23/10/2024
ভারতের মাটিতে পাসপোর্ট হারিয়ে গেলে যা করবেন...
সর্বপ্রথম প্যানিক না হয়ে নিকটস্থ থানায় একটি GD/ FIR করতে হবে l মনে রাখতে হবে যে এরিয়ায় পাসপোর্টটি আপনি হারিয়েছেন সেই এরিয়ার থানাতেই যেতে হবে l GD/ FIR কপিতে পাসপোর্ট নাম্বার, ভিসার নাম্বার ও মেয়াদ, জন্ম তারিখ ঠিকানা ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়াদি হুবহু পাসপোর্ট এর মত লিপিবদ্ধ থাকতে হবে l যত বেশি ডিটেলস দিবেন ততই ভালো l আর সেই এফআইআর বেশ কয়েকটি ফটোকপি করে রেখে দিবেন l মনে রাখবেন সেই দেশে আপনার বৈধতার প্রমাণ পত্রটি হল এই FIR কপি l
পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা যদি ক্ষীণ হয়ে থাকে তাহলে, সময় ক্ষেপণ না করে নিকটস্থ বাংলাদেশ এম্বাসিতে চলে যাবেন l
বাংলাদেশ এম্বাসিতে তিন কপি ছবি, এফ আই আর এর ফটোকপি, ভিসা সহ পাসপোর্ট এর ফটোকপি, সাথে সঙ্গী থাকলে তার পাসপোর্ট কপি বা পরিচয় পত্রের ফটোকপি ও সাথে দিবেন l
বাংলাদেশ এম্বাসি থেকে একটি ফর্ম প্রদান করবে আপনাকে, সেই ফর্মটি পূরণ করে বাকি সকল সংযুক্তি সাথে করে নিয়ে জমা দিয়ে দিবেন l জমাদান করার দুইটি ক্যাটাগরি আছে- একটি হলো জরুরী, জরুরীতে 3600 রুপি নিবে l আর দ্বিতীয়টি হল সাধারণ, যা তে ১১০০ রুপি নিবে (টাকার তারতম্য হতে পারে আমার সম্পূর্ণ মনে নেই) l জরুরী দিলে একদিনের ভিতর আর সাধারণ এ দিলে চার থেকে পাঁচদিনের ভিতর পাবেন l তারা সকল তথ্যাদি যাচাই করে আপনাকে একটি ট্রাভেল পারমিট দিবে l কাগজটি ই আপনার পাসপোর্ট হিসেবে পরিগণিত হবে( এইটা মেয়াদ সম্ভবত একমাস পর্যন্ত থাকে) l এম্বাসি যদি আপনার প্রতি সন্দেহ পোষণ করে তাহলে তারা বাংলাদেশে ইনকোয়ারির জন্য পাঠাবে, তাতে আরো বেশ কিছুদিন সময় লাগতে পারে।
বাংলাদেশ এম্বাসি থেকে পাওয়া ট্রাভেল পারমিট নিয়ে নিকটস্থ যেকোনো সাইবার ক্যাফে বা কম্পিউটারে এমন কাজ করে লোকের মাধ্যমে একটি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে FRRO বরাবর l যেটা ইন্ডিয়ায় ভিসা প্রদান করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানl
সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি FRRO এর আশেপাশে কোন জায়গা থেকে অনলাইনে আবেদনটি করালে, তাদের অভিজ্ঞতা অনেক ভালো থাকে l আমার কাছ থেকে ৫০০ রুপি নিয়েছিল l
দুই থেকে তিন দিনের ভিতর মোবাইলের মাধ্যমে তারা একটি এক্সিট পাশ দিয়ে দিবে, সেটাই আপনার ভিসা হিসেবে পরিগণিত হবে l যদি দু-তিন দিনের ভেতরে আপনি এক্সিট পাশ না পান তাহলে FRRO অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে l
FIR কপি, ট্রাভেল পারমিট, এক্সিট পাস এই তিনটা কাগজে আপনার কাছে অরিজিনাল কপি হিসাবে থাকবে এগুলো আপনার কাছ থেকে কেউ নিবে না l
শুধুমাত্র বাংলাদেশে এসে ইমিগ্রেশন অফিসার একটি ট্রাভেল পারমিট এর অরজিনাল কপি রেখে দিবে যেটা বাংলাদেশ এম্বাসি থেকে আপনাকে দুই কপি প্রদান করা হয়েছিল l অন্য যেই কপিটি আপনার হাতে থাকবে সেখানে আপনি অ্যারাইবেল সিল মেরে নিবেনl
সব চাইতে জরুরী বিষয় যেটা- এই তিনটি কাগজের কপি আপনার কাছে সারা জীবন সংরক্ষিত রাখতে হবে l কেননা নতুন পাসপোর্ট তৈরি বা ভারত অথবা অন্যান্য দেশের ভিসা আবেদন করার সময় এই তিনটি কাগজ আপনাকে জমা দিতে হবে প্রতিবারই...
বিদেশ ভ্রমণের সময় কয়েকটি রঙিন ছবি, ভিসা, পাসপোর্ট, এনআইডি কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি এবং ফোনে ছবি রাখার চেষ্টা করবেন l
ধন্যবান্তে
নেষ্ট ট্যুরস এন্ড ট্রাভেলস