Al Hikma Tours & Travels - আল হিকমা ট্যুরস এন্ড ট্রাভেলস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Al Hikma Tours & Travels - আল হিকমা ট্যুরস এন্ড ট্রাভেলস

Al Hikma Tours & Travels - আল হিকমা ট্যুরস এন্ড ট্রাভেলস আসসালামু আলাইকুম, উত্তম সেবা প্রদান ক?

Umrah rules for this year 2024 & 2025.
23/06/2024

Umrah rules for this year 2024 & 2025.

✈️✈️ বাংলাদেশ থেকে সম্মানিত ওমরাহ যাত্রীদের জন্য কেবল চারটি ভ্যাকসিন ই অনুমোদন দিয়েছে সৌধি আরব। ٤ فقط✅ফাইজার, فايزر✅মডার...
24/08/2021

✈️✈️ বাংলাদেশ থেকে সম্মানিত ওমরাহ যাত্রীদের জন্য কেবল চারটি ভ্যাকসিন ই অনুমোদন দিয়েছে সৌধি আরব। ٤ فقط
✅ফাইজার, فايزر
✅মডার্না, موديرنا
✅অ্যাস্ট্রাজেনেকা অথবা, إسترازينيكا
✅জনসন অ্যান্ড জনসনে, جونسون أند جونسون

General Authority of Civil Aviation GACA
সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কেবলমাত্র চারটি ভ্যাকসিন ই উমরাহ্ যাত্রীদের জন্য অনুমোদিত।

Md Al Amin Hossain
ম্যানেজার
টঙ্গী এয়ার ট্রাভেলস
প্রয়োজনে-01878-638475

Al Hikma Tours & Travels - আল হিকমা ট্যুরস এন্ড ট্রাভেলস

07/06/2021

সৌদি আরবে গিয়ে প্রবাসী কর্মী যারাদের হোটলে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাদের ২৫ হাজার টাকা দেবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

কিভাবে এই টাকা পাবেন ?

৭ জুন থেকে সৌদি প্রবাসীদের বিদেশ যাওয়ার আগেই বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে আবেদনপত্র এবং কিছু কাগজপত্র জমা দিয়ে যেতে হবে।

কি কি কাগজপত্র লাগবে?

ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত বিএমইটি স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি
খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি
গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি
ঘ) টিকেটের ফটোকপি
ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি
চ) যে ব্যাংক একাউন্টে টাকা নেবেন, সেই একাউন্ট হিসাবের নাম, হিসাব নাম্বার, ব্যাংক ও শাখার নাম লিখে আনবেন।

এসব কাগজপত্র জমা দিলে সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে কিংবা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে টাকা পাঠাবে সরকার।

এজন্য আপনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক হতে পাওয়া যাবে।
আবেদন পত্র ডাউনলোড করুন এই লিংকে গিয়ে:https://probashi.gov.bd/sites/default/files/files/probashi.portal.gov.bd/notices/7da160e8_fbf3_4d4f_b984_2e2ac67265ac/Saudi%20Quarentine%20form.pdf

যারা ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন, তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র ৩০ জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মারফত জমা প্রদান করতে হবে।

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা:
EMBASSY OF BANGLADESH
8039 Dareen Street, Diplomatic Quarter, Riyadh, KSA

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার ঠিকানা:
Consulate General of Bangladesh in Jeddah
Po Box 31085
Jeddah 21497
Saudi Arabia

** যে কোন সমস্যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং এ যোগাযোগ করুন।

Riyadh
+966-5379-79563
+966-50349-3452
Jeddah
+966 502 7646 27
+966-5344-55716
+966-5093-60082

** বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কোন অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন।
* 01819-262172 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান
*01712-207227 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম
* 01711-111544 বিএমইটি’র উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ রানা
* 017168-69222 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ার

জরুরী সংবাদ সৌদিতে প্রবেশের পর কোয়ারেন্টিন বাধ্যতামূলক আজ (১০ মে ২০২১) সন্ধায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্ত...
07/06/2021

জরুরী সংবাদ
সৌদিতে প্রবেশের পর কোয়ারেন্টিন বাধ্যতামূলক

আজ (১০ মে ২০২১) সন্ধায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সৌদি কর্তৃপক্ষ যে সমস্ত দেশ হতে আগমন এখনো নিষিদ্ধ করা হয়নি সে সমস্ত দেশ হতে কেউ সৌদিতে আসলে তাকে সৌদিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নির্দেশ আগামী ২০ মে ২০২১ হতে কার্যকর হবে। যার আওতায় বাংলাদেশ ও থাকবে। তবে কয়েক ক্যাটাগরির ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবেনা, তারা হলেনঃ
১। সৌদি নাগরিকগন, তাদের বিদেশী স্বামী/ স্ত্রী- পুত্র, কন্যা, এবং গৃহকর্মীগণ।
২। ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) মুকীমের নন ইমিউন গৃহকর্মীগণ।
৩। যেকোন ইমিউন ব্যক্তি (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে)।
৪। ডিপ্লোম্যাটগন, ডিপ্লোমেটিক ভিসাধারীগণ এবং তাদের পরিবারবর্গ। রাষ্ট্রীয় অতিথীগণ।
৫। বিমান ও জাহাজের ক্রুগন।
৬। আন্তর্জাতিক পন্য পরিবহনে নিযুক্ত ট্রাক চালকগণ ও তাদের সহকারীরা।
৭। স্বাস্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনুমোদিত কোন ব্যক্তি। এছাড়া কর্তৃপক্ষ যাদের ক্ষেত্রে ব্যতিক্রম বিবেচনা করেন।

অপর এক বিজ্ঞপ্তিতে সৌদি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে ইতিমধ্যে এই নির্দেশনা সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে, এবং সৌদি পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ও নির্ধারিত হোটেলসমূহের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো টিকেটের মূল্যের সাথে হোটেলে অবস্থানের চার্জও নিয়ে নিতে হবে। এছাড়া বিমানে উঠার পূর্বে প্রত্যেক যাত্রীর কোভিড নেগেটিভ সনদ ( মিনিমাম যাত্রার ৭২ ঘন্টা পূর্বে সম্পাদিত) নিশ্চিত করে নিবে। সৌদিতে আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ হবে সাত দিন, এবং অবস্থানের ৬ষ্ঠ দিন আলামত সংগ্রহের পর ৭ম দিন রেজাল্ট নেগেটিভ হলেই মিলবে মুক্তি।

এয়ারলাইন্সগুলো ননসৌদি ইমিউন (তাওয়াক্কালনা এপে যার হেলথ পাসপোর্টে ইমিউন শো করে) ব্যক্তিদের টিকার পরিপূর্ন ডোজ গ্রহণের সনদ যাচাই করে তাদের টিকেট প্রদানে বাধ্য থাকবে।
তবে সৌদি পর্যটন মন্ত্রণালয় এই জাতীয় হোটেলের কোন তালিকা প্রকাশ করেনি, প্রকাশ করা ছাড়াও সৌদি সিভিল এভিয়েশন অথরিটি এয়ারলাইন্সগুলোকে তালিকা প্রেরণ করতে পারে।
এই সিদ্ধান্ত নিয়মিত পর্যবেক্ষণপূর্বক পরিবর্তন স্বাপেক্ষ।

এবিষয়ে আরো পরে হয়তো বিস্তারিত প্রকাশ হবে, তখন আরো পরিষ্কার হবে।

*সংগ্রহিত*

Biman Bangladesh Airlines এ যাদের টিকেট ছিল কিন্তু যেতে পারেননি তাদের জন্য নতুন ফ্লাইট ঘোষণা করলো বিমান।
05/01/2021

Biman Bangladesh Airlines এ যাদের টিকেট ছিল কিন্তু যেতে পারেননি তাদের জন্য নতুন ফ্লাইট ঘোষণা করলো বিমান।

14/11/2020
14/11/2020
ঝামেলামুক্ত বিমান ভ্রমণের ৭ টিপসনিয়মিত বিমান ভ্রমণে আপনার পরিচয় হতে পারে নতুন কিছু কৌশলের সঙ্গে। এমনই কিছু কৌশল জানার চে...
23/02/2020

ঝামেলামুক্ত বিমান ভ্রমণের ৭ টিপস

নিয়মিত বিমান ভ্রমণে আপনার পরিচয় হতে পারে নতুন কিছু কৌশলের সঙ্গে। এমনই কিছু কৌশল জানার চেষ্টা করেছি নিয়মিত বিমানযাত্রীদের কাছে থেকে। বিমান ভ্রমণের অভিজ্ঞতা যদি কম থাকে কিংবা একেবারেই না থাকে তবে আজকের এই ৭টি সহজ কৌশল আপনার জন্য।

অনলাইনে চেক-ইন করুন
বিমানবন্দরে ফ্লাইট চেক-ইন করতে বেশ বেগ পেতে হয়। চেক-ইনে সবসময় বিশাল লাইন থাকে। আপনি যদি ফ্লাইট ধরতে বাসা থেকে ৩ ঘণ্টা আগে বের হতে না চান তাহলে চেক-ইন অনলাইনে সেরে ফেলুন। অনলাইনে চেক-ইন করতে ১০ মিনিটের বেশি সময় লাগবে না।

ব্যাগ নিয়ে বের হবার আগে ওজন মেপে নিন
লাগেজের ওজনের ব্যাপারে প্রতিটি এয়ারলাইন্সের নিজস্ব কিছু নিয়মকানুন থাকে। বেশির ভাগ এয়ারলাইন্সে হাতের ক্যারি-অন ব্যাগের ওজন সহ ৩৩ কেজি পর্যন্ত বহনের অনুমতি দেয়া হয়। ব্যাগের ছাড়পত্র সম্পর্কে নিশ্চিন্ত থাকতে হলে আগে আপনার এয়ারলাইন্সের নীতিমালা জানুন। তারপর নিজের ব্যাগের ওজন মেপে নিশ্চিত হন আপনি ওজন নীতিমালার মধ্যে আছেন কিনা। নীতিমালার বাইরে চলে গেলে হয় আপনাকে বাড়তি ওজনের জন্য বাড়তি টাকা দিয়ে ছাড়পত্র নিতে হবে অথবা কিছু জিনিস ফেলে রেখে যেতে হবে।

বিমানের খাবার থেকে দূরে থাকুন
বিমানের খাবারের দাম ব্যয়বহুল। তাই একটু প্রস্তুতি নিয়ে রাখলে খাবার বাবদ কিছু টাকা বাঁচানো সম্ভব। চকলেট, চিপস, কুকিজের মত শুকনো খাবার সাথে রাখুন। বিমানের খাবার দামি হলেও সব বিমানের খাবার ভাল নাও হতে পারে। সস্তা এয়ারলাইনের বস্তাপচা খাবার বাড়তি দামে কিনে খাওয়ার থেকে চকলেট-চিপস খাওয়া অনেক ভাল।

পকেটের জিনিস ক্যারি-অনে রাখুন
সিকিউরিটি চেকের আগেই ব্যক্তিগত মোবাইল ছাড়া বাকি সবকিছু পকেট থেকে বের করে ফেলুন ও ক্যারি-অন ব্যাগে রাখুন। এতে আপনার সিকিউরিটি চেক খুব দ্রুত হয়ে যাবে ও লাইনে থাকা বাকিদেরও উপকার হবে।

পার্কিং স্পেসের ছবি তুলে রাখুন
বিমানবন্দরের পার্কিং সাধারণত বিশাল আকৃতির হয়ে থাকে। কোথায় পার্কিং করেছেন এটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক। এতো বড় পার্কিং-এ গাড়ি খুঁজে বের করা একটা বাড়তি ঝামেলার ব্যাপার। তাই গাড়ি পার্ক করার পরে মোবাইলে একটা ছবি তুলে রাখুন। এতে গাড়ি খুঁজে পেতে সুবিধা হবে।

সিট বাছাই করা
আগে আগে বিমান টিকিট বুকিং করলে আপনি অসংখ্য খালি সিট থেকে নিজের পছন্দ মত সিটটি বুক করতে পারবেন। অনলাইনে টিকিট বুক করার চেষ্টা করুন ও দেখে শুনে সিট বাছাই করুন। জানালার পাশের প্রথম সারির সিট বুক করার চেষ্টা করুন। প্রথম সারিতে বসার সুবিধা হল এখানে পা মেলার বিশাল জায়গা পাওয়া যায়। টয়লেটের পাশের সিট থেকে দূরে থাকুন।

এয়ারপোর্ট লাউঞ্জে ফ্যামিলি রুম
আপনি যদি শিশুসহ পরিবার নিয়ে বিমান ভ্রমণ করার পরিকল্পনা করে থাকেন তবে এয়ারপোর্টের লাউঞ্জ এক্সেস নিতে পারেন। একা একা হয়তো লাউঞ্জে খরচ করাটা ব্যয়বহুল হতে পারে। তবে পরিবার নিয়ে লাউঞ্জে ঢুকলে খরচের টাকা উসুল করে ফেলা সম্ভব। নানা রকমের নাস্তা, বিনোদনের ব্যবস্থা, টিভি, ওয়াইফাই এমন অনেক সুবিধাই রয়েছে লাউঞ্জে।

এসব কৌশল অবলম্বন করে আপনি আপনার ভ্রমণকে করতে পারেন আরামদায়ক। সঠিক ভাবে কৌশল অবলম্বন করতে পারলে আপনি ইকোনমি ক্লাসের খরচে ফার্স্ট ক্লাস ভ্রমণ উপভোগ করতে পারবেন।

Address

Kormitola
Dhaka
1710

Alerts

Be the first to know and let us send you an email when Al Hikma Tours & Travels - আল হিকমা ট্যুরস এন্ড ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Hikma Tours & Travels - আল হিকমা ট্যুরস এন্ড ট্রাভেলস:

Share

Category