South Point Consultancy

South Point Consultancy South Point Consultancy continues to offer you the best Job offer around the world like Malaysia, Romania, Hungary, Poland, Saudi Arabia Etc.

We process worker visa and tourist visa.

মালয়েশিয়ায় জরুরি নিয়োগআপনারা যারা মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুক অতিদ্রুত যোগাযোগ এর অনুরোধ রইল।কর্পোরেট অফি...
05/10/2022

মালয়েশিয়ায় জরুরি নিয়োগ

আপনারা যারা মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুক অতিদ্রুত যোগাযোগ এর অনুরোধ রইল।

কর্পোরেট অফিস: বাসা নং- ৬/এ, রোড নং -০২, গুলশান -০১, ঢাকা-১২১২

মালয়েশিয়া প্রসেসিং অফিস: সিংগাপুর ট্রেনিং সেন্টার, আশকোনা, হাজি ক্যাম্প, এয়ারপোর্ট, ঢাকা।

মোবাইল: 01749-509343

ইন্টারভিউ চলছে....
05/09/2022

ইন্টারভিউ চলছে....

মালয়েশিয়া কলিং আপডেট👍আলহামদুলিল্লাহ Kisware Cord Sdn Bhd  এর ইন্টারভিউ সম্পন্ন মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত যেকোনো ...
05/09/2022

মালয়েশিয়া কলিং আপডেট👍
আলহামদুলিল্লাহ
Kisware Cord Sdn Bhd এর ইন্টারভিউ সম্পন্ন

মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যর জন্য সরাসরি কল করুন
☎️০১৭৪৯-৫০৯৩৪৩

আগ্রহী কর্মীগণ অতিশীঘ্রই যোগাযোগ করুন।বিস্তারিত: ০১৭৪৯৫০৯৩৪৩
02/09/2022

আগ্রহী কর্মীগণ অতিশীঘ্রই যোগাযোগ করুন।
বিস্তারিত: ০১৭৪৯৫০৯৩৪৩

" 🇷🇴 রোমানিয়া 🇷🇴 " ইউরোপ এর দেশ রোমানিয়ার ওয়ার হাউজ ও ফার্নিচার ফেক্টরির কাজের জন্য জরুরী ফাইল দরকার। *** ওয়ার হাউজ*...
12/08/2022

" 🇷🇴 রোমানিয়া 🇷🇴 "

ইউরোপ এর দেশ রোমানিয়ার ওয়ার হাউজ ও ফার্নিচার ফেক্টরির কাজের জন্য জরুরী ফাইল দরকার।

*** ওয়ার হাউজ***
* পদবী : জেনারেল ওয়ার্কার।
* সংখ্যা : ৫০ জন।
* বেতন : ৫০০ ইউএস ডলার।
* ডিউটি : ৯ ঘন্টা সপ্তাহে ৫ দিন।
* থাকা + খাবার : কোম্পানির।

*** ফার্নিচার ও প্লাস্টিক ফেক্টরি ***
* পদবী : জেনারেল ওয়ার্কার।
* সংখ্যা : ২০+৩০ = ৫০ জন।
* বেতন : ৫০০ ইউএস ডলার।
* ডিউটি : ৯ ঘন্টা সপ্তাহে ৫ দিন।
* থাকা + খাবার : কোম্পানির।

** পুলিশ ক্লিয়ারেন্স যাদের রেডি আছে তাদের ফাইল জমা নেয়া হবে ।

যোগাযোগ:
+8801749509343

বিমানবন্দরগামী যাত্রীদেরকে হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ...
11/08/2022

বিমানবন্দরগামী যাত্রীদেরকে হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ...

Alhamdulillah 💖
09/08/2022

Alhamdulillah 💖

আলহামদুলিল্লাহমালয়েশিয়া কলিং ভিসার প্রথম ফ্লাইট!অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার 💞
08/08/2022

আলহামদুলিল্লাহ
মালয়েশিয়া কলিং ভিসার প্রথম ফ্লাইট!
অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার 💞

যারা এখনও সন্দিহান, আমন্ত্রণ রইল আজ বিমানবন্দরে এসে সরাসরি দেখার জন্য মালয়েশিয়া এর কলিং এর ফ্লাইট আজ শুরু হচ্ছে....
08/08/2022

যারা এখনও সন্দিহান, আমন্ত্রণ রইল আজ বিমানবন্দরে এসে সরাসরি দেখার জন্য মালয়েশিয়া এর কলিং এর ফ্লাইট আজ শুরু হচ্ছে....

Alhamdulillah 💖
08/08/2022

Alhamdulillah 💖

জাতীয়....যেভাবে কর্মী যাবে মালয়েশিয়ায়, রূপরেখা প্রকাশস্টাফ রিপোর্টারপ্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০৬ : ০৮ পি.এম.ফাইল ছবিনতুন স...
01/08/2022

জাতীয়....
যেভাবে কর্মী যাবে মালয়েশিয়ায়, রূপরেখা প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০৬ : ০৮ পি.এম.

ফাইল ছবি
নতুন সমঝোতার আওতায় মালয়েশিয়ায় যেভাবে কর্মী যাবে তার একটা রূপরেখা প্রকাশ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। সেখানে মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে ১৩টি ধাপ অনুসরণ করতে বলা হয়েছে।

বিএমইটি কর্তৃক প্রকাশিত রূপরেখায় বলা হয়, প্রথম ধাপে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটি ডেটাবেজে রিক্রুটিং এজেন্সির নিবন্ধিত হতে হবে।

দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদিত নিয়োগের অনুমতিপত্র ডাটাবেজে আপলোড করা হবে।

তৃতীয় ধাপে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি অনলাইনে বিএমইটি’র কাছে চাকরিপ্রার্থীদের তালিকা চাইবে।

চতুর্থ ধাপে বিএমইটি ডাটাবেজ থেকে ১:৩ অনুপাতে চাকরিপ্রার্থীদের তালিকা পাঠাবে।

www.bahannonews.com
পঞ্চম ধাপে সাত দিনের মধ্যে বিএমইটি’র পাঠানো তালিকা থেকে রিক্রুটিং এজেন্সি চাকরিপ্রার্থী নির্বাচন করবে।

ষষ্ঠ ধাপে প্রয়োজন হলে বিএমইটি’র কাছে পুনরায় তালিকার অনুরোধ করতে পারবে রিক্রুটিং এজেন্সি।

সপ্তম ধাপে রিক্রুটিং এজেন্সি চাকরিপ্রার্থীদের জন্য কলিং ভিসা ও প্রাকবহির্গমণ প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

অষ্টম ধাপে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ভিসা স্ট্যাম্পিং করবে, নবম ধাপে অভিবাসন প্রত্যাশী কর্মী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডেমো) বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে।

দশম ধাপে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য সরকারি ফি ও চার্জসহ আবেদন করবে।

তারপরের ধাপে বিএমইটি অনলাইনে ক্লিয়ারেন্স দেবে।

ত্রয়োদশ ধাপে অনলাইন থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা স্মার্টকার্ড ডাউনলোড করে নিতে হবে।

পরবর্তী বা শেষ ধাপে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করতে পারবেন কর্মীরা।

এর আগে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের সরকারি খরচের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই খরচ শুধু বাংলাদেশ অংশে। গত ১৯ ডিসেম্বর করা মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মীর বেশিরভাগ খরচই নিয়োগকর্তা বহন করবেন। তবে বাংলাদেশে কর্মীর কিছু খরচ নিজেকেই বহন করতে হবে।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তাই বহন করবেন। এসব খরচের মধ্যে রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, মালয়েশিয়ায় আনয়ন, আবাসন, কর্মে নিয়োগ ও কর্মীর নিজ দেশে ফেরত পাঠানোর খরচ অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্ট নিযুক্ত করতে পারবেন। মালয়েশিয়ায় যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ফি, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, ইন্স্যুরেন্স, করোনা পরীক্ষা, কোয়ারেন্টিন সংক্রান্ত খরচসহ সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান বহন করবেন। নিয়োগকর্তা কর্মীর মানসম্মত আবাসন, বিমা, চিকিৎসাও নিশ্চিত করবেন।

সত্য ও প্রগতির পক্ষে

মেডিকেল এর তালিকা প্রকাশ 👍
26/07/2022

মেডিকেল এর তালিকা প্রকাশ 👍

মালয়েশিয়াগামী কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম এখন সম্পূর্ণরূপে শুরু হয়েছে। যারা ...
24/07/2022

মালয়েশিয়াগামী কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম এখন সম্পূর্ণরূপে শুরু হয়েছে। যারা যারা মালয়েশিয়া আসতে আগ্রহী সবাইকে আমাদের অফিসে সরাসরি আসার জন্যে অনুরোধ রইল।

মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নিয়োগের জন্য নিন্মোক্ত সেক্টর গুলোঃ

১। উৎপাদন কারখানা

✅ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি
✅ হাত মোজা ফ্যাক্টরি
✅ ফার্নিচার ফ্যাক্টরি
✅ ফুড ফ্যাক্টরি
✅ গার্মেন্টস ফ্যাক্টরি
✅ প্লাস্টিক ফ্যাক্টরি
✅ ষ্টীল ফ্যাক্টরি
✅ রাবার ফ্যাক্টরি
✅ গ্লাস ফ্যাক্টরি
✅ অটোমোবাইল ফ্যাক্টরি
✅ অয়েল ফ্যাক্টরি

২। সার্ভিস সেক্টর

✅ রেস্টুরেন্ট
✅ মার্কেট
✅ লোডিং-আনলোডিং
✅ পেট্রোল পাম্প
✅ ক্লিনার➡️আবাসিক হোটেল, দোকান, মার্কেট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, হাসপিটাল, আবাসিক ইত্যাদি

৩। কন্সট্রাকশন

✅ অল ট্রেড টেকনিশিয়ান
✅ লেবার

৪। এগ্রিকালচার

✅ কৃষি কাজ
✅ মৎস্য খামার
✅ পোল্ট্রি ফার্ম
✅ পশু খামার

৫। প্লানটেশন

✅ পামওয়েল বাগান
✅ নার্সারী

সুবিধাদিঃ
✅ বেতনঃ ১৫০০ রিঙ্গিত + ওভারটাইম সহ ২৩০০+ রিঙ্গিত
✅ কন্ট্রাক্টঃ ৩ বছর। ভিসা নবায়নযোগ্য ১০ বছর পর্যন্ত।
✅ বাসস্থান+ চিকিৎসা কোম্পানি দিবে।
✅ খাবারঃ নিজ।

ভিসা হওয়ার ১৫-২০ দিনের ভিতর ফ্লাইট নিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
📌 পাসপোর্ট ( মেয়াদ ২৪ মাস)
📌 ছবি -১২ কপি (৩৫ X ৫০)
📌ভ্যাকসিন সার্টিফিকেট
যোগাযোগঃ +8801749-509343

কর্পোরেট অফিস : সাউথ পয়েন্ট ওভারসিজ

বাসা নং-০৬/এ, রোড নং-০২, গুলশান -০১, ঢাকা-১২১২

আর এল নাম্বার :622

মালয়েশিয়ায় জরুরি নিয়োগ।বেতন: ১৫০০ রিংগিত + ওভারটাইম বিস্তারিত জানতে কল করুন সরাসরি অথবা What's app / Imo+8801749-509...
22/07/2022

মালয়েশিয়ায় জরুরি নিয়োগ।
বেতন: ১৫০০ রিংগিত + ওভারটাইম
বিস্তারিত জানতে কল করুন সরাসরি অথবা What's app / Imo
+8801749-509343

22/07/2022

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এর পর পররাষ্ট্রমন্ত্রী বললেন মালয়েশিয়ায় শ্রমিক যাবে আগামী ২ সপ্তাহের মাঝে। তার মানে ভিসা কার্যক্রম এর সকল ধাপ সম্পূর্ণ বলেই কিন্তু বলা যাচ্ছে শ্রমিক যাবে ২ সপ্তাহের মাঝে।

মূলত মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে কোরবানি ঈদ এর আগেই এবং কলিং ভিসা ও অলরেডি বাংলাদেশে চলে এসেছে। তাই যারা এখনও ভাবেন যে সরকার আবার ঘোষণা দিবে তাদের বলবো আর কোন ঘোষণার আসায় না থেকে ভাল এজেন্সির মাধ্যমে ভাল কাজে মালয়েশিয়া আসার চেষ্টা শুরু করুন। সময় নিন সঠিক এজেন্সি এবং কাজ বাছাই করতে অযথা কলিং ভিসা নিয়ে বিভিন্ন তথাকথিত ফেসবুক গ্রুপ বা ফেসবুক/ ইউটিউব সাংবাদিকদের বক্তব্য শূন্যে হয়তো আপনার মালয়েশিয়া আসার সিদ্ধান্ত টা সিদ্ধান্তই থেকে যাবে বাস্তবায়ন আর হবে না।

বাংলাদেশ এ বর্তমানে কোন কোন কাজ এর ডিমান্ড লেটার গিয়েছে এবং কোন কোন এজেন্সিতে কাজ গিয়েছে সে সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করতে।

ধন্যবাদ

মালয়েশিয়ায় জরুরি নিয়োগ।বেতন: ১৫০০ রিংগিত + ওভারটাইম বিস্তারিত জানতে কল করুন সরাসরি অথবা What's app / Imo+601749-5093...
19/07/2022

মালয়েশিয়ায় জরুরি নিয়োগ।
বেতন: ১৫০০ রিংগিত + ওভারটাইম
বিস্তারিত জানতে কল করুন সরাসরি অথবা What's app / Imo
+601749-509343

19/07/2022
19/07/2022
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য  সুখবর!!আগামী রবিবার থেকে মেডিকেল চালু হবে যারা পাসপোর্ট জমা দিবেন অতি দ্রুত যোগাযোগ করুন আম...
16/07/2022

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর!!
আগামী রবিবার থেকে মেডিকেল চালু হবে যারা পাসপোর্ট জমা দিবেন অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে।

মালয়েশিয়ায় নিয়োগদাতাদের মূল ভিসা বা চাহিদাপত্রের সত্যায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইং।

মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নিয়োগের জন্য নিন্মোক্ত সেক্টর গুলোঃ

১। উৎপাদন কারখানা

✅ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি
✅ হাত মোজা ফ্যাক্টরি
✅ ফার্নিচার ফ্যাক্টরি
✅ ফুড ফ্যাক্টরি
✅ গার্মেন্টস ফ্যাক্টরি
✅ প্লাস্টিক ফ্যাক্টরি
✅ ষ্টীল ফ্যাক্টরি
✅ রাবার ফ্যাক্টরি
✅ গ্লাস ফ্যাক্টরি
✅ অটোমোবাইল ফ্যাক্টরি
✅ অয়েল ফ্যাক্টরি

২। সার্ভিস সেক্টর

✅ রেস্টুরেন্ট
✅ মার্কেট
✅ লোডিং-আনলোডিং
✅ পেট্রোল পাম্প
✅ ক্লিনার➡️আবাসিক হোটেল, দোকান, মার্কেট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, হাসপিটাল, আবাসিক ইত্যাদি

৩। কন্সট্রাকশন

✅ অল ট্রেড টেকনিশিয়ান
✅ লেবার

৪। এগ্রিকালচার

✅ কৃষি কাজ
✅ মৎস্য খামার
✅ পোল্ট্রি ফার্ম
✅ পশু খামার

৫। প্লানটেশন

✅ পামওয়েল বাগান
✅ নার্সারী

সুবিধাদিঃ
✅ বেতনঃ ১৫০০ রিঙ্গিত + ওভারটাইম সহ ২৩০০+ রিঙ্গিত
✅ কন্ট্রাক্টঃ ৩ বছর। ভিসা নবায়নযোগ্য ১০ বছর পর্যন্ত।
✅ বাসস্থান+ চিকিৎসা কোম্পানি দিবে।
✅ খাবারঃ নিজ।

ভিসা হওয়ার ১৫-২০ দিনের ভিতর ফ্লাইট নিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
📌 পাসপোর্ট ( মেয়াদ ২৪ মাস)
📌 ছবি -১২ কপি (৩৫ X ৫০)
📌ভ্যাকসিন সার্টিফিকেট
যোগাযোগঃ +8801749-509343 (what's app,Imo)

কর্পোরেট অফিস : সাউথ পয়েন্ট ওভারসিজ

বাসা নং-০৬/এ, রোড নং-০২, গুলশান -০১, ঢাকা-১২১২

আর এল নাম্বার :622

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে আর কোন বাধা নেই।
14/07/2022

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে আর কোন বাধা নেই।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক সত্যায়িত চাহিদাপত্র এখন ঢাকা BMET পরিচালক এর বরাবর, সুতরাং কলিং ভিসা নিয়ে যাবতী...
13/07/2022

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক সত্যায়িত চাহিদাপত্র এখন ঢাকা BMET পরিচালক এর বরাবর, সুতরাং কলিং ভিসা নিয়ে যাবতীয় অনিশ্চয়তার অবসান। আগামীকাল মেডিকেল এর লিষ্ট প্রকাশিত হবে আশা করা যায়।

১৩ এবং ১৪ তারিখ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মিটিং আছে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল সহ অন্যান্য...
12/07/2022

১৩ এবং ১৪ তারিখ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মিটিং আছে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল সহ অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে। আশা করা যায় তারপর কলিং ভিসা এর মূল প্রক্রিয়া শুরু হবে।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন,ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ,সুখ ,‌সমৃদ্ধি ও শান্তি। সবাইকে আমাদের পক্ষ হতে পবিত্র ঈ...
09/07/2022

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন,ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ,সুখ ,‌সমৃদ্ধি ও শান্তি।

সবাইকে আমাদের পক্ষ হতে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক 💞

06/07/2022

২০০৭ এ সরকারের নির্ধারিত খরচ ছিল ৮৪০০০ টাকা, লেগেছে ২.২০/২.৫০ লক্ষ টাকা। ২০১৭/১৮ এর কলিং এর সরকার নির্ধারিত খরচ ছিল ৩৪০০০ টাকা লেগেছে ৩.৫০ লক্ষ থেকে ৪.৫০ লক্ষ টাকা। এইবারের নির্ধারিত খরচ ৭৮ হাজার টাকা। এইবার আপনারাই ধারণা করূন কত টাকা লাগবে 😴😴😴

মালয়েশিয়া নতুন প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাধারণ শারীরিক পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, এক্স-রে, রক্ত পরীক্ষা (...
05/07/2022

মালয়েশিয়া নতুন প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাধারণ শারীরিক পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, এক্স-রে, রক্ত পরীক্ষা (এইচএসবিএসজি, হেপাটাইটিস - এ ও বি), ভিডিআরএল (যৌনরোগ/সংক্রমণ পরীক্ষা), এইচআইভি (এইডস-এর পরীক্ষা), টিউবারকিউলোসিস (যক্ষ্মার পরীক্ষা), ম্যালেরিয়া, লেপ্রোসি, মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কি-না ইত্যাদি বিষয়ের পরীক্ষা করা হয়।

মেডিকেলে যেসব রোগ থাকলে আনফিট ঘোষণা দেয়া হয়।

1.এইচআইভি

2. (চর্মরোগ)খুব বেশি।

3. জন্ডিস

4.হার্টের সমস্যা

5.শ্বাসকষ্ট

6. ডায়াবেটিক

এই রোগ গুলিই বিদেশ যাওয়ার পথে বাধা সৃষ্টি করে।
আপনি নিজভাবে কোন প্যাথলজি এই পরীক্ষা গুলো করে নিতে পারেন। সমস্যা থেকে থাকলে মেডিসিন নিন। কিন্ত শরীরের এমন সমস্যা থাকলে আনফিট হবেন। সেক্ষেত্রে নিজে আগে পরীক্ষা করিয়ে নেয়া ভালো।

আসসালামু আলাইকুম, মালয়েশিয়া মেডিকেল প্রসংঙ্গ:আমাদের মাধ্যমে অনেকেই জানতে পেরেছেন যে, মালয়েশিয়া কলিং এর জন্য মেডিকেল ...
05/07/2022

আসসালামু আলাইকুম,

মালয়েশিয়া মেডিকেল প্রসংঙ্গ:

আমাদের মাধ্যমে অনেকেই জানতে পেরেছেন যে, মালয়েশিয়া কলিং এর জন্য মেডিকেল শুরু হয়েছে কিন্তু অনেকে সঠিক তথ্য না জেনেই এটিকে একতরফা ভাবে মিথ্যা বলে প্রচার করছেন। তাই আমরা ১০০% প্রমানসহ আপনাদের সামনে হাজির হলাম। এখানে যে সিস্টেম এর মাধ্যমে মেডিকেল এর বিষয়টি তদারকি হবে তার এবং মেডিকেল স্লিপ এর একটি কপি দেওয়া হলো। একটু ভালভাবে লক্ষ্য করুন লাল মার্ক করা স্হানে, মেডিকেল এর জন্য MiGRAMS সিস্টেম টি মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং এর মূল সফটওয়্যার FWCMS এর সাথে যুক্ত।

➡️ অনেকেই প্রশ্ন করছেন সরকারিভাবে তো মেডিকেল এর ঘোষণা আসলো না তাহলে কীভাবে আর কেন মেডিকেল করবো বা এজেন্সিগুলো কেন করাচ্ছে?

মালয়েশিয়াতে কলিং ভিসায় আসার সর্বপ্রথম ধাপ হচ্ছে মেডিকেল করানো আর মালয়েশিয়াতে যে ২৫ এজেন্সি কাজ করবে তারা ইতোমধ্যে তাদের আইডি পাসওয়ার্ড পেয়ে গিয়েছে । মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন থেকেও নিয়োগপত্র সত্যয়ন শুরু হয়েছে। তাই মালয়েশিয়া আসতে ইচ্ছুক যেকেউ চাইলেই মেডিকেল করাতে পারেন এবং ঈদ পর যখন ভিসা প্রসেসিং শুরু হবে তখন কিন্তু যারা মেডিকেল করে রাখছেন তারা এই মেডিকেল রিপোর্ট এই মালয়েশিয়া আসতে পারবেন।

এরপর ও কিছু কিছু অবিশ্বাসী ব্যক্তিবর্গ সন্দেহের কথা বলতেই থাকবে এবং এই নির্দিষ্ট শ্রেণীর লোকজনের কাজ ই হচ্ছে যেকোন স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করা।

ধন্যবাদ।

04/07/2022

প্রবাসীর জীবন নিয়ে খুব সুন্দর একটা প্রতিবেদন।

04/07/2022

মেডিকেল চালু হয়েছে এটাই সত্য, ডানে বায়ে অনেক কথাই শোনা যাচ্ছে কিন্তু আবারও বলছি মেডিকেল চালু হয়েছে এটাই সত্য
📢+60173090134

বাংলাদেশ হাই কমিশন -মালয়েশিয়া থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠান পরিদর্শন শুরু। অতি শীঘ্রই মেডিকেল এর ঘোষণা আসবে ইনশাআল্লাহ
02/07/2022

বাংলাদেশ হাই কমিশন -মালয়েশিয়া থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠান পরিদর্শন শুরু। অতি শীঘ্রই মেডিকেল এর ঘোষণা আসবে ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ 🇲🇾🇲🇾 মালেশিয়ার  কলিং ভিসার, নিয়োগ অনুমতি দেওয়া  শুরু  হয়েছে এবং পাশাপাশি  কাজের ডিমান্ড লেটার বা নিয়োগ অন...
01/07/2022

আলহামদুলিল্লাহ

🇲🇾🇲🇾 মালেশিয়ার কলিং ভিসার, নিয়োগ অনুমতি দেওয়া শুরু হয়েছে এবং পাশাপাশি কাজের ডিমান্ড লেটার বা নিয়োগ অনুমতিও চলে এসেছে।

তবে,তারপরও সব কিছু জন্যে যেমন,অভিবাসন খরচ এবং মেডিকেল জন্যে আমাদের সরকারি ঘোষনা পর্জন্ত অপেক্ষা করতে হবে।

না জেনে না বুজে কারও কাছে পাসপোর্ট এবং লেনদেন করা থেকে বিরত থাকুন।

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.jamuna.tv%2Fnews%2F361179&h=AT22wEmdrKdkb_z6Mexr-wB5F5wlKDe8AsVtNBXp_d...
30/06/2022

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.jamuna.tv%2Fnews%2F361179&h=AT22wEmdrKdkb_z6Mexr-wB5F5wlKDe8AsVtNBXp_dU7qChmIfhBGRs4GRzQW-GiUTygfbVYBDua3mXafgI-mSYVBqq5bd1Ih8gRO-cKD9xga8ZuEEZvJjU02Tejz1u1DTLJ5ndwnqvPLbRK0DCL

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের আন্তরিকতায় দেশে ফিরছেন মালয়েশিয়া বিমানবন্দরে আটকে পড়া এক বাংলাদেশি। বুধবার (....

29/06/2022

আসসালামু আলাইকুম,

আপনারা অনেকেই মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক, কিন্তু সবার মনেই কিছু কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলে কিভাবে বা কোন প্র‌‌ক্রিয়ায় আপনি মালয়েশিয়ায় যেতে পারবেন। আমরা মালয়েশিয়া এর ভিসা প্রক্রিয়ার সাথে প্রতক্ষ্যভাবে জড়িত থাকায় আপনাদের এই প্রশ্নগুলো মোটামুটি আমাদের প্রতিনিয়ত শুনতে হয় এবং তার উত্তর দিতে হয়। আমারা আজকের এই পোস্ট এর মাধ্যমে চেষ্টা করবো মালয়েশিয়ার কলিং ভিসা , তার প্রক্রিয়া এবং মালয়েশিয়া এর কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। আশা করি আপনাদের উপকারে আসবে।

মালয়েশিয়ার কলিং ভিসার আসায় প্রক্রিয়া

📌আপনার প্রাথমিক যোগ্যতা:

আপনি যদি মালয়েশিয়া আসতে চান তবে প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনার পাসপোর্ট এর মেয়াদ দুই বছর আছে কিনা যদি না থাকে তবে অবশ্যই দেরি না করে নতুন করে পাসপোর্ট রিনিউ করে নিতে হবে। তারপর যা লাগবে তা হচ্ছে আপনি কোভিড-19 এর টিকা গ্রহণ করেছেন কিনা, যদি করে থাকেন তবে টিকা সনদ লাগবে। এই গেল প্রাথমিক যোগ্যতা।

📌এখন আপনি কিভাবে সরাসরি এজেন্সিতে যাবেন?

অধিকাংশ ক্ষেত্রেই আমরা যা করি আমাদের আশেপাশের পরিচিত যারা বিদেশে লোক পাঠানোর কাজ করে তাদেরকে ধরে আমরা বিদেশে যাওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে এই লোক গুলো নিজেরাও জানেনা আপনারা আসলে কোন কাজে বা কোন কোম্পানিতে যাবেন। যাদেরকে আমরা তথাকথিত দালাল বলি তারা হয়তো এজেন্সির সাথে রিলেটেড অন্য কোন দালালের পরিচিতজন। তাই যখন আপনি তাদেরকে ধরছেন এবং তারা যেহেতু সরাসরি এজেন্সির সাথে সম্পৃক্ত না,সে ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রকৃত খরচ এর চেয়েও অনেক বেশি টাকা দিয়ে আপনি বিদেশ যাচ্ছেন কিন্তু দালালের কথা অনুযায়ী আপনি কাজ বা কোম্পানি পাচ্ছেন না। এমনকি যেটা হয় আপনি কত টাকা বেতন পাবেন তার ও সঠিক তথ্য তারা না দিয়ে আপনাকে একটি নির্দিষ্ট বেতনের কথা বলে পাঠায় এবং পরবর্তী দেখা যায় উক্ত দালালের কথার সাথে বেতনের কোন মিল নেই।

আপনারা মোটামুটি সবাই অবগত আছেন যে মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে হলে অবশ্যই নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে যেতে হবে এবং তা মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত। তাই যদি সরাসরি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া আসতে চান সে ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন কেননা আমরা সরাসরি এজেন্সির সাথে সম্পৃক্ত এবং শুধুমাত্র এজেন্সি নির্ধারিত খরচেই আপনি মালয়েশিয়া আসতে পারবেন।

📌মালয়েশিয়া সরকার কি কি ভিসায় কর্মী নিবে?
১. ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ভিসা
২. কনস্ট্রাকশন ভিসা
৩. প্লান্টেশন ভিসা
৪. এগ্রিকালচার ভিসা
৫. সার্ভিস সেক্টর ( হোটেল/ রেস্টুরেন্ট, রিসোর্ট, রিটেল/ হোলসেল ,লোডিং/ আনলোডিং)

📌 মালয়েশিয়া কাজের বেতন কত?
মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম বেসিক বেসিক ১৫০০ রিঙ্গিত বাংলাদেশি টাকায় ৩৩,০০০/= হাজার টাকার মত। বেসিক টা শুধুমাত্র ০৮ ঘণ্টা কাজের হিসেবে, এছাড়াও রয়েছে প্রতিদিন ০৩ ঘণ্টা করে ওভারটাইম কাজ করার সুযোগ। ওভারটাইম বেতন বেসিক এর দেড়গুন। এছাড়াও সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনে কাজ করলে সেটাও মূল বেতনের দেড় থেকে তিনগুণ পর্যন্ত মূল বেতনের সাথে যোগ হয়। সে ক্ষেত্রে মাস শেষে একজন শ্রমিক মোটামুটি ২৩৪০ থেকে ২৫০০ রিঙ্গিত পর্যন্ত বেতন পেতে পারে। যা বাংলাদেশী টাকায় ৫০ হাজার টাকারও বেশি।

📌অন্যান্য সুবিধা সমূহ

মালয়েশিয়ায় কর্মী হিসেবে আপনি আসলে আপনার বাসস্থান, যাতায়াত এবং চিকিৎসা সবকিছুই কোম্পানি কর্তৃক বহন করা হয় তাই খাবার খরচ ব্যতীত আপনার তেমন কোন খরচ নেই ‌। আর মালয়েশিয়াতে মোটামুটি সব জায়গাতেই বাংলাদেশি খাবার যেমন -মাছ-মাংস, শাকসবজি , ফলমূল পাওয়া যায় তাই মাসে একজন মানুষের ৫-৬ হাজার টাকাতেই খাবার খরচ হয়ে যায় এবং এখানে খাবার খরচ বাংলাদেশের তুলনায় অনেকটাই কম।

আশা করি উপরোক্ত আলোচনা আপনাদের উপকারে আসবে। এছাড়াও আরও বিস্তারিত জানার থাকলে সরাসরি আমাদের WhatsApp/IMO নাম্বারে কল করুন।

☎️+60173090134

#কলিংভিসা #মালয়েশিয়াভিসা #মালয়েশিয়া

29/06/2022

মালয়শিয়ায় বাংলাদেশ হাই কমিশন থেকে মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদাপত্র সত্যয়ন কার্যক্রম শুরু....

ধৈর্য্যর ফল সবসময় সুমিষ্ট হয়....মালয়েশিয়ায় কর্মী আসার সম্পূর্ন কার্যক্রম হবে FWCMS এর মাধ্যমে এবং FWCMS এর আজকের আপ...
28/06/2022

ধৈর্য্যর ফল সবসময় সুমিষ্ট হয়....
মালয়েশিয়ায় কর্মী আসার সম্পূর্ন কার্যক্রম হবে FWCMS এর মাধ্যমে এবং FWCMS এর আজকের আপডেট অনুযায়ী আগামী ৩০ শে জুন Attestation প্রক্রিয়া সম্পর্কে ব্রিফিং এর জন্য মালয়েশিয়া এর নিয়োগদাতা প্রতিষ্ঠান এর প্রতিনিধিদের‌ একটি চা চক্রে অংশগ্রহণ এর জন্য আহ্বান জানানো হয়েছে।
সবকিছু On Process এ চলছে....তাই ডানে বামের কথা না শুনে আমাদের সাথে যোগাযোগ রাখুন।

আলহামদুলিল্লাহ,আপনারা যারা মালয়েশিয়া আসতে আগ্রহী তাদের সবাইকে বলবো আগামী ২/৩ দিনের মাঝে সকল অনিশ্চয়তার অবসান হবে এবং ...
25/06/2022

আলহামদুলিল্লাহ,
আপনারা যারা মালয়েশিয়া আসতে আগ্রহী তাদের সবাইকে বলবো আগামী ২/৩ দিনের মাঝে সকল অনিশ্চয়তার অবসান হবে এবং মেডিকেল এর তারিখ ঘোষণা আসবে।

আমরা এজেন্সির এবং মেডিকেল এর তালিকা দিয়ে দিব এবং আপনারা যেন সর্বনিম্ন প্রসেসিং খরচ এ মালয়েশিয়া আসতে পারেন সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

ধন্যবাদ

স্বপ্নের পদ্মা সেতু 💘আমাদের অহংকার,আমাদের সাহস,আমাদের অর্জন....শুভ হোক এক নতুন বাংলার পথচলা।
25/06/2022

স্বপ্নের পদ্মা সেতু 💘

আমাদের অহংকার,আমাদের সাহস,আমাদের অর্জন....

শুভ হোক এক নতুন বাংলার পথচলা।

মালয়েশিয়ায় কর্মী ভিসায় আসার জন্য যে সকল COVID-19 টিকা সম্পূর্ন ভ্যাকসিনেটেড বলে গণ্য হবে।
23/06/2022

মালয়েশিয়ায় কর্মী ভিসায় আসার জন্য যে সকল COVID-19 টিকা সম্পূর্ন ভ্যাকসিনেটেড বলে গণ্য হবে।

Address

House/60/A, Road/02, Gulshan/01
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when South Point Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to South Point Consultancy:

Videos

Share

Category