Hasan's Travel Map

Hasan's Travel Map Hasan's Travel Map looks for improving traveling fun and joy with the best and most accurate information. Come join me and enjoy the best tourism worldwide.

Hi, I'm Hasan and I welcome you to my travel blog, "Hasan's Travel Map". I'm a freelance traveler and journalist. As well as being a journalist, I travel and share my experience through my personal blog. My main topics are tourism, unusual sights, and cultural events with detailed information. From my personal travel details to useful touring information, you will get everything here. Traveling r

elieves you from stress and anxiety. Thus, I love roaming around my beautiful country and world. I also love taking photos everywhere I go. Here, in "Hasan's Travel Map" you will get to know everything about my tours. If you plan for a budget-friendly, safe and enjoyable tour, do follow me for the best information. I'll be glad to guide you through the best tour of your life.

শুভ সকাল আজ সোমবার৯ সেপ্টেম্বর, ২০২৪ খৃষ্টাব্দ৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫ ভাদ্র, ১৪৩১ বাংলাসূর্যোদয়ঃ ৫:৪২ মিনিটসূর্যাস্ত...
09/09/2024

শুভ সকাল
আজ সোমবার
৯ সেপ্টেম্বর, ২০২৪ খৃষ্টাব্দ
৪ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
২৫ ভাদ্র, ১৪৩১ বাংলা
সূর্যোদয়ঃ ৫:৪২ মিনিট
সূর্যাস্তঃ ৬:১১ মিনিট।
আজকের দিনটি সবার ভালো কাটুক। এই কামনা রইল।

Big shout out to my newest top fans! 💎 Shizan Rahman RonyDrop a comment to welcome them to our community,
09/09/2024

Big shout out to my newest top fans! 💎 Shizan Rahman Rony

Drop a comment to welcome them to our community,

05/09/2024

ছাত্রদের হাতে শীঘ্রই আরো একটি দলের পতন হবে, অপেক্ষা করুন!

হ্যাঁ আপনার অনুমান ঠিক'ই আছে।

হে আল্লাহ আপনি তো দেখছেন আমি কি করছেন না করছে সবই দেখতে পাচ্ছেন। আমাকে মুমিন ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন ।আমীন।শুভ সকা...
03/09/2024

হে আল্লাহ আপনি তো দেখছেন আমি কি করছেন না করছে সবই দেখতে পাচ্ছেন। আমাকে মুমিন ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন ।আমীন।
শুভ সকাল বন্ধুরা।

31/08/2024

ভালবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।
শুভ রাত্রি বন্ধুরা।

বাঙালির চরিত্র বোঝা বড়ই কঠিন। বেত গাছের কাটার মত। একেবারে আনপ্রেডিক্টেবল। মীরজাফর,ঘসেটি বেগম আছে এসবই বাঙালির মধ্যে জন্...
26/04/2024

বাঙালির চরিত্র বোঝা বড়ই কঠিন। বেত গাছের কাটার মত। একেবারে আনপ্রেডিক্টেবল। মীরজাফর,ঘসেটি বেগম আছে এসবই বাঙালির মধ্যে জন্মেছে। মিউনিসিপাল কর্পোরেশনের এক ব্যক্তিকে নিয়ে ফেসবুকে সব শ্রেণী পেশার মানুষ উঠে পড়ে লেগেছে। আরে ভাই সেতো মিউনিসিপাল কর্পোরেশনের একজন কর্মচারী। তার স্পেসিফিক দায়িত্ব আছে সেই কাজ সে করবে। সে তো কোন জনসেবামূলক কাজ করবে না, সে তো রাজনীতিবিদ না, সে তো এনজিও কর্মী না। কথা কওয়ার সময় হুস জ্ঞান থাকেনা। মাইয়া মানুষ পাইয়া একেবারে মজা মাইরা লিখতাছে। গরমে অতিষ্ট হয়ে মোল্লা মৌলবীরা আল্লাহর কাছে হাত তুলেছে তাতেও এক শ্রেণীর গায়ে জ্বালা ধরছে। আবার আরেক গ্রুপ বলতেছে এখন বৃষ্টির দরকার নেই তাহলে ধান নষ্ট হয়ে যাবে, আহারে কি যে দরদ, মার চাইতে মাসির দরদ বেশি। আরে ভাই এসো হে বৈশাখের প্রার্থনা তো পহেলা তারিখ সকালবেলা থেকে শুরু হয়ে গেছে। বৃষ্টি যদি শুরু হয় তাহলে পহেলা বৈশাখে যারা ডাকাডাকি করছিল তাদের কথাই আল্লাহতালা আগে শুনবে। কারণ ওনারা প্রথম ডাকছে। মোল্লা মৌলভীর কথা আল্লাহতালা পড়ে শুনবে।
আমাদের দেশে একটা শ্রেণী তৈরি হইছে তারা মোল্লা মৌলভী হুজুরদের কোন কামই পছন্দ করে না। খালি কয় এরা পায়ুযোদ্ধা। ঢাকার ব্যাচেলার হোস্টেল গুলো খোঁজ নিয়ে দেখেন গে-লেজবিয়ানে ভরা (অবশ্য আমি এগুলোকে সমর্থন করি না)। কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি টাকা জমা হয় তাতে ওনাদের গায়ে জ্বালা ধরে। উনারা যে এক রাতে ক্লাবে কোটি টাকা খরচ করে তাতে ওনাদের গায়ে জ্বালা ধরে না। এনারা দুনিয়ার কোন খোঁজ খবরই রাখে না। ভাবখানা দেখায় সে যা জানে তার বাইরে দুনিয়ায় আর কিছু ঘটে না। ওই যে ছবিতে দেখেন নিউইয়র্কের সবথেকে বনেদি জায়গা পৃথিবীর সব ধনীরা যেখানে থাকে সেই লং আইল্যান্ডের একেবারে শেষ মাথায় আটলান্টিক মহাসাগরের পাশে একটা লাইট হাউজ আছে, আজ থেকে প্রায় ২০০ বছর আগের, জায়গাটির নাম মনটেক। সেখানে দেখেন কিছু মানুষ একত্রিত হয়ে তারা প্রার্থনা করছে। আমেরিকার মতো উন্নত দেশেও এই জাতীয় প্রার্থনা হয়ে থাকে। চোখ কান খোলা রাখেন দুনিয়ার খোঁজ খবর রাখেন। কুয়োর ব্যাঙের মতো মনে কইরেন না আমি যা জানি পৃথিবীতে এর বাইরে কিছু নাই। আমেরিকার পেনিসেলডেনিয়াতে আমিষ বলে একটা জাতি আছে তারা আধুনিক সভ্যতাকে বিশ্বাসই করে না তারা তাদের মত করে জীবন ধারণ করে। আমেরিকাতে আরেকটা গোষ্ঠী আছে তারা এখনো বিশ্বাস করে পৃথিবীর হচ্ছে চ্যাপ্টা। আমেরিকা তো তাদেরকে কোন ডিস্টার্ব করে না তারা তাদের বিশ্বাস নিয়ে থাকুক ক্ষতি কি। পাছায় আঙ্গুল দেয়ার কি দরকার।
গণতন্ত্রের কথা কইবেন আবার অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন। হিজাব পরে কেন বইলা চিল্লাইবেন এটা তো ঠিক না। স্ববিরোধী চরিত্র পরিহার করা উচিত। সব সময় মনে রাখা উচিত আমার জানাই শেষ জানা না আমার জ্ঞান শেষ জ্ঞান না এরপরেও আরো জ্ঞান আছে।

01/03/2024

মৃত্যু ছোট থেকে বড় , ধনী থেকে গরিব, ফকির থেকে বাদশা। সকলের একদিন মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে সকল কিছুই অস্বীকার করলে ,মৃত্যুকে অস্বীকার করা যাবে না। মৃত্যু এক চিরন্তন সত্য। সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে।
শুভ রাত্রি বন্ধুরা।

অদ্ভুত এক আঁধার নেমে এসেছে পৃথিবীতে আজ ,আজ যারা অন্ধ, সবচেয়ে বেশি চোখে দেখে তারা।শুভ কামনা রইল।শুভ দুপুর।
13/12/2023

অদ্ভুত এক আঁধার নেমে এসেছে পৃথিবীতে আজ ,
আজ যারা অন্ধ, সবচেয়ে বেশি চোখে দেখে তারা।

শুভ কামনা রইল।
শুভ দুপুর।

08/12/2023

ক্ষণস্থায়ী এই পৃথিবীতে প্রতিটি মানুষের একটা নিজস্ব জগৎ থাকে।

জাগতিক নানাবিধ যন্ত্রণা ভুলে ওখানটাতে সে নিজের মত করে ভালো থাকতে চায়।

হতে পারে সে ভালো থাকাটা প্রিয়জনের সান্নিধ্যে, একাকীত্বে, গানে কিংবা বন্ধুদের সাথে আড্ডায় কিংবা সিগারেটের ধোঁয়ায়।

যে যেভাবে পারে, সেভাবেই সুখ খুঁজে নেয়।

তাতে আপনার কিংবা আমার প্রবলেম টা কোথায়?

অন্যের ব্যক্তিগত জগতে নাক ঢুকিয়ে কেন তার ভালো থাকা বিঘ্নিত করার চেষ্টা করে চলি আমরা?

আপনি নিজে সুখী নন, তার মানেই কিন্তু অন্যেরা দু:খী নয়।

নাক থাকলেই সব জায়গায়,সব সময়, সবার ব্যক্তিগত ব্যাপারে সেটা গলাতেও যাবেন না।

হুট করে নাক হারিয়ে কিন্তু দিনের শেষে নিজেই সারাজীবন নাককাটা হয়ে থেকে যেতে পারেন।

01/12/2023

কলকাতা থেকে নদী পথে ঢাকা রুটে চালু হল লঞ্চ সার্ভিস, ৪ নভেম্বর কলকাতা থেকে বাংলাদেশে প্রথম বারের মত
লঞ্চ ছাড়বে।

ভাড়ার তালিকা :
সিঙ্গেল স্লিপার বেড ৬,০০০ টাকা
ডাবল স্লিপার বেডঃ ১০,০০০ টাকা
সিঙ্গেল কেবিন : ১২,০০০ টাকা
ডাবল কেবিন :২০৪০০ টাকা।
ফ্যামিলি কেবিন :২৫২০০ টাকা
ভিআইপি কেবিন :৩০০০০ টাকা
প্রিমিয়াম ভিআইপি কেবিন ৫০৪০০ টাকা।

কলকাতা থেকে ছাড়বে :৪ ডিসেম্বর,সকাল ১০.০০ হাওড়া পুলিশ জেটি ঘাট।

রুট:ঢাকা(হাসনাবাদ ফেরীঘাট)- চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী- মোরেলগঞ্জ-মংলা(সুন্দরবন)-আংটিহারা-হেমনগর(ভারত)-বালি(সুন্দরবন)-ভগবতপুর-নামখানা-ডায়মন্ড হারবার-কলকাতা পুলিশ জেটি।

সূত্র:BIWTA

কক্সবাজারের দর্শনীয় স্থান সমুহ । ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ, কক্সবাজার ০৩. লাভনী পয়েন্ট সী বিচ, কক্সবাজা...
25/11/2023

কক্সবাজারের দর্শনীয় স্থান সমুহ ।

০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ, কক্সবাজার
০৩. লাভনী পয়েন্ট সী বিচ, কক্সবাজার
০৪. সুগন্ধা বিচ, কক্সবাজার
০৪. ইনানী সী বিচ, কক্সবাজার
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. লাল দীঘির পাড়, কক্সবাজার
সার্বিক সহযোগিতায়ঃ
's Travel Map

Good morning

চার বছর পর রেলওয়ের নতুন সময়সূচী আস্তে চলেছে। ১লা ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া পশ্চিমাঞ্চলের চুড়ান্ত সকল ট্রেনের সময়সূ...
18/11/2023

চার বছর পর রেলওয়ের নতুন সময়সূচী আস্তে চলেছে। ১লা ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া পশ্চিমাঞ্চলের চুড়ান্ত সকল ট্রেনের সময়সূচী দেখে নিন-

৭০৫ একতা – ঢাকা ছাড়বে ১০:১৫ – পঞ্চগড় পৌঁছাবে ২১০০
৭০৬ একতা – পঞ্চগড় ছাড়বে ২১:১০ – ঢাকা পৌঁছাবে ০৭৫০
৭১৩ করতোয়া – সান্তাহার ছাড়বে ০৯:১৫ – বুড়িমারী পৌঁছাবে ১৫৪৫ (বুধ)
৭১৪ করতোয়া – বুড়িমারী ছাড়বে ১৬:১০ – সান্তাহার পৌঁছাবে ২২৪০ (বুধ)
৭১৫ কপোতাক্ষ – খুলনা ছাড়বে ০৬:৪৫ – রাজশাহী পৌঁছাবে ১২২০ (শুক্র)
৭১৬ কপোতাক্ষ – রাজশাহী ছাড়বে ১৪:৩০ – খলনা পৌঁছাবে ২০৩০ (শুক্র)
৭২৫ সুন্দরবন – খুলনা ছাড়বে ২১:৪৫ – ঢাকা পৌঁছাবে ০৫১০ (মঙ্গল - ভায়া পদ্মা সেতু)
৭২৬ সুন্দরবন – ঢাকা ছাড়বে ০৮:১৫ – খুলনা পৌঁছাবে ১৫৫০ (বুধ - ভায়া পদ্মা সেতু)
৭২৭ রুপসা – খুলনা ছাড়বে ০৭:১৫ – চিলাহাটি পৌঁছাবে ১৭০৫ (বৃহ)
৭২৮ রুপসা – চিলাহাটি ছাড়বে ০৮:৩০ – খলনা পৌঁছাবে ১৮২০ (বৃহ)
৭৩১ বরেন্দ্র – রাজশাহী ছাড়বে ১৫:০০ – চিলাহাটি পৌঁছাবে ২১৩৫ (রবি)
৭৩২ বরেন্দ্র – চিলাহাটি ছাড়বে ০৫:০০ – রাজশাহী পৌঁছাবে ১১১০ (রবি)
৭৩৩ তিতুমীর – রাজশাহী ছাড়বে ০৬:২০ – চিলাহাটি পৌঁছাবে ১৩০০ (বুধ)
৭৩৪ তিতুমীর – চিলাহাটি ছাড়বে ১৫:০০ – রাজশাহী পৌঁছাবে ২১৩০ (বুধ)
৭৪৭ সীমান্ত – খুলনা ছাড়বে ২১:১৫ – চিলাহাটি পৌঁছাবে ০৬৪৫ (সোম)
৭৪৮ সীমান্ত – চিলাহাটি ছাড়বে ১৮:৪৫ – খলনা পৌঁছাবে ০৪২০ (সোম)
৭৫১ লালমনি – ঢাকা ছাড়বে ২১:৪৫ – লালমনিরহাট পৌঁছাবে ০৭৩০ (শুক্র)
৭৫২ লালমনি – লালমনিরহাট ছাড়বে ১০:০০ – ঢাকা পৌঁছাবে ১৯৪০ (শুক্র)
৭৫৩ সিল্কসিটি – ঢাকা ছাড়বে ১৪:৪০ – রাজশাহী পৌঁছাবে ২০৩০ (রবি)
৭৫৪ সিল্কসিটি – রাজশাহী ছাড়বে ০৭:৪০ – ঢাকা পৌঁছাবে ১৩২০ (রবি)
৭৫৫ মধুমতি – ঢাকা ছাড়বে ১৫:০০ – রাজশাহী পৌঁছাবে ২২৪০ (বুধ - ভায়া পদ্মা সেতু)
৭৫৬ মধুমতি – রাজশাহী ছাড়বে ০৬:৪০ – ঢাকা পৌঁছাবে ১৪০০ (বুধ - ভায়া পদ্মা সেতু)
৭৫৭ দ্রুতযান – ঢাকা ছাড়বে ২০:০০ – পঞ্চগড় পৌঁছাবে ০৬৪৫
৭৫৮ দ্রুতযান – পঞ্চগড় ছাড়বে ০৭:২০ – ঢাকা পৌঁছাবে ১৮৫৫
চাঁপাই শাটল ২ – চাঁপাই ছাড়বে ১৪:২০ – রাজশাহী ১৫৪০
৭৬০ পদ্মা – রাজশাহী ছাড়বে ১৬:০০ – ঢাকা পৌঁছাবে ২১২৫ (মঙ্গল)
৭৫৯ পদ্মা – ঢাকা ছাড়বে ২২:৪৫ – রাজশাহী পৌঁছাবে ০৪২৫ (মঙ্গল)
চাঁপাই শাটল ১ – রাজশাহী ছাড়বে ০৫:৫০ – চাঁপাই পৌঁছাবে ০৭১৫
৭৬১ সাগরদাঁড়ি – খুলনা ছাড়বে ১৬:০০ – রাজশাহী পৌঁছাবে ২২০০ (সোম)
৭৬২ সাগরদাঁড়ি – রাজশাহী ছাড়বে ০৬:০০ – খলনা পৌঁছাবে ১২১০ (সোম)
৭৬৩ চিত্রা – খুলনা ছাড়বে ০৯:০০ – ঢাকা পৌঁছাবে ১৮০৫ (রবি)
৭৬৪ চিত্রা – ঢাকা ছাড়বে ১৯:৩০ – খুলনা পৌঁছাবে ০৫০০ (রবি)
৭৬৫ নীলসাগর – ঢাকা ছাড়বে ০৬:৪৫ – চিলাহাটি পৌঁছাবে ১৬০০ (সোম)
৭৬৬ নীলসাগর – চিলাহাটি ছাড়বে ২০:০০ – ঢাকা পৌঁছাবে ০৫৩০ (মঙ্গল)
৭৬৭ দোলনচাঁপা – সান্তাহার ছাড়বে ১১:০০ – পঞ্চগড় পৌঁছাবে ২০২০ (রবি)
৭৬৮ দোলনচাঁপা – পঞ্চগড় ছাড়বে ০৬:০০ – সান্তাহার পৌঁছাবে ১৬১০ (রবি)
চাঁপাই শাটল ৩ – রাজশাহী ছাড়বে ১৭:১৫ – চাঁপাই পৌঁছাবে ১৮৪০
চাঁপাই শাটল ৪ – চাঁপাই ছাড়বে ২১:৪৫ – রাজশাহী পৌঁছাবে ২২৫৫
৭৭০ ধূমকেতু – রাজশাহী ছাড়বে ২৩:২০ – ঢাকা পৌঁছাবে ০৫০০ (বুধ)
৭৬৯ ধূমকেতু – ঢাকা ছাড়বে ০৬:০০ – রাজশাহী পৌছাবে ১১৪০ (বৃহ)
৭৭১ রংপুর – ঢাকা ছাড়বে ০৯:১০ – রংপুর পৌঁছাবে ১৯১০ (সোম)
৯৭ নং কুড়িগ্রাম শাটল ১ – লালমনিরহাট ছাঃ ১৭:৩০ – কুড়িগ্রাম পৌঃ ১৯২০
৯৮ নং কুড়িগ্রাম শাটল ২ – কুড়িগ্রাম ছাঃ ১৯:৪০ – কাউনিয়া ২০৩৫
৭৭২ রংপুর – রংপুর ছাড়বে ২০:১০ – ঢাকা পৌঁছাবে ০৬০৫ (রবি)
৭৭৫ সিরাজগঞ্জ – সিরাজগঞ্জ ছাড়বে ০৬:০০ – ঢাকা পৌঁছাবে ১০১০ (শনি)
৭৭৬ সিরাজগঞ্জ – ঢাকা ছাড়বে ১৬:১৫ – সিরাজগঞ্জ পৌঁছাবে ২০৪০ (শনি)
১০৯ নং ঢালারচর শাটল ১ – ঈশ্বরদী ছাঃ ০৪:২০ – ঢালারচর পৌঃ ০৬৩০ (মঙ্গল)
৭৭৯ ঢালারচর – ঢালারচর ছাড়বে ০৭:০০ – চাঁপাই পৌঁছাবে ১১৫০ (মঙ্গল)
৭৮০ ঢালারচর – চাঁপাই ছাড়বে ১৫:৩০ – ঢালারচর পৌঁছাবে ২০৪৫ (মঙ্গল)
১১০ নং ঢালারচর শাটল ২ – ঢালারচর ছাঃ ২১:১০ – ঈশ্বরদী পৌঃ ২৩২৫ (মঙ্গল)
৭৮৩ টুঙ্গীপাড়া – গোবরা ছাড়বে ০৬:৪০ – রাজশাহী পৌঁছাবে ১৩১৫ (মঙ্গল)
৭৮৪ টুঙ্গীপাড়া – রাজশাহী ছাড়বে ১৫:৩০ – গোবরা পৌঁছাবে ২২১০ (সোম)
৭৯১ বনলতা – ঢাকা ছাড়বে ১৩:৩০ – চাঁপাই পৌঁছাবে ১৯৩০ (শুক্র)
৭৯২ বনলতা – চাঁপাই ছাড়বে ০৬:০০ – ঢাকা পৌঁছাবে ১১৩৫ (শুক্র)
৭৯৩ পঞ্চগড় – ঢাকা ছাড়বে ২৩:৩০ – পঞ্চগড় পৌঁছাবে ০৯:৫০
৭৯৪ পঞ্চগড় – পঞ্চগড় ছাড়বে ১২:২০ – ঢাকা পৌঁছাবে ২১৫৫
৭৯৫ বেনাপোল – বেনাপোল ছাড়বে ১৩:০০ – ঢাকা পৌঁছাবে ২০৪৫ (বুধ - ভায়া পদ্মা সেতু)
৭৯৬ বেনাপোল – ঢাকা ছাড়বে ২৩:৪৫ – বেনাপোল পৌঁছাবে ০৭২০ (বুধ - ভায়া পদ্মা সেতু)
৭৯৭ কুড়িগ্রাম – ঢাকা ছাড়বে ২০:৪৫ – কুড়িগ্রাম পৌঁছাবে ০৬১০ (বুধ)
৭৯৮ কুড়িগ্রাম – কুড়িগ্রাম ০৭:২০ – ঢাকা পৌঁছাবে ১৭১৫ (বুধ)
৮০৩ বাংলাবান্ধা – রাজশাহী ছাড়বে ২১:০০ – পঞ্চগড় পৌঁছাবে ০৪৩০ (শুক্র)
৮০৪ বাংলাবান্ধা – পঞ্চগড় ছাড়বে ০৯:০০ – রাজশাহী পৌঁছাবে ১৭৩৫ (শনি)
৮০৫ চিলাহাটি – ঢাকা ছাড়বে ১৭:০০ – চিলাহাটি পৌঁছাবে ০৩০০ (শনি)
৮০৬ চিলাহাটি – চিলাহাটি ছাড়বে ০৬:০০ – ঢাকা পৌঁছাবে ১৪৫০ (শনি)
১১১ নং পাবনা শাটল ১ – ঈশ্বরদী ০৬:৩০ – পাবনা পৌঃ ০৭২০ (বুধ)
৮০৮ পাবনা – পাবনা ছাড়বে ০৮:০০ – ঢাকা পৌঁছাবে ১৪:০০ (বুধ)
৮০৭ পাবনা – ঢাকা ছাড়বে ১৫:২৫ – পাবনা পৌঁছাবে ২১৪০ (বুধ)
১১২ নং পাবনা শাটল ২ – পাবনা ছাঃ ২২:০০ – ঈশ্বরদী পৌঃ ২২৫০ (বুধ)
১১৩ নং বুড়িমারী শাটল ১ – লালমনিরহাট ছাঃ ১৪:৩০ – বুড়িমারী পৌঁঃ ১৬:৩০ (মঙ্গল)
১১৪ নং বুড়িমারী শাটল ২ – বুড়িমারী ছাঃ ১৬:৫০ – লালমনিরহাট পৌঃ ১৮:৫০ (মঙ্গল)
৮১০ নং বুড়িমারী এক্সপ্রেস – লালমনিরহাট ছাড়বে ২১:১০ – ঢাকা পৌঁছাবে ৭:০০ (মঙ্গল)
৮০৯ নং বুড়িমারী এক্সপ্রেস – ঢাকা ছাড়বে ৮:৩০ – লালমনিরহাট পৌঁছাবে ১৮:১০ (মঙ্গল)
১১৫ নং বুড়িমারী শাটল ৩ – লালমনিরহাট ছাঃ ১৯:১০ – বুড়িমারী পৌঃ ২১:১০ (মঙ্গল)
১১৬ নং বুড়িমারী শাটল ৪ – বুড়িমারী ছাঃ ২১:৩০ – লালমনিরহাট পৌঃ ২৩:৩০ (মঙ্গল)
১০৭ নং টাঙ্গাইল কমিউটার ১ – বিবিসেতুপূর্ব ছাড়বে ০৬:৩০ – ঢাকা পৌঁছাবে ০৯১০ (শুক্র)
১০৮ নং টাঙ্গাইল কমিউটার ২ – ঢাকা ছাড়বে ১৮:০০ – বিবিসেতুপূর্ব পৌঁছাবে ২০:৩০ (শুক্র)
+++++++++++++++++
৫ আপ রাজশাহী এক্সপ্রেস – ঢাকা ছাড়বে ১২:১৫ – চাঁপাই পৌঁছাবে ২২০০
৬ ডাউন রাজশাহী এক্সপ্রেস – চাঁপাই ছাড়বে ০৮:৩০ – ঈশ্বরদী পৌঁছাবে ১২৪০
৯৯ আপ ঢাকা কমিউটার – ঈশ্বরদী ছাড়বে ০৫:০০ – ঢাকা পৌঁছাবে ১১০৫
৭ আপ উত্তরবঙ্গ মেইল – সান্তাহার ছাড়বে ০৯:৪৫ – পঞ্চগড় পৌঁছাবে ২২০৫
৮ ডাউন উত্তরবঙ্গ মেইল – পঞ্চগড় ছাড়বে ০৯:২০ – সান্তাহার পৌঁছাবে ২২৫৫
১৫ আপ মহানন্দা – খুলনা ছাড়বে ১১:০০ – চাঁপাই পৌঁছাবে ২১১০
৫৮৫ নং লোকাল – চাঁপাই ছাড়বে ২৩:৩০ – রহনপুর পৌঁছাবে ০১২০
১৬ ডাউন মহানন্দা – রহনপুর ছাড়বে ০৬:০০ – খুলনা পৌঁছাবে ১৬৪০
১৯ আপ বগুড়া কমিউটার – সান্তাহার ছাড়বে ১৩:৫০ – লালমনিরহাট পৌঁছাবে ২০৪০
২০ ডাউন বগুড়া কমিউটার – লালমনিরহাট ছাড়বে ০৬:১০ – সান্তাহার পৌঁছাবে ১২৪৫
২১ আপ পদ্মরাগ কমিউটার – সান্তাহার ছাড়বে ০৬:৩০ – লালমনিরহাট পৌঁছাবে ১২৪০
২২ ডাউন পদ্মরাগ কমিউটার – লালমনিরহাট ছাড়বে ১৪:০০ – সান্তাহার পৌঁছাবে ২০২০
২৩ আপ রকেট – খুলনা ছাড়বে ০৯:৩০ – পার্বতীপুর পৌঁছাবে ২১:২৫
২৭ আপ ঘাঘট – পার্বতীপুর ছাড়বে ২৩:০০ – চিলাহাটি পৌঁছাবে ০০:৪০
২৮ ডাউন ঘাঘট – চিলাহাটি ছাড়বে ০৬:৫০ – পার্বতীপুর পৌঁছাবে ০৮:৩৫
২৪ ডাউন রকেট – পার্বতীপুর ছাড়বে ০৮:৫৫ – খুলনা পৌঁছাবে ২৩:০০
২৫ আপ নকশিকাঁথা – খুলনা ছাড়বে ২৩:৩০ – ঢাকা পৌঁছাবে ১০১০ (ভায়া পদ্মা সেতু)
২৬ ডাউন নকশিকাঁথা – ঢাকা ছাড়বে ১১:৪০ – খুলনা পৌঁছাবে ২২২০ (ভায়া পদ্মা সেতু)
৩১ আপ উত্তরা – রাজশাহী ছাড়বে ১১:৪৫ – পার্বতিপুর পৌঁছাবে ২০১০
৩২ ডাউন উত্তরা – পার্বতিপুর ছাড়বে ০৩:৩০ – রাজশাহী পৌঁছাবে ১০০০
৪১ আপ কাঞ্চন – পার্বতীপুর ছাড়বে ০৮:০০ – পঞ্চগড় পৌঁছাবে ১৩০৫
৪২ ডাউন কাঞ্চন – পঞ্চগড় ছাড়বে ১৫:১৫ – পার্বতীপুর পৌঁছাবে ১৯১৫
৫৩ আপ বেতনা এক্সপ্রেস ১ – খুলনা ছাড়বে ০৬:১৫ – বেনাপোল পৌঁছাবে ০৮৩০
৯৬ ডাউন বেতনা এক্সপ্রেস ২ – বেনাপোল ছাড়বে ০৯:১৫ – খুলনা পৌঁছাবে ১১৪৫
৯৫ আপ বেতনা এক্সপ্রেস ৩ – খুলনা ছাড়বে ১২:৪৫ – বেনাপোল পৌঁছাবে ১৫০০
৫৪ ডাউন বেতনা এক্সপ্রেস ৪ – বেনাপোল ছাড়বে ১৭:০০ – খুলনা পৌঁছাবে ১৯৩০
৫৭ আপ ঈশ্বরদী কমিউটার – ঈশ্বরদী ছাড়বে ০৭:০০ – রহনপুর পৌঁছাবে ১১১০ (সোম)
৭৮ ডাউন রহনপুর কমিউটার – রহনপুর ছাড়বে ১২:২০ – রাজশাহী পৌঁছাবে ১৪০০ (সোম)
৭৭ আপ রহনপুর কমিউটার – রাজশাহী ছাড়বে ১৫:০০ – রহনপুর পৌঁছাবে ১৬৩০ (সোম)
৫৮ ডাউন ঈশ্বরদী কমিউটার – রহনপুর ছাড়বে ১৭:০০ – ঈশ্বরদী পৌঁছাবে ২০১০ (সোম)
৫৯ আপ রামসাগর – বোনারপাড়া ছাড়বে ০৬:৩০ – পার্বতীপুর পৌঁছাবে ১১১০
৬০ ডাউন রামসাগর – পার্বতীপুর ছাড়বে ১৮:২০ – বোনারপাড়া পৌঁছাবে ২২৫০
৬১ আপ দিনাজপুর কমিউটার – লালমনিরহাট ছাড়বে ০৬:৩০ – বিরল পৌঁছাবে ১০০৫
৬২ ডাউন দিনাজপুর কমিউটার – বিরল ছাড়বে ১০:২৫ – লালমনিরহাট পৌঁছাবে ১৪৩৫
৭১ আপ বুড়িমারী কমিউটার ৩ – লালমনিরহাট ছাড়বে ১৫:০০ – বুড়িমারী পৌঁছাবে ১৭৪০
৭২ ডাউন বুড়িমারী কমিউটার ৪ – বুড়িমারী ছাড়বে ১৮:০০ – লালমনিরহাট পৌঁছাবে ২০২৫
৬৪ ডাউন লালমনি কমিউটার ২ – পার্বতিপুর ছাড়বে ০৬:০০ – লালমনিরহাট পৌঁছাবে ০৮০৫
৬৫ আপ বুড়িমারী কমিউটার ১ – লালমনিরহাট ছাড়বে ০৮:১৫ – বুড়িমারী পৌঁছাবে ১০৪০
৬৬ ডাউন বুড়িমারী কমিউটার ২ – বুড়িমারী ছাড়বে ১১:০০ – লালমনিরহাট পৌঁছাবে ১৩১৫
৬৩ আপ লালমনি কমিউটার ১ – লালমনিরহাট ছাড়বে ১৩:২৫ – পার্বতীপুর ১৫৩৫
৬৯ আপ পার্বতীপুর কমিউটার – লালমনিরহাট ছাড়বে ১৬:৪৫ – পার্বতিপুর পৌঁছাবে ১৯২০
৭০ ডাউন পার্বতীপুর কমিউটার – পার্বতীপুর ছাড়বে ২০:২০ – লালমনিরহাট পৌঁছাবে ২২২৫
১১৭ নং চিলমারী কমিউটার ১ – কাউনিয়া ছাঃ ২১:০০ – রমনা পৌঃ ২৩৩০
১১৮ নং চিলমারী কমিউটার ২ – রমনা ছাঃ ০৮:০০ – রংপুর পৌঃ ১১১০
১০০ নং লালমনি কমিউটার ৩ – রংপুর ছাঃ ১১:৩০ – লালমনিরহাট পৌঃ ১২৩০
১০১ নং রাজবাড়ী এক্সপ্রেস ১ – রাজবাড়ী ছাঃ ০৬:০০ – ভাঙ্গা পৌঃ ০৭৪০
১০২ নং রাজবাড়ী এক্সপ্রেস ২ – ভাঙ্গা ছাঃ ০৮:১০ – রাজবাড়ী পৌঃ ০৯৫০
১০৩ নং ভাটিয়াপাড়া এক্সপ্রেস ১ – রাজবাড়ী ছাঃ ১০:১০ – ভাঙ্গা পৌঃ ১৩১৫
১০৪ নং ভাটিয়াপাড়া এক্সপ্রেস ২ – ভাঙ্গা ছাঃ ১৩:৪০ – রাজবাড়ী পৌঃ ১৬৩৫
১০৫ নং রাজবাড়ী এক্সপ্রেস ৩ – রাজবাড়ী ছাঃ ১৭:০০ – ভাঙ্গা পৌঃ ১৮৪৫
১০৬ নং রাজবাড়ী এক্সপ্রেস ৪ – ভাঙ্গা ছাঃ ২০:০০ – রাজবাড়ী পৌঃ ২১৪৫
ডেমু – রংপুর কমিউটার ২ – পার্বতীপুর ছাড়বে ০৯:৪৫ – লালমনিরহাট পৌঁছাবে ১১৩৫ (সোম)
ডেমু – রংপুর কমিউটার ১ – লালমনিরহাট ছাড়বে ১২:১০ – পার্বতীপুর পৌঁছাবে ১৪২০ (সোম)
ডেমু – পঞ্চগড় কমিউটার ১ – পার্বতীপুর ছাড়বে ১৫:২০ – পঞ্চগড় পৌঁছাবে ১৮১০ (সোম)
ডেমু – পঞ্চগড় কমিউটার ২ – পঞ্চগড় ছাড়বে ১৮:২০ – পার্বতীপুর পৌঁছাবে ২১৪০ (সোম)
৪১৫ নং লোকাল – রমনা ছাড়বে ০৮:৪০ – তিস্তা পৌঁছাবে ১০৩০
৪১৬ নং লোকাল – তিস্তা ছাড়বে ১০:৫০ – রমনা পৌঁছাবে ১২৪৫
৪২১ নং লোকাল – তিস্তা ছাড়বে ১৩:২০ – পার্বতীপুর পৌঁছাবে ১৮১০
৪২২ নং লোকাল – পার্বতীপুর ছাড়বে ০৪:২৫ – রমনা পৌঁছাবে ০৮২০
৪৫৫ নং লোকাল – লালমনিরহাট ছাড়বে ১৮:৩০ – বুড়িমারী পৌঁছাবে ২১০০
৪৫৬ নং লোকাল – বুড়িমারী ছাড়বে ০৬:৩০ – লালমনিরহাট পৌঁছাবে ০৯০০
৪৬১ নং লোকাল – লালমনিরহাট ছাড়বে ০৯:২০ – পার্বতীপুর পৌঁছাবে ১১৩০
৪৬২ নং লোকাল – পার্বতীপুর ছাড়বে ১৬:০০ – লালমনিরহাট পৌঁছাবে ১৮১০
৪৯২ নং লোকাল – বোনারপাড়া ছাড়বে ০৭:০০ – সান্তাহার পৌঁছাবে সকাল ১০১০
৪৯১ নং লোকাল – সান্তাহার ছাড়বে ১৮:০০ – বোনারপাড়া পৌঁছাবে ২১১০
৫১৩ নং লোকাল – রাজবাড়ী ছাড়বে ০৬:১৫ – গোয়ালন্দ পৌঁছাবে ০৭০০
৫০৬ নং লোকাল – গোয়ালন্দ ছাড়বে ০৭:৩০ – পোড়াদহ পৌঁছাবে ১১১৫
৫০৫ নং লোকাল – পোড়াদহ ছাড়বে ১১:৪৫ – গোয়ালন্দ পৌঁছাবে ১৫৩০
৫০৮ নং লোকাল- গোয়ালন্দ ছাড়বে ১৬:০০ – পোড়াদহ পৌঁছাবে ১৯২০
৫০৭ নং লোকাল – পোড়াদহ ছাড়বে ২০:০০ – রাজবাড়ী পৌঁছাবে ২২২০
৫৬৩ নং লোকাল – ঈশ্বরদী ছাড়বে ০৪:০০ – রহনপুর পৌঁছাবে ০৮৩০
৫৮২ নং লোকাল – রহনপুর ছাড়বে ০৮:৫০ – চাঁপাই পৌঁছাবে ০৯৫০
৫৬৬ নং লোকাল – চাঁপাই ছাড়বে ১০:১০ – রাজশাহী পৌঁছাবে ১১৪৫
৫৬৫ নং লোকাল – রাজশাহী ছাড়বে ১৩:০০ – চাঁপাই পৌঁছাবে ১৫০০
৫৮১ নং লোকাল – চাঁপাই ছাড়বে ১৫:৩৫ – আমনুরা পৌঁছাবে ১৫৫৫
৫৮৪ নং লোকাল – আমনুরা ছাড়বে ১৬:২০ – চাঁপাই পৌঁছাবে ১৬৪০
৫৮৩ নং লোকাল – চাঁপাই ছাড়বে ১৭:১৫ – রহনপুর পৌঁছাবে ১৮৩৫
৫৬৪ নং লোকাল – রহনপুর পৌঁছাবে ১৯:১৫ – ঈশ্বরদী পৌঁছাবে ২৩৫৫-

ভোলা সদর উপজেলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভেসে উঠেছে নয়নাভিরাম এক চর, যার নাম চর কু...
16/11/2023

ভোলা সদর উপজেলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভেসে উঠেছে নয়নাভিরাম এক চর, যার নাম চর কুকরি মুকরি। চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রকৃতির বুকে নিজেকে বিলীন করে দিতে চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য এই চরে। এখানে দেখতে পাবেন নানা প্রজাতির পশু-পাখি ও সরীসৃপ প্রাণী। শিয়ালের দল, হরিণের পাল, আর বন্য মহিষের বিশাল বাহিনীগুলো নিজ চোখে দেখবেন এই চরে। নাম না জানা হাজার রকমের গাছের সাথে সারি সারি নারিকেল গাছ আর বিশাল বালুকাময় চরটি দেখে মনে হবে আপনার অবস্থান কোন এক সৈকত পাড়ে। শীতকালে দেখা মিলবে হাজার হাজার অতিথি পাখির।

সাগর-নদী-ম্যানগ্রোভ বনের সৌন্দর্য এক সাথে উপভোগ করতে চাইলে চর কুকরী মুকরীই সেরা জায়গা বলে মনে করি। পর্যটকদের সুবিধার্থে চর কুকরি মুকরি তে আন্তর্জাতিক মানের একটি রেষ্টুরেন্ট স্থাপন করা হয়।

শীতকালে চর কুকরি মুকরির আসল সৌন্দর্য উপভোগ করা যায়। আবার এখানে ক্যাম্পিং করার জন্য শীতকালেই উপযুক্ত সময়। বর্ষায় চরের অধিকাংশ অংশই ডুবন্ত থাকে তাই বর্ষাকালে চর কুকরি মুকরি ভ্রমণ না করাই শ্রেয়। চর কুকরি মুকরি ভ্রমণের জন্য নভেম্বর-মার্চ মাস সবচেয়ে উপযুক্ত সময়।

চর কুকরি মুকরিতে যেতে নদী পথ হচ্ছে সবচেয়ে সহজ উপায়। নদী পথে যাতায়াতে খরচ ও শারীরিক কষ্ট কম হয়। ঢাকার সদরঘাট থেকে বেতুয়াঘাট, চরফ্যাসন গামী লঞ্চে উঠতে হবে। এই পথে তাসরিফ, কর্ণফুলী, ফারহান ইত্যাদি লঞ্চ নিয়মিত যাতায়াত করে। এসব লঞ্চের ডেকের ভাড়া ৩০০ থেকে ৫০০ টাকা, সিঙ্গেল কেবিন ভাড়া ১০০০-১২০০ টাকা এবং ডাবল কেবিন ভাড়া নিতে ২০০০ থেকে ২২০০ টাকা লাগে। ঘাট থেকে ১০০-১২০ টাকা মোটর সাইকেল ভাড়া করে কিংবা ৪০ থেকে ৫০ টাকা ভাড়ায় টেম্পোতে চরে চরফ্যাশন সদরে এসে সেখান থেকে ৩০ টাকা বাস ভাড়া অথবা ১৫০-১৮০ টাকা মোটর সাইকেল ভাড়ায় দক্ষিণ আইচা আসুন। দক্ষিন আইচা থেকে ১০ থেকে ১৫ টাকায় টাকায় টেম্পো বা মোটরসাইকেল ভাড়ায় চর কচ্ছপিয়া যেতে পারবেন। চর কচ্ছপিয়া থেকে ৫০ থেকে ৬০ টাকায় ট্রলারে চেপে অথবা অথবা ১৫০-১৮০ টাকা ভাড়ায় স্পীডবোটে চেপে পৌঁছে যাবেন চর কুকরি-মুকরি। এছাড়া ট্রলার রিজার্ভ করেও যেতে পারবেন এক্ষেত্রে আপনাকে ৮০০ থেকে ১০০০ টাকা খরচ করতে হবে।
থাকার ব্যবস্থা:-
কুকরী-মুকরিতে হোমস্টে সার্ভিস চালু রয়েছে সেখানে থাকতে পারবেন। এছাড়া বন বিভাগের রেস্ট হাউসে অনুমতি নিয়ে রাত্রি যাপন করতে পারবেন। রেস্ট হাউজে থাকতে চাইলে আগেই জানিয়ে যাওয়া ভালো। রেস্ট হাউসের রুমগুলোর ভাড়া ২০০০-৫০০০ টাকা। হোম স্টের ক্ষেত্রে জন প্রতি ৫০০-১০০০ টাকা ভাড়ায় থাকতে পারবেন। হোম স্টে সার্ভিসের জন্য যোগাযোগের ফোন নম্বর- ০১৭৪৬৭৬৫৯৫৯, ০১৭১১৫৮০৬৮০

কোথায় কোথায় ঘুরবেন:-

কুকরি তে নারকেল বাগান, বিভিন্ন বিচ্ছিন্ন খালের মোহনায় রঙ্গিন নৌকায় চেপে প্রকৃতি ও প্রতিবেশ দর্শন যেখানে ভাগ্য ভালো হলে হরিণের দেখা পেয়ে যেতে পারেন। তারুয়া দ্বীপের লম্ব সমুদ্র সৈকতে স্থান ও রাতে সৈকত তীরবর্তী বনে ক্যাম্পিং করতে পারেন। এছাড়া সমুদ্রে মৎস্য আহরণ, ট্রেইল ট্রাকিং, সি ফুড উপভোগ সহ সোনারচর, শিবচর, মুজিব কেল্লা, মনুয়া বাজার, ওয়াচ টাওয়ার, চেয়ারম্যানের ঘের ও বড় একটা বনের মধ্য দিয়ে নতুন তৈরী রাস্তা। এখানে ঘুরতে হলে বাইকেই ঘুরতে হয়।আর কখনো কখনো নৌকায়।দু'টো দিন যদি শহরের কোলাহল ছেড়ে সাগর বেষ্টিত বন্য পরিবেশের হাতছানি পেতে চান তাহলে চরকুকরী মুকরী উল্লেখযোগ্য স্থান বলে বিবেচিত হবে। তারুয়া সমুদ্র সৈকতকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার লক্ষ্যে দৃষ্টিনন্দিত উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। তাড়ুয়া সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য জন্য ৩০০ ফুট একটি ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে।

16/11/2023

ঢাকা থেকে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার লঞ্চ।

15/11/2023

*** দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি
*** প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর
*** জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর
*** প্রার্থিতা যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর
*** প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর
*** জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর

মেঘনা নদী বেষ্টিত ভোলা জেলার  মনপুরা, চরফ্যাশন ও ইলিশা ঘাটের বিভিন্ন মৌসুমের স্থির চিত্র।ছবি:- আহমেদ ফয়েজ।
14/11/2023

মেঘনা নদী বেষ্টিত ভোলা জেলার মনপুরা, চরফ্যাশন ও ইলিশা ঘাটের বিভিন্ন মৌসুমের স্থির চিত্র।
ছবি:- আহমেদ ফয়েজ।

ভোলায় চালু হতে যাচ্ছে হেরিটেজ বাস। দ্বীপ জেলা ভোলায় ১০০ কিলোমিটার নতুন মহাসড়কে সদর- ইলিশা থেকে চরফ্যাশন বাবুরহাট পর্যন...
14/11/2023

ভোলায় চালু হতে যাচ্ছে হেরিটেজ বাস। দ্বীপ জেলা ভোলায় ১০০ কিলোমিটার নতুন মহাসড়কে সদর- ইলিশা থেকে চরফ্যাশন বাবুরহাট পর্যন্ত কুকরী মুকরিতে ভ্রমণের জন্য হেরিটেজ কোম্পানি ১০টি গাড়ী অচিরেই চালু করতে যাচ্ছে। হেরিটেজ বাস কোম্পানী বর্তমানে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার রোডে লাক্সারিয়াস গাড়ী দিয়ে সেবা প্রদান করে যাচ্ছে।
হেরিটেজ কোম্পানির মালিকের বাড়ি ভোলার লালমোহনে হওয়াতে তিনি ভোলাবাসীর জন্য তাঁর বিলাসবহুল কোম্পানির ১০টি বাস দিয়ে পর্যটন যাত্রী সেবা দিতে চান। ভোলার জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয়।

12/11/2023

Dhaka Cox's bazar Dhaka at first train

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে রেলস্টেশনের নাম এবং ঢাকা থেকে  দুরত্ব।১) ঢাকা    ০০২) তেজগাঁও    ৬.৪৪৩) বনানী     ১০.৮৬৪...
12/11/2023

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে রেল
স্টেশনের নাম এবং ঢাকা থেকে দুরত্ব।

১) ঢাকা ০০
২) তেজগাঁও ৬.৪৪
৩) বনানী ১০.৮৬
৪) ঢাকা ক্যান্টনমেন্ট ১৩.২৭
৫) ঢাকা বিমানবন্দর ১৮.২৮
৬) টঙ্গী জংশন ২২.৯৩
৭) পুবাইল ৩১.৯৯
৮) নলছাটা বিলুপ্ত
৯) আড়িখোলা ৩৯.৬৩
১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭
১১) ঘোড়াশাল ৪৮.০৮
১২) জিনারদী ৫২.৫১
১৩) নরসিংদী ৫৭.৩৪
১৪) আমিরগঞ্জ ৬২.৫৭
১৫) খানাবাড়ী ৬৫.৭৯
১৬) হাঁটুভাঙা ৭০.২২
১৭) মেথিকান্দা ৭৩.৮৪
১৮) শ্রীনিধি ৭৭.৮৬
১৯) দৌলতকান্দি ৮৩.০৯
২০) ভৈরব বাজার জংশন ৮৭.১১
২১) আশুগঞ্জ ৯০.৩১
২২) তালশহর ৯৪.৭৩
২৩) বি বাড়িয়া ১০৩.৯৯
২৪) পাঘাচং ১১০.৮৩
২৫) ভাতশালা ১১৪.৮৫
২৬) আখাউড়া জংশন ১২০.০৮
২৭) গঙ্গাসাগর ১২৪.৫০
২৮) ইমামবাড়ী ১৩০.৫৪
২৯) কসবা ১৩৫.৩৭
৩০) মন্দাবাগ ১৪১.৮১
৩১) সালদানদী ১৪৩.৮২
৩২) শশীদল ১৪৭.৪৫
৩৩) রাজাপুর ১৫৩.৮৯
৩৪) সদর রসুলপুর ১৬১.১৩
৩৫) কুমিল্লা ১৬৭.৫৭
৩৬) ময়নামতি ১৭১.১৯
৩৭) লালমাই ১৭৯.৬৫
৩৮) আলিশ্বর ১৮৫.২৪
৩৯) লাকসাম জংশন ১৯১.১৯
৪০) নাওটি ১৯৮.৮৪
৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭
৪২) হাসানপুর ২০৯.৭০
৪৩) গুনবতি ২১৭.৭৫
৪৪) শর্শদী ২২২.৯৯
৪৫) ফেনি জংশন ২৩১.৪৪
৪৬) কালিদহ ২৩৬.২৭
৪৭) ফাজিলপুর ২৪১.৯০
৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩
৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭
৫০) মাস্তান নগর ২৫৭.২০
©️ BY TRAIN VIEW
৫১) মীরের সরাই ২৬২.৮৩
৫২) বারতাকিয়া ২৬৮.০৭
৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০
৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২
৫৫) সীতাকুণ্ড ২৮৩.৭৬
৫৬) বাড়বকুণ্ড ২৮৯.০০
৫৭) কুমিরা ২৯৭.৮৫
৫৮) ভাটিয়ারী ৩০৭.১১
৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২
৬০) কৈবলাধাম ৩১৪.৭৭
৬১) পাহাড়তলী ৩১৬.৭৮
৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯
৬৩) চট্টগ্রাম ৩২০.৭৯
৬৪) ঝাউতলা ৩২৪.১
৬৫) চট্টগ্রাম পলিটেকনিক ৩২৫.৬৪
৬৬) ষোলশহর জংশন ৩২৬.৯৫
৬৭) জান আলীর হাট ৩৩৩.২৫
৬৮) গোমদন্ডি ৩৩৮.৩৩
৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩
৭০) ধলঘাট ৩৪৬.১৫
৭১) খান মোহনা ৩৪৮.৯৬
৭২) পটিয়া ৩৫১.৩৭
৭৩) চক্রশালা ৩৫৪.১৮
৭৪) খরনা ৩৫৫.৭৯
৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১
৭৬) খানহাট ৩৬১.০২
৭৭) হাসিমপুর ৩৬৪.২৪
৭৮) দোহাজারী ৩৬৭.৮৬
৭৯) সাত কানিয়া ৩৭৬.৬২১
৮০) লোহাগাড়া ৩৮৯.৪৬০
৮১) হারবং ৪০৫.৩৬০
৮২) চকোরিয়া ৪১৬.৯২৫
৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬
৮৪) ইসলামাবাদ ৪৪০.৪৪১
৮৫) রামু ৪৫৭.১০১
৮৬) কক্সবাজার ৪৬৯.৪৩০

09/11/2023

বিন

"সম্পর্ক হচ্ছে ব্যাংক                                একাউন্টের মতন"                     ব্যাংকে আমরা মাসে মাসে যত জমাই, ...
06/11/2023

"সম্পর্ক হচ্ছে ব্যাংক
একাউন্টের মতন"

ব্যাংকে আমরা মাসে মাসে যত জমাই, বছর শেষে সুদসহ তা ফেরত পাই।

সম্পর্কের ব্যাপারটিও তেমনি। এটা ভাবা ভুল হবে যে সম্পর্ক তো তৈরি হয়ে গেছে, "সেটি এমনিতেই টিকে থাকবে"।

"এমনকি ঘনিষ্ট সম্পর্ক যেমন স্বামী-স্ত্রী, মা-বাবার সঙ্গে
সন্তানদের সম্পর্কের ক্ষেত্রেও প্রতিদিন কিছু না কিছু ভালো
কিছু সেখানে জমাতে হবে।

প্রতিদিনই অল্প সল্প অনুরাগ, মনোযোগ, সহায়তা, কৃতজ্ঞতা, ধন্যবাদ বা ভালোবাসা বিনিময় করতে হবে।

ব্যাংকে মাসিক জমার পরিমানে যত বেশী হবে, ঠিক তত বেশী
"হবে আপনার লভ্যাংশ।

তেমনি সম্পর্কের ক্ষেত্রেও যত বেশী বিনিয়োগ করবেন প্র'তি'দিন যত বেশী সে'টিকে চাঙ্গা ও পুনর্জীবিত করবেন তত বেশি
সেটি বলশালী হবে।

"ব্যাংকে একবার কিছু টাকা জমা রেখে আবার যদি ডিপোজিট না করেন বরং সেখান থেকে টাকা তুলতে থাকেন, এক সময় আপনার ব্যাংক একাউন্ট শুন্য হয়ে যাবে।

"তেমনি প্রতিদিনের ঝুট-ঝামেলা, মন কষাকষির কারণে আমাদের সম্পর্কের ভালোবাসার "ম'জু'দ" থেকে অনেকটি হারিয়ে যায়।

"তাই সেই ক্ষয় পুরণের জন্য প্রতিদিনই নতুন ভালোবাসা নতুন অন্তরঙ্গতা জমা করতে হবে।

তা না হলে এক সময়ে দেখবেন, সম্পর্কের একাউন্টে ভালোবাসা শূন্য পর্যায়ে চলে গেছে।

অনেকে মনে করেন সম্পর্কের টানাপোড়ান ও দ্বন্ধ বেশি হওয়াতে, বুঝি সম্পর্কটি দুর্বল হয়ে পড়েছে।

"এটি আংশিক সত্য"।"তবে পুরো সত্যটি", হচ্ছে আমরা সম্পর্কের মধ্যে নিয়মিতভাবে ভালোবাসা জমা করিনি" বা কম করেছি"।

হাসান হাবিব তালুকদার।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hasan's Travel Map posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan's Travel Map:

Videos

Share


Other Tourist Information Centers in Dhaka

Show All