নেস্ট ট্যুরস Nest Tours

নেস্ট ট্যুরস Nest Tours Stay tuned to get travel updates.

01/02/2025

Phi phi

18/01/2025

দুবাই ভিজিট এখনো চালু হয় নাই ভুল নিউজ এ বিভ্রান্ত হবেন না
তবে ফেব্রুয়ারিতে চালু হতে পারে

আমেরিকার ভিসা ইন্টারভিউ: প্রয়োজনীয় প্রশ্ন ও প্রস্তুতিযুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখ...
12/01/2025

আমেরিকার ভিসা ইন্টারভিউ: প্রয়োজনীয় প্রশ্ন ও প্রস্তুতি

যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে আপনার ভ্রমণের উদ্দেশ্য, আর্থিক সামর্থ্য এবং দেশে ফেরার প্রতিশ্রুতি সম্পর্কে সঠিক ধারণা দিতে হয়। সাধারণত, ইন্টারভিউতে নিচের প্রশ্নগুলো করা হয়:

---

প্রাথমিক প্রশ্ন

১. আপনার ভ্রমণের উদ্দেশ্য কী?
সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর দিন, যেমন:

পর্যটন বা পরিবার পরিদর্শন

উচ্চশিক্ষা

ব্যবসায়িক কাজ

চিকিৎসা সেবা

২. আপনি কোথায় থাকবেন?
নির্ধারিত স্থানের নাম ও ঠিকানা সঠিকভাবে উল্লেখ করুন।

৩. কে আপনার ভ্রমণের খরচ বহন করবে?

নিজে বহন করলে ব্যাংক স্টেটমেন্টের কথা বলুন।

যদি স্পন্সর থাকে, স্পন্সরের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখানোর প্রস্তুতি নিন।

৪. আপনার পেশা কী?

চাকরিজীবী হলে চাকরি ও প্রতিষ্ঠান সম্পর্কে বলুন।

শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয় ও বিষয় সম্পর্কে জানান।

৫. আগে কখনো যুক্তরাষ্ট্রে গেছেন?

পূর্ববর্তী ভ্রমণের সৎ বিবরণ দিন।

নতুন হলে তা উল্লেখ করুন।

৬. আপনার দেশে ফিরে আসার নিশ্চয়তা কী?
পারিবারিক বন্ধন, চাকরি, ব্যবসা বা স্থায়ী সম্পত্তির কথা উল্লেখ করুন।

৭. কেন এই নির্দিষ্ট স্থানে যেতে চান?

শিক্ষাপ্রতিষ্ঠান বা দর্শনীয় স্থান বাছাইয়ের কারণ ব্যাখ্যা করুন।

---

ইন্টারভিউয়ের সময় টিপস

প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখুন।

আত্মবিশ্বাসী থাকুন এবং সংক্ষিপ্ত উত্তর দিন।

সৎ থাকুন, ভুল তথ্য দেবেন না।

সময়ানুবর্তিতা বজায় রাখুন।

---

প্রয়োজনীয় ডকুমেন্টস

বৈধ পাসপোর্ট

DS-160 ফর্মের কনফার্মেশন পৃষ্ঠা

ভিসা আবেদন ফি প্রদানের রসিদ

ব্যাংক স্টেটমেন্ট

ভ্রমণের পরিকল্পনার প্রমাণ

স্পন্সরশিপ লেটার (যদি প্রযোজ্য)

---

গুরুত্বপূর্ণ সতর্কতা

ভুল তথ্য বা সন্দেহজনক আচরণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং, যথাযথ প্রস্তুতি নিন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন।

20/12/2024
20/12/2024

মালয়েশিয়া তে টুরিস্ট ভিসায় আসার আগে যে জিনিসগুলা জানা জরুরী ..?
১ - মালয়েশিয়া arrival cad ফিলাপ করতে হবে আপনাকে ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে ।
২ - যখন ইমিগ্রেশন আসবেন ইমিগ্রেশন আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করবে যেমন .?
১ - মালয়েশিয়াতে কিসের জন্য আসছেন ..?
২ - কয়দিন থাকবেন ..?
৩ - কোথায় যাবেন ..?
৪ - রিটার্ন কনফার্ম টিকেট এবং কনফার্ম হোটেল বুকিং আছে কিনা সুন্দর করে এগুলো সব দেখাবেন ।
৩ - আপনি যদি টুরিস্ট ভিসা আসেন অবশ্যই আপনার কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে ।
৪ - KLIA 1 KLIA 2 এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর শহরে আপনি grab apps car বুকিং দিয়ে আসতে পারবেন তবে একা হলে আমি সাজেস্ট করবো বাসে আসার জন্য ১৮ RM নেবে কুয়ালালামপুর আসতে।
৫ - কুয়ালালামপুরে আসার পর একটা mrt কার্ড নিয়ে নিবেন ২০ RM নেবে এই কার্ড দিয়ে বাস ট্রেন সবকিছু ব্যবহার করতে পারবেন এবং কুয়ালালামপুর প্রতিটা জায়গায় যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন ।
শুভকামনা রইল ভ্রমণ প্রিয় মানুষদের জন্য 🖤
আপনার ভ্রমণ সুন্দর হোক 🌺🌹

13/12/2024

বাংলাদেশীদের জন্য থাইল্যান্ডের স্টিকার ভিসা বন্ধ হলো
জানুয়ারি থেকে চালু হবে ই-ভিসা

বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ ১. বাস থেকে নামার পর নিজেদে...
26/11/2024

বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯ -কে।

ধন্যবাদান্তে
নেস্ট ট্যুরস Nest Tours

থাইল্যান্ড ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ  আপডেট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, থাই এম্বাসির নির্দেশনা অনুযায়ী আগামী ...
25/11/2024

থাইল্যান্ড ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, থাই এম্বাসির নির্দেশনা অনুযায়ী আগামী ২৩-২৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত থাই এম্বাসি নতুন ভিসার আবেদন গ্রহণ করছে না। ইতোমধ্যে, যাঁদের ফাইল জমা হয়েছে কিন্তু অনলাইনে প্রক্রিয়াকৃত হয়নি, তাঁদের ভিসা ফলাফল পেতে বিলম্ব হবে এবং ৩০ দিনের অধিক সময় প্রয়োজন হতে পারে। ফলসরূপ, আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট ও সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্ট পুনরায় জমা দিতে হতে পারে। তাই, আপনাকে অনুরোধ করা হচ্ছে, প্রয়োজনীয় সকল ডকুমেন্ট হাতের কাছে রাখতে।

আমরা আশা করি যে, আপনি আমাদের সাথে থেকে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। আপনার সহানুভূতি ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

ভারতের মাটিতে পাসপোর্ট হারিয়ে গেলে যা করবেন...সর্বপ্রথম প্যানিক না হয়ে নিকটস্থ থানায় একটি GD/ FIR করতে হবে l মনে রাখ...
23/10/2024

ভারতের মাটিতে পাসপোর্ট হারিয়ে গেলে যা করবেন...

সর্বপ্রথম প্যানিক না হয়ে নিকটস্থ থানায় একটি GD/ FIR করতে হবে l মনে রাখতে হবে যে এরিয়ায় পাসপোর্টটি আপনি হারিয়েছেন সেই এরিয়ার থানাতেই যেতে হবে l GD/ FIR কপিতে পাসপোর্ট নাম্বার, ভিসার নাম্বার ও মেয়াদ, জন্ম তারিখ ঠিকানা ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়াদি হুবহু পাসপোর্ট এর মত লিপিবদ্ধ থাকতে হবে l যত বেশি ডিটেলস দিবেন ততই ভালো l আর সেই এফআইআর বেশ কয়েকটি ফটোকপি করে রেখে দিবেন l মনে রাখবেন সেই দেশে আপনার বৈধতার প্রমাণ পত্রটি হল এই FIR কপি l
পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা যদি ক্ষীণ হয়ে থাকে তাহলে, সময় ক্ষেপণ না করে নিকটস্থ বাংলাদেশ এম্বাসিতে চলে যাবেন l

বাংলাদেশ এম্বাসিতে তিন কপি ছবি, এফ আই আর এর ফটোকপি, ভিসা সহ পাসপোর্ট এর ফটোকপি, সাথে সঙ্গী থাকলে তার পাসপোর্ট কপি বা পরিচয় পত্রের ফটোকপি ও সাথে দিবেন l
বাংলাদেশ এম্বাসি থেকে একটি ফর্ম প্রদান করবে আপনাকে, সেই ফর্মটি পূরণ করে বাকি সকল সংযুক্তি সাথে করে নিয়ে জমা দিয়ে দিবেন l জমাদান করার দুইটি ক্যাটাগরি আছে- একটি হলো জরুরী, জরুরীতে 3600 রুপি নিবে l আর দ্বিতীয়টি হল সাধারণ, যা তে ১১০০ রুপি নিবে (টাকার তারতম্য হতে পারে আমার সম্পূর্ণ মনে নেই) l জরুরী দিলে একদিনের ভিতর আর সাধারণ এ দিলে চার থেকে পাঁচদিনের ভিতর পাবেন l তারা সকল তথ্যাদি যাচাই করে আপনাকে একটি ট্রাভেল পারমিট দিবে l কাগজটি ই আপনার পাসপোর্ট হিসেবে পরিগণিত হবে( এইটা মেয়াদ সম্ভবত একমাস পর্যন্ত থাকে) l এম্বাসি যদি আপনার প্রতি সন্দেহ পোষণ করে তাহলে তারা বাংলাদেশে ইনকোয়ারির জন্য পাঠাবে, তাতে আরো বেশ কিছুদিন সময় লাগতে পারে।

বাংলাদেশ এম্বাসি থেকে পাওয়া ট্রাভেল পারমিট নিয়ে নিকটস্থ যেকোনো সাইবার ক্যাফে বা কম্পিউটারে এমন কাজ করে লোকের মাধ্যমে একটি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে FRRO বরাবর l যেটা ইন্ডিয়ায় ভিসা প্রদান করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানl
সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি FRRO এর আশেপাশে কোন জায়গা থেকে অনলাইনে আবেদনটি করালে, তাদের অভিজ্ঞতা অনেক ভালো থাকে l আমার কাছ থেকে ৫০০ রুপি নিয়েছিল l

দুই থেকে তিন দিনের ভিতর মোবাইলের মাধ্যমে তারা একটি এক্সিট পাশ দিয়ে দিবে, সেটাই আপনার ভিসা হিসেবে পরিগণিত হবে l যদি দু-তিন দিনের ভেতরে আপনি এক্সিট পাশ না পান তাহলে FRRO অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে হবে l
FIR কপি, ট্রাভেল পারমিট, এক্সিট পাস এই তিনটা কাগজে আপনার কাছে অরিজিনাল কপি হিসাবে থাকবে এগুলো আপনার কাছ থেকে কেউ নিবে না l

শুধুমাত্র বাংলাদেশে এসে ইমিগ্রেশন অফিসার একটি ট্রাভেল পারমিট এর অরজিনাল কপি রেখে দিবে যেটা বাংলাদেশ এম্বাসি থেকে আপনাকে দুই কপি প্রদান করা হয়েছিল l অন্য যেই কপিটি আপনার হাতে থাকবে সেখানে আপনি অ্যারাইবেল সিল মেরে নিবেনl

সব চাইতে জরুরী বিষয় যেটা- এই তিনটি কাগজের কপি আপনার কাছে সারা জীবন সংরক্ষিত রাখতে হবে l কেননা নতুন পাসপোর্ট তৈরি বা ভারত অথবা অন্যান্য দেশের ভিসা আবেদন করার সময় এই তিনটি কাগজ আপনাকে জমা দিতে হবে প্রতিবারই...

বিদেশ ভ্রমণের সময় কয়েকটি রঙিন ছবি, ভিসা, পাসপোর্ট, এনআইডি কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি এবং ফোনে ছবি রাখার চেষ্টা করবেন l

ধন্যবান্তে
নেষ্ট ট্যুরস এন্ড ট্রাভেলস

09/10/2024

ইউরোপের কোন দেশে যেতে চান ?

04/10/2024

Work in Albania

Address

Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801766793040

Alerts

Be the first to know and let us send you an email when নেস্ট ট্যুরস Nest Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নেস্ট ট্যুরস Nest Tours:

Videos

Share

Category