Rupkotha রূপকথা

Rupkotha রূপকথা সময় পেলে ঘুরতে বের হই সুন্দর অসুন্দর অনেক জায়গায় যাই সেখান থেকে কিছু ভিডিও বা ছবি তুলি

কাজ না হলে টাকা ফেরত
15/09/2022

কাজ না হলে টাকা ফেরত

13/09/2022

স্বামী-স্ত্রীর সম্পর্ক আসলে কি?

কখনো ভেবে দেখেছেন কি? রুহের জগতে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন বলে কোন সম্পর্ক ছিলো না। প্রতিটি রুহ-ই আলাদা।
আল্লাহ্ (সুবহানাহু ওয়া তা'আলা) জান্নাতে ১ম মানুষ আদম (আঃ) কে সৃষ্টি করেছেন। তারপর সৃষ্টি করলেন হাওয়া (আঃ) কে। এবং বিয়ে দিলেন তাঁদের দুজনকে। সৃষ্টির সর্ব প্রথম পবিত্র সম্পর্ক #স্বামী_স্ত্রী।
কখনো ভেবে দেখেছেন কি? দুনিয়াতে আমরা নানা রকমের সম্পর্ক মেইনটেইন করি। আমাদের সম্পর্ক গুলোতেও অনেক আবেগ ও ভালোবাসা কাজ করে। তারপরও একসময় আলাদা হতে হয়। ছোট বেলার মতো করে ভাই-বোনরা একসাথে থাকা হয়না। বাবা-মায়ের সাথেও থাকা হয়না সারাজীবন। যার যার নিজের নতুন পরিবার তৈরী হয়। তৈরী হয় সেই ❝স্বামী-স্ত্রীর❞ সম্পর্ক।
কখনো ভেবে দেখেছেন কি? যদিও জান্নাতে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনদের সাথে আমাদের দেখা হবে, কথা হবে (যারা যারা জান্নাতে যেতে পারবো)। কিন্তু সেখানেও যে সম্পর্কটি হবে সবার জন্য চিরস্থায়ী, তা হলো ❝স্বামী-স্ত্রীর❞ পবিত্র সম্পর্ক।
কখনো ভেবে দেখেছেন কি? ❝স্বামী-স্ত্রীর❞ এই সুন্দর পবিত্র সম্পর্ক জান্নাত থেকেই শুরু হয়েছে, দুনিয়াতেও কিছু কালের জন্য দেয়া হয়েছে। আবার জান্নাতে গিয়েও অন্ততকালের জন্য এই সম্পর্ক থাকবে।
অথচ দুনিয়াতে থাকতে আমরা এই পবিত্র-সুন্দর ❝স্বামী-স্ত্রীর❞ সম্পর্কটিকে কতটা-ই না মূল্যহীন, তুচ্ছতাচ্ছিল্য করি। শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়ার ধোকায়, চাকচিক্যে এই সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই না। একজন আরেকজনকে ধোকা দেই। যার যে দায়িত্ব পালন করার কথা ছিলো, তা ঠিকভাবে পালন করিনা।
আল্লাহ্ (সুবহানাহু ওয়া তা'আলা) আমাদেরকে কি হুকুম দিয়েছেন এবং নবীজি (ﷺ) এই ব্যাপারে কি বলেছেন, আসুন আমরা জানার চেষ্টা করি এবং সেভাবে দুনিয়ায় এই পবিত্র সম্পর্কের হাক্ব আদায় করি। ইন-শা~আল্লাহ দুনিয়া ও আখিরাতে শান্তি ও কামিয়াবী হাসিল হবে।
আল্লাহ্ (সুবহানাহু ওয়া তা'আলা) বলেছেনঃ ❝তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক আর তোমরা (স্বামীরা) তাদের জন্য পোশাক।❞
#সূরা_বাক্বরঃ ১৮৭ ুরআন
নবীজি (ﷺ) বলেছেনঃ ❝তোমাদের মাঝে সেই ব্যাক্তি উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।❞
নবীজি (ﷺ) আরো বলেছেনঃ ❝কোন মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে, তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাহলে সেই মহিলা জান্নাতী।❞

12/09/2022
আমিও এক ঝরে পড়া ফুল ....
12/09/2022

আমিও এক ঝরে পড়া ফুল ....

10/09/2022

বিয়ের ৬০ বছর পরেও স্বামী স্ত্রী সমান ভাবে সুস্থ সবল ফিট দেখে একজন প্রশ্ন করলো----আপনারা এত বছর পরেও কিভাবে এত ফিট?

স্বামী উত্তর দিলো--আমরা দুইজন ঠিক করেছিলাম ঝগড়া লাগলে যে দোষী হবে,তার ৫ কিঃমি রাস্তা হাটতে হবে।
অথচ মাসের ২৫ দিনই আমিই দোষী হইতাম তার চোখে।

প্রশ্নকারী--তা না হয় বুঝলাম আপনি হাটাহাটি করে ফিট।
কিন্তু আপনার ওয়াইফ এত ফিট হলো ক্যামনে?

স্বামী উত্তর দিলো--আমার প্রতি তার সন্দেহ ছিল,আমি সত্যি সত্যি ৫ কিঃমি হাটি কি না তা দেখার জন্য আমার স্ত্রী আমার পিছে পিছে দেখতে আসতো।

06/09/2022
05/09/2022

সবাই বউয়ের নামে জায়গা কিনে ফ্ল্যাট কিনে শপিংমল বানায়। আর ইউটিউব চ্যানেল বানাই...

এটাকেই বলে সাধ্যের মধ্যে স্বপ্ন পুরন

04/09/2022

বিবাহিত পুরুষ এর স্মৃতিশক্তি কম হয় ।

কারণ, যতবার বউ এর দিকে তাকায় ততবারই সব কিছু ভুলে যায় !

03/09/2022

ঢাকার খুব নিকটে কেরানীগঞ্জ সারিঘাট

অসাধারণ প্রকৃতি
03/09/2022

অসাধারণ প্রকৃতি

01/09/2022

বাংলাদেশ নৌ বাহিনী সামরিক যাদুঘর, ঢাকা

31/08/2022

Address

Keranigonj Kadamtoli Dhaka
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Rupkotha রূপকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category