Aziz Travels

Aziz Travels আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যা...
23/08/2022

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল ৮০ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না 😭😭

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারন আমি তো বাবা" 😭😭

✔️ শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন।

22/08/2022
বেশি করে শেয়ার করুন,,,,,
18/08/2022

বেশি করে শেয়ার করুন,,,,,

আলহামদুলিল্লাহ,,,,,
18/08/2022

আলহামদুলিল্লাহ,,,,,

শেয়ার করুন বেশি বেশি,,,,,
29/06/2022

শেয়ার করুন বেশি বেশি,,,,,

মরিয়ম ফুল সাত বছর পর একবার ফোঁটে।সবাই শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ দিন।
29/06/2022

মরিয়ম ফুল সাত বছর পর একবার ফোঁটে।
সবাই শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ দিন।

চল্লিশ বছরের লোকটা আনন্দফূর্তি করতে করতে দিন কাটায়, ভেবেছিল বৃদ্ধবয়সে হজ্জ করে গুনাহ মাফ করিয়ে নেবে কিন্তু হঠাৎ স্ট্র...
29/06/2022

চল্লিশ বছরের লোকটা আনন্দফূর্তি করতে করতে দিন কাটায়, ভেবেছিল বৃদ্ধবয়সে হজ্জ করে গুনাহ মাফ করিয়ে নেবে কিন্তু হঠাৎ স্ট্রোক করে মারা গেল...
ছেলেটি ভেবেছিল আগামী বছর থেকেই নামাজ পড়া শুরু করবে..
কিন্তু রাতে ঘুমের মধ্যেই মারা গেল...
মেয়েটি কখনো মেকআপ ছাড়া বাইরে যায়নি, ঠিকমত পর্দা করেনি,ভেবেছিল রমজান মাসে হিজাব শুরু করবে...
কিন্তু একটু পরেই মেয়েটি রাস্তায় বের হয়ে মারা গেল গাড়িচাপা পড়ে......
ছেলেটি ব্যাংকের জবটা ছেড়ে হালাল উপার্জনের চেষ্টা করবে...
কিন্তু না এর আগেই না ফেরার দেশে পাড়ি জমাতে হল !!!
বাবা বারবার বকার পরেও মেয়েটি গান শোনা ছাড়লো না,,
অবশেষে রাতে ইয়ারফোন কানে নিয়ে গান শোনা অবস্থায়তেই তার মৃত্যু হলো!!! ।

ছেলেটি নামাজের সময় নামাজ না পড়ে টিভিতে বিশ্বকাপের খেলা দেখতে মশগুল মাগরিব পড়া আর হলোনা!!!!

শ্বাসকষ্ট উঠে মারা গেল ছটফট করতে করতে!!!
মেয়েটি প্রতিদিন ফেসবুকে ছবি আপলোড
করে,,সে জানত এটা গুনাহের কাজ তবুও অভ্যাসটা ছাড়বে ছাড়বে করে আর ছাড়া হলো না!!!!

অবশেষে এক বখাটে ছেলে সেই মেয়ের ছবি দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে নেটে ছেড়ে দিলো,,,মেয়েটি লজ্জায় আত্মহত্যা করলো!!!
আমরা যারা ভাবি আজ না কাল , কাল না পরশু , কদিন পর এটা করব ওটা করব,নামাজ পড়বো, দাঁড়ি রাখবো, হিজাব পড়বো, নিজেকে ঠিক করে নিব!!
কিন্তু এই কাল /পরশু যে আসবে তার কি গ্যারান্টি???

আল্লাহপাক বলেন ,
" অথচ কেউই জানেনা আগামীকাল তার জন্যে কী অপেক্ষা করছে এবং কেউ জানে না কোথায় তার জন্য মৃত্যু অপেক্ষা করছে ।শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত । "
[সূরা লোকমান : ৩৪ ]
তাহলে আর দেরী কেন ???

কেন আজ থেকে নিজেকে বদলাবো না???কেন গুনাহ করে যাবো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে???
হারাম ও গুনাহের কাজ আজ থেকে
ছেড়ে দিচ্ছিনা কেন ???

কেন এত ঢিলেমী করছি তওবা করতে ???
কিসের জন্য আমরা এত নিশ্চিন্ত যেখানে
আপনার ১ সেকেন্ডের নিশ্চয়তা নেই!!!বিদায়ের ঘন্টা বেজে যাবে যেকোনসময়
এমনো তো হতে পারে আজই এ দুনিয়ায় শেষদিন!!!
সংগৃহীত।

শেয়ার করুন-সবাইকে পড়ার সুযোগ দিন।
22/05/2022

শেয়ার করুন-
সবাইকে পড়ার সুযোগ দিন।

১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দ...
22/05/2022

১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। "
কিন্তু ৩ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর ,যেই ছেলেটা সমপরিমাণ টাকা উপার্জন করে অর্থাৎ ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের এ সমাজ বলে, ছেলেটা এখানো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত ......."ব্যবসা"।
যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সেই সমাজ তাকে করে পুরস্কৃত।
আর যেই ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে করে তিরস্কার ক‌রে।
বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে , হালালকে নয় ।
অথচ "ইবাদত কবুলের পূর্ব শর্তই হল হালাল উপার্জন। "

04/05/2022

আসসালামু য়ালাইকুম,,
কেমন আছেন সবাই

বেশি বেশি শেয়ার করুন-
23/04/2022

বেশি বেশি শেয়ার করুন-

আলহামদুলিল্লাহশেয়ার করুন-
22/04/2022

আলহামদুলিল্লাহ
শেয়ার করুন-

বেশি বেশি শেয়ার করুন।
15/03/2022

বেশি বেশি শেয়ার করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aziz Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category