Huba Travels

Huba Travels The journey of a thousand miles begins with a single step!

20/02/2025

Let's countdown...

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania....
19/02/2025

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব https://saudi-arabia-evisa.com/visa-status/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া https://www.ivacbd.com/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইতালী https://visa.vfsglobal.com/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

মাত্র ১ থেকে ১.৮০ লক্ষ টাকা করে খরচ করে, আপনি ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারবেন । ইতালির পাবলিক ইউনিভার্সিটিগুলোত...
15/02/2025

মাত্র ১ থেকে ১.৮০ লক্ষ টাকা করে খরচ করে, আপনি ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারবেন । ইতালির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাবেন, এবং ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে কোন টিউশন ফিস দিতে হয় না । পাশাপাশি প্রতিবছর ১০ লক্ষ টাকা স্কলারশিপের সুযোগ রয়েছে ।

ইতালিতে যারা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করতে চান, তাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডকুমেন্টসগুলো দরকার হবে |

যারা ব্যাচেলর ডিগ্রী এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাদের যে যে ডকুমেন্টসগুলো দরকার হবে:
১. পাসপোর্ট
২. অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট(SSC & HSC)
৩. IELTS সার্টিফিকেট, মিনিমাম 6.0 |
৪. TOLC(যদি কোন ইউনিভার্সিটিতে অথবা কোন সাবজেক্টে TOLC এক্সামের রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে ওরা আপনার কাছ থেকে এন্ট্রি টেস্ট নিতে পারে ।)
৫. এডুকেশনাল সিবি(Europass CV Recommended)

যারা মাস্টার্স ডিগ্রী এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাদের চেয়ে যে ডকুমেন্টগুলো দরকার হবে:
১. পাসপোর্ট
২. অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট(Bachelor)
যদি কারো কাছে অরজিনাল সার্টিফিকেট না থাকে, শুধু প্রভিশনাল সার্টিফিকেট থাকে, তাহলে অ্যাপ্লিকেশনের সময় কোন প্রবলেম হবে না । কিন্তু আপনার অরজিনাল ট্রান্সক্রিপ্ট অবশ্যই লাগবে ।(জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অরজিনাল ট্রান্সক্রিপ্ট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না ।)
৩. MOI/IELTS(যাদের MOI আছে, তাদের IELTS এর দরকার নাই)
৪. রিকমেন্ডেশন লেটার(দুইটি)
৫. মোটিভেশন লেটার ।(প্রতিটি সাবজেক্টের জন্য আপনাকে একটি করে মোটিভেশন লেটার দিতে হবে ।)
৬. এডুকেশনাল সিবি(Europass CV Recommended)

সম্পূর্ণ প্রসেসিং করতে যে ১ থেকে ১.৮০ লক্ষ টাকা খরচ হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি:

১) বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করতে আপনার ০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এপ্লিকেশন ফি নাই অথবা অ্যাপ্লিকেশন ফি ফ্রি যদি আপনি ওরকম ইউনিভার্সিটি তে এপ্লাই করেন তাহলে আপনার কোন ফিস লাগবে না। কিন্তু ওরকম ইউনিভার্সিটি সংখ্যা খুব কম। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এপ্লিকেশন ফি ১০ থেকে ৩০ ইউরো।ওরকম যদি আপনি ৩টি ইউনিভার্সিটিতে এপ্লিকেশন করেন তাহলে আপনার ৫০থেকে ৬০ ইউরোর মত খরচ হতে পারে, আবার আরো কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এপ্লিকেশন ফি ৫০ ইউরো বা তারও বেশি। যদি আপনি তিনটি ইউনিভার্সিটিতে এপ্লাই করেন তাহলে আপনার খরচ ১০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়।

২) তারপর আপনি যখন এডমিশন লেটার/ অফার লেটার রিসিভ করবেন, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার এনরোলমেন্ট ফি দিতে হতে পারে। ফিস ১৫০-২৫০ ইউরো পর্যন্ত হতে পারে,কিন্তু মনে রাখবেন এই ফিসটি প্রতিটি ইউনিভার্সিটিতে দেওয়া লাগেনা।

৩)প্রতিটি স্টুডেন্টকে CIMEA অথবা DOV করতে হয়, তবে বেশিরভাগ স্টুডেন্ট CIMEA করে থাকে, কারণ এই প্রসেস ইজি।CIMEA করতে আপনার ৩০০ ইউরো খরচ হবে।

৪) ১বছরের ট্রাভেল ইন্স্যুরেন্স প্রতিটি স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি।ইন্সুরেন্সটা যদি আপনি ইতালি থেকে কিনেন তাহলে ১৩৫ ইউরো খরচ হবে, যদি বাংলাদেশ থেকে কিনেন তাহলে ২৫/৩০ হাজার টাকা খরচ হবে।

৫) একোমোডেশন ১টি ইম্পোরটেন্ট ফ্যাক্টর ভিসা পাওয়ার জন্য।প্রতিটি স্টুডেন্টকে ১বছরের জন্য একোমোডেশন দেখাতে হবে। এখানে আপনার ২০-৫০ হাজার+ টাকা খরচ হতে পারে। কিন্তু অনেক স্টুডেন্ট হোটেল বুকিং দিয়েও ভিসা পায়।হোটেল বুকিং দিলে আপনার কোনো খরচ নাই। কিন্তু আমি সবাইকে রিকমেন্ড করি সবাই যাতে ১বছরের একোমোডেশন দেখায়।

৬) সর্বশেষ VFS & VISA FEES দিতে হবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

পরিশেষে আমি বলতে পারি, সর্বনিম্ম ১লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।

Collected

আলহামদুলিল্লাহ। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্...
13/02/2025

আলহামদুলিল্লাহ। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনের ভিসা আবেদন করা যাবে ঢাকা থেকে।

24/01/2025

সবাইকে পবিত্র জুম্মা মোবারক।
নামাজ শেষে কে কোথায় ঘুরতে যাবেন

16/01/2025

Good Night 🌃

13/01/2025

Good night

13/01/2025

Good morning

12/01/2025

সবাইকে শুভরাত্রি
🛌

12/01/2025

হাতিরঝিলের হাতি!

12/01/2025

শুভ সন্ধ্যা

10/01/2025

Good Night 😴

10/01/2025

Good Morning Everyone

09/01/2025

Good Morning 😊

08/01/2025

Good Night 😊

Hellow traveler!
01/01/2025

Hellow traveler!

Address

Dhaka
1212

Telephone

+8801724865251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Huba Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share