রং-Tours and Travels

রং-Tours and Travels রং-Travel Group is a Travel Agency in Bangladesh. They arranges travel plans for people.

ল্যাও ঠেলা! 🤭🫣এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ'  আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' ...
26/02/2024

ল্যাও ঠেলা! 🤭🫣
এই যে শহিদ মিনারে পুষ্পার্পণ করে আসেন। সেই শহিদ মিনারের 'শহিদ' আরবি শব্দ, 'মিনার' ফারসি শব্দ। আর 'পুষ্প' সংস্কৃত শব্দ।

এই শব্দগুলোকে বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান 'বাংলা একাডেমি' সেই বাংলা একাডেমির 'একাডেমি' আবার ইংরেজি শব্দ।

এই যে এতগুলো বিদেশি শব্দের ভীড়ে আমি দুয়েকটা ইংরেজি বলতে কমফোর্ট ফিল করি, এটা কারও সহ্য হয় না। চেতনায় উদ্বেলিত হয়ে জামার কলার ধরে বলে, আরে মিয়া ইংরেজি ঢুকাইও না। কমফোর্ট বলছ কেন? আরাম বলো।

এদিকে আরাম আবার ফারসি শব্দ। কী মুসিবতে আছি! এদিকে মুসিবত আবার আরবি শব্দ!এই পোস্ট পড়ে যে কেউ খুশি হবে তারও উপায় নেই , কারণ, পোস্ট ইংরেজি আর খুশি ফারসি শব্দ!

সৌজন্য : অনিন্দ্য সেন

23/02/2024
কি বুঝলেন?? 🤔
23/02/2024

কি বুঝলেন?? 🤔

19/02/2024

মেরিন ড্রাইভ, ক্ক্সবাজার

📍আমাদের বান্দরবান
19/02/2024

📍আমাদের বান্দরবান

১৯১১ সাল। ইতালির " জ্যানেটি" নামক এক কোম্পানি ঘোষণা করল তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে। যেটার প্রথম সফরে যাত...
29/12/2023

১৯১১ সাল। ইতালির " জ্যানেটি" নামক এক কোম্পানি ঘোষণা করল তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে। যেটার প্রথম সফরে যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুযোগ। সেকালের হিসেবে ট্রেনটির সাজ সরঞ্জাম, খাবার দাবার ছিল যথেষ্টই লোভনীয়। বেশ আকর্ষণীয় সুযোগই বলতে হয়। ফলে অনেকেই প্রথম সফরে যাওয়ার আর্জি জানালেন। শেষমেশ সফরের দিন দেখা গেল গাড়ির চালক মিলিয়ে মোট ১০৬ জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করছেন।

গ্রীষ্মের সকালে মোট ১০৬ জন যাত্রী নিয়ে সেই " জ্যানেটি " ট্রেন তার যাত্রা শুরু করল। সব ঠিকই ছিল। ট্রেন চলছিল নিয়মমাফিক। যাত্রীরা বেজায় খুশি। সকলেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চুটিয়ে উপভোগ করছেন এই ট্রেন জার্নি। এমন সময়ই ট্রেনটি এসে পৌছাল লম্বারডি পাহাড়ের কাছাকাছি। এই পাহাড়ের পেটের ভিতর দিয়ে একটি অন্ধকার টানেল। এই টানেল পার করেই ট্রেনটিকে পৌঁছতে হবে গন্তব্যে। যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সঙ্গে কি ঘটতে চলেছে।

১৯১১ সালের গ্রীষ্মের দুপুর। ট্রেনটি ১০৬ জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে। কিন্তু অদ্ভুতভাবে আর বেরোয় না। একদমই তাই! আর বেরোয় না! সেই যে ট্রেনটি টানেলে ঢোকে তারপর তার আর কোনো ট্রেস পাওয়া যায় না। ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একবারে হাওয়ায় মিলিয়ে গেছে ট্রেনটি। বহু মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে। কেউ কেউ আবার সেই টানেলেও ঢুকতে দেখেছে ট্রেনটাকে। কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটাকে টানেল থেকে বেরোতে কেউ দেখেনি। কেউ না !

এরপর বিস্তর খোঁজা খুঁজি। টানেল তন্ন তন্ন করে খোঁজা হল। অত বড় ট্রেন অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। শেষমেশ খোঁজ মিলল ওই ট্রেনেরই দুইজন যাত্রীর। দুজনেই যেন মানসিকভাবে বিকারগ্রস্ত। দুজনেই কোনো কথা বলতে চায় না। বহু জিজ্ঞাসাবাদের পর দুজন মুখ খুলল। এবং যে কাহিনী তারা শোনাল তা যেন গল্পের চেয়েও বিস্ময়কর।

ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখনও পর্যন্ত সব নাকি ঠিক ছিল। কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই একটা অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটাকে ঘিরে ধরে। সেই অদ্ভুত কুয়াশায় ট্রেনের যাত্রীদের সকলেরই দমবন্ধ হয়ে আসে। সকলেই ছটফট করতে থাকে। সারা ট্রেন জুড়ে হইচই পড়ে যায়। ভয়ে, আতঙ্কে যাত্রীরা প্রাণপণ চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময়ে, একদম শেষ মুহূর্তে এই দুজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেয় বাইরে। এরপর অদ্ভুতভাবেই তাদের চোখের সামনে ট্রেনটি মিলিয়ে যায় টানেলের ভিতরকার ঘন সাদাটে কুয়াশার মধ্যে। ব্যাস তারপর তাদের আর কিছু মনে পড়ে না।

"জ্যানেটি" ট্রেনের এই আচমকা উধাও হয়ে যাওয়া সেইসময় বেশ সাড়া ফেলে দেয়। বহু নিউজ পেপারে এ নিয়ে বড় বড় আর্টিকেল ছাপা হয়। রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে। যদিও বহু অনুসন্ধানের পরেও রহস্যের কিন্তু কোনো সমাধান হল না। সময় যত যায়, মানুষের স্মৃতিও ফিকে হতে থাকে। একসময় জ্যানেটি ট্রেনের কথা সকলে যখন ভুলেই গেছে তখনই আবারও একবার চর্চায় উঠে আসে সেই ট্রেন। অদ্ভুতভাবে এই বার আরও চমকপ্রদ কাহিনী নিয়ে।

সেই দিন ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিলেন তাদের মধ্যেই এক যাত্রীর এক রিলেটিভ কেসটা নিয়ে বিস্তর রিসার্চ করছিল। বিভিন্ন রেকর্ড ঘটতে গিয়ে ১৯২৬ সালে সে আচমকা একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করে। মেক্সিকোতে নাকি আচমকাই ১০৪ জন যাত্রী উপস্থিত হয়েছে যাদের দাবি তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় "জ্যানেটি" ট্রেনের সঙ্গে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর যা, তা হল এই রেকর্ডটি ১৮৪৫ সালে! আজ্ঞে হ্যাঁ ১৮৪৫। যে ট্রেন ছেড়েছেই ১৯১১ সালে, সেই ১৮৪৫ সালে যাত্রীদের নিয়ে পৌছাল কি করে?

পুরোনো সেই রেকর্ডটি ঘাটলে আরও বিস্ময়কর তথ্য সামনে উঠে আসে। ওই ১০৪ জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর এক সাইকিয়াট্রিক হসপিটালে রাখা হয়েছিল। সেই হাসপাতালে গিয়ে ক্রসচেক করলে দেখা যায় ঘটনাটা হুবহু সত্যিই। সেই ১০৪ জনের প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তারা কেবল দাবি করত তারা রোমে ফিরে যেতে চায়। একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভিতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে।

এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী ওই ১০৪ জনের পোশাকও ছিল সেকালের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটা তামাকের পাত্র যার গায়ে খোদাই করে লেখা আছে ''১৯০৭ খ্রিস্টাব্দ"। এই তামাকের পাত্রটি হসপিটাল অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনার স্মৃতি হিসেবে। এটি এখনও মেক্সিকোতে সংরক্ষিত আছে।

এরপর থেকেই এই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মান, ফ্রান্স, ইতালি বিভিন্ন সময় দাবি করতে থাকে এরকম একটি অদ্ভুত ট্রেন নাকি তাদের দেশেও দেখা গিয়েছে। কখনও সেটা ১৯৫৫ সাল তো কখনও আবার ১৯৭১! এমনকি এও শোনা যায় যে ১৯৯১ সালে পোলটাভায় এক প্যারানরমাল রিসার্চার এই ট্রেনটির সামনে ঝাঁপ দিয়ে চিরতরে নিখোঁজ হয়ে যান।

ঠিক কি হয়েছিল ১৯১১ সালের সেই দুপুরে? কিভাবে ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল টানেলের মধ্যে দিয়ে? কিভাবেই বা সেটা পৌছাল প্রায় সত্তর বছর আগের মেক্সিকোয়? এ সকল প্রশ্নের উত্তরই ধোঁয়াশাময়। অনেকেরই ধারণা ট্রেনটি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল আবার অনেকের মতে ট্রেনটি হয়তো ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। কেউ কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে আছে কোনো এক্সট্রাটেরিস্টিয়াল লিংক। এলিয়েন ইন্টারাপশন।

যদিও এ সকলই থিওরি। আসলে যে কি ঘটেছিল তা কেউ জানে না। আসলে আমাদের মহাবিশ্বে এমন অনেক ঘটনাই ঘটে যার কারণ জানা হয়তো সম্ভবও নয়! এটাও হয়তো সেরকমই কোনো ঘটনা। তবুও এই আশ্চর্য রহস্যময় ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার শেষ নেই। অনেকের মতে আবার ঘটনাটি নিছকই একটি জনপ্রিয় আরবান লেজেন্ড ছাড়া কিছুই নয়।

তবে ধরে নিই যদি ঘটনাটি সত্যি তাহলে সেদিন ঠিক কি ঘটে থাকতে পারে ট্রেনটির সঙ্গে? এই ব্যাপারে পাঠকদের কি মতামত। জানার অপেক্ষায় রইলাম।

© Post Collected

📌One street Sułoszowa village,  Poland 🇵🇱
12/10/2023

📌One street Sułoszowa village, Poland 🇵🇱

এটা কিন্তু বিদেশের কোন জায়গা না। এটা আমাদের নীলগিরি 🥰নীলগিরি, বান্দরবন।  #ট্যুর  #রং_ট্যুর  #বান্দরবন  #নীলগিরি
03/10/2023

এটা কিন্তু বিদেশের কোন জায়গা না। এটা আমাদের নীলগিরি 🥰
নীলগিরি, বান্দরবন।

#ট্যুর #রং_ট্যুর #বান্দরবন #নীলগিরি

সাজেকের অপরূপ দৃশ্য 🥰 #সাজেক  #বাংলাদেশ  #রং
03/10/2023

সাজেকের অপরূপ দৃশ্য 🥰
#সাজেক #বাংলাদেশ #রং

কুয়াকাটা সী বীচ, বাংলাদেশ।  #ট্যুরিজম  #বাংলাদেশ  #সমুদ্র  #রং
03/10/2023

কুয়াকাটা সী বীচ, বাংলাদেশ।
#ট্যুরিজম #বাংলাদেশ #সমুদ্র #রং

অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিন দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই সুন্দর দ্বীপে কি আপনার যাওয়...
02/10/2023

অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিন দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই সুন্দর দ্বীপে কি আপনার যাওয়া হয়েছে? যাওয়া হলে কত সালে গিয়েছেন এবং কেমন লেগেছে, এক শব্দে প্রকাশ করুন।
#সেন্টমার্টিন #বাংলাদেশ #রং_Tours_and_Travels

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন।"কর্মচারী বললো,"স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!" 😊😊ক্যাশে বসা...
29/09/2023

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন।"
কর্মচারী বললো,"স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!" 😊😊

ক্যাশে বসা মহাজন কর্মচারীকে ডেকে নিয়ে একটা থা*প্পর মে*রে দিলো। সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম নাহ। 🤔🤔

মহাজনকে বললাম,"কাজটা ঠিক করলেন নাহ। কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি।" 🙄🙄

মহাজন কোন কথা না বলে চুপ থাকলো। 😌😔

আড়ত থেকে বের হতেই কর্মচারী ফিসফিস করে বললো, "স্যার, এই কারণে থা*প্পর মা*রে নি, মা*রছে অন্য কারণে...। 😂🤣

বললাম,"কি কারণ জানতে পারি...??" 😱😱

স্যার!! মহাজনের বউয়ের নাম "হাসিনা বেগম।"
উনি আদর করে "হাঁসি" ডাকে!! 😁😁

আমি যে বলছি,"হাঁসি ডিম পাড়ে,
এই জন্য আমারে থা*প্পর মা*রছে। 😀🤭😃

সাজেক,বাংলাদেশ।  #সাজেক
15/09/2023

সাজেক,বাংলাদেশ।
#সাজেক

বাংলাদেশ ঘোরাঘুরিতে আপনার স্কোর কতো?২৫ পেলেই পাশ। 🤭দেখে নিতে পারেন নিচের পয়েন্ট  লিস্ট থেকে.!!১ সাজেক - ৩২ ময়ুঙকপাল...
17/08/2023

বাংলাদেশ ঘোরাঘুরিতে আপনার স্কোর কতো?
২৫ পেলেই পাশ। 🤭
দেখে নিতে পারেন নিচের পয়েন্ট লিস্ট থেকে.!!
১ সাজেক - ৩
২ ময়ুঙকপাল -২
৩ রিসাং ঝর্ণা - ১
৪ তারেং- ১
৫ আলুটীলা -১
৬ বিছানাকান্দি - ২
৭ রাতারগুল - ২
৮ জাফলং - ২
৯ লালখাল - ২
১০ উৎমাছড়া -২
১১ সাদাপাথর -২
১২ তুরং ছড়া -২
১৩ মাধবকুন্ডু -২
১৪ মাধবপুর লেক-২
১৫ লাওয়াছড়া - ১
১৬ হাম হাম ঝর্ণা - ৩
১৭ চন্দ্রনাথ পাহাড় - ৩
১৮ নাপিত্তিছড়া ট্রেইল -২
১৯ খৈয়াছড়া- ২,, খৈয়াছড়া ৮ম স্টেপ -৩,
খৈয়াছড়া ১৩ম সিড়ি -৪
২০ কমলদহ ট্রেইল - ২
২১ সোনাইছড়ি ট্রেইল -৩
২২ সুপ্তধারা, সহস্রধারা - ২
২৩ বাশবাড়িয়া -১
২৪ কুমিরা সি বিচ - ১
২৫ সন্দিপ - ২
২৬ কুয়াকাটা -৩
২৭ নিঝুম দ্বীপ -৩
২৮ চর কুকরি মুকরি - ৩
২৯ মনপুরা - ২
৩০ ভাসমান পেয়ারা বাজার -২
৩১ বিরিসিরি - ২
৩২ বারিক্কা টিলা -১
৩৩ টাংগুয়ার হাওর -৩
৩৪ শিমুল বাগান -২
৩৫ টেকেরঘাট -১
৩৬ নিলাদ্রি লেক -১
৩৭ কাপ্তাই লেক -২
৩৮ দুপ্পানি ঝর্ণা -২
৩৯ গাছকাটা ঝর্ণা-১
৪০ ণকাটা ঝর্ণা -১
৪১ দুমলং -৭
৪২ পতেংগা সি বিচ -২
৪৩ নারিকেল সি বিচ - ২
৪৪ মহেশখালি -২
৪৫ সেইন্ট মার্টিন -৪
৪৬ সোনারগাও - ১
৪৭ মৈনট ঘাট - ১
৪৮ মাওয়া ঘাট -১
৪৯ আড়িয়াল বিল -১
৫০ নীলগিরি -১
৫১ নিলাচল -১
৫২ স্বর্ম্মন্দির - ১
৫৩ মেঘলা -১
৫৪ অমিয়াখুম জলপ্রপাত - ৭
৫৫ আলীকদম গুহা -৩
৫৬ কেওক্রাডং -5
৫৭ জাদিপাই ঝর্ণা - 3
৫৮ চিম্বুক পাহাড় - ২
৫৯ দামতুয়া ঝর্ণা - ৩
৬০ তিনাপ সাইতার - ৪
৬১ নাফাখুম -৩
৬২ নাইক্ষংমুখ -১
৬৩ সাতভাইখুম -১
৬৪ ভেলাখুম -১
৬৫ দেবতাখুম -৩
৬৬ মহামায়া লেক ক্যাম্প - ২
৬৭ গুলিয়াখালি -১
৬৮ ক্রিস তং -৫
৬৯ সাকাহাফং - ১০
৭০ জোতলং - ৮
৭১ যোগী হাফং -৬
৭২ তাজিংডং - ৪
৭৩ ডিম পাহাড় -২
৭৪ তলাবং ঝর্ণা - ২
৭৫ রেমাক্রি - ৩
৭৬ সুন্দরবান - ৪
৭৭ কক্সবাজার -১
৭৮ সোয়াচ অফ নো গ্রাউন্ড -২
৭৯ হরিংঘাট -২
৮০ বগাকাইন হ্রদ -২
৮১ লিলুক ঝর্ণা -৩
৮২ রিজার্ভ ফলস-৩
৮৩ নিকলী হাওর-১
৮৪ ঢিবির হাওর-২
৮৫ কালাপাহাড় -২
৮৬ মাতায়ন্তং-২
৮৭ দেবতাপুকুর-২
৮৮ হাজাছরা ঝর্ণা-২
৮৯ লালনের কুঠিবাড়ি-৩
৯০ রবীন্দ্র কুঠিবাড়ি-৩
৯১ মন্টু মিয়ার বাগানবাড়ী -২
৯৩ মুজিবনগর- ২
৯৪ কান্তজিউ মন্দির- ৩
৯৫ তিনবিঘা করিডোর-৭
৯৬ গুঠিয়া মসজিদ- ১
৯৭ পাথরঘাটা- ২
৯৮ বালাসি ঘাট- ২
৯৯ বালিয়া মসজিদ- ৪
১০০ রামসাগর - ২

ছবিতে ভালোবাসার সেন্ট মার্টিন❤️💚

Address

Dhanmondi
Dhaka
1209

Telephone

+8801686969395

Website

Alerts

Be the first to know and let us send you an email when রং-Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka travel agencies

Show All