির জন্য ইহরামের নিয়ত না করে মীকাত অতিক্রম করা জায়েয নয়৷ যদি কেউ ইহরাম না বেঁধে মীকাত অতিক্রম করে ভেতরে চলে আসে তার উচিত হবে মীকাতে ফিরে গিয়ে ইহরামের নিয়ত করা। এমতাবস্থায় তার ওপর ক্ষতিপূরণ হিসেবে ‘দম’ দেয়া ওয়াজিব হবে না। যদি সে মীকাতে ফিরে না গিয়ে যেখানে আছে সেখান থেকে ইহরামের নিয়ত করে, তাহলে তার হজ-উমরা হয়ে যাবে বটে তবে তার ওপর ‘দম' দেয়া ওয়াজিব হবে। কেননা সে অন্তরে হজ বা উমরা অথবা উভয়টার ইচ্ছা রেখেই মীকাত অতিক্রম করেছে। ইবন আব্বাস (রা) বলেন,
“কেউ যদি তার হজের কোন আমল ভুলে যায় বা ছেড়ে দেয় সে যেন পশু যবেহ করে।' (মুআত্তা মালেক- ১/৪১৯; দারা কুতনী- ২/২৪৪; বাইহাকী: ৫/১৫২)
----
২. মীকাত থেকে ইহরামের নিয়ত করার বিধান মীকাত অতিক্রমকারী সবার জন্য প্রযোজ্য। তারা সেখানকার অধিবাসী হোক বা না হোক। কেননা এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'এগুলো তাদের জন্য এবং যারা অন্যত্র থেকে ওই পথে আসে হজ ও উমরা আদায়ের ইচ্ছা নিয়ে তাদের জন্য।' (বুখারী: ১৫২৪; মুসলিম: ১১৮১)
----
৩. যদি কারো পথে দুটি মীকাত পড়ে, তাহলে বিশুদ্ধ মতানুযায়ী তিনি দ্বিতীয় মীকাতে পৌঁছে ইহরাম বাঁধতে পারবেন। বাংলাদেশ থেকে মদীনা হয়ে মক্কায় গমনকারী হাজীগণ এই মাসআলার আওতায় পড়েন। তারা জেদ্দা বিমান বন্দরের পূর্বে যে মীকাত আসে সেখান থেকে ইহরাম না বেঁধে মদীনা থেকে মক্কা যাওয়ার পথে যে মীকাত পড়ে (যুল হুলায়ফা) সেখান থেকে ইহরাম বেঁধে থাকেন।
----
৪. যদি কোন ব্যক্তি এমন পথ দিয়ে যায় যেখানে কোন মীকাত নেই, তবে অপেক্ষাকৃত নিকটবর্তী মীকাত বরাবর পৌঁছলে তার ইহরাম বাঁধা ওয়াজিব। বসরা ও কুফা জয় লাভের পর এই দুই শহরের অধিবাসীরা উমর (রা) এর নিকট এসে বলল, হে আমীরুল মু'মিনীন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদবাসীদের জন্য কারনুল মানাযিলকে মীকাত হিসেবে নির্ধারণ করেছেন, কিন্তু এটা আমাদের পথ থেকে অনেক দূরে। যদি আমরা সেখানে যেতে চাই তবে আমাদের অনেক কষ্ট হবে।
উমর (রা) বললেন,
“তোমরা তোমাদের পথে কারনুল মানাযিল বরাবর ইহরাম বাঁধার স্থান দেখ, এরপর তিনি ‘যাতু ইরক’ কে তাদের মীকাত হিসেবে নির্ধারণ করে দিলেন।' (বুখারী: ১৫৩১)
----
৫. যখন কোন হজ বা উমরাকারী বিমান বা জাহাজে সফর করবেন, তখন নিকটতম মীকাতের বরাবর হওয়ার সাথে সাথে তার ইহরাম বাঁধা ওয়াজিব। এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে যারা বিমান আরোহী। কারণ বিমানের গতি অনেক বেশি।
----
৬. যদি কোন মুহরিম স্থানবিষয়ক মীকাতে আসার পূর্বেই ইহরাম বাঁধে, তাহলে তার ইহরাম সহীহ হবে, তবে তা হবে সুন্নত পরিপন্থী। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেননি। উম্মতকেও এরকম শিক্ষা দেননি। এ থেকে বুঝা যায়, মীকাতে আগমনের পূর্বেই ইহরাম বাঁধা কোন সওয়াব বা ফযীলতের কাজ নয়।
----
৭. যে ব্যক্তি মীকাত না চিনেই জেদ্দায় পৌঁছে এদিকে তার পক্ষে আবার মীকাতে ফিরে আসাও সম্ভব নয়, তার জন্য জেদ্দাতেই ইহরাম বেঁধে নেয়া যথেষ্ট হবে।
----
৮. হজ ও উমরা পালন করবে না- এমন ব্যক্তি যদি ইহরাম বাঁধা ছাড়াই মীকাত অতিক্রম করে, তবে তাতে কোন সমস্যা নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল হজ ও উমরা পালনে ইচ্ছুক ব্যক্তির জন্যই মীকাত অতিক্রমের পূর্বে ইহরাম বাঁধা বাধ্যতামূলক করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এগুলো তাদের জন্য এবং যারা অন্যত্র থেকে হজ ও উমরা আদায়ের ইচ্ছা নিয়ে ওই পথে আসে তাদের জন্য।'
----
৯. যদি কোন হাজী মুআল্লিমের কথা অনুযায়ী প্রথমে মদীনা যাওয়ার ইচ্ছা করেন, কিন্তু জেদ্দায় অবতরণের পর তার কাছে প্রতীয়মান হয়, হজের আগে তার পক্ষে মদীনায় যাওয়া সম্ভব নয়, তাহলে তিনি জেদ্দা থেকেই হজের ইহরাম বাঁধবেন। এ কারণে তাকে দম দিতে হবে না।
----
১০. যাদের আবাস মীকাতের সীমারেখার ভেতর, যেমন ‘বাহরাহ’ ও ‘শারায়ে’ এর অধিবাসীগণ, তারা নিজ নিজ আবাসস্থল থেকেই হজ ও উমরার ইহরাম বাঁধবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“যে ব্যক্তি মীকাতসমূহের ভেতরে থাকে তার আবাসস্থলই তার ইহরামের স্থান।' (বুখারী: ১৫২৬; মুসলিম: ১১৮১)
----
১১. যিনি মক্কায় অবস্থান করছেন, তিনি হজ করতে ইচ্ছে করলে মক্কা থেকেই হজের ইহরাম বাঁধবেন। চাই তিনি মক্কার অধিবাসী হোন বা না হোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘এমনকি মক্কাবাসীরা মক্কা থেকেই হজের ইহরাম বাঁধবে।' (মুসলিম: ১১৮১) তাছাড়া ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তাঁর সাথে আসা সাহাবায়ে কিরাম (রা) কে তাঁদের অবস্থানস্থল ‘আবতাহ’ থেকেই ইহরাম বাঁধার নির্দেশ দিয়েছিলেন।' (মুসলিম: ১২১৪) তাঁরা তামাত্তু হজ করেছিলেন। উমরার জন্য তাঁরা বাইরে থেকে ইহরাম বাঁধলেও হজের জন্য মক্কায় তাঁদের আবাসস্থল থেকে ইহরাম বেঁধেছেন।
----
১২. মক্কায় অবস্থানকারী কোন ব্যক্তির জন্য হারামের সীমারেখার ভেতর থেকে উমরার ইহরাম বাঁধা জায়েয হবে না। তাকে হারামের সীমানার বাইরে গিয়ে ইহরাম বাঁধতে হবে। উম্মুল মু'মিনীন আয়েশা (রা) যখন উমরা করতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁর
ভাই আবদুর রহমানকে বললেন,
“তুমি তোমার বোনকে হারামের বাইরে নিয়ে যাও, যাতে সে উমরার ইহরাম বাঁধতে পারে।' (বুখারী: ১৫৬০, মুসলিম: ১২১১)
----
১৩. বাইরের লোক যদি হজ করতে গিয়ে স্বেচ্ছায় বা ভুলক্রমে ইহরাম না বেঁধে মীকাত অতিক্রম করে ফেলে, তাহলে তারা মীকাতের ভেতরে ঢুকে ‘তান‘ঈমে’ অবস্থিত মসজিদে আয়েশায় গিয়ে হজের ইহরাম বাঁধলে চলবে না। কেননা মসজিদে আয়েশা হারাম এলাকার অভ্যন্তরে বসবাসকারীদের উমরার মীকাত। বাইরের লোকদের জন্য হজের মীকাত নয়।
----
১৪. ইহরাম বাঁধার জন্য পবিত্রতা শর্ত নয়। তাই হায়েয ও নিফাসবতী মহিলা বা অনুরূপ যে কেউ অপবিত্র অবস্থায় থাকলেও নির্দ্বিধায় হজ বা উমরার ইহরাম বাঁধতে পারবেন।
----
সম্পাদনা-
----
শায়েখ ড. আবু বকর যাকারিয়া (হাফিঃ)
উপমহাদেশের অন্যতম ফিকাহ বিশেষজ্ঞ
লেখক-- তাফসীরে যাকারিয়া, কিং ফাহাদ প্রেস
#আলহামদুলিল্লাহ

12/12/2024

Umaer Travels এর আগামী রমজানের
উমরাহ 🕋 গ্রুপের পাসপোর্ট জমা নিচ্ছি !
৩ ধাপে ২০ জন করে মোট ৬০ জনকে নেওয়া যাবে। যোগাযোগ: 01848-334130

09/12/2024

পবিত্র মসজিদুল হারামে 🕋 মাগরিবের আজান ও নামাজ

08/12/2024

Umaer Travels এর নভেম্বর এবং ডিসেম্বরের উমরাহর 🕋 এই সফরের ২য় গ্রুপ আজ সকালে বাংলাদেশে পৌছেছে । এখন ৩য় গ্রুপের ৪০ জন হাজীদের নিয়ে জেদ্দা বিমানবন্দরের পথে। সৌদি এয়ার লাইন্সে রাত ২.২০ মিনিটে ফ্লাইট ইনশাআল্লাহ।

Umaer Travels  এর মাধ্যমে নভেম্বরের ২৬,২৭,২৮ ও ডিসেম্বরের ১,২,১২,১৯,২০, ২৬, তারিখের গ্রুপ সহ জানুয়ারি মাস ব্যাপী USA, U...
24/11/2024

Umaer Travels এর মাধ্যমে নভেম্বরের ২৬,২৭,২৮ ও ডিসেম্বরের ১,২,১২,১৯,২০, ২৬, তারিখের গ্রুপ সহ জানুয়ারি মাস ব্যাপী USA, UK,Japan, সহ বাংলাদেশি সরকারি পাসপোর্টধারী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগন উমরাহ বুকিং কনফার্ম করেছেন অনেককেই ভিসা টিকেট বুঝিয়ে দিয়েছি #আলহামদুলিল্লাহ ।
ডিসেম্বর ও জানুয়ারি মাসে ৬,৭,১০,১৩ দিনের প্যাকেজে বুকিং চলমান... টিকেট গুলো কিন্তু দ্রুতই ফুরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আপনার বুকিং কনফার্ম করতে ওয়াট্সাপ করুন এই নাম্বারে 01848-334130

23/11/2024

পবিত্র মসজিদুল হারামে 🕋 মাগরিবের আজান ❤️🤲🏻🕋
#আলহামদুলিল্লাহ

22/11/2024

পবিত্র মসজিদুল হারামের 🕋 জুমার নামাজে লক্ষ লক্ষ মুসল্লিদের ঢল

07/11/2024

আমাদের সাথে
এই মাসের ১৭ তারিখে
খুবই কম খরচে উমরাহ 🕋 করতে এখনই যোগাযোগ করুন.
01848-334130

30/10/2024

আলহামদুলিল্লাহ বড় সুখবর!
লাখ টাকা কমিয়ে কাল ঘোষণা হচ্ছে হজ প্যাকেজ!

Umaer Travels  এর ২০ শে অক্টোবর গ্রুপের বাইতুল্লাহর 🕋 মুসাফিরদের নিয়ে মক্কা জিয়ারা সম্পন্ন হয়েছে আকাশ থেকে রহমতের বৃষ...
28/10/2024

Umaer Travels এর ২০ শে অক্টোবর গ্রুপের বাইতুল্লাহর 🕋 মুসাফিরদের নিয়ে মক্কা জিয়ারা সম্পন্ন হয়েছে আকাশ থেকে রহমতের বৃষ্টির ফোঁটা পড়ছে অনেক সুন্দর মুহূর্ত ছিল সুবাহানাল্লাহ ❤️🤲🏻 #আলহামদুলিল্লাহ !

 #আলহামদুলিল্লাহ আমাদের উমায়ের ট্রাভেলস এর পরিচালক মুহতারাম Umaer Ahmad Mollah এর আব্বু আম্মু ও নানা-নানী এবং চাচি সহ U...
27/10/2024

#আলহামদুলিল্লাহ আমাদের উমায়ের ট্রাভেলস এর পরিচালক মুহতারাম Umaer Ahmad Mollah এর আব্বু আম্মু ও নানা-নানী এবং চাচি সহ Umaer Travels এর সকল হাজীদের নিয়ে সুন্দর ভাবে পবিত্র উমরাহ 🕋 সম্পন্ন করেছি।

25/10/2024

এতো দিন শুধু আমেরিকা, লন্ডন,ইতালি ও জাপান প্রবাসীদের ৭ দিনের উমরাহ 🕋 প্যাকেজে Umaer Travels সার্ভিস দিয়ে এসেছে । আগামী মাসের মাঝামাঝি শীতের আভাসে বাংলাদেশ থেকেও ৭ দিনের প্যাকেজে গ্রুপ তৈরি হচ্ছে ।

আপনাদের সবার প্রিয় Umaer Travels  উমায়ের ট্রাভেলসহজ-ওমরাহ, এয়ার টিকেট এবং বিশ্বের সকল দেশের ভিসা প্রসেসিংয়ের বিশ্বস্ত প...
18/10/2024

আপনাদের সবার প্রিয় Umaer Travels উমায়ের ট্রাভেলস
হজ-ওমরাহ, এয়ার টিকেট এবং বিশ্বের সকল দেশের ভিসা প্রসেসিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান,
উমায়ের ট্রাভেলস শুধুই মুনাফায় আগ্রহী নয় বরং আল্লাহর ঘরের 🕋 মেহমানদের আন্তরিক সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।
ইনশাআল্লাহ আগামী কাল রাতে আমার আব্বু আম্মু ও নানা-নানী এবং চাচি সহ আমাদের সাথে সফর সঙ্গী হবেন খন্দকার ট্রাভেলস এর পরিচালক মুহতারাম Khondoker Mizanur Rahman ও ক্বাবার পথিক ট্রাভেলসের প্ররিচালক প্রিয় Sayeduzzaman Noor সহ প্রায় ৫০ জন বায়তুল্লাহ 🕋 মুসাফির হবেন।

উমায়ের ট্রাভেলস সব সময়ই হাজীদের নিরাপত্তা ও সুস্থতার বিষয় গুলোতে শতভাগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

#আলহামদুলিল্লাহ আমরা সবার নিরাপত্তার স্বার্থে গলায় ID 🪪 ও কাঁধে উমায়ের ট্রাভেলসের ব্যাগ প্রস্তুত করে রেখেছে ।

সবার কাছে দোয়া চাই 🤲🏻 আল্লাহ যেন আমাদের কে বাইতুল্লাহর 🕋 মেহমানদের খেদমত করার তাওফীক দান করেন ।

Address

Malibag Chowdhurypara
Dhaka
1219

Telephone

+8801848334130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umaer Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umaer Travels:

Videos

Share

Category