নেস্ট ট্যুরস Nest Tours

নেস্ট ট্যুরস Nest Tours Stay tuned to get travel updates.

11/01/2024

সুখবর!
🇮🇹 ইতালিতে ২০২৪ সালের ফেব্রুয়ারীতে ফ্লুসির ক্লিক ডের তারিখ ঘোষণা
📣 ইতালিতে ২০২৪ নতুন করে মোট কর্মী আনবে ১ লক্ষ ৫১ হাজার।

✅ স্পন্সর ভিসায় কর্মী আসতে পারবে
৬১ হাজার ৯৫০ জন ।
🕒 ক্লিক ডে ২০২৪ এর ৫ ই ফেব্রুয়ারী, সকাল ৯ টা থেকে শুরু।

✅ ডমেস্টিকে ৯ হাজার ৫০০ জন।
🕒 ক্লিক ডে ২০২৪ এর ৭ ই ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে শুরু।

✅ কৃষি ভিসা - সিজনাল ভিসায় ৮৯ হাজার ৫০ জন।
🕒 ক্লিক ডে ২০২৪ এর ১২ ই ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে শুরু।

যারা আবেদন করবেন সকলের জন্য রইলো শুভকামনা❤️

আবেদন এর জন্য যোগাযোগ করুন:
🏡 Nest Tours and Travels
📱01766793040 (WhatsApp)
☎️+8802222223863
📧 [email protected]

"Happy New year"
31/12/2023

"Happy New year"

16/12/2023

আলহামদুলিল্লাহ
আমাদের নেস্ট ট্রাভেলস্ এর UAE অফিস শুভ উদ্বোধন হলো।

05/12/2023

আলহামদুলিল্লাহ
সার্বিয়া সব ওয়ার্ক পারমিট পেয়ে গেলাম

নেপাল ভ্রমণের শ্রেষ্ঠ সময় শীত শুরু আগে আগে– অক্টোবর থেকে ডিসেম্বর শেষ পর্যন্ত। এই সময় আকাশ পরিস্কার থাকে, উষ্ণ তাপমাত্...
27/11/2023

নেপাল ভ্রমণের শ্রেষ্ঠ সময় শীত শুরু আগে আগে– অক্টোবর থেকে ডিসেম্বর শেষ পর্যন্ত। এই সময় আকাশ পরিস্কার থাকে, উষ্ণ তাপমাত্রা থাকে, সবুজ গাছগাছালি থাকে এবং অনেক দূর থেকেও হিমালয়ের দৃশ্য দেখা যায়।

16/11/2023
✈️ ইউরোপের সেনজেন ভিসার মতো পদ্ধতি চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ছয় দেশ ✅১/ সৌদি আরব২/ সংযুক্ত আরব আমিরাত৩/ বাহরাইন৪/ ক...
11/11/2023

✈️ ইউরোপের সেনজেন ভিসার মতো পদ্ধতি চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ছয় দেশ ✅

১/ সৌদি আরব
২/ সংযুক্ত আরব আমিরাত
৩/ বাহরাইন
৪/ কাতার
৫/ কুয়েত
৬/ ওমান

👉 ইতিমধ্যে অনুমোদন হয়েছে আশাকরি খুব শীগ্রই কার্যকর হবে, ইনশাআল্লাহ্।

যোগাযোগ-  01766 793040
05/10/2023

যোগাযোগ- 01766 793040

04/10/2023

সাদা পাসপোর্টে চায়না ভিসা সাকসেস✌️
যে কোন পাসপোর্টে চায়না ভিসার জন্য যোগাযোগ করুন। WhatApp:- 01766793040

📍ভিয়েতনাম  ভ্রমণ 🇻🇳 Travel to Vietnam 🇻🇳পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনামভ্রমণের জন্য Visa approval letter...
20/09/2023

📍ভিয়েতনাম ভ্রমণ 🇻🇳 Travel to Vietnam 🇻🇳
পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস্ট থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।

এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই

আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন

https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফি

Single entry 25 USD

Multiple 50 USD (3 Months)

এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে।
সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ডিপেন্ড করে কম বেস হয়।উপরের দেওয়া লিংকটি গভারমেন্ট
ভিত্তিক।

Documents required

1)Passport Scan copy
2)Dgital photo

টিকেট বুকিং লাগবেনা।

Processing time

নরমালি তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন।

e-visar ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।

কেউ যদি Visa sticker/Visa level নিতে চান।

সে ক্ষেত্রে on arrival কাউন্টারে থেকে এক্সট্রা
২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে হবে।

Travel to Vietnam for Bangladeshi Citizens 🇻🇳

দুবাই ভিসার বর্তমান পরিস্থিতিঃদুবাই ভিসার বর্তমান অবস্থা এমন যেন সেরের উপর সোয়া সের। মানে দুবাইয়ে কিছু দিনযাবত হাই প্রফে...
27/08/2023

দুবাই ভিসার বর্তমান পরিস্থিতিঃ

দুবাই ভিসার বর্তমান অবস্থা এমন যেন সেরের উপর সোয়া সের। মানে দুবাইয়ে কিছু দিনযাবত হাই প্রফেশনের ভিসাগুলো অনায়াসে হচ্ছিল। মানে কোন লাইসেন্সে কাউকে ম্যানেজার বা একাউন্ট প্রভৃতিপদে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকুক বা না থাকুক যেকোন উপায়ে সার্টিফিকেটের ব্যাবস্থা করে ভিসা বের করা যেতো। কিন্তু বিষয়টি ইউএই সরকার অবগত হয়। তাই এখন কোন কোম্পানিতে ভিসা বের করতে হলে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে। এই সার্টিফিকেট আবার সত্যায়িত করতে হবে। এই সত্যায়িত আবার যাতাভাবে সত্যায়িত করলে হবে না। করতে হবে আপনাকে, বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে তারপর ফরেন মিনিস্ট্রি থেকে এরপর ইউএইতে বাংলাদেশ দূতাবাস থেকে। সবশেষে আপনাকে ইউএই লেবার অফিস থেকে সত্যায়িত করে তারপর ভিসা লাগাতে পারবেন। এই হচ্ছে ইউএইতে বর্তামানে ভিসা বের করার প্রকৃত উপায়। যদি আপনার কাছে এখন সত্যায়িত সার্টিফিকেট না থাকে তাহলে আপাতত কারও সাথে ভিসার লেনদেন করবেন না নিয়মটি যতক্ষণ পর্যন্ত না বাতিল বা শীথীল না হয়। কারও যদি বৈধ ভাবে ভিসার একান্ত দরকার হয় সেক্ষেত্রে পার্টনার ভিসা লাগাতে পারেন সেটা চালু আছে। তবে আমি ব্যাক্তিগত পার্টনার ভিসা লাগানোর পক্ষে নই। যদি না আপনার নিজস্ব বা যৌথ ব্যবসা থাকে।

আর যারা ইতিমধ্যেই ভিসা লাগিয়েছেন আগামিতে তাদের জন্য আসল সার্টিফিকেট এস্টেট করা লাগতে পারে!

Nest Tours

নেপালের ভিসার জন্য যোগাযোগ করুন 01766793040 (WhatApp)Nepal Visa1) Passport 2) Photo3) Vaccine certificate4) National ID ...
23/08/2023

নেপালের ভিসার জন্য যোগাযোগ করুন
01766793040 (WhatApp)

Nepal Visa

1) Passport
2) Photo
3) Vaccine certificate
4) National ID Card
5)Previous Passport All
Delivery Time 4-5 Working Days

💥 ইউরোপের ভিসা এখন হাতের নাগালে।ইউরোপের যে ৭ টি দেশের ভিসা পাওয়া অনেকটাই সহজ। দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্র...
14/08/2023

💥 ইউরোপের ভিসা এখন হাতের নাগালে।

ইউরোপের যে ৭ টি দেশের ভিসা পাওয়া অনেকটাই সহজ। দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ, ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ, তেমনি খরচও অনেক কম।

বর্তমানে ইউরোপের যে দেশগুলোর ভিসা সহজে পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে— ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি।

এছাড়া অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, এই ভিসার মাধ্যমে, আপনি এই ২৬ টি ইউরোপীয় দেশে অবাধে ভ্রমণ করতে পারবেন এবং সর্বোচ্চ ৯০ দিন থাকতে পারবেন।

🔥 ফ্রান্স:

ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ। ফ্রান্সে টুরিস্ট ভিসা পাওয়া যায় সহজেই। তবে সেক্ষেত্রে ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। ফ্রান্সে স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায়। কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন। তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই কাজের জন্য ভিসা পেয়ে যাবেন।

🔥 পর্তুগাল:

অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে। কারণ, পর্তুগালে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ। পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ। এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায়। তবে স্টুডেন্ট ভিসা পেতে আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.০০ থাকতে হবে।

🔥 মাল্টা:

মাল্টা ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশ। বর্তমানে প্রতিবছরই বিভিন্ন দেশ থেকে মাল্টায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মাল্টায় যাচ্ছেন অনেকেই। এছাড়া টুরিস্ট ও স্টুডেন্ট ভিসাপ্রাপ্তিও বেশ সহজ। ইউরোপের অন্যদেশগুলোর তুলনায় মাল্টায় যেতে খরচও বেশ কম।

🔥 সুইজারল্যান্ড:

পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড। সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান। কারণ, সহজেই সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন। আবার পড়াশোনা জন্য ভিসাপ্রাপ্তি সহজ। সেক্ষেত্রে ভালো আইইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

🔥 হাঙ্গেরি:

বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসাপ্রাপ্তি অনেক সহজ। এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলোও বেশ সহজ। এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, ২০২১ সালে আবেদনকারীদের মধ্যে ৯৫ শতাংশ হাঙ্গেরির ভিসা পেয়েছে। বাকী ৫ শতাংশ ভিসা কাগজপত্রের গরমিলের জন্য বাতিল করা হয়।

🔥 নেদারল্যান্ড:

বর্তমানে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসাও অনেক সহজ। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী, যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডসে স্টুডেন্ট ভিসার আবেদন করেছে, তাদের সকলেই ভিসা পেয়েছে। কিন্তু সেক্ষেত্রে আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

🔥 লিথুয়ানিয়া:

সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুয়ানিয়ার শিক্ষার হার প্রায় ৯৯ শতাংশ। বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসায় সুবিধা পাওয়া যায় এই দেশটিতে। তবে লিথুনিয়ায় কাজের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন।

🔥 লাটভিয়া:

বাল্টিক সাগরের পূর্বদিকে অবস্থিত লাটভিয়া। দেশটিতে স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া বেশ সহজ। এছাড়া কাজের জন্যও ভিসা দিয়ে থাকে দেশটি।সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার অনেক বেশি। সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনেই। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলকভাবে অনেক কম।

এর মধ্যে রোমানিয়া, ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, মালটা এই দেশগুলোতে আপনি অনেক কম খরচে যেতে পারবেন।

বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে সাধারণত মোট ৮ লাখ থেকে ৯ লাখ টাকা খরচ করতে হবে। ট্যুরিষ্ট ভিসা, ওয়ার্ক ভিসা সহ উচ্চ শিক্ষার জন্য কম খরচে ফ্রান্স যেতে পারবেন। মাত্র ৮ লাখ থেকে ১০ লাখ টাকা খরচ করে যেতে পারবেন পর্তুগাল। মাল্টা যেতে আপনার মোট খরচ এর পরিমান হবে, ৭ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।



Contact WhatApp- 01766793040

 #সকল দেশের ভিসা, এয়ার টিকেট ও ম্যানপাওয়ারের জন্য যোগাযোগ করুণ। 🇸🇦 সৌদি আরবের যে সকল ভিসার কাজ দ্রুত ও সাশ্রয়ী মূল্যে ক...
03/08/2023

#সকল দেশের ভিসা, এয়ার টিকেট ও ম্যানপাওয়ারের জন্য যোগাযোগ করুণ।

🇸🇦 সৌদি আরবের যে সকল ভিসার কাজ দ্রুত ও সাশ্রয়ী মূল্যে করা হয় যেমনঃ
১) ফ্যামেলি ভিজিট ভিসা
২) জিয়ারাহ ভিসা
৩) কোম্পানি ভিসা
৪) আমেল আদি ভিসা
৫) মাজরা ভিসা
৬) আমেল মঞ্জিল ভিসা
৭) হাউজ ড্রাইভার ভিসা
৮) বিজনেস ভিজিট ভিসা

👉 এছাড়া সকল দেশের ম্যানপাওয়ার করা হয় সল্প সময়ে ও সল্প মূল্য যেমন:
দুবাই-সৌদি আরব-কাতার-সিংগাপুর-ওমান-বাহরাইন, মালয়েশিয়া-ব্রুনাই-কুয়েত-ইতালি-পোল্যন্ড-রোমানিয়া, ইত্যাদি ।

🇰🇼 কুয়েত ভিসা প্রসেসিং
১. কুয়েত হাউজ ভিসা।
২. কুয়েত কম্পানি ভিসা।
দ্রুত ও সল্প মূল্যে করা হয়।

✈️✈️সকল দেশের এয়ার টিকেটের জন্য যোগাযোগ করুণ।

যোগাযোগঃ
মোবাইল & What’sApp নাম্বারঃ
01766793040

#বিস্তারিত জানতে চাইলে কল করুন/sms করুন, জরুরি প্রয়োজনে Voice Record দিয়ে রাখুন।

Visit Abu Dhabi Visit Dubai visit uae
23/07/2023

Visit Abu Dhabi Visit Dubai visit uae

20/07/2023

UAE driving license now accepted in these countries

Saudi Arabia, Bahrain, Kuwait, Oman, Algeria, Jordan, Morocco, Syria, Lebanon, Yemen, Somalia, Sudan, Mauritania, Djibouti, Comoros, Tunisia, Iraq, Palestine, Spain, France, USA, UK, Italy, Germany, Denmark, Switzerland, Netherlands, Slovakia, Ireland , Austria, Greece, Sweden, China, Poland, Canada, Turkey, Norway, Latvia, New Zealand, Serbia, South Africa, Finland, Hungary, Luxembourg, Lithuania, Singapore.

The previous countries that already recognized a UAE driving license included Austria, Slovakia, Luxembourg, China, Finland, Romania, Denmark and Serbia.

ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর!......,ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, ...
08/07/2023

ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর!......,

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে। তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

ট্রাভেলারদের জন্য সুখবর
08/07/2023

ট্রাভেলারদের জন্য সুখবর

28/05/2023

Work in Italy

ইতালি এগ্রিকালচার ভিসা
ইনশাআল্লাহ নিশ্চয়তা সহিত
সময় ৩-৪ মাস

Nest Tours
21/05/2023

Nest Tours

12/05/2023

কুয়াকাটা সমুদ্র সৈকত

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হল চায়না টুরিস্ট, বিজনেস ভিসা। ব্যবসা বা ভ্রমনের উদ্দেশ্যে খুব সহজেই এই ভিসার সাহায্যে...
02/04/2023

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হল চায়না টুরিস্ট, বিজনেস ভিসা। ব্যবসা বা ভ্রমনের উদ্দেশ্যে খুব সহজেই এই ভিসার সাহায্যে যেতে পারেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির দেশ চায়না, তাই দেরি কেন ভিসা প্রসেস করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
যোগাযোগ: 01766793040 (WhatApp)

ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস যা লাগবেঃ
* মূল পাসপোর্ট
*২ কপি ছবি (চায়না সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট)
*৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট
*ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট
*ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি
*TIN সার্টিফিকেট
*ভিজিটিং কার্ড
*ভ্যক্সিন সার্টিফিকেট
বিঃ দ্রঃ ভিসার জন্য আবেদন করার আগে কমপক্ষে ২ থেকে ৩ টি দেশের ভিসা থাকতে হবে অথবা পূর্বের চায়না ভিসা থাকতে হবে।

আমাদের সেবা সমুহঃ-
***************************
সকল দেশের টুরিস্ট ভিসা প্রসেসিং
ভারতীয় চিকিৎসা ভিসা, ইনভিটেশন সহ সকল ধরনের সহায়তা করা হয়
ওমরাহ্ প্যাকেজ
সহ আরও অন্যান্য সেবা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:-
𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞 # +8802222223863
𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗔𝗱𝗱𝗿𝗲𝘀𝘀:- Islam tawar, 65 Noyapoltan Dhaka

এবং আজকে ঢাকা ডুকতে ১২ ঘন্টার উপরে লাগছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী চট্টগ্রাম এর মানুষ সাবধান ফ্লাইট মিস করবেন না
29/03/2023

এবং আজকে ঢাকা ডুকতে ১২ ঘন্টার উপরে লাগছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী চট্টগ্রাম এর মানুষ সাবধান ফ্লাইট মিস করবেন না

23/03/2023

Work in Romania and czech Republic (schengen).by valid way.

Visit Hong Kong
09/03/2023

Visit Hong Kong

চায়না ভিজিট ভিসা চালু হয়েছে লাগলে যোগাযোগ করুন। 01766793040 (WhatApp)
08/03/2023

চায়না ভিজিট ভিসা চালু হয়েছে লাগলে যোগাযোগ করুন। 01766793040 (WhatApp)

20/02/2023

Ø রোমানিয়ার জন্য
Ø ফ্যাক্টরি ভিসা
Ø টাকা > ৮ লাখ
Ø অগ্রিম > 1 লাখ
Ø সময় সর্বনিম্ন ৬ মাস
Ø কাগজপত্র: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি
NB: ভিসা অনুমোদন না হলে টাকা ফেরত দেওয়া হবে
📲📞 00 880 17 6679 3040

Address

Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801766793040

Website

Alerts

Be the first to know and let us send you an email when নেস্ট ট্যুরস Nest Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নেস্ট ট্যুরস Nest Tours:

Videos

Share

Nearby travel agencies