16/01/2022
✨ মেঘের দেশ সাজেক ভ্রমণ ✨
(৩ রাত, ২ দিন (ঢাকা ও চট্টগ্রাম থেকে):
👉 ভ্রমণ তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২২
🎆 জনপ্রতি ৫,৩০০ টাকা (এক রুমে ৪ জন)
🎆 জনপ্রতি ৬,৩০০ টাকা (এক রুমে ২ জন)
📢 ইভেন্ট এ যোগ দেওয়ার জন্য সকল তথ্য ও নিয়ম ভালো করে পড়ে দেখবেন।
🎆 ঢাকা থেকে সাজেক ভ্রমণ:
🎇 ট্রাভেল বিংগোর আয়োজনে যা যা থাকছে:
👉 ঢাকা টু খাগড়াছড়ি রিটার্ন বাস টিকিট (নন এসি)
👉 ২ দিনের সকাল,দুপুর ও রাতের খাবার।
👉 ২ দিনের জন্য রিজার্ভ জীপগাড়ি।
👉 সাজেক,আলুটিলা এবং ঝুলন্ত সেতুর এন্ট্রি টিকিট।
👉 জীপগাড়ির ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
👉 সাজেকে রাত্রি যাপনের ব্যবস্থা (কটেজ/রিসোর্ট)।
👉 অভিজ্ঞ ভ্রমণ গাইড।
🎇 যেসব স্থানে ঘুরে বেড়াবো:
খাগড়াছড়ি➡️সাজেক➡️রুইলুই পাড়া➡️লুসাইপাড়া➡️কংলাকপাহাড়➡️ হেলিপ্যাড ➡️ আলুটিলা গুহা➡️ঝুলন্ত ব্রীজ।
🎇 ট্রাভেল বিংগোর খাবার মেনু:
✨ প্রথম দিন:
👉 সকালেঃ পরটা, ডিম ভাজি, সবজি/ডাল, চা ও পানি।
👉 দুপুরেঃ মুরগির মাংস, ডাল, সবজি, ভর্তা, ভাত ও পানি।
👉 রাতেঃ ব্যাম্বু চিকেন/বারবিকিউ চিকেন, পরটা ও পানি।
✨ ২য় দিন:
👉 সকালেঃ ভুনাখিচুড়ি, ডিম, সালাদ, ও পানি।
👉 দুপুরেঃ মাছ, শুটকিভর্তা, ডাল, সবজি, ভাত ও পানি।
👉 রাতেঃ মুরগির মাংস, ডাল, সবজি, ভাত ও পানি।
🎇 ট্রাভেল বিংগোর ভ্রমণ পরিকল্পনা:
👉 ১ম রাতঃ রাত ১০:৩০ মিনিটে ঢাকা থেকে নন এসি বাস এ করে খাগড়াছড়ির জন্য যাত্রা।
👉 ১ম দিনঃ ভোরে খাগড়াছড়ি পৌঁছাবো।খাগড়াছড়িতে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করবো, তারপর রিজার্ভ জীপ অথবা সিএনজি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা।সাজেক পৌঁছে ফ্রেশহয়ে কিছুক্ষণ বিশ্রাম করবো। দুপুরের খাবার খেয়ে সাড়ে তিনটায় সাজেক থেকে কংলাক যাত্রা। শেষ বিকেলে হেলিপ্যাডে আড্ডা।
👉 ২য় রাতঃ রাতের খাবার শেষে সাজেক ভ্যালিতে রাত্রি যাপন ।
👉 ২য় দিনঃ ভোরে সূর্যোদয় উপভোগ করবো। সকালের খাবার শেষে ১০ টায় সাজেক ত্যাগ করবো। দুপুরে খাগড়াছড়িতে পৌঁছে দুপুরের খাবার। এর পর ঝুলন্ত ব্রীজ, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা ঘুরে বেড়াবো।
👉 ৩য় রাত – রাতের খাবার শেষে ১০:০০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
🎆 চট্টগ্রাম থেকে সাজেক ভ্রমণ:
🎇 ট্রাভেল বিংগোর আয়োজনে যা যা থাকছে:
👉 চট্টগ্রাম টু খাগড়াছড়ি রিটার্ন বাস টিকিট (নন এসি)
👉 প্রতিদিন সকাল,দুপুর ও রাতের খাবার।
👉 ২ দিনের জন্য রিজার্ভ জীপ।
👉 সাজেক,আলুটিলা এবং ঝুলন্ত সেতুর এন্ট্রি টিকিট।
👉 জীপ ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
👉 খাগড়াছড়ি ও সাজেকে রাত্রি যাপনের ব্যবস্থা (হোটেল/কটেজ/রিসোর্ট)।
👉 অভিজ্ঞ ভ্রমণ গাইড।
🎇 যেসব স্থানে ঘুরে বেড়াবো:
খাগড়াছড়ি➡️সাজেক➡️রুইলুই পাড়া➡️লুসাইপাড়া➡️কংলাকপাহাড়➡️ হেলিপ্যাড➡️ আলুটিলা গুহা ➡️ঝুলন্ত ব্রীজ।
🎇 ট্রাভেল বিংগোর খাবার মেনু:
✨ ১ম দিন:
👉 রাতেঃ মুরগির মাংস, সবজি, ভর্তা, ডাল, ভাত ও পানি।
✨ ২য় দিন:
👉 সকালেঃ পরটা, ডিম ভাজি, সবজি/ডাল, চা ও পানি।
👉 দুপুরেঃ মুরগির মাংস, ডাল, সবজি, ভর্তা, ভাত ও পানি।
👉 রাতেঃ ব্যাম্বু চিকেন/বারবিকিউ চিকেন, পরটা ও পানি।
✨ ৩য় দিন:
👉 সকালেঃ ভুনাখিচুড়ি, ডিম, সালাদ ও পানি।
👉 দুপুরেঃ মাছ, শুটকিভর্তা, ডাল, সবজি, ভাত ও পানি।
👉 রাতেঃ মুরগির মাংস, ডাল, সবজি, ভাত ও পানি।
🎇 ট্রাভেল বিংগোর ভ্রমণ পরিকল্পনা:
👉 ১ম দিনঃ দুপুর ০১:০০ মিনিটে চট্টগ্রাম থেকে নন এসি বাস এ করে খাগড়াছড়ির জন্য যাত্রা। বিকেলে খাগড়াছড়ি পৌঁছাবো। খাগড়াছড়ি তে হোটেলে উঠবো। ফ্রেশ হয়ে একটু ঘুরে বেড়াবো। রাতের খাবার শেষে হোটেলে ফিরে আসবো।
👉 ১ম রাতঃ খাগড়াছড়ির হোটেলে রাত্রি যাপন।
👉 ২য় দিনঃ সকাল ০৭:১৫ মিনিটে হোটেল ছেড়ে বের হয়ে সকালের নাস্তা করবো, তারপর রিজার্ভ জীপ অথবা সিএনজি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। সাজেক পৌঁছে ফ্রেশহয়ে কিছুক্ষণ বিশ্রাম করবো। দুপুরের খাবার খেয়ে ০৩:৩০ মিনিটে সাজেক থেকে কংলাক যাত্রা। কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখে হেলিপ্যাডে যাব।
👉 ২য় রাতঃ রাতের খাবার শেষে সাজেকে রাত্রি যাপন।
👉 ৩য় দিনঃ ভোরে সূর্যোদয় উপভোগ করবো। সকালের খাবার শেষে ১০ টায় সাজেক ত্যাগ করবো। দুপুরে খাগড়াছড়িতে পৌঁছে দুপুরের খাবার। এর পর ঝুলন্ত ব্রীজ, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা ঘুরে বেড়াবো। রাতের খাবার শেষে ৮:৩০ মিনিটে চট্টগ্রাম এর উদ্দেশ্যে যাত্রা। রাত ১২:৩০ মিনিটে আশা করি চট্টগ্রাম পৌঁছাবো।
📢 বিশেষ দ্রষ্টব্যঃ
👉 ট্রাভেল বিংগোর আয়োজন, খাবার এর মেনু ও ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করার জন্য অনুরোধ করবেন না। পরিবেশ, পরিস্থিতি ও আবহাওয়ার উপর নির্ভর করে কোনো কিছুর পরিবর্তন এর অধিকার শুধুমাত্র 'ট্রাভেল বিংগো' রাখে।
📢 আসন সংরক্ষণ ও ইভেন্ট ফি প্রদানের নিয়মঃ
👉 আসন সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনাকে ৩,০০০/- (তিন হাজার টাকা) বিকাশ/নগদ এর মাধ্যমে অগ্রিম প্রদান করে আসন সংরক্ষণ করতে হবে (অফেরতযোগ্য)।
👉 বাকি টাকা ভ্রমণের আগের দিন অবশ্যই প্রদান করতে হবে।
👉 বিকাশ/নগদ এ খরচসহ প্রদান করতে হবে।
👉 বিকাশ/নগদঃ 01710838402 (পার্সোনাল)
🎇 যোগাযোগঃ
👉 ঢাকা অফিসঃ
হাউস: ৬০, রোড: ৯, ব্লক: এফ, বনানী, ঢাকা।
মোবাইল - 01618005531 (ইমরান)
ইমেইল - [email protected]
👉 যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।
আর যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।
👉 যা সাথে নেওয়া উচিতঃ
* মাস্ক (বাধ্যতামূলক)।
* মশা থেকে বাঁচার জন্য অডোমস ক্রিম।
* গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
* ছাতা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
* টুথব্রাশ, টুথপেষ্ট ও প্রয়োজনীয় ঔষধ।
* মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য এবং মোবাইলের প্রোটেকশন এর জন্য)।
* মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
🎇 ট্রাভেল বিংগোর সাথে ভ্রমণ করার কিছু নিয়ম ও শর্তঃ
👉 প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
👉 ভ্রমণ এর সময় গুলো ভালো করে অনুসরণ করতে হবে।
👉 ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
👉 ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
👉 প্রতিটি স্থান আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন প্রকৃতির কোন ক্ষতি না হয়।
👉 অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
👉 স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
👉 কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ভ্রমণ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
👉 দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে।
👉 এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
👉 ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছেলে/মেয়ে/পরিবার সকলেই যেতে পারবেন।
🎇 সবশেষে কিছু কথাঃ
বাংলার ভ্রমণ পিপাসুদের নিয়ে আমাদের স্বল্প প্রচেষ্টা।
আমাদের চারিদিকে ছড়িয়ে আছে অনেক সুন্দর প্রকৃতির রূপ। সবাই মিলে সেই রূপ এর সাথে আলিঙ্গন করবো, এটাই আমাদের লক্ষ্য।
এই গ্রুপ এ আপনারা সবাই প্রকৃতির রূপ আলিঙ্গন এর কিছু স্মৃতি ও ছবি পোস্ট করবেন। আপনার পোস্ট দেখে অন্যরা সেই প্রকৃতির রূপ খুঁজে পাবে।
🎇 ভ্রমণ এ গিয়ে পরিবেশ রক্ষা করুন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ধন্যবাদ সবাইকে।
Travel Bingoo has started a new journey in Bangladesh with one motive to serve here with the best travel services all over the World. We have a dedicated & expert team who are always ready to assist you.